Confused Prepositions: Part 5

81. Persist in / with: কোন কিছুতে দৃঢ়ভাবে লেগে থাকা অর্থে persist -এর পরে in এবং with -এই দু'টি preposition -ই বসতে পারে। তবে in বসে সাধারণ gerund এর আগে এবং with বসে সাধারণত: সাধারণ noun এর আগে। যেমন,

They persisted in causing trouble.
They persisted in / with their demands.

উপরের উদাহরণ দুটি থেকে বুঝা যাচ্ছে noun এর আগে in এবং with interchangeable f verbal noun এর আগে শুধু in - ই প্রযোজ্য।


82. Pester for / with: "Pester" অর্থ বিরক্ত করা। যে জন্য বিরক্ত করা হয় তার আগে preposition হিসেবে for ব্যবহৃত হয়। যেমন, The beggar pestered me for some money.

পক্ষান্তরে, যা করে বিরক্ত করা হয় তার আগে with বসে। যেমন, 
He pestered me with continual requests. 

এখানে by বা through জাতীয় অন্য কোন preposition appropriate হবে না।


83. Plan on / for: কোন কিছুর জন্য অগ্রিম পরিকল্পনা বা ব্যবস্থা গ্রহন করা। বুঝাতে শুধুমাত্র Plan for নয়, Plan on ও ব্যবহার করা যায়। যেমন,

We planned for / on one hundred guests. We have planned on going to the cinema today.


84. Plead for / to / with plead" এর একটি অর্থ কাকুতি মিনতি করা। এই অর্থে যে জন্য মিনতি করা হয় তার আগে for ব্যবহৃত হয়। যেমন, 
The beggar pleaded for some money.

যার কাছে মিনতি করা হয় তার আগে to নয়, with ব্যবহার করতে হয়। যেমন,

Wrong: He pleaded to me for mercy.
Right: He pleaded with me for mercy.


85. Ponder / over / on : কোন কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করা অর্থে ponder verb টির পরে শুধু over নয়, যেমন, on ও ব্যবহার করা যায়।

They pondered over/on the matter before giving an answer. 


86 Papular to/among/with : যাদের কাছে কেউ জনপ্রিয় popular শব্দটির পরে তাদের আগে to এবং among preposition দুটিকে সঠিক বলে মনে হতে পারে। কিন্তু আসলে এ দুটি approprite preposition নয়। এখানকার উপযুক্ত preposition হচ্ছে with. যেমন,

Wrong: He is very popular to/among his
students.
Right: He is very popular with his students.


87. Prefer than/to/for: দুটি জিনিসের মধ্যে একটিকে বেশী পছন্দ করা বুঝাতে prefer verb টির পরে কখনো than বসে না, সব সময় to বসে। যেমন,

Wrong: I prefer fish than meat. 
Right: I prefer fish to meat.

কিন্তু noun হিসেবে "preference" শব্দটির পরে ব্যবহার ভেদে to এবং for --এই দু'টি preposition -ই বসতে পারে। যেমন,
Of the two girls, my preference is for the taller one.
We always give preference to young and energetic People.


88. Present to / with : কাউকে আনুষ্ঠানিকভাবে কিছু উপহার হিসেবে দেওয়া বুঝাতে verb হিসেবে "present" শব্দটির পরে to এবং with এই দুটি preposition -ই বসতে পারে, তবে interchangeably নয়। এদর মধ্যে ব্যবহারিক পার্থক্য আছে।
To বসে যাকে উপহার দেয়া হয় সেই ব্যক্তির আগে। যেমন,

He presented a gold watch to me.

পক্ষান্তরে, with বসে যে জিনিস উপহার হিসেবে দেয়া হয় তার আগে। যেমন,
He presented me with a gold watch. 
Wrong: He presented to me with a gold watch


89. Protest against / about / to : "Protest" verb টিকে transitive এবং intransitive দু'ভাবেই ব্যবহার করা যায়। যেমন,
People protested the war.
People protested against the war.

অর্থাৎ intransitive verb এর বেলায় যার বিরুদ্ধে প্রতিবাদ করা হয় তার আগে against বসে। যে বিষয়ে প্রতিবাদ করা হয় এবং যার কাছে প্রতিবাদ করা হয় তার আগে যথাক্রমে about এবং to বসে। যেমন,
They protested to the referee about his decision.


90. Provide for / with: "Provide"যখন সরবরাহ করা অর্থে ব্যবহৃত হয়। তখন যাদের জন্য কিছু সরবারাহ করা হয় তাদের আগে for বসে। যেমন,

They provided free books for us. 
Wrong: They provided free books to us.

