Confused Prepositions: Part 1

1. Affiliate with / to : এটি এমন একটি verb যা transitive এবং intransitive দু'ভাবেই ব্যবহৃত হতে পারে। এর অর্থ বড় কোন প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করা বা হওয়া। এর সংগে with কিংবা to preposition ব্যবহার করা যাবে। যেমন,

This college was affiliated with / to Rajshahi University.
কিন্তু এর noun form " affiliation" এর পরে with এবং to interchangeable নয়। এখানে শুধু with ব্যবহার করতে হবে। যেমন,

We have no affiliation with them. 
Wrong: We have no affiliation to


2. Agree with / to: কারো সঙ্গে কোন বিষয়ে একমত হওয়া বুঝাতে ব্যক্তিগত noun এর আগে agree with ব্যবহৃত হয়। যেমন,

I don't agree with you about her age.

Agree to অর্থ accept বা গ্রহন করা। এটি ব্যবহৃত হয় সাধারণতঃ plan, proposal, suggestion জাতীয় শব্দের পূর্বে। যেমন, I don't agree to your proposal. দু'টি তথ্য বা বক্তব্য একরকম হওয়া বুঝাতে agree with ব্যবহৃত হয়। যেমন,

Their statements don't agree with each other. 
Wrong : To agree to a person / with a plan.


3. Aim at / for: আঘাত করার উদ্দেশ্যে কোন কিছুর দিকে কোন অস্ত্র তাক করা অর্থে aim at ব্যবহৃত হয়। এই অর্থে aim at এবং aim for Interchangeable নয়। যেমন,

Right: He aimed his gun at me.
Wrong: He aimed his gun for me.

কিন্তু কোন কিছু অর্জনের জন্য প্রচেষ্টা চালানো অর্থে aim এর পরে preposition হিসেবে at কিংবা fox এর যে কোন একটি বসতে পারে। যেমন,

They aimed at/for an increase in production.


4. Amazed at / by: কোন কিছু দেখে বা শুনে বিস্মিত হওয়া বুঝাতে amazed -এর পরে at এবং by -এই preposition দু'টির যে কোন একটি ব্যবহার করা যায়। যেমন,

I was amazed at / by her beauty. 
He was amazed at / by her silence.

Preposition ছাড়াও amazed ব্যবহৃত হতে পারে কিন্তু ভুল preposition প্রযোজ্য নয়। যেমন,

Right: I was amazed to hear the news. Wrong: I was amazed for / with the news.


5. Angry with/at: কোন ব্যক্তির উপর রাগ বুঝাতে Angry with ব্যবহৃত হয়। যেমন,

He was angry with me for keeping him waiting.

কোন ব্যাপারে কেউ রেগে গেলে তা প্রকাশ করতে angry at ব্যবহৃত হয়।

যেমন, He was angry at my delay.

অতএব এ দু'টি preposition interchangeable নয়। যেমন,
 Wrong: He was angry at his brother. 
Wrong: He was angry with my delay.


6. Attitude to / towards : যে কোন ব্যক্তি বা বস্তুর প্রতি কারো দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে attitude শব্দটির পরে to এবং towards preposition দু'টিকে interchangeably ব্যবহার করা যায়। এতে কোন confusion -এর অবকাশ নেই। যেমন,

What's your attitude towards / to this man?
অথবা,
What's your attitude to/towards this idea? তবে এখানে অন্য কোন preposition প্রযোজ্য নয়।


7. Blind in/to : এক চোখ বা উভয় চোখের অন্ধত্ব বা দৃষ্টিহীনতা বুঝাতে blind এর পরে in Preposition টি ব্যবহৃত হয়। যেমন,।

He is blind in one eye.
The man was blind in both of his eyes.

কিন্তু মন্দ কিছু বুঝতে বা ধরতে না পারা বা না চাওয়া বুঝাতে blind to ব্যবহৃত হয়। যেমন,

He is blind to his son's faults.
They were blind to the consequences of their policy. 
Wrong : He is blind in / of her faults.


8. Boast about/ of : নিন্দার্থে ব্যবহৃত boast শব্দটির পরে about এবং of preposition দু'টির যে কোন একটি ব্যবহার করা যাবে। যেমন,

He always boasts about / of his children. Wrong: He boasts for / with his children.


9. Bow before / to: কারো সামনে মাথা নত করা বুঝাতে bow -এর পরে before এবং to-কে interchangeably ব্যবহার করা যাবে। যেমন,

They bowed before/ to their king. 
Muslims bow before / to Allah.


10. Busy with / for: কোন কাজে ব্যস্ততা বুঝাতে busy with ব্যবহৃত হয়। Busy for ব্যবহার করলে তা idiomatic ইংরেজী হবে না। যেমন,

Right: He was busy with his assignment. Wrong: He ws busy for his assignment.

Preposition ছাড়াও Busy ব্যবহার যায়। যেমন, 

I was busy writing my asssignment. 
Wrong: I was busy for writing my assigment.


