পরীক্ষায় passage common পাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে ছাত্র-ছাত্রীরা অবশ্যই নিজস্ব যোগ্যতার ভিত্তিতে প্রদত্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া এর মাধ্যমে তাদের writing skill-ও পরীক্ষা করা হয়। উত্তর দানের পূর্বে অবশ্যই ছাত্র-ছাত্রীরা প্রদত্ত passage-টি মন দিয়ে একাধিকবার পড়বে ও প্রয়োজনীয় উত্তর খুঁজে বের করবে। উত্তরগুলো to the point হওয়া বাঞ্ছনীয়। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নিচে কিছু নিয়ম উল্লেখ করা হলো:
Rule 1
Why দ্বারা প্রশ্ন করা হলে because দ্বারা উত্তর প্রদান করা সম্ভব। মূল প্রশ্নের অংশ বিশেষ ব্যবহার করে উত্তর তৈরি করা যায়। যেমন:
Question: Why is not any development programme possible in Bangladesh?
Answer: No development programme is not possible in Bangladesh because....
Question: Why did Hamlet pretend madness?
Answer : Hamlet pretended madness because/to....
Note: Because-এর পর sub+verb বসে, কিন্তু to-এর পর সরাসরি verb-এর base form বসে।
Rule 2
কোনো তথ্য জানতে চেয়ে প্রশ্ন করা হলে there are many/some দ্বারা বাক্য শুরু করা যায়। অতঃপর such as/for example/they are: i), ii), iii) এরূপ আকারে সাজানো সম্ভব। নিম্নের বাক্যগুলো লক্ষ কর।
Bangladesh is a poor country. Many factors act behind poverty. Corruption is one of them. Illiteracy plays an important role in its expansion. Besides these, we have scarcity of asset, shortage of proper technology and lack of efforts.
Question: What are the causes for our poverty?
Answer: There are many causes for our poverty. They are: i) corruption, ii) illiteracy, iii) scarcity of asset, iv) shortage of proper technology, and v) lack of efforts.
Rule 3
When দ্বারা প্রশ্ন করা হলে সময় নির্দেশক কোনো শব্দ ব্যবহার করে উত্তর শুরু করা যায়। আবার, when-যুক্ত অংশ বাক্যের মাঝখানেও ব্যবহার করা যায়। তবে সময় নির্দেশক শব্দের পূর্বে অবশ্যই প্রয়োজনীয় preposition ব্যবহার করতে হবে। যেমন, দিন ও তারিখের পূর্বে on বসে; মাস, বছর, সকাল, বিকেলের পূর্বে in বসে; রাত, দুপুর, সময়, বয়সের পূর্বে at (বয়সের পূর্বে at the age of-ও বসে) বসে; vacation-এর পূর্বে during বসে; যেমন: on Friday, at night/noon, at four (at the age of four), at 10 (ten o'clock), in May, in 1971, during the summer vacation ইত্যাদি।
নিম্নের বাক্যগুলো লক্ষ করো:
During the last summer vacation, I visited the orphanage where I met a boy named Hasan who had come there at the age of five and had been living there since then. On Sunday last, we arranged a picnic, which was really pleasing and we all enjoyed it.
Question: When did the speaker visit the orphanage?
Answer: During the last summer vacation, the speaker visited the orphanage.
Or, The speaker visited the orphanage during the last summer vacation.
Question: When did they arrange a picnic?
Answer: They arranged a picnic on Sunday last.
Rule 4
Yes বা no দ্বারা প্রশ্নের উত্তর দেয়া গেলে yes বা no বাক্যের শুরুতে বসিয়ে (yes বা no-এর পর কমা বসবে) অন্যান্য শব্দ ব্যবহার করা সম্ভব। নিম্নের passage-টি লক্ষ করো:
There are a number of similarities between the activities of a teacher and those of an actor though it does not mean that a teacher will be able to act well on the stage. The way of their activities is quite different. The teacher has to invent items to fulfil the needs of the students and he cannot learn everything by heart though an actor can.
Question: Can a teacher act well on the stage?
Answer: No, a teacher cannot act well on the stage.
Question: How do the activities of a teacher differ from those of an actor?
Answer: The activities of a teacher differ from those of an actor in various ways. For example:
i) The teacher cannot learn anything by heart though an actor can;
ii) The teacher must invent things in accordance with the needs of the students, whereas an actor does not do anything like this.
Rule 5
Interrogative sentence-এ does থাকলে উত্তর প্রদানের সময় main verb-এর সাথে s/es (প্রয়োজন অনুসারে) এবং প্রশ্নে did থাকলে উত্তরে main verb-এর past form বসে। উল্লেখ্য, উত্তর negative হলে অবশ্যই সাহায্যকারী verb-এর সাথে not যোগ করে পরে main verb (নিয়মানুসারে) বসবে।
Note: Do, does এবং did-এর পর main verb-এর base form এবং verb এর সাথে s/es যুক্ত হয় না। যেমন:
Question: Why does fashion change? Answer: Fashion changes because.....
Question: When did Bangladesh become independent?
Answer: Bangladesh became independent in ....
Rule 6
What/which দ্বারা প্রশ্ন করা হলে noun/pronoun (plural হতে পারে) বসিয়ে বাক্য শুরু করা যেতে পারে। যেমন:
Question: Which is the biggest city in Bangladesh?
Answer: Dhaka (noun singular) is the biggest city in Bangladesh.
Question: What are the two main problems of our country?
Answer: Corruption and poverty (plural) are the two main problems of our country.
Rule 7
Passage-এ কোনো বক্তব্য direct speech-এ থাকলে উত্তর লেখার সময় তা indirect speech-এ রূপান্তরিত করতে হবে। উল্লেখ্য, indirect speech সবসময় assertive sentence হয় এবং assertive sentence-এর শেষে full stop বসে। নিচের উদাহরণ লক্ষ্য করো।
"What are you doing?" "I'm asking for Proshanto."
Question: What did the speaker ask the listener?
Answer: The speaker asked the listener what (s) he was doing.
............................................................
🗣 Writer :
This article is compiled by Faria Shobnom.
Faria Shobnom is a brilliant student of Intermediate Science of Women's College, Rajshahi, Bangladesh.
...................................................
আরো পড়ুন: