To
To সাধারণত পর্যন্ত, পরিণতি, অনুযায়ী, তুলনা, উদ্দেশ্য প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়।
দিক নির্দেশ করা বুঝাতে to বসে।
যেমন- He went to Dhaka.
[N.B: Home, Here There, Abroad, এর পূর্বে To বসে না। তবে এর ব্যতিক্রম: From here to there.]
নির্দিষ্ট অবস্থায় পৌঁছানো অর্থে to বসে।
যেমন- The vegetables were cooked to perfection.
কাছে বা নিকটে বুঝাতে to বসে।
যেমন- He came to me.
কালের ব্যাপ্তি বোঝাতে to বসে।
যেমন-
(a) We only work from Monday to Friday.
(b) I would say he was 25 to 30 years old.
মুখোমুখি অর্থ বুঝাতে to বসে।
যেমন-Talk to her face to face
পরস্পর সংযুক্ত বোঝাতে to বসে।
যেমন- Attach this rope to the front of the car.
উদ্দেশ্য অর্থ বুঝাতে to বসে।
যেমন-
(a) Send the book to Sajeeb
(b) I set out to buy food.
সময় বাকি আছে অর্থ বুঝাতে to বসে।
যেমন- It is ten minutes to ten.
নির্দেশিত অভিমুখ কিংবা সমৃদ্ধ বোঝাতে to বসে।
যেমন- We have many duties to our parents.
অনুযায়ী অর্থ বুঝাতে to বসে।
যেমন- I found the place to my liking.
ফলাফল নির্দেশ করতে to বসে।
যেমন- She managed to escape.
পরিণাম বুঝাতে to বসে।
যেমন- He was sentenced to death.
পর্যন্ত বুঝাতে to বসে।
যেমন- They fought to the end of the battle.
Towards
অভিমুখে, দিকে বোঝাতে towards বসে।
যেমন- The student was crossing the road and walking towards Rajshahi College.
সম্পর্কে বা ব্যাপারে বোঝাতে towards বসে। যেমন- His attitude towards the government policy is positive.
কোনোকিছু অর্জন বা তা অর্জনের জন্য কাউকে সহায়তা করা বোঝাতে towards বসে। যেমন- The money will go towards a new school building.
At
অবস্থান অর্থ বুঝাতে At বসে।
যেমন-
(a)। live at my village.
(b) I met him at Ranibazar.
(c) I am at my office,
অপেক্ষাকৃত ছোট স্থান ও নির্দিষ্ট কোন স্থিরবিন্দু বোঝাতে at বসে।
যেমন-
(a) Nazmul lives at Kadirgonj in Rajshahi.
(b) Please open at page 20.
Exact point of time বুঝাতে at বসে।
যেমন-
(a) We shall go to picnic at the end of the month.
(b) Mamun will come here at 8 P.M.
যে বয়সে কোন কিছু করা হয় সে বয়স বোঝাতে at বসে।
যেমন-
(a) Both of my parents left school at 16.
(b) I went to school at the age of 5.
দক্ষতা প্রকাশের ক্ষেত্রে at বসে।
যেমন-
(a) Masud is good at Physics.
(b) I am not bad at English.
বিদ্রূপের ক্ষেত্রে at বসে।
যেমন- Do not laugh at the poor.
বয়স বুঝাতে at বসে।
যেমন- Jerry came to the orphanage at 5.
তাকানো বা লক্ষ্য করার ক্ষেত্রে at বসে।
যেমন- Look at the moon.
মূল্য বুঝাতে at ব্যবহৃত হয়।
যেমন- Rice sells at 16 taka per kg.
চরম অবস্থা বা সীমা বুঝাতে at বসে।
যেমন- at first, at last, at the age of four.
গড়ি, বেগ বা দ্রুতি, হার, মূল্য ইত্যাদি বোঝাতে at বসে।
যেমন-
(a) The car ran at 100 miles per hour.
(b) He is driving at 90 km/h.
(c) Rice sells at 50 taka per kg.
গুলি করা অর্থে at বসে।
যেমন- The police fired at the mob.
Time বুঝাতে at বসে।
যেমন- at midnight, Lunch time, Sunset, at 2:45, at 10 o'clock.
