Important Quotations

৪১ তম বিসিএস প্রিলি প্রস্তুতি। ১ মার্ক নিশ্চিত করুন।
ইংরেজিতে কোটেশন আসে ১ টা । তাই বিসিএস, বিজেএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বহুবার আসা + অন্যান্য সম্ভাব্য উক্তিগুলো নিম্নে দেওয়া হলো, আশা করি এর বেশি পড়তে হবেনা।।

সংকলনেঃ S M Shamim Ahmed.

►► Quotation of William Shakespeare : 

☑️ "I am a man more sinned against than sinning." (আমি যতটা অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে।)
(King Lear, W.Shakespeare) 

☑️"My love is richer than my tongue."  (আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয়। )
(King Lear, W. Shakespeare)

☑️"Cowards die many times before their deaths; " (ভীরুরা মরার আগে বার বার মরে কিন্তু সাহসীরা মরে একবার।)  
(Julius Caesar, W.Shakespeare )

☑️Uneasy lies the head that wears a crown--William Shakespeare. (মুকুট পরিহিত ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে না।)
(King Henry-4, W. Shakespeare )

☑️"There is nothing good or bad but thinking makes it so."  (ভালো বা মন্দ বলতে পৃথিবীতে কিছুই নেই, চিন্তাই কোন কিছুকে ভালো বা মন্দ বানায়।)
( Hamlet ,William Shakespeare )

 ☑️"Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them." কেউ কেউ খ্যাতিমান হয়ে জন্মায়, কেউ কেউ খ্যাতি অর্জন করে এবং কারো কারো উপর খ্যাতি চাপিয়ে দেয়া হয়।
(Twelfth Night, William Shakespeare)

"All the world's a stage
And all the men and women are merely players." (সমগ্র পৃথিবীটাই রঙ্গমঞ্চ এবং সকল নর-নারূ এ মঞ্চের অভিনেতা-অভিনেত্রী।)
(As You Like It, William Shakespeare)

☑️ "Brevity is the soul of wit" ( সংক্ষিপ্ততা রসিকতার প্রাণ। ) 
(Hamlet, Shakespeare) 

☑️"Sweet are the uses of adversity". (দুঃখের প্রয়োজনীয়তা মধুর।)
( As You like It, Shakespeare) 

☑️"And every fair from fair sometime declines
 By chance, or nature's changing course, untrimmed;"
( আর প্রতিটি সৌন্দর্যই একসময় ধসে যায় প্রিয়তমা,
দূর্ঘটনাক্রমে কিংবা প্রকৃতির অমোঘ নিয়মে।) 
( Sonnet 18,William Shakespeare )

☑️"The miserable have no other medicine but only hope." (কেবল আশা করা ছাড়া হতভাগ্যদের আর কোন ঔষুধ নাই।) 
(Measure for Measure ,William Shakespeare )

☑️"To be or not to be that is the question" (এই উক্তিটি দ্বারা Hamlet-এর সিদ্ধান্তহিনতার বহিঃপ্রকাশ ঘটেছে।) 
(Hamlet ,William Shakespeare )

☑️“Veni, Vidi, Vici.” আসলাম, দেখলাম, জয় করলাম।
(Julius Caesar ,William Shakespeare )

☑️”Frailty (noun), thy name is woman.” (চাতুরতা, তোমার আরেক নাম নারী।)
( Hamlet ,William Shakespeare )

►► Quotation of John Keats: 
☑️" Heard melodies are sweet ; those unheard are sweeter, "
(শোনা সুর বড়োই মধুর কিন্তু না শোনা সুর মধুরতর/
যার হাতের রান্না খাইনি, সে বড় রাঁধুনি ; যাকে কভু দেখিনি, সে বড় সুন্দরি / মানুষ অজানাকে জানতে চায়। )

(Ode on a Grecian Urn,John Keats)
 ☑️ “Beauty is truth, truth beauty."
( সুন্দরই সত্য;সত্যই সুন্দর।)
(Ode on a Grecian Urn,John Keats)

☑️ "A thing of beauty is a joy forever:"
(সুন্দর জিনিস চিরকালই আনন্দায়ক / আনন্দের।)
( “Endymion,” Book I.,John Keats)

☑️"Nothing is real till it is experienced,"
(না আঁচালে বিশ্বাস হয় না।)
(John Keats)

►► Quotation of Francis Bacon: 

☑️ "It is impossible to love and to be wise" → প্রেমে পড়ার পর নিজেকে জ্ঞানী ভাবা অসম্ভব / জ্ঞানীরা প্রেমে পড়ে না।
(Of Love; Francis Bacon )

