Uses of Some Important Conjunctions

● Since:

• Since অর্থ থেকে। সময় নির্দেশ করতে Since 'Conjunction' হিসেবে দুটি clause কে যুক্ত করে। Since এর আগের অংশ Present Indefinite / Present Perfect Tense-এ থাকলে পরের অংশ Past Indefinite Tense-এ হবে।

• Since-এর আগের অংশ Past Indefinite -এ থাকলে পরের অংশ Past Perfect Tense-এ হবে। যেমন -
It is many years/Ten years have passed since I left school.
It was many years since I had left school. 

• আবার, যেহেতু বা কারণ অর্থে Since যখন দুটি clause-কে যুক্ত করে সেক্ষেত্রে যে clauseটি কারণ অর্থে ব্যবহৃত হয় তার পূর্বে Since বসে।
যেমন -
Since Kamal is ill, he can't attend the meeting.


● As/Because:

Conjunction হিসেবে as/because উভয়ই কারণ অর্থে ব্যবহৃত হয় এবং দুটি clause-কে সংযুক্ত করে। 
যেমন -
I couldn't join the party as I was ill. 
Or, 
Because I was ill, I could not attend the party.


●  Before and After: 

পূর্বে বা পরে বুঝাতে past perfect tense-এর ক্ষেত্রে যথাক্রমে before এবং after ব্যবহৃত হয়।

Past Perfect Tense+ Before+ Past Indefinite Tense
Past Indefinite Tense + After + Past Perfect Tense

যেমন -
The patient had died before the doctor came.
The patient died after the patient had died.


● As if/As though:

যেন, যেমন বা যদি অর্থে as if/as though দুটি clause-কে যুক্ত করে। As though / as if এর আগের অংশ Present Indefinite Tense-এ থাকলে পরের অংশ Past Indefinite Tense-এ হয়। আবার আগের অংশ Past Indefinite Tense এ থাকলে পরের অংশ Past Perfect Tense-এ হয়।
যেমন -
He speaks as though he knew everything. 
She described the event as though she had been present there.


● Although/Though/Even though:

যদিও বা তথাপি কিংবা বিপরীতমুখী (contrast) অর্থে 'although/though/even though' conjunction হিসেবে দুটি clause যুক্ত করতে ব্যবহৃত হয়। 'although/though/even though' Sentence-এর প্রথমে বা মাঝে বা যেকোনো স্থানে বসতে পারে। 
যেমন - 
Although/though he is poor, he is honest. 
The city corporation didn't take any actions though the road was damaged.


● So that এবং so.... that:

কোন কাজের উদ্দেশ্য প্রকাশে so that; কারণ/ফলাফল প্রকাশে so.... that ব্যবহৃত হয়। 
যেমন -
Maisha studied hard so that she could pass the exam.
Tanha is so hard working that everyone praised her.


● Either..... or:

দুটির যেকোন একটিকে বুঝাতে Either....or দু subject বা word কে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। Either or দ্বারা দুটি subject যুক্ত থাকলে verb closest subject এর সাথে agree করবে। 
যেমন- 
Either Mim or her sisters have/has done the work.


● Neither....nor:

দুটির একটিও না এরূপ অর্থে Neither .... nor দুটি subject বা word কে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। neither ....... দ্বারা দুটি subject যুক্ত থাকলে verb নিকটবর্তী (closest) subject এর সাথে agree করবে। 
যেমন- 
Neither Samiya nor her parents were/was present.


● Not only... but also:

not only ...... but also দ্বারা সমজাতীয় দুটি word বা clause-কে সংযুক্ত করা হয়। not only ...... but also দ্বারা দুটি subject যুক্ত থাকলে verb closest subject এর সাথে agree করবে। যেমন- 
Not only Tanha but also her friends has/have come.