পক্ষান্তরে, যে জিনিস সরবরাহ করা হয় নিম্নোক্ত ফর্মুলায় তার আগে with বসে। যেমন,

They provided us with free books.
Wrong: They provided us by free books,


91. Qualify as / for: Intranstive verb হিসেবে "Qualify" অর্থ কোন কিছুর জন্য প্রয়োজনীয় যোগ্যতা লাভ করা। যে কাজের জন্য যোগ্যতা অর্জিত হয় তার আগে preposition হিসেবে for বসে। যেমন,
You have qualified for the job. 
We qualified for the final.

শিক্ষক, ডাক্তার ইত্যাদি যা হিসেবে কেউ যোগ্য বিবেচিত হন তার আগে as বসে। যেমন,

He qualified as a doctor last year. 
Wrong: He qualified for a doctor last year. 

অর্থাৎ "Qualify" এর পরে as এবং for interchangeable নয়।


92.  Quarrel with / against / about/over: কারো সঙ্গে "fight" করার ক্ষেত্রে with এর বিকল্প হিসেবে against বসতে পারে। কিন্তু কারো সঙ্গে ঝগড়ার ক্ষেত্রে "Quarrel" এর পরে শুধু with-ই বসে, against বসতে পারে না। যেমন,

Wrong: They quarrelled against me. 
Right: They quarrelled with me.

যে বিষয়ে ঝগড়া করা হয় তার আগে on/with নয়, about কিংবা over ব্যবহৃত হয়। যেমন,

Wrong: They are quarrelling on / with the price. 
Right They are quarrelling about / over the price.


93. Read to / with: কেউ যদি কাউকে কিছু পড়ে শোনায় তাহলে যাকে শোনানো হয় তার আগে to বসে। এখানে অন্য কোন Preposition বসতে পারে না। যেমন,
Wrong: I read the story at him. 
Right: I read the story to him.

পক্ষান্তরে “read with somebody" অর্থ হচ্ছে কারো সঙ্গে বা কাছে পড়া। যেমন, 
He reads with me.
I read the story with him.

এখানে ১ম বাক্যটির অর্থ "সে আমার কাছে পড়ে এবং ২য় বাক্যটির “আমি তার সঙ্গে গল্পটি পড়েছিলাম" অর্থাৎ সে আর আমি গল্পটি একসঙ্গে পড়েছিলাম।


94. Regret at / for: "Regret" যখন verb হিসেবে ব্যবহৃত হয় তখন এর পর কোন preposition লাগে না, কারণ এটি একটি transitive verb: যেমন,

Right: I regret my delay.
Wrong: I regret at / for my delay,

কিন্তু "regret" যখন noun হিসেবে ব্যবহৃত হয় তখন এর পর দুঃখের কারণের আগে for নয়, at preposition টি ব্যবহার করতে হবে। যেমন, 

I feel no regret at my inability.
Wrong: I feel no regret for my inability.


95. Remedy for / against: "Remedy" অর্থ প্রতিকার। যার প্রতিকার তার আগে সাধারণতঃ for preposition টি ব্যবহৃত হয়ে থাকে। তবে এখানে for-এর substitute হিসেবে against ও ব্যবহার করা যায়। যেমন,
Sleep is a good remedy for headache.
Can't we provide any remedy against these evils?


96. Resentment at / against: "Resent" অর্থ কোন কিছুতে রাগ করা এবং "Resentment" অর্থ রাগ। "Resent" একটি transitive verb বিধায় এর পরে কোন preposition ব্যবহৃত হয় না যেমন,

Right: I resented his delay. 
Wrong: Iresented at his delay.

কিন্তু যার প্রতি রাগ বুঝানো হয় তার আগে এবং resentment এর পরে অবশ্যই একটি preposition লাগবে এবং এক্ষেত্রে at এবং against কে interchangeably ব্যবহার করা যাবে। যেমন,

There is widespread resentment at/against his membership.


97. Revenge on/for/against: যার উপর প্রতিশোধ নেওয়া হয় তার আগে against নয়, on বসে। যেমন,

Wrong: We took revenge against them. Right: We took revenge on them.

যে কাজের প্রতিশোধ নেওয়া হয় তার আগে for বসে, অন্য কোন Preposition নয়। যেমন,

We took revenge for their attack. 
Not: We took revenge of their attack.

