Rules of Translation: Used to and Would

Translation_Rules: Used to & Would 
**************************************
রচনায়ঃ S M Shamim Ahmed.

অতীতকালে অনিয়মিত কোন কাজ করা বোঝাতে would বসে।

যেমনঃ Sometimes she would bring some flowers for me.
( মাঝে মাঝে সে আমার জন্য ফুল নিয়ে আসত। )

অতীতকালে কেউ কোন কাজ করতো ( নিয়মিত) বা কোন কাজে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে সেই কাজ আর করেনা - বোঝাতে used to ব্যবহৃত হয়।

চিনিবার উপায়ঃ 
#Used to : বাংলা ক্রিয়ার শেষে সাধারনত ( ইত/ ইতেন/ ইতাম/ যেতাম) ইত্যাদি চিহ্ন থাকে ।

►► Structure :
Subject + used to+ verb- এর present form.

যেমন:
১. I used to go to school in my childhood to study well.( আমি  ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে)
ব্যাখ্যাঃ
আমি আমার ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে।এখানে দেখুন, আমি ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে,, মানে আমি তখন স্কুলে পড়তাম যখন আমি ছোট ছিলাম, কিন্তু এখন আমি বড় হয়েছি তাই আমার পক্ষে আবার স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়, তাই এক্ষেত্রে আমাদেরকে used to ব্যবহার করতে হবে।

✅ ✅ More Examples:
I used to go to school.(আমি বিদ্যালয়ে যেতাম।)
I used to play with him. (আমি তার সাথে খেলতাম।)
I used to play game in my computer. (আমি আমার কম্পিউটারে গেইম খেলতাম।)
I used to write by green pen.(আমি সবুজ কলম দিয়ে লিখতাম।)
I used to go to Cox Bazaar for travelling.(আমি ভ্রমনের জন্য কক্সবাজার যেতাম।)
I used to date/ meet with my girl friend at night.( আমি প্রত্যেকদিন রাতে গার্ল / বয় ফ্র্যান্ডের সাথে দেখা করতাম )

#Would
২. I would take tea very often. ( অামি প্রায়ই চা খাইতাম।)
ব্যাখ্যাঃ
অাবার দেখুন,,,অামি প্রায়ই চা খাইতাম ,মানে অামি অতীতে মাঝে মাঝে চা খাইতাম এখন আর খাইনা। তাই এক্ষেত্রে used to না হয়ে would হবে।

##More Examples:
He would often late in the school.( সে প্রায়ই স্কুলে দেরি করে আসত।)
While I was at Bogra, I would often go to the Mahasthangarh.( আমি যখন বগুড়া ছিলাম ,তখন আমি প্রায়ই মহাস্থানগড়ে যাইতাম।)

►► সংক্ষেপে আামরা নিচের গঠন টা মনে রাখতে পারিঃ 
ত, তাম ------------ used to
ত, তাম ------------ would
হতাম / হতো / হতে ----- were / would be
থাকত ------------- had
তে পারতাম, পারতে, পারতো--- Could have
বাংলাতে কাজের শেষে যদি,
ত, তাম ------- used to (অতীত কালের অভ্যাস)
ত, তাম ---- would (কাল্পনিক)

#More Examples:

মা আমাকে লেখা পড়ার জন্য বকা বকি করতো  → Mother used to scold me for study.
আমার যদি অনেক টাকা থাকতো, গরীবদের সাহায্য করতাম → If I had a lot of money, I would help the poor.

আমি বিছানায় প্রস্রাব করতাম  → I used to pee on bed.
তুমি সব সময় মিথ্যা কথা বলতে  → You used to tell a lie.

✅ ✅ কল্পনা বা আকাঙ্ক্ষার ক্ষেত্রে  →
থাকতো – Had
যদি আমার কাছে অনেক টাকা থাকতো  → If I had a lot of money.
যদি আমাদের সুন্দর একটা বাড়ি থাকত  → If we had a beautiful house. 

✅ ✅ হতাম / হতো / হতে – were /would be
আমি যদি অনেক ধনী হতাম  → If I were a rich.
সে যদি আমার বউ হতো  → If she were my wife.

পূর্ণিমা যদি আপনার গার্ল ফ্র্যান্ড হতো  → If  Purnima were your girl friend
এটা অনেক ভাল হতো  → It would be great

✅ ✅তে পারতাম ------- Could have

তুমি কাজটি করতে পারতে → You could have done the work.
সে আমাকে দাওয়াত দিতে পারতো → She could have invited me

Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══