What is Tense?
Tense কী?
Tense is the form of the verb denoting time at which the action of the verb takes place.
এরূপ Verb-এর যে আকার প্রধানত তার কাজ সম্পন্ন হওয়ার সময় প্রকাশ করে, তাকে Tense (কাল) বলা হয় ।
ইংরেজিতে Tense প্রধানত তিন প্রকার। যথা :
1. Present Tense (বর্তমান কাল)
2. Past Tense (অতীত কাল) এবং
3. Future Tense (ভবিষ্যৎ কাল) ।
PRESENT TENSE
কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝাতে Verb-এর Present Tense হয়।
A Present Tense describes an action that is going on at present.
নিচের বাক্যগুলোতে Verb-এর আকার ও কাজ লক্ষ কর:
I do the work. (আমি কাজটি করি।)
He is doing the work. (সে কাজটি করছে। ) have done the work. (আমি কাজটি করেছি।) He has been doing the work. (সে কিছু সময় যাবৎ কাজটি করছে।)
উপরের Sentence গুলোতে Do Verb-টি Present Tense-এ আছে তবে তার গঠন ও তার কাজ সম্পন্ন হওয়ার সময়ের মধ্যে প্রভেদ আছে। প্রথম Sentence-এর Do দ্বারা কাজটি বর্তমানে সম্পন্ন হয় বোঝায় Do এখানে Present Indefinite Tense.
দ্বিতীয় Sentence-এ is doing দ্বারা কাজটি বর্তমানে সম্পন্ন হচ্ছে বোঝায়। এখানে is doing ক্রিয়াটি Present Continuous Tense. তৃতীয় Sentence-এ have done কাজটি এই মাত্র সম্পন্ন হয়েছে, তবে তার ফল বর্তমান আছে বোঝায়। এখানে 'Have done' ক্রিয়াটি Present Perfect Tense.
চতুর্থ Sentence-এ has been doing দ্বারা কাজটি কিছু সময় ধরে সম্পন্ন হচ্ছে বা Has been doing ক্রিয়াটি Present Perfect Continuous Tense. e দখা যায়
Present Tense-কে চার ভাগে বিভক্ত করা যায়। 1. Present Indefinite Tense
2. Present Continuous Tense
3. Present Perfect Tense
4. Present Perfect Continuous Tense
PRESENT INDEFINITE TENSE
বর্তমানকালের কোনো কাজ বা ঘটনা চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস বা প্রকৃতি প্রভৃতি বোঝাতে Verb-এর Present Indefinite Tense হয়।
The Present Indefinite Tense simply shows that the action is done at present.
যেমন—
Honesty has its own reward.
Your brother is an artist.
He goes to bed early at night.
The earth moves round the sun.
বাংলা রূপ: করি, কর করিস, করে, করেন।
গঠন প্রণালি: Subject-এর পর মূল Verb-এর Present Form ব্যবহৃত হয়। Subject যদি Third Person Singular Number হয় তবে Verb-এর শেষে 's' বা ‘es' যোগ করতে হয়।
Uses:
(a) অতীত কালের কোনো ঐতিহাসিক ঘটনা বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে এরূপ বর্ণিত হলে অতীত কালের কোনো অর্থ বা ঘটনা বোঝাতেও Present Indefinite Tense ব্যবহৃত হয়। তাকে Historic বা Graphic Present বলা হয়।
যেমন- Rabindranath wins the Nobel Prize in 1913
(b) দুটি ভবিষ্যৎ ঘটনার একটি অপরটির সঙ্গে সংঘটিত হলে সে ঘটনাটি বর্ণনা করতে which, whenever, as soon as before till, until, while, since, where, unless, if, in case প্রভৃতি দ্বারা শুরু করতে হয় এবং Verb-এর Present Indefinite Tense ব্যবহার করতে হয়।
যেমন—
He will go to Chittagong if you come.
He will do the sum before he goes to bed.
He will get married as soon as he reaches Dhaka.