98. Reward for/with/by: 'Reward' একটি transitive verb  যার  অর্থ পুরস্কৃত করা। 
যে জন্য কাউকে পুরস্কৃত করা হয় তার আগে for বসে। যেমন, 
He was rewarded for his sincerity.

যা দিয়ে কাউকে পুরুস্কৃত করা হয় তার আগে with বসে। যেমন,
He was rewarded with a promotion.
Not: He was rewarded by a promotion.

By বসে passive voice-এ যিনি পুরস্কার দেন তার আগে। যেমন, 
He was rewarded by his boss.


99. Ride on/in: Ride' অর্থ আরোহন বা আরোহন করা অর্থাৎ এটি noun এবং verb দু'ভাবেই ব্যবহৃত হয়। কোন ব্যক্তি বা জন্তুর পিঠে আরোহন বুঝাতে আগে on বসে এবং কোন যানবাহনে আরোহন বুঝাতে তার আগে in বসে। যেমন,

He gave me a ride on his back.
We went for a ride in the car.

অতএব এ দু'টি preposition interchangeable নয়।


100. Rivalry with / against / between:
 Rivalry অর্থ প্রতিদ্বন্দ্বীতা। যার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা তার আগে কখনো against বসে না, সব সময় with বসে। যেমন,
Wrong: They have a rivalry against us. 
Right: They have a rivalry with us.

দুই ব্যক্তি বা দলের মধ্যে প্রতিদ্বন্দীতা বুঝাতে between ব্যবহৃত হয়।যেমন,

There is always a rivalry between the two neighbours.


101. Serve in/on / under/as/ with: বিভিন্ন context-এ serve এর পরে বিভিন্ন preposition ব্যবহৃত হয়ে থাকে। কোন preposition কোথায় কিভাবে ব্যবহৃত হয় তা নীচের উদাহরণগুলি থেকে বুঝা যাবে।

His son serves in the army. 
He served on the committee.
His father served under the British rule.
He served that college as principal.
The waiter served me with food.
This room can serve for the kitchen.


102. Shy with / to/by/ of: কারো সামনে ভীত বা লজ্জিত বুঝা shy এর পরে কয়েকটি preposition কেই appropriate মনে হতে পারে। কিন্তু এক্ষেত্রে একমাত্র appropriatevpreposition হচ্ছে of যেমন,

Wrong: The girl was shy with / to me. 
Right: The girl was shy of me.


103: Similar to / with: একটি জিনিসের আরেকটি জিনিসের সঙ্গে মিল বুঝাতে similar-এর সঙ্গে to বসে, with নয়। যেমন,
Wrong: My opinion is similar with yours.
Right: My opinion is similar to yours.


104: Smile at/on: "Smile at somebody"অর্থ হচ্ছে কারো দিকে তাকিয়ে প্রসন্নভাবে হাসা এবং "smile on somebody" অর্থ হচ্ছে কারো প্রতি সুপ্রসন্ন হওয়া বা আনুকূল্য প্রদর্শন করা। যেমন,

The girl smiled at me cordially. 
The weather smiled on us.


105: Solution to/of: কোন সমস্যার সমাধান বুঝাতে solution-এর পরে এবং problem-এর আগে preposition হিসেবে of বসে না, to বসে। যেমন,
There is no solution to our problem.
 Not: There is no solution of our problem.

কিন্তু কোন কিছুর দ্রবণ বুঝাতে তার আগে of বসে। যেমন, 
This is a solution of sugar and water.


106: Speak to/with/of/about: কারো সঙ্গে কথা বলা বুঝাতে British ইংরেজীতে speak to-ই সাধারণতঃ বেশী ব্যবহৃত হয়। speak with ব্যবহৃত হয় দীর্ঘ এবং আনুষ্ঠানিক আলাপের ক্ষেত্রে। তবে American ইংরেজী সাধারণ কথা বলার ক্ষেত্রেই speak with ব্যবহৃত হয়। আমরা এ দু'টি prepositionকে interchangeably ব্যবহার করতে পারি। যেমন,

Can I speak to/with you about the matter? 

যে বিষয়ে কথা বলা হয় তার আগেও of এবং about interchangeably ব্যবহৃত হতে পারে। তবে speak of হচ্ছে speak about অপেক্ষা
অধিকতর আনুষ্ঠানিক।


107. Suffer for / from "Suffer" অর্থ কষ্ট বা দূর্ভোগ পোহানো। কোন কারণে দূর্ভোগ পোহালে তার আগে সাধারণতঃ suffer for বসে। যেমন, 
He allowed the man to be his guest and he
suffered for it.

