Clauses: Principle, Subordinate and Coordinate Clauses

যেমন: I saw a boy who was playing football.

Phrase এবং Clause এর মধ্যে মূল পার্থক্য হল Phrase-এ finite verb থাকে না, কিন্তু Clause-এ finite verb থাকে।

১। একটি Subject থাকবে;
২। একটি Finite verb থাকবে এবং
৩। নিজস্ব Finite verb থাকার পরও এটি স্বতন্ত্র বাক্য নয়, কোন বাক্যের অংশ মাত্র।

1. Principal or Independent Clause
2. Subordinate or Dependent Clause
3. Coordinate Clause

(i) Noun Clause;
(ii) Adjective Clause;
(iii) Adverbial Clause

নিম্নে বিস্তারিত বর্ণনা করা হলো :

যে Clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে বলে Principal Clause. একে মূল Sentence থেকে আলাদা করে লিখলে এটি একটি স্বাধীন বাক্য হিসেবে নিজের অর্থ প্রকাশ করতে পারে।
যেমন:
I have a cow which is black.
The boy who is playing football is my brother.



Subordinate মানে অধীন।
যে Clause Principal Clause-এর সাহায্য ছাড়া একাকি অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate Clause বলে। 
যেমন:
He worked hard so that he could succeed in life.
Simu wanted a pen which was costly.

Subordinate Clause সাধারণত who, when, how, where, if, as that, why, so that in order to whom, hardly scarcely, barely, no sooner প্রভৃতি দিয়ে আরম্ভ হয়।

(i) Noun Clause; 
(ii) Adjective Clause; 
(iii) Adverbial Clause


যে Subordinate Clause কোন বাক্যে noun মত কাজ করে থাকে অর্থাৎ Subject, complement বা Case in apposition এর মত কাজ করে তাকে Noun Clause বলে।

Noun clause দিয়ে noun-এর কাজ নিষ্পন্ন হয়ে থাকে। এদের চেনার জন্যে জানতে হবে;

a. That অর্থ ‘যে’ ও if ‘কিনা' হলে এদের দিয়ে noun clause শুরু হয়ে থাকে;

b. How, what, when, whence, where, whether, why প্রভৃতি interrogative word গুলো দিয়ে Noun clause শুরু হয়; 

c. Relative pronoun ও relative adverb-এর antecedent উহ্য থাকলে এদের দিয়ে noun clause শুরু হয়ে থাকে ।


এদের function (কাজ) উল্লেখ করে নিচে কতগুলো noun clause দেয়া হল:

(a) The subject of a Verb
a. That he is guilty is beyond doubt. 
b. Where he has gone is not known.

(b) The object of a Verb
a. I know that he is right. 
b. I know who has done it.

(c) The object of a Preposition
a. There is much truth in what he says. 
b. Your father depends on how you work.

(d) Complement of a Verb of Incomplete Predication I want.
a. This is why he did not go there. 
b. This is what I want. 

(e) In Apposition to a Noun or Pronoun
a. The idea that he is weak is English. 
b. The rumour that he died proved false.

'Of' preposition-এর object রূপে ব্যবহৃত কোন কোন noun clause এর আগে preposition উহ্য থাকে : 
(a) I am sure (of) that I am speaking the truth. 
b. I am confident (of) that I shall reach in time.

📝 (ii) Adjective Clause: যে Subordinate Clause কোন বাক্যে Adjective এর মত কাজ করে থাকে তাকে Adjective Clause বলে। 
এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent কে qualify করে তাকে Adjective Clause বলে। এগুলো Adjective Clause দিয়ে Adjective-এর কাজ নিষ্পন্ন হয়ে থাকে। Relative pronoun ও Relative adverb-এর antecedent প্রকাশ্যভাবে থাকলে এদের দিয়ে যেসব Clause শুরু হয়, তারা Adjective clause হয় এবং তাদের
antecedent কে qualify করে।
যেমন:
a. Is this the pen that I gave you? 
b. This is the pen (which) I gave you,
c. This is not such a pen as I wanted.