সাড়া দেওয়া অর্থে at বসে।
যেমন- They attended the party at chairman's invitation:
টেলিফোনে যোগাযোগ করা বা টেলিফোনে নম্বর দেওয়ার ক্ষেত্রে at বসে।
যেমন- You can reach me at 01700XXXXXX
Of
সাধারণত 'র/এর' অর্থ বুঝাতে of বসে।
যেমন- The colour of her eyes is blue.
গুণগত স্বত্ব বোঝাতে of বসে।
যেমন- He is a man of letters.
বিদ্যমান অবস্থা বুঝালে of বসে।
যেমন- Bangladesh is a country of peace and happiness.
সময়বাচক শব্দের সাথে of বসে।
যেমন- She gave birth to her first child within a year of her marriage.
ধারণ ক্ষমতার পূর্ণতা বুঝাতে of বলে।
যেমন- Please give me a glass of milk.
রোগের কারণ বুঝাতে of বসে।
যেমন- He died of cholera.
অধিকার বুঝাতে of বসে।
যেমন- This is a book of my sister.
Relation বা source বুঝাতে of বসে।
যেমন- Md Habibullah comes of a noble family:
কোন কিছু দিয়ে তৈরী বুঝাতে of বসে।
যেমন- The chair is made of wood.
কিছু কিছু Adjective, যেমন- proud, afraid, careful, aware, conscious ইত্যাদির পর Appropriate preposition হিসেবে of ব্যবহৃত হয়।
যেমন-
(a) Children are afraid of snakes.
(b) She is proud of her blue blood.
In
স্থান বা সাধারণত বড় শহর, নগর, রাষ্ট্র, দেশ বুঝাতে in বসে।
যেমন- He lives in Australia.
আয়তন বা কোন ধারক এর ধারণক্ষমতা নির্দেশক স্থান বোঝাতে in বসে।
যেমন-
(a) We saw a hungry tiger in the cage
(b) There is a little water in this pond.
সময় বুঝাতে বা কোন সময়ের মধ্যে বুঝাতে। যেমন- He will come in an hour.
অবস্থা বুঝাতে in বসে।
যেমন-
(a) His health is in good condition.
(b) | see, you are in trouble.
মাসের নাম বা সালের নামের পূর্বে in বসে।
যেমন-
(a) Summer time begins in May.
(b) Bangladesh became independent in 1971.
কোন বিষয়ে বা ভাষায় বুঝাতে in বসে।
যেমন- Rima reads in English.
পোশাক পরিচ্ছন্নগত অবস্থা বুঝাতে in বসে।
যেমন-
(a) I am in jeans today.
(b) They are all in black.
কোন person-এর বিশেষ সহজাত গুণাগুণ উল্লেখ করতে in বসে।
যেমন-
(a) The genius in her is still alive.
(b) The poet in her impressed us.
(c) The mother in her rose.
মানসিক অভিব্যক্তি যেমন ভয়, সন্দেহ, বিস্ময়, কান্না, রাগ প্রভৃতির পূর্বে in বসে।
যেমন- He cried out in fear.
কিছু কিছু Phrase and Idiom, যেমন- the long run black and white, lieu of stead of association with ইত্যাদির পূর্বে appropriate preposition হিসেবে in ব্যবহৃত হয়।
যেমন-
(a) The sinners suffer in the long run.
(b) You should submit it in black and white.
N.B: সাধারণত in country/state/province/country/city হয়। আবার, in a corner/ a room / a park/a ship/ a boat/ a car.
On
সংলগ্ন হয়ে উপরে বুঝাতে on বসে।
যেমন- The book is on the table,
সময় বা তারিখ বুঝাতে on বসে।
যেমন- The exam is on 02 April
নির্ভরশীলতা বুঝাতে on বসে।
যেমন- The cow lives on grass.
পক্ষে কাজ করা অর্থে on বসে।
যেমন- He is on the committee.
কোন উপলক্ষ্য বুঝাতে on বসে।
যেমন- I will present you on your birthday.
অনুসারে অর্থ বুঝালে on বসে।
যেমন- He acted on my advice.
পরপরই বুঝাতে on বলে।
যেমন- On receiving the news, she burst into tears.
কোন বিষয় সম্বন্ধে বুঝালে on বসে।
যেমন- Write an essay on environment pollution.