পক্ষান্তরে, দীর্ঘ সময় ধরে কোন রোগ বা অন্য কোন অশুভ কিছু থেকে কষ্ট পাওয়া বুঝাতে suffer from বসে। যেমন,
He is suffering from dysentery. 

এই দুই ক্ষেত্রে for এবং from interchangeable নয়।


108. Supply to/with / for: সরবরাহ করা বুঝাতে supply এর পরে to কিংবা with বসতে পারে। যাকে সরবরাহ করা হয় তার আগে for নয়,
to বসে। যেমন,

We supplied free medicine to them. 
Not : We supplied free medicine for them.

যা সরবরাহ করা হয় তার আগে নিম্নোক্ত pattern-এ with বসে। যেমন,
We supplied them with free medicine.
Not: We supplied them free medicine,


109. Talk to / with/about/on: কারো সঙ্গে কথা বলার ক্ষেত্রে speak এর মত talk-এর পরেও to এবং with কে interchangeably ব্যবহার করা যায়, যদিও British ইংরেজীতে with এর মাধ্যমে আনুষ্ঠানিক আলাপের ধারণাটাই বেশী প্রকাশ পায়। যেমন,
We talked to/with them about our plan of action.

যে বিষয়ে আলাপ বা কথা বলা হয় তার আগে about ব্যবহৃত হয়। যেমন,
They are talking about politics.
Wrong: They are talking on politics,

তবে talk যখন noun হিসেবে ব্যবহৃত হয় তখন তার পরে on বসতে পারে। যেমন, 
He gave a talk on Tagore


110. Throw at/to: কারো দিকে কিছু নিক্ষেপ করা বুঝাতে throw-এর। পরে at ও বসতে পারে আবার to-ও বসতে পারে, তবে দু'টি preposition-এর মাধ্যমে নিক্ষেপকারীর দু'রকম intention প্রকাশ পায়। যেমন,
He threw a stone at the dog.
He threw a ball to the dog.

এখানে প্রথম বাক্যটিতে at ব্যবহার করে বুঝানো হয়েছে যে সে আঘাত করার ইচ্ছা নিয়ে কুকুরটির দিকে একটি পাথর নিক্ষেপ করেছিল এবং দ্বিতীয় বাক্যে to দিয়ে বুঝানো হয়েছে যে সে খেলার ছলে অর্থাৎ ভাল ইচ্ছা নিয়ে কুকুরটির দিকে একটি বল নিক্ষেপ করেছিল।


111. Tie with / for / at: "Tie" এর একটি অর্থ হচ্ছে কোন প্রতিযোগিতায় কারো সমান হওয়া। এখানে যার সমান বুঝানো হবে তার আগে with বসে। যেমন,
I tied with him in the final exam.
Rina and Bina tied with each other.

দু'জন প্রতিযোগী যে অবস্থান লাভ করে তার আগে at নয়, for ব্যবহৃত হয়। যেমন,
Right: I tied with him for the second place. Wrong: I tied with him at / in the second place,


112: Tolerant of/towards: কারো বা কোনকিছুর প্রতি সহিষ্ণু হওয়া বুঝাতে tolerant-এর পরে of এবং towardsকে interchangeably ব্যবহার করা যায় কিন্তু with বা at ব্যবহার করা যায় না। যেমন,

Right: You should be tolerant of/towards other people's views.

Wrong: You should be tolerant with/at other people's views.


113. Translate from/in/into/to: "Translate" অর্থ একভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা। যে ভাষা থেকে অনুবাদ করা হয় তার আগে from এবং যে ভাষায় অনুবাদ করা হয় তার আগে in কিংবা to নয়, শুধুমাত্র into বসে। যেমন,

He translated the book from English.
He translated it into Bengali.
Wrong: He translated the book in / to Bengali.


114: Used with / to: কোন কিছুতে অভ্যস্ত অর্থে used এর পরে কখনো with বা অন্য কোন Preposition বসে না, শুধুমাত্র to বসে। 
যেমন, 
Wrong: We are used with spicy food.
Right : We are used to spicy food.


115: Warn of / against: কোন কিছু সম্পর্কে সতর্ক করার ক্ষেত্রে warn of এবং কোন কিছু না করার জন্য হুঁশিয়ার করলে সেক্ষেত্রে warn against ব্যবহৃত হয়। যেমন,
He warned us of the possible danger.
He warned us against going there at night.
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══