Confused Prepositions: Part 4

61. Improvement in/on : "Improvement" এর পরে in এবং on preposition দু'টির যে কোন একটি বসতে পারে। তবে এদের মধ্যে অর্থগত পার্থক্য আছে। কোন কিছুতে উন্নত বুঝাতে in বসে। যেমন,

We don't see any improvement in his condition. 

পূর্ববর্তী অবস্থার চেয়ে ভাল বা উন্নত কিছু বুঝাতে on বসে। যেমন,

There has been a slight improvement on his previous condition.

অতএব improvement এর পরে in এবং on পরস্পর বিনিময়যোগ্য নয়।


62. Infest by / with কোন কিছুর দ্বারা কোন জায়গা উপদ্রুত হলে infest এর পরে সাধারণত by না বসিয়ে with preposition টি ব্যবহার করতে হয়। যেমন,

Right: This house is infested with mice. Wrong: This house is infested by mice.


63. Inquire about / into : তথ্যের জন্য কিছু জিজ্ঞেস করার জন্য inquire -এর পরে about বহৃত হয়। যেমন,

Right: I inquired about the trains.
Wrong: I inquired into the trains,

"Inquire into" ব্যবহৃত হয় তদন্ত করে কোন কিছু বের করার বেলায়।
যেমন, 
A committee was formed to inquire into the matter. 
Wrong: A committee was formed to inquire about the matter.


64. Intrude on/upon/into : অনাহুত বা অ্যাচিতভাবে কারো কাছে যাওয়া কিংবা কোন কিছুতে হস্তক্ষেপ করা বুঝাতে intrude এর পরে on বা upon বসে। যেমন,

If you're busy, I won't intrude on you. 
Don't intrude upon our personal matter.

অযৌক্তিকভাবে কোন কিছু ঢুকানো বুঝাতে intrude এর পরে into ব্যবহৃত হয়। যেমন,

You can't intrude your own opinions into the translation.


65. Joke about / with : যাকে বা যে জিনিসকে নিয়ে ঠাট্টা বা তামাসা করা হয় তার আগে about বসে। অন্য কোন prepositionএখানে  appropriate নয়। যেমন, 

You should not joke about religion. 
Don't joke about the prophet.

পক্ষান্তরে, যার সঙ্গে ঠাট্টা করা হয় তার আগে with বসে। যেমন,
I was just joking with him about his marriage.


66. to / on/ for a Jaurney: ভ্রমন, পিকনিক ইত্যাদিতে যাওয়ার ক্ষেত্রে picnic বা journey এগুলোর আগে কোন কোন সময় to ব্যবহার করা। যাবে না। যেমন,

Wrong: We went to a picnic.
Wrong: I will go to Journey. 

Right: We went on / for a picnic.
Right: I will go on/ for a journey.

কিন্তু পিকনিক বা ভ্রমণের জন্য কোন স্থানে গেলে তার আগে অবশ্যই to বসবে। যেমন,
We went to Natore on / for a picnic.


67. keen in / on/ for: কোন কিছুতে বা কারো প্রতি আগ্রহী বুঝাতে keen এর পরে in preposition টিকে ঠিক বলে মনে হতে পারে। কিন্তু এক্ষেত্রে আসলে on বসে। যেমন,

Wrong: He is very keen in cricket.
Wrong: I'm keen in the girl next door. 

Right : He is very keen on cricket.
Right:  I'm keen on the girl next door.

কারো জন্য আগ্রহ প্রকাশ করতে নীচের ফর্মুলায় for ব্যবহৃত হয় :
I'm keen for her to go to university,


68. Key of / to: Key যখন “চাবি” অর্থে ব্যবহৃত হয় তখন কোন কিছুর চাবি বলতে of ব্যবহৃত হয়। যেমন,
Where is the key of this lock? 
I have lost the key of my car,

কিন্তু key যখন সমস্যা বা রহস্যের জট খুলতে সাহায্য করে এমন কিছুকে বুঝায় তখন to ব্যবহৃত হয়। যেমন,

This information will be a key to the mystery. 
Industry is the main key to success.


69. Knock on / at / with / against : দরজায় হাত অথবা অন্য কিছু দিয়ে শব্দ করার ক্ষেত্রে knock এর পরে on কিংবা at ব্যবহৃত হয়। যেমন,

He knocked on/at the door.
Wrong: He knocked against the door.

যা দিয়ে আঘাত করা হয় তার আগে with বসে। যেমন, 
He knocked on the door with his hand.

Against ব্যবহৃত হয় কোনকিছুর সঙ্গে জোরে ঘষা লাগা বুঝাতে। যেমন, 
A branch was knocking against the window.


