SHORTCUT TO PREPOSITION - 2

11. কোন বিষয়ে দক্ষ বা পারদর্শী বুঝাতে Adroit, Adept, At home, Expert, Efficient, Proficient, Skilled, Skillful, Versed ইত্যাদি এর পরে in বসে।

He is at home in mathematics. 
সে গণিতে দক্ষ। 

He is adept in music. 
সে সঙ্গীতে পারদর্শী।


12. কোন কিছুতে দৃঢ়ভাবে লেগে থাকা বা অটল থাকা, দৃঢ়ভাবে সমর্থন করা বুঝাতে adhere, cling, keep, stick, stand ইত্যাদি এর পরে to বসে। 

I am inclined to stick to writing. 
আমি লেখালেখিতেই লেগে থাকতে ইচ্ছুক।

You should cling to your plan. 
তোমার নিজ পরিকল্পনায় অটলভাবে লেগে থাকা উচিত।

You should stick to your principles. 
তোমার নিজ নীতিতে অটল থাকা উচিত।

It stands to reason. 
এটি যুক্তিসঙ্গত।

A man of honour sticks to his principles. 
সম্মানী ব্যক্তি তার নীতিতে অটল থাকে।

Keep to your promise. 
তোমার প্রতিশ্রুতিতে অটল থাক।


13. Firm to, True to – অটল, কোন কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং পরিবর্তন না করা।

A man of character is true to his word. 
চরিত্রবান ব্যক্তি কথা দিয়ে কথা রাখে।

He is firm to his decision. 
সে তার সিদ্ধান্তে অটল/অনড়।


14. শূন্য বা বর্ণিত, বিহীন অর্থে Bare, Bankrupt, Destitute, Devoid, Empty ইত্যাদি এর পরে of বসে।

He is devoid of commonsense. 
তার সাধারণ জ্ঞান বলতে কিছু নেই।

The pond is bare of fish. 
পুকরটি মাছশূন্য। 

He is destitute of any friend here. 
সে এখানে সঙ্গীহীন।

Your story is devoid of truth. 
তোমার গল্পের কোন সত্যতা নেই।


15. কোন স্থানের উদ্দেশ্যে রওনা হওয়া বা যাত্রা করা = Leave for, start for, make for, set out for, (be/is/was-) bound for:

I have left for Dhaka hoping to find a job.
চাকরী পাওয়ার আশায় আমি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি।

She has just left for the airport to receive his friend.
সে তার বন্ধুকে নিয়ে আসতে এইমাত্র বিমান বন্দরে উদ্দেশ্যে বের হয়ে গেছে।

The ship is made for Mongla.
জাহাজটি মংলার উদ্দেশ্যে যাত্রা করেছে।

He is bound for (= on the way to) England. 
সে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে।


16. উদাসীন বোঝাতে indifferent, callous, deaf এর পরে to বসে।

He is indifferent to our problem. 
সে আমাদের সমস্যা ব্যাপারে উদাসীন।

He is callous to his studies. 
সে পড়াশুনায় উদাসীন।

He is deaf to my request. 
সে আমার অনুরোধে কর্ণপাত করে না।


17. নিকটে, সংলগ্ন বোঝাতে Adjacent, adjoining, contiguous, close ইত্যাদি এর পরে to বসে।

His house is adjacent to mine. 
তার বাড়িটি আমার বাড়ির নিকটে।


18. কোন কিছু বা কাউকে খোঁজা বুঝাতে Look, search, seek ইত্যাদি এর পরে for ব্যবহৃত হয়।

I am looking for a job. 
আমি একটি চাকরি খুঁজছি।

We sought/searched for it there. 
আমরা সেখানে এটা খুঁজেছিলাম।


19. ভীত, ভয় পাওয়া= afraid, apprehensive, fearful ইত্যাদি এর পরে of বসে।

I am not fearful of my enemies.
আমি আমার শত্রুদের ভয় পাই না।

I am not afraid of any undertaking. 
আমি কোন কাজেই ভয় পাই না।


20. সন্দেহপ্রবণ, সন্দিহান অর্থে doubtful, dubious, suspicious এর পরে of বসে ।

He is suspicious of my motive. 
সে আমার অভিসন্ধিতে সন্দেহপ্রবণ।

I am doubtful of his success. 
তার সাফল্যের ব্যাপারে আমি সন্দিহান।

......................................................

নিচের টেকনিকগুলো বিস্তারিত পড়ুন:

✍ Techniques: 1 — 10

✍ Techniques: 11 — 20

✍ Techniques: 21 — 30

✍ Techniques: 31 — 40

✍ Techniques: 41 — 50

✍ Techniques: 51 — 64


https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══