● As well as with, together with, along with: 

সমজাতীয় দুটি clause কে যুক্ত করতে as well as, with, together with, along with etc. ব্যবহৃত হয়। উল্লেখিত conjunction গুলো যদি দুটি subject-কে যুক্ত করে সেক্ষেত্রে প্রথম subject অনুসারে verb হবে। 
যেমন -
Nishi along with some of her brothers is going to buy some equipment.
Fame as well as fortune was his goal.


● But:

দুটি বিপরীতার্থক ভাবের মধ্যে সংযোগ স্থাপন করতে but ব্যবহৃত হয়। 
যেমন -
I want Maisha to do this but she doesn't understand this.


● Both.... and:

Both ..... and দ্বারা সমজাতীয় দুটি word বা clause কে সংযুক্ত করা হয়। 
যেমন -
Tasnim both honest and kind.


● Or:

বিকল্প অর্থে or দুটি clause-কে যুক্ত করতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে or এর পরের subject অনুসারে verb হবে। 
যেমন- 
Tanha or her friends have done it.


● Till/Until: 

যতক্ষণ বা যে পর্যন্ত না- অর্থে until/till দুটি clause-কে যুক্ত করতে subordinate clause-এর পূর্বে বসে। Until দিয়ে গঠিত clauseটি negative অর্থ প্রকাশ করে বিধায় এক্ষেত্রে not বসে না । যেমন -
Wait here till I don't come back.
I lived with my parents until I was sixteen.


● No sooner... than, Scarcely... when. Hardly... before: 

No Sooner had ...... than, scarcely had ...... when, hardly had ...... before থাকলে had যুক্ত অংশটি Past Perfect Tense-এ এবং পরবর্তী অংশটি Past Indefinite Tense-এ হবে। যেমন -
No sooner had he seen the police than he ran away.


● Therefore:

সবেমাত্র বলা হয়েছে এমন বিষয়ের যুক্তিসাপেক্ষ ফলাফল উল্লেখ করতে therefore (সেজন্য, সুতরাং) ব্যবহৃত হয়। 
যেমন -
He is only 17 and therefore not eligible to vote. (তার বয়স মাত্র ১৭, সুতরাং সে ভোট দেয়ার যোগ্য নয়)।


● In case:

পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে in case (যদি) ব্যবহৃত হয়, যে কাজটি ঘটার সম্ভাবনা রয়েছে তার পূর্বে in case বসে। 
যেমন -
While going to office, take your umbrella in case it rains. 
Give me a telephone number to ring in case I get lost.


● Provided (that):

শর্ত থাকে যে, এই শর্তে যে, যদি অর্থে provided (that) ব্যবহৃত হয়। 
যেমন - 
The flight will take off provided that the weather is good.


● Much as: 

দুটি clause এর কাজের বিপরীতমুখিতা প্রকাশে although বা যদিও অর্থে much as ব্যবহৃত হয়। যেমন -
Much as I would like to stay, I really must go home. 
Much as I would like to help you, I'm afraid I'm simply too busy at the moment.

● Now that: 

কোনো কিছু ঘটে যাওয়ার পরে সৃষ্ট নতুন পরিস্থিতির কারণ ব্যাখ্যায় Now that ব্যবহৃত হয়। যেমন -
Now that he has been promoted, he is in seventh heaven.
..........................................

# Related Searches:
uses of conjunctions pdf
uses of conjunctions with examples
use of conjunctions in sentences
uses of conjunction so
uses of conjunctions exercises
uses of conjunctions nor
uses of coordinating conjunctions
uses of correlative conjunctions
what is the use of a conjunctions
use of conjunction
conjunction এর ব্যবহার
the uses of conjunctions
the use of conjunctions in english grammar
the uses of coordinating conjunctions
the use of conjunctions
the use of conjunctions although and whereas as contrast
the use of conjunctions pdf
the use of conjunctions prepositions and interjections
the use of conjunctions in writing
use of to conjunctions
to use conjunctions

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══