(c) ভবিষ্যৎ অর্থে কোনো কোনো সময় Verb-এর Present Indefinite Tense ব্যবহৃত হয়।
যেমন- He starts for Sylhet on Saturday next. The school closes tomorrow.
(d) কোনো গ্রন্থকারের কোনো উক্তি উদ্ধৃত করা হলে Reporting Verb Present Indefinite Tense-এ হয়ে থাকে ।
যেমন- Keats says, "A thing of beauty is a joy for ever.”
(e) অভ্যাসগত কাজ (habitual fact) প্রকাশ করতে—
Babies cry. Dogs bark. Birds fly. The man smokes.
বলার সময় কাজটা চলছে কিনা তা Tense দ্বারা বোঝা যায় না। তাই ব্যাপারটা স্পষ্ট করতে হলে এর সঙ্গে Present Continuous Tense-এর একটি Verb যোগ করতে হয় ।
যেমন— The man smokes but he is not smoking now.
(f) চিরন্তন সত্য (universal truth) প্রকাশ করতে — The sun rises in the east and sets in the west.
Ice floats on water.
Fortune favours the brave.
The earth moves round the sun.
(g) Once a year, everyday, every week, every year, on week days, always, usually, often, never প্রভৃতি Adverb Phrase থাকলে —
He comes here once a year.
They go to school everyday.
They go to mosque on Fridays.
(i) Present Indefinite Tense-এ Sentence কে Interrogative করতে Subject-এর আগে Do বা Does (Third Person, Singular Subject-এর ক্ষেত্রে Does) বসাতে হয়।
যেমন- Do you know English ? Does he go to school everyday?
** Does ব্যবহৃত হলে মূল Verb-এর সাথে s বা es থাকে না ।
(ii) Negative Form-এ do not বা does not বসে। 'does not' ব্যবহৃত হলে মূল Verb-এর সাথে s বা es থাকে না।
যেমন—
I do not tell a lie.
He does not speak the truth.
(iii) Verb 'To be' (am, is, are)-এর ক্ষেত্রে উপযুক্ত দুটি a এবং b প্রযোজ্য নয়। Verb 'To be'-এর সাথে not বসালে Negative Sentence গঠিত হয়। আবার, Verb 'to be'-কে Subject-এর আগে বসালে Interrogative Form হয়।
Interrogative: Am I an artist? Are you ill? Is he a liar?
Negative: I am not ready now. You are not fit for the post. He is not honest.
(iv) Verb 'To have' দুটি নিয়মেই Interrogative ও Negative form গঠন করে।
যেমন- I have no (not a) book বা I do not have a pen.
He has no (not a) pencil.
He does not have a ring.
Have you a car?
Do you have a car?
Has he a pen?
Does he have a pen?
(v) Negative এ Do not-এর সঙ্কুচিত রূপ Don't এবং Does not-এর সঙ্কুচিত রূপ Doesn't বসে।
যেমন—
I don't go there.
He doesn't like his brother.
Don't you go to school everyday?
Doesn't he teach you English?
PRESENT CONTINUOUS TENSE
কোনো কাজ বর্তমান কালে সম্পন্ন হচ্ছে বা চলছে বোঝাতে Verb-এর Present Continuous Tense হয়।
The Present Continuous Tense expresses an action going on at the time of speaking.
যেমন— I am writing a letter. He is reading a book.
বাংলা রূপ : করিতেছি (করছি), করিতেছ (করছ), করিতেছিস (করছিস), করিতেছে (করছে), করিতেছেন (করছেন) অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছিস, তেছে, তেছেন ক্রিয়া বিভক্তি থাকে ।
গঠন প্রণালি: Subject-এর Number ও Person অনুসারে 'to be' Verb am, is এবং are বসে এবং তার পরে মূল Verb-এর সঙ্গে ing যুক্ত হয়:
Uses :
(a) কোনো কোনো সময় ভবিষ্যৎ অর্থ বোঝাতে Future Tense-এর পরিবর্তে Verb-এর Present Continuous Tense ব্যবহার করা হয় ।
যেমন — Are you starting for Chittagong tomorrow?