11. Buy for / with: কোন জিনিসের দাম বুঝাতে buy এর পরে with না বসিয়ে for বসাতে হবে। যেমন,

He bought the umbrella for 5 dollars. Wrong: He bought it with 5 dollars.

অবশ্য কোন কিছুর দাম নির্ধারণের ক্ষেত্রে টাকার আগে at ব্যবহৃত হয়। যেমন,

The price of the house was fixed at 10 lac taka.


12. Capable of / for: Capable এর পরে সব সময়ই of বসে, কখনোই for বসে না। যেমন,

Rigtht: He's not capable of doing this work. Wrong: He's not capable for doing this work.

Right:  He is capable of murder.
Wrong: He is capable for murder.


13. Clash with / between / against : ব্যবহারিক পার্থক্য অনুসারে clash এর পরে  preposition হিসেবে  with কিংবা between বসতে পারে। যেমন,

Police clashed with demonstrators.
Her wedding clashed with my exam. 
There was a clash between the two armies.

কিন্তু clash এর পরে against preposition টিকে ঠিক বলে মনে হলেও আসলে এটা ঠিক নয়। যেমন,

Wrong: They clashed against each other. Right: They clashed with each other.


14. come from / of : কারো জন্মস্থান বা বাসস্থান বুঝাতে come from ব্যবহৃত হয়। যেমন,

Where do you come from? 
I come from Sirajganj.

কিন্তু যে বংশ বা পরিবারে কারো জন্ম হয়েছে তা বুঝাতে come of ব্যবহাত হয়। যেমন,

He comes of a noble family.
অতএব come এর পরে from এবং of interchangeable নয়।যেমন,

Wrong: He comes of Dhaka.
Wrong: She comes from a Muslim family. 


15. Comment about / on / upon : comment যখন noun হিসাবে ব্যবহৃত হয় তখন তার পরে preposition হিসেবে about কিংবা on বসে। যেমন,

He made a comment about my health. 
I made a comment on her appearance.

কিন্তু comment যখন verb হিসেবে ব্যবহৃত হয় তখন তার পরে about ব্যবহার করা যায় না। এক্ষেত্রে  যেমন, on বা upon কে Interchangeably ব্যবহার করা যায়।

Wrong: Comment about the starting of the play. 
Right : Comment on/ upon the starting of the play.


16. Compare to / with : বেশীর ভাগ ক্ষেত্রেই compare এর পরে to এবং with কে interchangeably ব্যবহার করা যায়। যেমন, Dhaka is quite large, compared to/ with Chittagong. 
These things can be compared to/with each other. 

তবে যখন দু'টি জিনিসের মধ্যে মিলের উপরই বেশী জোর দেওয়া হয় তখন compare to ব্যবহৃত হয় এবং যখন মিল এবং অমিল দুইই দেখানো উদ্দেশ্য হয় তখন compare with ব্যবহৃত হয়। যেমন, 

She is compared to a rose.
Compare drama with novel.


17. Compete with / against : কারো সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে compete- এর পরে with এবং against এর মধ্যে যে কোন একটি preposition ব্যবহার করা যাবে। যেমন,

They are always competing with/ against each other.

দু'টি preposition পরস্পর বিপরীতার্থক হলেও এক্ষেত্রে একই অর্থে ব্যবহার করতে কোন সমস্যা নেই।


18. Concerned about / for: সাধারণ কোন বিষয়ে সার্বক্ষনিক উদ্বিগ্নতা প্রকাশের ক্ষেত্রে concerned about ব্যবহার করা যেতে পারে। যেমন,

I am never concerned about what other people think about me. 
পক্ষান্তরে, বিশেষ মুহূর্তে বিশেষ কোন কারণে উদ্বিগ্নতা প্রকাশের জন্য concerned for ব্যবহার করা হয়। যেমন, 

His mother was concerned for his safety when he didn't come home at the usual time.


19. Condole with / on/ over Condole অর্থ "শোক প্রকাশ করা" বা সমবেদনা জানানো"। যাকে সমবেদনা জানানো হয় তার আগে with ( কোন বিকল্প নেই) এবং যে জন্য সমবেদনা জানানো হয় তার আগে on কিংবা over ব্যবহার করতে হবে। যেমন,

He condoled with me on/over my mother's death.
Wrong : He condoled me at my mother's death.


20. Contrast between / to/ with : Contrast যখন noun হিসেবে ব্যবহৃত হয় তখন দু'টি জিনিসের মধ্যে পার্থক্য বা বৈপরিত্য বুঝাতে between এবং কোন কিছুর সঙ্গে পার্থক্য দেখাতে to বা with বসে। যেমন,

There's a sharp contrast between the two
sisters.
In contrast to / with your belief, he has failed the exam.

কিন্তু contrast যখন verb হিসেবে ব্যবহৃত হয় তখন এর পর with ছাড়া আর কোন preposition বসতে পারে না। যেমন,

Right: Contrast this play with that one. 
Wrong: Contrast this play to that one.

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══