যে Subordinate Clause কোন বাক্যে Adverb এর মত কাজ করে থাকে তাকে Adverbial Clause বলে। তবে মাঝেমধ্যে ইহা verb, adjectives adverb কেও modify করে। এই কাজগুলো Adverb কোন কাজ কিভাবে, কখন, কোথায় সংঘটিত হয় তা প্রকাশ করে। সুতরাং Adverbial clause করে অর্থাৎ কোন কাজ when কখন, where কোথায়, how কিভাবে সংঘটিত হয় সেগুলোর উত্তর দেয়।



Adverbial clause দিয়ে adverb-এর কাজ নিষ্পন্ন হয়। অতএব Adverb-এর মতো এরা time, place, cause, effect, purpose condition, contrast, degreemanner বুঝায় কার্যানুসারে Adverbial clause-গুলো হলো :

যেসব clause দ্বারা (where, whenever, whence প্রভৃতি) principle clause-এর কার্য সম্পাদনের স্থান বুঝানো হয়, তাকে Adverbial clause of place বলে। 
যেমন :
I want to remain sitting where I am.
Go where you want to go. 

যেসব clause দ্বারা (while, whenever, since, when, then, till, untill, after before প্রভৃতি) principle clause এর কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করা হয়, তখন তাকে Adverbial clause of time বলা হয়। যেমন :
We shall start when he comes. 
She will dance whenever her sister will come.

যেসব clause দ্বারা (as since, for because that as much as, where as প্রভৃতি) principle clause-এর কোনো কার্য সম্পাদন হওয়া বা না হওয়ার কারণ বুঝায়, তখন তাকে Adverbial clause of cause or reason বলে। 
যেমন :
Since your father died you had to earn for your family.
As I was ill I could not attend the meeting.

(d) Adverbial Clause of Purpose: যে সব clause দ্বারা (that, lest in case প্রভৃতি) principle clause-এর কার্য সম্পাদনের উদ্দেশ্য বুঝানো হয়, তখন তাকে Adverbial clause of purpose বলে।
He studied hard so that he might pass in the Grade-A. 
Walk fast lest you should miss the train.

(e) Adverbial Clause of Effect or Result: যেসব clause দ্বারা (that, so that such প্রভৃতি) principle clause-এর কার্য সম্পন্ন হওয়ার ফলাফল বুঝানো হয়, তখন তাকে Adverbial clause of effect or result বলা হয়। 
যেমন :
He is so weak that he cannot walk.
What is the matter that you shout so loudly? 

যেসব clause দ্বারা (if, unless, in case, whether, on condition that, provided, supposing, but, for otherwise প্রভৃতি) principle clause-এর কার্য সম্পন্ন হওয়ার উপর শর্ত আরোপ করা হয়, তাকে Adverbial clause of condition বলা হয়। 
যেমন :
Unless you respect him, he will not respect you. 
I do not know whether he will go or not.

যেসব clause দ্বারা (though, although even if considering, however, that প্রভৃতি) principle clause এর অর্থের বিপরীত ধারণা প্রকাশ করে, তাকে Adverbial clause of concession বলে। যেমন :
Though he is poor, he is honest.
Even if you beg excuse, now he will not be kind. 

(h) Adverbial Clause of Degree, Comparison or Proportion : যেসব clause দ্বারা (as, than the as-as, so-as প্রভৃতি) দুটি ব্যক্তি, বস্তু ও বিষয়ের মধ্যে তুলনা বোঝায়, তাকে Adverbial clause of comparison বলে।
He walks faster than I do.
He walks as fast as I do.

যেসব clause দ্বারা (as, as far as, as much like, how, however প্রভৃতি) principle clause-এর কার্য কীভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে, তাকে Adverbial clause of manner বলা হয়। 
যেমন:
He did as he was bad.
Our wants grow as we get richer. 


যখন দুই বা ততোধিক সমশ্রেণির Clause কোন Coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাদের Coordinate Clause বলে।

Co-ordinating conjunctions: and, for, both-and, also, too, as well as, no less than. not only ... but also.. now, well, either...or, neither...nor, otherwise, else, or, but. still, yet, nevertheless, however, whereas, while, only, therefore, than, so, so then etc.

বৈশিষ্ট্য :
Coordinate clause এর মূল বৈশিষ্ট্য হলো এর clause গুলো সমশ্রেণীর হবে। অর্থাৎ একটি clause যদি Principal clause হয় তবে অপরটিও Principal clause হবে। অনুরূপ একটি clause যদি Subordinate clause হয় তবে অপরটিও Subordinate clause হবে এবং clause-দ্বয় Coordinating conjunction দ্বারা যুক্ত হবে। Example : Bangladesh played well against Australia, but did not win the test match.

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══