(b) Love, feel, hope, like, believe, want, wish, know, beg, see, live, wonder, think, understand, consist, contain, belong, possess, resemble প্রভৃতি Verb-এর Present Continuous Tense না হয়ে সাধারণত Present Indefinite Tense হয়।
(c) চিরন্তন সত্য বোঝাতে Verb-এর Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয়।
Inc: The earth is moving round the sun.
Cor: The carth moves round the sun.
(d) বলার সময় কোনো কাজ চলছে বোঝাতে। যেমন- I am writing a letter now. What are you doing here?
(e) বলার সময় কোনো কাজ চলছে কিন্তু সেই মুহূর্তে অবশ্য নাও চলতে পারে এমনটি বোঝাতে —
I am learning Arabic.
He is repairing the house.
(f) প্রায় বার বার ঘটছে এমন কোনো কাজ বোঝাতে always-এর সাথে ব্যবহৃত হয়।
যেমন— He is always disturbing me.
এতে এমনটি বোঝায় না যে, সে প্রত্যেক দিনই disturb করে। তবে তার কাজটি বক্তার কাছে বিরক্তিজনক হয়ে দাঁড়িয়েছে বোঝায়।
(i) Negative form-এ am, is বা are-এর সাথে not বসে।
I am not writing the letter.
You are not doing it.
He is not reading the book.
(ii) Interrogative form-এ Subject-এর পূর্বে 'To be' Verb am, is বা are বসে।
Am I doing any harm to you?
Are you doing the sum? Is he sleeping now?
(iii) Present Continuous Tense-এর সঙ্কুচিত রূপ হচ্ছে: I'm doing the sum. You're killing the time.
Negative-Interrogative রূপ হচ্ছে - Aren't you doing it? Isn't he writing the letter?
Am I not-এর সঙ্কুচিত রূপ হচ্ছে -Aren't I helping you?
মনে রাখা প্রয়োজন :
(i) Subject Plural হলে Auxiliary Verb — are ব্যবহৃত হয়।
(ii) Subject 'I' সর্বদা Auxiliary Verb — am ব্যবহৃত হয়।
(iii) Subject 'you' হলে সর্বদা Auxiliary Verb — are ব্যবহৃত হয় ।
(iv) অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ Subject Third Person Singular Number হলে সর্বদা Auxiliary Verb — is ব্যবহৃত হয় ।
PRESENT PERFECT TENSE
কোনো Verb-এর কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনও বিদ্যমান আছে, এরূপ বোঝাতে Verb-এর Present Perfect Tense হয়।
The present perfect tense is used to express an action which is just finished but result of which still exists.
যেমন —
He has finished the work.
I have bought a book.
বাংলা রূপ : করেছি, (করিয়াছি), করেছ (করিয়াছ), করেছিস (করিয়াছিস), করেছে (করিয়াছে), করেছেন (করিয়াছেন), অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছিস, য়াছে, য়াছেন ক্রিয়া বিভক্তি থাকে।
গঠন প্রণালি : Subject-এর পর তার Number ও Person অনুসারে has বা have বসে এবং তার পরে Verb-এর Past Participle ব্যবহৃত হয় ।
Uses:
(a) অতীতকালের কোনো দিন, তারিখ বা সময়ের উল্লেখ থাকলে Verb-এর Present Perfect Tense না হয়ে Past Indefinite Tense হয়।
(b) ব্যাপক সময় (Period of time) এর আগে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর আগে since বসে এবং এর এর Perfect Tense হয়।
(c) এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফল বিদ্যমান আছে এমন কাজ বোঝাতে।
যেমন- I have finished the work. He has bought a pen.