বস্তুবাচক এমন ক্ষেত্রে অবস্থাটি চলমান এই অর্থে on বসে।
যেমন-
(a) He is on the train for Rajshahi.
(b) The house is on fire.
(c) I was on plane last.
Day বুঝাতে on বলে।
যেমন-
(a) The meeting is on monday.
(b) Jane was born on Friday.
ইলেকট্রনিক বা বাদ্যযন্ত্রের সাহায্যে কোন কিছু করা বোঝাতে on বসে।
যেমন-
(a) I spoke to her on the telephone.
(b) He played on the guitar.
N.B: সাধারণত on street / street corner/coast/river/aship/a plane/a train.
For
জন্যে অর্থে for বসে।
যেমন-
(a) What can I do for you?
(b) Can you translate this poem for me?
কারণ বুঝালে for বসে।
যেমন-
(a) I could not go out for rain.
(b) They are dancing for Joy.
কারো পক্ষে বুঝাতে for বসে।
যেমন-
(a) I am speaking for everyone in this department.
(b) He presented the matter in the Parliament for the countrymen.
সময়ের ব্যাপ্তি বুঝাতে for বসে।
যেমন- It has been raining for two hours.
'সত্ত্বেও' (Inspite of) অর্থ বুঝালে for বসে।
যেমন- For all his riches, he is unhappy.
কারও পরিবর্তে কিছু করা বুঝালে for বসে।
যেমন- Natasha acted for Bipasha.
বিনিময় বুঝাতে for বসে।
যেমন- I have bought it for ten taka.
কোন স্থানের উদ্দেশ্য বুঝাতে for বসে।
যেমন-
(a) Rehena starts for Rajshahi
(b) Is this bus for Rajshahi ?
কোন কিছুর সংক্ষিপ্ত রূপ (Abbreviation) নির্দেশ করতে for বসে।
যেমন- What does BIVIL stand for?
পছন্দ বা রুচি ইত্যাদি বোঝাতে for বসে।
যেমন- He has a taste for classical music.
By
যাতায়ত বা গমন কোন পথে বুঝাতে by হয়।
যেমন- I will go there by train/bus/boat/funch
ব্যতিক্রমঃ On foot, on horse back, on bicycle হয়।
কর্তা (agent) হিসেবে ব্যক্তিকে বোঝাতে by হয়।
যেমন- We have a Climax Grammar by Azmul.
নির্দিষ্ট সময়ের আগেই বুঝাতে by হয়।
যেমন- I'll have come back by 5 P.M.
পাশে বুঝাতে by হয়।
যেমন- He sat by me.
শপথ অর্থ বুঝাতে by হয়।
যেমন- He swore by Allah that he would not steal anymore.
কোন কিছু করার মাধ্যম বা উপায় বোঝাতে (By + gerund) by হয়।
যেমন- He earns a lot by singing song.
নিজে নিজে অর্থে by হয়।
যেমন- She lives by herself.
অনুসারে বা অনুযায়ী অর্থে by হয়।
যেমন- What is the time by your watch?
ধারাবাহিকতা বুঝালে by হয়।
যেমন- His health is improving day by day.
পরিমাপ বুঝাতে by হয়।
যেমন- The house is 10 feet by 10 feet.
বৈশিষ্ট্য বা অবস্থান বুঝাতে by বসে।
যেমন- He is a lawyer by profession.
কোন কাজ যার যারা সম্পাদিত হয়, সেই ব্যক্তির পূর্বে by বসে।
যেমন- Hamlet is written by William Shakespeare.
About
প্রায় অর্থ বুঝালে about হয়।
যেমন- Now it is about 10P.M.
কোন বিষয়ে সম্বন্ধে কিছু করা বা বলা বুঝালে about হয়।
যেমন-
(a) He is telling me about his career.
(b) I know about him.
চারিদিকে অর্থ বুঝালে about বসে।
যেমন- There is a lake about the locality.
With
কোন ব্যক্তির সাথে বুঝাতে with বসে।
যেমন- Selim lives with me.
উপর অর্থে with বসে।
যেমন- He is angry with me.
কোন কিছু দ্বারা বা দিয়ে অর্থে with বসে।
যেমন- He killed the snake with stick.
