Misused Words: Part 5

41. Less & Least: Determiner হিসেবে এ দুটি শব্দকে অনেকেই অনেক সময় plural countable noun এর আগে ব্যবহার করে থাকেন। যেমন,

There are less people on the road at night.
কিন্তু এদের এরকম ব্যবহার যথার্থ নয়। বলতে হবে- 
There are fewer people on the road at night.
There were the fewest people last night.


42. Lovely : যা কিছু সুন্দর কিংবা উপভোগ্য তাকেই lovely বলা যেতে পারে। যেমন,

Zinnia is a lovely girl.
 She has put on a lovely dress. 
It was a lovely dinner.

কিন্তু পুরুষ মানুষের সৌন্দর্য্য বর্ণনায় lovely ব্যবহৃত হয় না। এমনটা সাধারনতঃ  বলা হয় না যে

Azam is a lovely man. এক্ষেত্রে বলতে হবে handsome কিংবা good-looking : যেমন, The bridegroom is very handsome.


43. Major & Minor: পরস্পরের বিপরীত এই adjective যুগল আকার, সংখ্যা, গুরুত্ব ইত্যাদিতে অন্য কিছুর চেয়ে তুলনামূলকভাবে বড় কিছু বুঝাতে ব্যবহৃত হয়। কিন্তু এদের কোন comparative form নেই। যেমন, He is a major writer of our age.  

কিন্তু "He is more major than others"- এমনটা বলা যাবে না।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, superior, inferior, senior এবং Jonior – এই adjective-গুলি তুলনার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু - এদের পরের preposition টি than না হয়ে to হবে। He is senior than me বাক্যটি ভুল।
 বলতে হবে- He is senior to me.


44. Match : “দিয়াশলাই” অর্থে match বলতে শুধু একটি কাঠিকেই বুঝায়, পুরো box -কে বুঝায় না। যেমন,

Wrong : I bought a match from that shop. Right : I bought a box of matches from that shop.

সুতরাং পুরো বাক্স বুঝাতে শুধু match না বলে box of macthes বা Match box বলতে হবে।


45. Mind"মনে কষ্ট পাওয়া" বা "কোনকিছুতে অসুবিধা বোধ করা” অর্থে mind শব্দটি transitive এবং intransitive দু'ভাবেই ব্যবহার করা যায়। কিন্তু এই অর্থে mind কখনো progressive form-এ ব্যবহৃত হয় না। যেমন, 

Wrong: Are you minding my smoking ?
Right : Do you mind my smoking.

Wrong : I'm not minding what you say.
Right: I don't mind what you say. 
Right : please don't mind my rudness.
Right: I don't mind.

উপরোক্ত অর্থে mind কে কখনো passive voice -এর ব্যবহার করা যাবে না। যেমন,

Right: I don't mind your smoking of
Wrong: Your smoking isn't minded by me.


46. Money Money অর্থ “অর্থ বা টাকা” কিন্তু এটা বাংলাদেশের মুদ্রার নাম "টাকা" নয়। সুতরাং "লোকটির টাকা নেই"-এই বাক্যটির ইংরেজী হচ্ছে The man has no money.

পক্ষান্তরে "আমার কাছে এক হাজার টাকা আছে" -এই বাক্যটির ইংরেজী হচ্ছে

I have one thousand taka / takas on me. এই বাক্যে "One thousand money" বলা মোটেই ঠিক হবে না। 
এখানে উল্লেখ্য যে "cash" অর্থ হচ্ছে নগদ টাকা। এর ব্যবহার নিম্নরূপঃ Shall I pay you in cheque or in cash?


47. Nice : “ ভাল বা সুন্দর” অর্থে কথ্য ইংরেজীতে অনেক ক্ষেত্রেই nice ব্যবহৃত হয়। যেমন,

It is nice of you to help us.
It's a nice day.
This soup is nice.

কিন্তু আনুষ্ঠানিক লেখায় এ শব্দটি পরিহার করাই ভাল। যেমন, formal writing -এ এটা বলা ঠিক নয় যে, This soup is nice : বলতে হবে

This soup is very tasty / delicious.


48. O' clock : সময় বলতে ১ টা থেকে ১২ টা পর্যন্ত যে কোন পুরো ঘন্টা নির্দেশ করতে এই adverb টি ব্যবহৃত হয়। যেমন,

It's 6 'O'clock now.   
 I caught the 9 O'clock bus.

কিন্তু ঘন্টার সঙ্গে যখন মিনিটের ব্যাপার থাকবে তখন O'clock adverb টি ব্যবহার করা যাবে না। যেমন, এভাবে কখনোই বলা যাবে না,

It's a quarter to 5 0' clock.  
অথবা,
It's five (minutes) past 10 o' clock. বলতে হবে,

It's a quarter to 5
অথবা
 It's 5 past 10.


49. Only : ব্যক্যস্থিত যে শব্দটিকে বিশেষায়িত করার জন্য only ব্যবহার করা হবে সেই শব্দটির আগেই সাধারণত : only বসাতে হবে। নইলে অর্থের হেরফের হয়ে যাবে। যেমন,
Only karim ate rice.
এখানে বুঝানো হয়েছে শুধু করিম ভাত খেয়েছে, আর কেউ খায়নি। আবার,

Karim ate only rice.
এখানে বুঝানো হয়েছে, করিম শুধু ভাত খেয়েছে, আর কিছু খায়নি। আবার,

Karim only ate rice. এখানে বুঝানো হয়েছে করিম ভাত শুধু খেয়েছে, ভাত দিয়ে আর কিছু করেনি। অর্থাৎ, অর্থ অনুসারে যথাস্থানে only ব্যবহার করতে হবে।


50. Open or shut: সাধারণত: দরজা, জানালা কিংবা বাক্স খোলা এবং বন্ধ করার ক্ষেত্রে open এবং shut (formal ইংরেজীতে close) ব্যবহৃত
হয়। যেমন,

Will you please open / shut the door? Would you mind closing the door?

কিন্তু জামা খোলা এবং আটকানোর ক্ষেত্রে বলতে হবে 
Please undo your shirt.
Please do up your shirt.

টেলিভিশন ছাড়া এবং বন্ধ করার ক্ষেত্রে বলতে হবে
Please turn on the T.V.
Please turn off the T.V. 
এসব ক্ষেত্রে open বা shut ব্যবহার করা যাবে না।
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══