(d) এই মাত্র শেষ হয়েছে এমন কাজ বোঝাতে 'Just' শব্দটি Auxiliary ও Principal Verb-এর মধ্যে বসে। এ ব্যবহারটি Affirmative Sentence-এর ক্ষেত্রে প্রযোজ্য, Negative Sentence-এ নয়।
যেমন- He has just reached home.
(e) কোনো কাজ অতীতের কোনো সময় হতে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝাতে Present Perfect Tense ব্যবহৃত হয় ।
যেমন —
I have been in this college for two years.
He has been ill since Monday last.
এ স্থলে ব্যাপক সময়ের আগে 'for' এবং নির্দিষ্ট সময়ের আগে 'since' বসে।
(f) Time Clause-এ Future Perfect Tense ব্যবহৃত না হয়ে Present Perfect Tense ব্যবহৃত হয়।
যেমন —
When (after) you have worked with determination, you will be successful.
When (after) I have finished my work, I will go home.
(g) Motion বা Change প্রকাশক কতগুলো Intransitive Verb-এর Present Perfect Tense গঠন করতে Verb To be'-কে Auxiliary Verb হিসেবে ব্যবহার করা যায়।
যেমন—
I am come. He is gone.
The sun is risen.
এরূপ ব্যবহারকে Alternative Perfect Tense বলা হয় ।
Negative have বা has-এর পরে not ব্যবহৃত হয়। যেমন—
(i) I have not done it. He has not broken the glass.
(ii) Interrogative-এ Subject-এর আগে Have বা has বসে। যেমন- Have you done the sum? Has he eaten rice?
(iii) 'To have' Verb-এর সংক্ষিপ্ত আকার নিম্নরূপ:
I've done it. Haven't I done it? He hasn't done it. I haven't done it. Haven't they gone?
PRESENT PERFECT CONTINUOUS TENSE
কোনো Verb-এর কাজ অতীতে শুরু হয়ে কিছু সময় ধরে বর্তমানকালে চলছে এরূপ বোঝাতে Verb-এর Present Perfect Continuous Tense হয়।
The Present Perfect Continuous Tense is used to express an action that has been going on for a long time and still continuing.
I have been reading in this school for four years.
বাংলা রূপ: (পূর্ববর্তী কোনো নির্দিষ্ট সময় থেকে বা কিছু সময় যাবৎ) করছ, করছে, করছি, করছেন। .
গঠন প্রণালি: Subject-এর পর Number ভেদে have been বা has been বসে এবং পরে Verb-এর সঙ্গে ing যুক্ত হয় ।
Inc. It is raining for two hours.
Cor. It has been raining for two hours.
Inc. They are working since this morning.
Cor. They have been working since this morning.
Inc. I am living here since 1980.
Cor. I have been living here since 1980.
Present Perfect Continuous Tense-এর আরও কিছু ব্যবহার :
(a) কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে Verb-এর Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়।
যেমন —
He has been reading the book for two hours.
I have been waiting for them since 2 pm.
এরূপ ক্ষেত্রে Period of Time হলে for এবং Point of Time হলে since বসে।
(b) এই Tense-এ Static Nature-এর Verb-এর (stay, wait, sit, stand, lie, study, learn, live, rest ) ব্যবহারই বেশি।
Verb গুলোর কাজ স্বভাবগত কারণেই আগে শুরু হয়ে বর্তমানের দিকে গড়ায়।
He has been lying for two hours.
I have been learning English since 2010.
(i) Negative-এ have বা has-এর পরে not বসে।
যেমন —
I have not (haven't) been playing since 3 pm.
He has not (hasn't) been sitting here for an hour.
(ii) Interrogative এ Subject-এর আগে have বা has বসে এবং Subject-এর পরে been বসাতে হয়।
যেমন — Have you been doing it for a long time?
Has he been sleeping for two hours?
(iii) Negative-Interrogative-এর ব্যবহার — Haven't I been doing it for an hour?
বা, Have I not been doing it for an hour?
Hasn't he been sleeping since 3 pm?
বা, Has he not been sleeping since 3 pm?
