“Every soul will taste death”.
মৃত্যু (Death) মানুষের জীবনে এক অমোঘ সত্য ঘটনা। জীবন আছে মানেই মৃত্যু আছে। তবে মৃত্যুর ধরণটা আলাদা আলাদা।
কেউ মারা যায় রোগে, কেউবা দুর্ঘটনায়, আবার কেউবা দেশের জন্য। কিন্তু মৃত্যুর ধরণের উপর Die এর পরে ভিন্ন ভিন্ন preposition বসে। তাই ‘মৃ্ত্য’ নিয়ে আমাদের আজকের এই আয়োজন।
অাশা করি সবার ভালো লাগবে !!!
Use of appropriate preposition after "Die"
1. Die of → অসুস্থতায়, রোগে, ক্ষুধা বা পিপাসায় মারা যাওয়া ।
2. Die by / in → দুর্ঘটনা অথবা সহিংসতায় মারা যাওয়া ।
3. Die from → অতিরিক্ত খেয়ে বা কম খেয়ে ( উপোসে ) মারা যাওয়া।
4. Die from → ক্ষত, যখম, আঘাতে মারা যাওয়া ।
5. Die for → দেশের জন্য, অনির্দিষ্ট কারনে বা মহৎ কাজের জন্য মারা যাওয়া।
5. Die down → শক্তিহীন হওয়া, দুর্বল হয়ে মারা যাওয়া ।
6. Die off → একের পর এক মারা যাওয়া।
7. Die out → বিলুপ্ত হওয়া।
9. Die away → আস্তে আস্তে বিলিন হওয়া।
10. Die through → অবহেলায় বা অনীহায় মারা যাওয়া।
11. Die on → ফাঁসিতে, বিশেষ দিনে মারা যাওয়া।
12. Die in → শান্তিতে, ঘুমে, কর্মে, যুদ্ধে, দারিদ্র্যতায় মারা যাওয়া।
13. Die at →পণ করে মারা গেলে Die at হয়।
Some uses of die in sentences from previous year's questions:
1. He died of of illness.(D.U-15-16)
2.He died by accident.
3. He died in harness (23rd BCS)
4.The man died of Malaria.
( যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)
এর পরেই থাকছে Gʀᴀɴᴅ ᴇxᴇʀᴄɪsᴇ.
......To be continued
Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed
# Related Searches ##
Important appropriate preposition
Appropriate preposition words
Appropriate preposition search
Appropriate preposition rules
Appropriate preposition definition
Appropriate preposition for competitive exam
Appropriate preposition for HSC
Appropriate preposition fill in the blanks