Misused Words: Part 6

51. Overseas এ শব্দটি adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন,

They are overseas students.  
They are living overseas.

বাইরের কোন ছাত্র যদি বাংলাদেশে পড়তে আসে তাহলে আমাদের দৃষ্টিকোন থেকে তারা হবে overseas student পক্ষান্তরে বাংলাদেশের ছাত্র যদি বাইরের দেশে পড়তে গেলে তাদেরকে আমরা বলব students overseas

এ ছাড়া adjective হিসেবে এ শব্দটি predicatively ব্যবহৃত হয় না। যেমন, এ রকম বলা যাবে না যে, 
These students are overseas.
বলতে হবে, "These students are foreign.


52. Own Determiner এবং pronoun হিসেবে এই শব্দটি সব সময় my, your, his, their জাতীয় possessive শব্দের পরে ব্যবহৃত হয়। যেমন,
 
This is my own house.
This house is our own.

own এর আগে very ব্যবহার করে একে অধিকতর শক্তিশালী করা যেতে পারে। যেমন,

He has his very own house. 

তবে own বা very own এর আগে একটি possessive word অবশ্যই থাকতে হবে। এমনটা কখনোই বলা যাবে না। যে- 
 This own is my house.


53. Police : Police শব্দটি singular noun নয়; এটি একটি collective বহুবচন। যেমন,
We informed the police of the matter.
Police were deployed on the campus. বাংলায় “একজন পুলিশ" কথাটা ঠিক হলেও ইংরেজীতে "a police" কথাটা ভুল। যেমন,

Wrong: He is a Police. Bago
Right : He is a Policeman.
Wrong : She is a police.
Right : She is a Police woman.


54. Presentation : এই শব্দটিকে অনেকেই ভুল করে "উপহার” অর্থে gift বা present -এর প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেন। যেমন,

Wrong He gave me a nice presentation.
Right : He gave me a nice present / gift.

Wrong: She got many presentations on her
birthday.
Right : She got many presents / gifts.

আসলে presentation বলতে কোন present বা উপহার বুঝায় না। Presentation অর্থ হচ্ছে “উপস্থাপনা" বা বিতরন"। এর সঠিক ব্যবহার এরকম: 

The presentation of prizes began at 5 O'clock.
The presentation of his speech was very nice.


55. Probable : এই adjective টির অর্থ "likely বা ঘটতে পারে এমন”। যেমন,

It is likely / probable that it will rain tonight.

কিন্তু probable কোন সময় to+ verb এর আগে বসে না। যেমন, He is likely to go there.

এই বাক্যটিতে কখনো likely -এর স্থলে probable ব্যবহার করা যাবে। না।
 অর্থাৎ অর্থের দিক থেকে এক হলেও likely এবং probable সব ক্ষেত্রে interchangeable নয়।


56. Produce: Noun হিসেবে এই শব্দটির অর্থ “ক্ষেতে বা খামারে উৎপাদিত দ্রব্য" । যেমন,

What are the main agricultural produces of Bangladesh?

Produce বলতে কখনো কারখানায় উৎপাদিত দ্রব্য বা পণ্য বুঝানো হয় না। সুতরাংঃ  
"Cold drinks are our main produces" বাক্যটি সঠিক নয়। এখানে produces এর স্থলে product ব্যবহার করতে হবে।


57. Progress: verb হিসেবে progress শব্দটির অর্থ হচ্ছে “ কোনকিছুর অগ্রগতি হওয়া”। এটি একটি intransitive verb, উদাহরণ :
The work is progressing well.

সময় অতিবাহিত হওয়ার ক্ষেত্রেও progress ব্যবহৃত হতে পারে। যেমন,
  
As the day progressed, the weather became hotter and hotter.

কিন্তু progress কে কখনো transitive verb হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন,

  Wrong : The government is trying to progress the nation.
   Right: The government is trying to develop the nation.


58. Stand: "Bear বা সহ্য করা অর্থে stand verbটি সাধারণতঃ negative এবং interrogative sentence -এ ব্যবহৃত হয়ে থাকে। যেমন,

Right :  I cannot stand whisky.  
 Wrong : I can stand whisky.

Right How did you stand his presence? শুধু affirmative Statement -এ নয়, stand কখনো উপরোক্ত অর্থে। Progressive form এও ব্যবহৃত হয় না। যেমন, 
Wrong: How are you standing such music?
Right : How did you stand such music ? এখানে উল্লেখ করা যেতে পারে, “দাঁড়ানো" অর্থেও stand verb টিকে অনেকে misuse করেন। যেমন, "তিনি দাঁড়াচ্ছেন" এই বাক্যটির অনুবাদঃ Right : He is standing up.
Wrong : He is standing.
 আসলে "He is standing" অর্থ হচ্ছে তিনি দাঁড়িয়ে আছেন।


59. Start : এই verb টিও begin এর মতই transitive এবং intransitive উভয় ভাবেই ব্যবহৃত হয়। কোন কিছু শুরু করা বুঝাতে
start এর পরে দু'রকম verb বসতে পারে। যেমন,

The girl started to sing এবং
 The girl started singing.

কিন্তু start verb টির যখন ing form ব্যবহৃত হয় তখন পরবর্তী verb-টির ing form ব্যবহার করা যাবে না। যেমন, He is starting singing বাক্যটি ভুল।
বলতে হবে, He is starting to sing.

আবার দ্বিতীয় verbটি যখন মানসিক অনুভূতি সংক্রান্ত হবে তখনও তার ing form প্রযোজ্য নয়। যেমন,

He started understanding নয়। বলতে হবে, He started to understand.


60. Stative verbs know, understand, remember. love. hate. feel, like, dislike, desire, wish, believe— এই জাতীয় যে সব verb কোন গতি সংক্রান্ত কাজকে না বুঝিয়ে শুধুমাত্র মানসিক অবস্থা বুঝায় তাদেরকে stative verb বলা হয়। এদের একটি বিশেষ বৈশিষ্ট হচ্ছে এই যে এরা সাধারণত: progressive form এ ব্যবহৃত হয় না। যেমন,

Wrong : He is loving a girl.
Right :  He loves a girl.

Wrong: I have been knowing him for a long time. 
Right : I have known him for a long time.

Wrong: Are you liking the book ? 
Right: Do you like the book?

অর্থাৎ এই সমস্ত verb-এর ক্ষেত্রে বাংলায় লিখিত present continuous tense -এর বাক্যকে ইংরেজীতে present simple tense-এ লিখতে হবে। এবং বাংলায় লিখিত perfect continuous tense -এর বাক্যকে ইংরেজীতে perfect tense -এ লিখতে হবে। যেমন, “আমি বুঝতে পারছি না" এর অনুবাদ হবে, "I don't understand".
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══