Present Perfect Continuous Tense গঠন করতে Verb-এর Past Participle দরকার হয় ।
PAST TENSE
কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল বোঝালে Verb-এর Past Tense হয় ।
The Past Tense describes an action as having occured in the past.
নিচের বাক্যগুলোতে Verb-এর আকার ও কাজ লক্ষ কর :
I went home. (আমি বাড়ি গিয়েছিলাম।)
I was going home. (আমি বাড়ি যাচ্ছিলাম।)
Past Tense-কে চার ভাগে বিভক্ত করা যায়।
যথা—
1. Past Indefinite Tense
2. Past Continuous Tense
3. Past Perfect Tense
4. Past Perfect Continuous Tense.
PAST INDEFINITE TENSE
কোনো Verb-এর কাজ অতীত কালে নিষ্পন্ন হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বোঝাতে Verb-এর Past Indefinite Tense হয়।
The Past Indefinite Tense is used to express a simple action in the Past.
He caught a bird.
I drew a picture.
বাংলা রূপ : করেছিলাম, করেছিলে, করেছিলি, করেছিল, করেছিলাম, করলাম, করলে, করলি, করল, করলেন, করতাম, করতে, করতিস, করত, করতেন (নিয়মিত কাজ বা অভ্যাস বোঝাতে)।
গঠন প্রণালি: Subject-এর পর Verb-এর Past form ব্যবহৃত হয়।
যেমন- I came. He went. They played.
Some uses of Past Indefinite Tense:
(a) Past time এর উল্লেখ থাকলে Past Indefinite Tense ব্যবহৃত হয়।
যেমন- He came on Friday last.
(b) অতীত কালের কোনো নিয়মিত কাজের অভ্যাস বোঝাতে Verb-এর Past Indefinite Tense ব্যবহৃত হয়।
যেমন- He worked hard when he was a student.
কিন্তু অতীতকালের নিয়মিত কাজের অভ্যাস বোঝাতে মূল Verb-এর আগে Would বা Used to ব্যবহৃত হয় :
যেমন- He would (or used to) walk for an hour every morning.
(c) Since যখন Conjunction রূপে ব্যবহৃত হয় তখন আগের Clause-এ Verb-এর Present Indefinite Tense ব্যবহৃত হয় এবং পরের Clause-এ Verb-এর সর্বদা Past Indefinite Tense হয়।
যেমন— It is a long time since I received your letter.
Five years have passed since his father died.
(d) নম্ৰতা বোঝাতে Present ও Future Tense-এ Past Indefinite Tense হয়।
যেমন —
Could you go there once to help him?
Would you lend me one thousand taka?
(i) Negative-এ মূল Verb-এর Present form-এর আগে did not বসে।
যেমন- I did not do it.
(ii) Interrogative-এ Subject এর আগে did বসে এবং মূল Verb-এর Present form হয় ।
যেমন - Did you do there yesterday?
(iii) Negative Interrogative-এ Subject-এর আগে did বসে।
যেমন — Did he not go there? Did not Alam go there?
→ Negative-Interrogative Sentence-এ Noun-এর আগে কিন্তু Pronoun-এর পরে 'not' বসে; কিন্তু did not-এর সঙ্কুচিত রূপ উভয়টিতে (Noun ও Pronoun) আগে বসে।
যেমন —
Didn't he go there?
Didn't Alam go there?
(iv) Verb 'To be'-এর ক্ষেত্রে Was বা Were-এর পরে not বসালে Negative হয় এবং was বা were-কে Subject-এর আগে বসালে Interrogative হয়।
যেমন- Wasn't he a student?
(v) Verb 'to have' উভয় নিয়ম পালম করতে পারে।
যেমন- He had no (not a) book.
He did not have a book.
Had he a book?
Did he have a book?
PAST CONTINUOUS TENSE
মূল Verb-এর কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল (চলিতেছিল) বোঝালে Verb-এর Past Continuous Tense হয়।
The Past Continuous Tense is used to express an action going on for sometime in the past.