☑️"Wives are young men's mistresses, companions for middle age, and old men's nurses. "(স্ত্রীরা যুবকদের যৌনসাথী, মাঝ বয়সীদের সঙ্গী আর বৃদ্ধদের সেবিকা।) 
(Francis Bacon)

☑️"A good friend is another himself." ( একজন ভালো বন্ধু হলো নিজেরই অন্য সত্ত্বা। )
( Francis Bacon )

☑️ "Opportunity makes a thief" ( সুযোগই মানুষকে চোর বানাই।) 
( Francis Bacon )

►► Quotation of Alexander Pope: 

"Fools rush in where angels fear to tread" (কত হাতি গেল তল, মশা বলে কত জল । ) 
(An Essay on Criticism, Alexander Pope )

"A little learning is a dangerous thing "অল্পবিদ্যা ভয়ংকর
(An Essay on Criticism, Alexander Pope )

"To err is human, to forgive is divine " (মানুষ মাত্রই ভুলের অধীন; আর ক্ষমা স্বর্গীয়।) 
(An Essay on Criticism, Alexander Pope )

►► Quotation of P.B.Shelley: 
☑️ If winter comes,can spring be far behind ?" (শীত যদি আসে,বসন্ত কি দূরে থাকতে পারে। ?) 
(Ode to the West Wind, P.B.Shelley)

☑️"Our sweetest songs are those that tell of the saddest thought.(মোদের মধুর সঙ্গীতগুলোই তা, যা বেদনার কথা বলে / বিরহের গানই হলো মধুর গান।)
(To A Skylark, P.B. Shelley).

►► অন্যান্যঃ 

 ☑️Childhood shows the man
(যারে নয়ে হয় না, তারে নব্বইয়েও হয় না )
(John Milton, Paradise Regained)

☑️ "He prayth best who loveth best.
All things both great and small "
(জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।)
(The Rime of the Ancient Mariner,Samuel Taylor Coleridge )

☑️”Full many a flower is born to blush unseen,and waste its sweetness on desert air.” (পথের ধারে নাম না জানা শত ফুল যে ফুটে; ফুলদানিতে তাদের কয় জনের স্থান জুটে?///
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে,
সে কথা কি কোনদিন
কখনো কারো মনে পড়ে?)
( Thomas Gray) 

☑️"For God's sake hold your tongue and let me love."
("দোহাই তোদের, একটুকু চুপ কর,
ভালবাসিবারে দে মোরে অবসর") 
(The canonization, John Donne ) 

☑️”Man's conscience is the oracle of God.” (মানুষের বিবেক ঈশ্বরের যাজক।
(Lord Byron)

☑️"Self preservation is the first law of nature." (বিপদে প্রথমে নিজেকে বাঁচানোই প্রকৃতির প্রথম আইন।)
(Samuel Butler) 

☑️"Man is born free and everywhere he is in chains"( মানুষ স্বাধীন হতে জন্মলাভ করে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলাবদ্ধ।) 
(Rousseau) 

"Justice delayed is justice denied" (বিলম্ব বিচার বিচারের নামে প্রহসন।)
( Gladstone)

☑️"Justice hurried is justice buried"( তাড়াহুড়া করে বিচার করা মানে ন্যাযবিচারকে কবর দেওয়া।) 
(Gladstone) 

☑️"Pain is the outcome of sin" (যন্ত্রণা হলো পাপের ফল।) 
(Gautam Buddha ) 

☑️" I disapprove of what you say, but I will defend to death your right to say it. ( আমি তোমার কথা না মানতে পারি কিন্তু আমৃত্যু  তোমার কথা বলার অধিকার রক্ষা করব।)
( Voltaire) 

☑️"Eternal vigilance is the price of liberty." (স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।)
(Thomas Jefferson ) 

☑️”Eureka! Eureka! (I have found it)"
(Archimedes) 
☑️"Riches are not end of life, but an instrument of life."( সম্পদ জীবনের লক্ষ্য নয় , জীবনধারণের উপকরণ মাত্র । ) 
( H.W. Beecher) 

☑️"Man is by nature a political animal"(মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক জীব।) 
( Aristotle )

☑️"Government of the people, by the people, for the people"
( Abraham Lincoln)

☑️"Know thyself." (নিজেকে জানো।) 
(Socrates )  

☑️Eyes are useless when the mind is blind.→ মনে আলো না থাকলে চোখের আলো অর্থহীন হয়ে পড়ে

অভাগা যেদিকে চায়,সাগর শুকিয়ে যায়।
☑️Once unlucky, always unlucky.

☑️”Beauty is only skin deep.”( বাইরের রুপ দিয়ে ভিতরের বিচার চলেনা ।)

☑️”Faults are thick where love is thin.” (যার দেখতে নারি,তার চলন বাঁকা । )

(যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)
......To be continued
Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed.
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══