Misused Words: Part 1

1. According to: যখন কোন তথ্য আমরা নিজের জ্ঞান বা অভিজ্ঞতা থেকে না পেয়ে অন্য কোন ব্যক্তি বা স্থান থেকে পেয়ে থাকি তখন আমরা according to ব্যবহার করি। যেমন,
According to Alam, he is senior to me.

তবে মনে রাখতে হবে, opinion কিংবা view জাতীয় শব্দের সঙ্গে কখনো according to ব্যবহৃত হয় না। যেমন,
According to his opinion কথাটি ভুল। বলতে হবে, According to him a In his opnion.


2. Act and Action : Singular countable noun হিসেবে এ দু'টি শব্দের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। যেমন, আমরা বলতে পারি: 
It was a kind act / action.
কিন্তু কিছু কিছু fixed phrase কিংবা সুনির্দিষ্ট শব্দগুচ্ছে act এবং action interchangeable নয়। যেমন,
an act of cruelty / mercy / kindness.

এক্ষেত্রে কখনোই an action of cruelty বলা যাবে না।
He was caught in the act of stealing বাক্যটি সঠিক কিন্তু He was caught in the action of stealing action ব্যবহার সঠিক নয়।


3. Adequate: Adequate অর্থ "enough বা প্রয়োজন মিটাতে পারে এমন"। Adequate বলতে প্রয়োজনের অতিরিক্ত “পর্যাপ্ত পরিমাণ" বুঝানো যাবে না। যেমন, আমরা বলতে পারি

That money was adequate for our journey.
কিন্তু "plentiful বা abundant" অর্থে এরকম বলা যাবে না যে-
We have adequate supplies of water. এছাড়া, adequate একটি absolute adjective বিধায় এর আগে বা পরে কোন modifer ব্যবহার করা যাবে না। যেমন,
 "Your money is more adequate than mine" ধরনের বাক্য সঠিক নয়।


4. Afraid : এটি এমন একটি adjective যা সব সময় কেবল predicative adjective হিসেবে ব্যবহৃত হয়। যেমন,
The boy was afraid of me.
 Don't be afraid of the dog.

এটাকে কখনো attributive adjective হিসেবে ব্যবহার করা যাবে না।যেমন,
Wrong: He was an afraid man.
 Right: He was a coward.


5. Also, as well, Too: এ তিনটি শব্দের অর্থ একই কিন্তু এদের মধ্যে অবস্থানগত পার্থক্য রয়েছে। Also শব্দটি clause -এর যে কোন জায়গায় বসতে পারে। কিন্তু as well এবং too সাধারনত: clause -এর শেষে ব্যবহৃত হয়। যেমন,

She can sing and also dance.
 I have done my work too.
They two will attend the party as well.

শেষোক্ত বাক্য দু'টিতে too করা ঠিক হবে না । এবং as well কে বাক্যের মাঝখানে ব্যবহার Also ব্যবহৃত হয় সাধারণতঃ formal ইংরেজীতে এবং too কিংবা as well ব্যবহৃত হয় informal ইংরেজীতে।


6. As and  So : দু'টি জিনিসের মধ্যে comparison বা তুলনা করার ক্ষেত্রে negative sentence-এ as এবং so- এর ব্যবহার interchangeable. যেমন,

He is not as/ so strong as you are.

কিন্তু affirmative sentence - এ so ব্যবহার করা যাবে না।

He is as strong as you are. আমরা কখনোই বলতে পারবো না

যেমন, এখানে so -এর ব্যবহার যথার্থ নয়।
He is so strong as you are.


7. Attendant Attend অর্থ যোগদান করা" কিন্তু attendant শব্দটির অর্থ যোগদানকারী নয়। আমরা যদি attendants of the meeting বলতে সভায় যোগদানকারী বুঝাই তাহলে সেটা ভুল হবে। প্রকৃতপক্ষে attendant হচ্ছেন সেই ব্যক্তি যিনি কোন public place বা জনসাধারনের স্থানের দেখাশুনা করেন। যেমন,

Who is the attentant of this park?


8  Avail: এটি একটি intransitive verb কিন্তু কেউ কেউ ভুল করে এটাকে অনেক সময় transitive verb হিসাবে ব্যবহার করেন।
 যেমন  
Wrong : He availed the opportunity.        Right : He availed himself of the opportunity.
শব্দটির অর্থ “কাজে লাগানো"।


9. A bit, A bit of : দু'টি expression একই অর্থ বহন করে এবং তা হলো ‘একটু বা সামান্য। কিন্তু a bit ব্যবহার হবে adjective এর আগে। যেমন,

He is a bit tired.
She was a (little) bit angry.

পক্ষান্তরে, a bit of ব্যবহার করতে হবে noun -এর আগে। যেমন, 
I gave him a bit of money.
I have got a bit of a problem. 

অতএব, a bit money কিংবা a bit of tired বলা ভুল হবে।


10. Born & Borne : দুটাই "জন্ম দেওয়া" অর্থে bear এর past participle form কিন্তু দু'টার ব্যবহার দু'রকম।
 Born শব্দটি সর্বদাই passive voice -এ ব্যবহৃত হয়, কখনোইactive voice -এ ব্যবহৃত হয় না। যেমন,

Right: He was born in 1950.
Wrong : He had born in 1950.
Right : Many more babies will be born          next year.
Wrong: Many babies will born.

 পক্ষান্তরে borne form -টি কখনো passive voice -এ ব্যবহৃত হয়না। যেমন,

Wrong : She was borne in 1960.
 Right: She has borne three children.

অতএব দেখা যাচ্ছে, একই verb এর past participle form হওয়া সত্ত্বেও এ দু'টি শব্দ কখনোই interchangeable নয়।

Related Posts:

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══