যেমন —
She was singing a song.
We were working.
বাংলা রূপ : করছিলাম (করিতেছিলাম), করছিলে (করিতেছিলে), করছিলি (করিতেছিলি), করছিল (করিতেছিল), করছিলেন (করিতেছিলেন)।
অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিলি, তেছিল, তেছিলেন ক্রিয়া বিভক্তি যুক্ত হয় ।
গঠন প্রণালি: Subject-এর পরে Number ও Person অনুযায়ী was বা were বসে এবং তারপরে মূল Verb-এর শেষে ing যুক্ত হয় ।
Some uses of Past Continuous Tense:
(a) অতীত কালে কোনো কাজ চলছিল বোঝালে। যেমন— They were playing. I was writing an essay.
(b) কোনো অতীত কাজ বার বার ঘটার ফলে বক্তার বিরক্তির ভাব প্রকাশ পেলে always এর সাথে ও Past continuous Tense হয়।
যেমন— The boy was always asking me for this and that.
(c) সদৃশ, অব্যবহৃত ও অবিরত কাজ বুঝালে today, last night in the morning in the afternoon প্রভৃতি সময়বাচক expression এর সাথে এই Tense হয়।
যেমন- Yesterday I was shopping and driving the car.
(i) Negative-এ was বা were-এর পরে not বসে।
I was not playing then.
He was not doing the sums.
(ii) Interrogative এ Subject-এর আগে was বা were বসে ।
যেমন -
Was I doing any harm to you?
Was he sleeping then?
(iii) Negative-Interrogative form-এ Subject-এর আগে was বা were বসে।
Was I not doing it?
Were you not reading the book?
(iv) Negative-এ was not, were not-এর রূপ সঙ্কুচিত হয়।
যেমন —
I wasn't sleeping.
You weren't doing it.
PAST PERFECT TENSE
অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে সংঘটিত কাজটির Past Perfect Tense এবং পরে সংঘটিত কাজটির Past Indefinite Tense হয়।
The Past Perfect Tense is used to express an action that has been finished before another past action.
যেমন — We had reached school before it began raining.
বাংলা রূপ : (কোনো নির্দিষ্ট অতীত ঘটনার আগে) করছিলাম, করছিলে, করছিলি, করছিল, করেছিলেন ।
গঠন প্রণালি: Subject-এর পরে had এবং তার পর Verb-এর Past Participle ব্যবহৃত হয়।
Some uses of Past Perfect Tense:
(a) Before এর আগে এবং After-এর পরে Past Perfect Tense ব্যবহৃত হয়।
The patient had died before the doctor came.
It rained after we had reached the station.
(b) That দ্বারা দুটি অতীত কাজ যুক্ত হলে পরের Verb-এর Past Perfect Tense হয়।
যেমন- He said that he had informed his brother.
(c) No sooner — than, scarcely — when, hardly — when (or before) দ্বারা দুটি Clause যুক্ত হলে আগের Clause-এ Verb-এর Past Perfect Tense হয় এবং Subject-এর আগে had বসে।
যেমন —
No sooner had he entered the class than the students stood up.
Scarcely had the Headmaster come when the students entered their respective classes.
Hardly had the bell rang when (or before) the boys left the classrooms.
(d) বলার আগে অতীতের কোনো এক সময় কোনো কাজ আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলেছিল বা তার ঠিক আগে শেষ হয়েছিল এমনটি বুঝালে for since প্রভৃতি বসে ।
He had been in this school for two years. The man had been in the army since he was twenty.
(e) অতীতের দুটি কাজ এক সঙ্গে শেষ হয়েছিল এরূপ বোঝালে when-এর পরে, যেমন— When Sabina had sung a song the audience listened to her spell bound.
(i) Negative-এ had-এর পরে not বসে।
যেমন — He had not done it before I came.
(ii) Interrogative-এ Subject-এর আগে had বসে।
যেমন — Had the patient died before the doctor came?