সত্ত্বেও অর্থে with বসে।
যেমন- He with or with all his weakness, he is a leader.
কাজের বিভিন্ন ভাবের জন্য with বসে।
যেমন-
(a) He read the book with much interest.
(b) He looked at the man with suspicion.
Over
কোন কিছুর উপরে স্পর্শ নেই এবং চলমান এমন বোঝালে Above বসে।
যেমন- Karim Jumped over the wall.
1. The helicopter is hovering over the trees.
2. Many people in this country have no roof over their heads.
3. There is a bridge over the river.
4. He has no control over himself.
From
যাত্রাস্থান বোঝাতে from বসে।
যেমন- From Dhaka I will be flying to London.
যাত্রার সময়/সময় থেকে নির্দেশ করতে from বসে।
যেমন- She lived in Dhaka from 1990-1995.
জন্ম বা উৎপত্তিস্থল/উৎসস্থল বোঝাতে from বসে।
যেমন-
(a) This is a gift from my brother.
(b) He cited a quotation from the Holy Quran.
সংখ্যা, মূল্য, ওজন ইত্যাদির নিম্নসীমা নির্দেশ করতে from বসে।
যেমন-
(a) Apples are available from 90 to 100 taka.
(b) Here are the boys from 12 year to 15 year.
প্রতিকার, প্রতিরোধ বা প্রতিরক্ষা বোঝাতে from বসে।
যেমন-
(a) He saved the child from kidnappers .
(b) Masks reduce risk from swine flue.
উপকরণ বোঝাতে; তবে এক্ষেত্রে উপকরণটি পরিবর্তিত হয়ে থাকে from বসে।
যেমন-
(a) Most Ayurvedic medicines are made from herbs.
(b) Butter is made from milk.
Under
কারো অধীনে বুঝালে under বসে।
যেমন-The man serves under me.
অবিচ্ছিন্ন ভাবে কোন কিছু নিচে আছে বুঝালে under হয়।
যেমন- The pen is under the book.
প্রক্রিয়াধীন বোঝাতে under বসে।
যেমন- My proposal is under consider.
আয়ত্বে আসা বুঝাতে under বসে।
যেমন- The situation is now under control.
Beyond
নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে beyond বসে।
যেমন- I know what I shall be doing for the next three weeks but I haven't thought beyond that.
কোন কিছু সম্ভব নয় বোঝাতে beyond বসে।
যেমন- The bicycle was beyond repair.
নাগালের বাইরে বোঝাতে beyond বসে।
যেমন- The handle was just beyond my reach.
Below
বিচ্ছিন্নভাবে নিচে বুঝালে Below বসে।
যেমন- The cat is below the table.
কোন পর্যায়ের নীচে বুঝালে below হয়।
যেমন- They live below the middle class status.
নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার কম বুঝালে below হয়।
যেমন- Mamun got below 80% marks in English.
After
ধারাবাহিক ভাবে বুঝাতে After বসে।
যেমন- They entered the room one after another.
কোন কিছুর পিছু ছুটা অর্থে after বসে।
যেমন- We should not hanker after money.
পছন্দের ক্ষেত্রে after বসে।
যেমন- You are the girl after my liking.
পিছু ধাওয়া অর্থে after বসে।
যেমন- He ran after the thief.
Between, Among
সাধারণত দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বুঝালে between বসে এবং দুইয়ের বেশি ব্যক্তি/বস্তুর ক্ষেত্রে among বসে।
Divide the money between two boys.
Divide the money among all boys.
It is important to distinguish between compound interest and simple interest.
Our teacher told the monitor to hand out scripts among the class.
Exception
পারস্পারিক সম্পর্ক/ অবস্থান প্রকাশে দুইয়ের অধিকের ক্ষেত্রে between ব্যবহার করা হয়।
Swizerland lies between France, Germany, Italy and Austria.
Luxembourg lies between Belgium, Germany and France.
কিছু word আছে যাদের সাথে কোন preposition বসে না। যেমন- Discuss, resign, resemble, recommend, investigate, meet, sign, reach, violate, pervade, marry, command, try, enter, pick, combat, order ইত্যাদি।
He will meet the girl.
The boy resigned his post.