70. known to / by : কারো চেনা বা পরিচিত বুঝাতে known -এর পরে কখনো by বসে না, সব সময় to বসে। যেমন,
Wrong: He is known by me. 
Right: He is known to me.

কিন্তু যার মাধ্যমে কোন কিছু চেনা যায় তার আগে by ব্যবহৃত হয়।
A tree is known by its fruits.


71. Laugh at / with: "Laugh at" একটি phrasal verb যার অর্থ হচ্ছে বিদ্রুপ করা। যেমন, 
They boy laughed at the girl.

অর্থাৎ এখানে ছেলেটি এবং মেয়েটির মধ্যে কোন ভাল সম্পর্ক প্রকাশ পায়নি। ছেলেটি মেয়েটিকে বিদ্রুপ করেছে। কিন্তু laugh এর পরে with ব্যবহার করলে বিদ্রুপ বুঝাবে না। বুঝা যাবে একজন আরেকজনের আনন্দ share করার জন্য তার সঙ্গে হেসেছে। যেমন,
The boy was laughing with the girl.

অর্থাৎ এখানে দু'জনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, বিদ্রুপাত্মক নয়।


72. Live in/at: কোন শহরে বাস করার ক্ষেত্রে live এর পরে in বা at ব্যবহৃত হয়। সাধারণতঃ বড় শহরের আগে in এবং ছোট শহরের আগে at
ব্যবহৃত হয়। 
My uncle lives in Dhaka.
We live at Sirajganj. 

কিন্তু শহরের কোন রাস্তা বুঝাতে আবার at ব্যবহৃত হয় না। এক্ষেত্রে in বা on ব্যবহৃত হয়। যেমন, 
We live in/on the Park street.all


73. Magnet to / for / with: "আকর্ষনীয় ব্যক্তি বা বস্তু" অর্থে যখন magnet শব্দটি ব্যবহৃত হয় তখন আকৃষ্ট ব্যক্তির আগে to এবং for Interchangeably ব্যবহৃত হতে পারে কিন্তু কখনো with বসতে পারে না। যেমন,

Right: This place is a great magnet to/for all tourists.
Wrong: This place is a great magnet with all
tourists.


74. Marry to/ with : কারো সঙ্গে কাউকে বিয়ে দেওয়া বুঝাতে marry with নয়, marry to ব্যবহৃত হয়। যেমন,

Right: He married her daughter to a doctor. Wrong: He married her daughter with a doctor.


75. Need / for / of : কোন কিছুর প্রয়োজন বুঝাতে need এর পরে preposition হিসেবে for এবং of দু'টাই বসতে পারে। তবে এদের ব্যবহারিক পার্থক্য নিম্নরূপঃ

They have an urgent need for money.
They are in need of money.


76. Neglectful of / to: কারো প্রতি উদাসীন অর্থে neglectful -এর পরে to নয়, of বসে। যেমন,

Right: He is neglectful of his children. 
Wrong: He is neglectful to his children.


77. Nominate for / as : কোন পদের জন্য মনোনায়ন করা বুঝাতে nominate বা nomination এর পরে   for এবং as কে interchangeably ব্যবহার করা যায়।যেমন,

We nominated him for/as president. 
Who got the nomination for / as / president?


78. In / to North : কোন দেশ বা অঞ্চলের অভ্যন্তরে কান স্থানের অবস্থান। বুঝাতে north, east ইত্যাদি দিকের আগে in বসে। যেমন, Rangpur is in the north of Bangladesh. পক্ষান্তরে, এক স্থান থেকে অন্যস্থানের দিক বুঝাতে to ব্যবহৃত হয়। যেমন,

Japan is to the east of Bangladesh.

অতএব, নিকের আগে in এবং to Interchangeable নয়।
 
Wrong: Rajshahi is to the west of Bangladesh. 
Wrong: India is in the west of Bangladesh.


79. Object to/against: কোন কিছুতে আপত্তি করা বুঝাতে verb হিসেবে object -এরপরে সব সময়ই সাধারণত to বসে। যেমন,

He objected to my proposal.
Wrong: He objected at / against my proposal. 
কিন্তু noun হিসেবে objection এর পরে to এবং against এর যে কোন একটা ব্যবহার করা যেতে পারে। যেমন,

I have no objection to this proposal. 
I have no objection against this proposal.


80. Parallel to / with / between: "সমান্তরাল" অর্থে parallel এর পরে to এবং with Interchangealy ব্যবহৃত হয়। যেমন, These two lines are parallel to/ with each other. কিন্তু parallel যখন noun হিসাবে "সাদৃশ্য" অর্থে ব্যবহৃত হয় তখন দুটি জিনিসের মধ্যে মিল বা সাদৃশ্য দেখাতে between preposition টি ব্যবহার করা হয়। যেমন,

There are some parallels between the two
systems.

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══