(iii) Negative-Interrogative এ Subject-এর আগে had বসে এবং Subject-এর পরে not বসে । যেমন— Had he not done it before we came?
(iv) Had এবং had not-এর সঙ্কুচিত রূপ:
I'd done it before they went.
You'd written the letter before I came.
The patient hadn't died before the doctor came.
Had'nt they bought the car before they sold their auto-rickshaw?
PAST PERFECT CONTINUOUS TENSE
অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে সংঘটিত কাজটি কিছু সময় ধরে চলেছিল বোঝালে Verb-এর Past Perfect Continuous Tense হয়।
The Past Perfect Continuous Tense is used to express a past action which had been going on for sometimes before another past action.
যেমন- He had been teaching for ten years when (or before ) he was appointed Headmaster.
বাংলা রূপ: (কোনো নির্দিষ্ট অতীত ঘটনার আগে) করছিলাম, করছিলে, করছিলি, করছিল, করছিলেন।
গঠনপ্রণালি: Subject-এর পরে had been বসে এবং তারপর Verb-এর সঙ্গে ing যোগ হয় ।
(i) Negative-এ had-এর পরে not বসে।
যেমন- I had not been teaching for ten years when he was appointed headmaster.
(ii) Interrogative-এ Subject-এর আগে had বসে।
যেমন- Had he been working for five hours?
(iii) Negative Interrogative এ Subject-এর আগে not বসে । যেমন- Had he not been doing it before we reached the station?
FUTURE TENSE
ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ হবে বোঝালে Verb-এর Future Tense হয়।
The Future Tense is used to express an action that will take place in the future.
I shall be going - আমি যেতে থাকব।
I shall go - আমি যাব ।
I shall have gone - আমি গিয়ে থাকব।
I shall have been going - আমি কিছুক্ষণ ধরে যেতে থাকব।
উপরের Verb-গুলোর shall go shall be going, shall have gone, shall have been going প্রত্যেকটি দ্বারা কাজটি ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বোঝাচ্ছে । সুতরাং এদের প্রত্যেকটি Future Tense. তবে প্রত্যেকটি Verb দ্বারা ভবিষ্যৎকালে এক একটা সুনির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন হওয়া বোঝাচ্ছে।
Future Tense-এ Verb-এর কাজ সম্পন্ন হওয়ার সময় সুনির্দিষ্ট করার জন্য Future Tense-কেও চার ভাগে বিভক্ত করা যায়। যথা:
1. Future Indefinite Tense
2. Future Continuous Tense
3. Future Perfect Tense
4. Future Perfect Continuous Tense.
FUTURE INDEFINITE TENSE
নিচের Sentence গুলোতে Verb-এর গঠন লক্ষ কর:
I shall go tomorrow. (আমি আগামীকাল যাব।)
They will come on Sunday next (আগামী রবিবার তারা আসবে।)
He will play with us. (সে আমাদের সাথে খেলবে।)
উপরের Sentence গুলোতে Shall go will come will play Verb গুলো কোনো কাজ ভবিষ্যতে হবে এরূপ বোঝায়।
Shall go, will come এবং will play - এ Verb তিনটি Future Indefinite Tense.
এরূপ Verb-এর যে Form দ্বারা কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে বোঝায়, তাকে Future Indefinite Tense বলা হয়।
The Future Indefinite Tense is used to express an action that will take place at sometimes in the future but it does not indicate any definite time.
বাংলায় এই Tense-এ ক্রিয়ার শেষে সাধারণত বে, বা, ব ইত্যাদি থাকে।
Future Indefinite Tense-এর Structure নিম্নরূপ:
Subject + shall/will + Verb- Present form + Extension
FUTURE CONTINUOUS TENSE
নিচের Sentence গুলোতে Verb-এর form ও কাজ লক্ষ কর:
I shall be helping him. আমি তাকে সাহায্য করতে থাকব ।
You will be playing. তুমি খেলতে থাকবে ।
He will be doing it. সে এটা করতে থাকবে।
উপরের Verb গুলো দ্বারা ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাচ্ছে। এটা Future Continuous Tense.
এরূপ Verb-এর যে আকার দ্বারা কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায় তাকে Future Continuous Tense বলা হয়।
The Future Continuous Tense is used to express an action that will be going on in future.
বাংলায় এই Tense-এ ক্রিয়ার শেষে সাধারণত তে থাকবে, তে থাকব ইত্যাদি থাকে।
এই Tense-এর Structure নিম্নরূপ :
Subject + shall/will+be+Verb + ing+ Extension
FUTURE PERFECT TENSE
নিচের Sentence গুলোর গঠন ও কাজ লক্ষ কর : I shall have reached home before evening. (সন্ধ্যার পূর্বে আমি বাড়ি পৌঁছে থাকব ।)
The farmer will have ploughed the field after it will have rained.
(বৃষ্টি হয়ে যাবার পরে কৃষক জমি চাষ করে থাকবে ।)
উপরের shall have reached ও will have rained ক্রিয়া দুটি দ্বারা ভবিষ্যৎ কালে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বোঝায় ।
Shall have reached ও will have rained ক্রিয়া দুটি Future Perfect Tense.
এরূপ Verb-এর যে আকার দ্বারা কোনো কাজ যদি ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বোঝায়, তাকে Future Perfect Tense বলা হয়।
The Future Perfect Tense is used to express an action that will be completed before another future action.
বাংলায় এই Tense-এ ক্রিয়ার শেষে য়া (এ) থাকব, যা (এ) থাকবে ইত্যাদি থাকে ।
Future Perfect Tense-এর Structure নিচে লক্ষ কর:
Subject + shall/will+have+ Past Participle + Extension
Future Perfect Tense নিম্নলিখিত স্থলে ব্যবহৃত হয়:
(i) ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝাতে এই Tense ব্যবহৃত হয়।
You will have read the book by next year.
He will have heard his name.
(ii) ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যেটি প্রথমে শেষ হয়ে যাবে সেই কাজটিতে Future Perfect Tense ব্যবহৃত হয়।
I shall have gone before he comes.
FUTURE PERFECT CONTINUOUS TENSE
নিচের Sentence-এ Verb-এর গঠন ও কাজ লক্ষ কর :
The ship will have been sailing before it reaches Chalna.
(চালনা পৌঁছার পূর্বে জাহাজখানা চলতে থাকবে ।)
উপরের Sentence-এর ক্রিয়া will have been sailing দ্বারা কাজটি ভবিষ্যৎকালে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝাচ্ছে have been sailing ক্রিয়াটি Future Perfect Continuous Tense.
এরূপ Verb-এর যে আকার দ্বারা কোনো কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝায় তাকে Future Perfect Continuous Tense.
The Future perfect Continuous Tense denotes that the action will be going for a pretty long time another future action.
এই Tense এর Structure হলো :
Subject + shall/will + have been + Verb + ing + Extension.
এই Tense-এর ব্যবহার খুব একটা দেখা যায় না।
EXERCISE FOR PRACTICE
1. Illustrate the following with three examples of each :
(i) Present Continuous Tense,
(ii) Present Perfect Tense,
(iii) Present Perfect Continuous Tense,
(iv) Past Continuous Tense,
(v) Past Perfect Tense,
(vi) Past Perfect Continuous Tense,
(vii) Future Indefinite Tense,
(viii) Future Continuous Tense,
(ix) Future Perfect Tense,
(x) Future Perfect Continuous Tense.
2. State the tenses of the verbs in sentences :
(i) She cooked rice.
(ii) Rimu is dancing on the stage
(iii) A sincere boy makes his less
(iv) Bitan has done the sums.
(v) The girls will be writing in
(vi) My mother will give me money.
(vii) The old man took tea.
(viii) You will have heard the name of Mohammad Mohsin.
(ix) The man had come before my father went to office.
(x) It has been raining cats and dogs for one hour.