Syntax

Syntax

Syntax অর্থ বাক্য প্রকরণ বা বাক্যরীতি। আমরা জানি, a sentence is a group of words that makes complete sense. কিন্ত sentence is not a haphazard string of words, অর্থাৎ এলোমেলোভাবে কয়েকটা শব্দকে পাশাপাশি সাজালেই তা কোন sentence হবে না। To form a sentence, words must be put together according to the rules of grammar. Sentence গঠনের এই নিয়মকেই syntax বলা হয়। আমরা বলতে পারি, the way in which words are put together to form sentences is called the syntax.

প্রত্যেক ভাষারই একটা আলাদা syntax বা বাক্যরীতি থাকতে পারে। যেমন, বাংলা ও
ইংরেজিতে লেখা নিচের বাক্য দু'টি লক্ষ কর:

আমরা ইংরেজি শিখব।
We shall learn English.

বাংলা বাক্যটিতে প্রথমে subject, তারপর object, এবং শেষে verb বসেছে। অর্থাৎ এই বাক্যের শব্দ-ক্রম হচ্ছে: SOv বা subject + object + verb. কিন্তু ইংরেজি বাক্যটির শব্দ-ক্রম হচ্ছে: SVO বা subject + verb + object অর্থাৎ ইংরেজি syntax অনুসারে subject-এর পরেই verb বসাতে হয়। verb-এর পরে complement কিংবা adjunct
হিসেবে অন্য যে কোন কিছু বসতে পারে। নিচের বাক্য দুটিও লক্ষ্য কর।

সে প্রতিদিন স্কুলে যায়। (subject + adverbials + verb)
He goes to school every day. (Subject + verb + adverbials)

এখানে আমরা ইংরেজী syntax নিয়ে আলোচনা করব অর্থাৎ sentence-এর অন্তর্গত clause এবং phrase-এর structure-ই হবে এই অধ্যায়ের প্রতিপাদ্য বিষয়।

Clause বা Simple Sentence Structure

আমরা জানি, a simple sentence is a one-clause sentence. সেজন্য simple
sentence এবং clause-এর structure একই। এই structure হচ্ছে নিম্নরূপ:

S + P + C + A

"এখানে "S" হচ্ছে Subject, "p" হচ্ছে Predicator বা finite verb phrase, "C" হচ্ছে Complement এবং "A" Adjunct.

প্রতিটা ইংরেজি clause-এর জন্য subject এবং predicator হচ্ছে compulsory (অত্যাবশ্যক) elements; পক্ষান্তরে complement এবং adjunct হচ্ছে optional বা ঐচ্ছিক elements অর্থাৎ এ দুটি item কোন বাক্যের জন্য অত্যাবশ্যক নয়।
Complement এবং adjunct ছাড়াও বাক্য হতে পারে কিন্তু subject এবং predicator ছাড়া কোন ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। যেমন:

Birds fly.
Fishes swim.
Dogs bark.

এই বাক্যগুলিতে শুধু subject এবং predicator আছে, কোন complement কিংবা adjunet নেই।

এখন আমরা উপরোক্ত চারটা element-এর structure এবং position আলোচনা
করব। এই element-গুলির ত্যেকটাই এক বা একাধিক শব্দ-বিশিষ্ট হতে পারে। তবে
clause-এর constituent element হিসেবে প্রত্যেকটাই এক একটা phrase.


Subject: The subject is a noun or anything equivalent to a noun which we talk about. It is usually known as NP (Noun Phrase). In an Assertive sentence it always takes the first position. Notice the subjects in the following sentences:

Raghib is a good boy. (Noun)
He can speak English. (Pronoun)
His father is a doctor. (Noun Phrase)
Walking is good for health. (Gerund)
To err is human. (To-infinitive)


Predicator: It is the finite verb or verb phrase (usually known as VP) which follows the subject in an Assertive sentence. Look at the following sentences and notice their predicators:

Runa goes to school every day. (Simple verb)
Birds are flying in the sky. (Complex verb)
He turned off the fan. (Phrasal verb)
The old man kicked the bucket yesterday (Verbal idiom)

Complement: It is a noun or noun-equivalent or adjective which follows the predicator in an Assertive sentence. Complements are of four types. Complement to the Subject (CS), Direct Object (DO), Indirect Object (I0) and Complement to the Object (CO).
Look at the following examples:

My father is a teacher. (CS)
He is very honest. (CS)

The Complement to the Subject may be a noun (or noun-equivalent) or adjective. It always refers to the subject.

My mother loves me. (DO)
She loves all her children (DO)
She enjoys cooking. (DO)

The Direct Object must be a noun or anything equivalent to a noun
which is different from the subject.

She gave me a book. (IO)
She teaches her students English. (IO)

The Indirect Object must be a noun or noun-equivalent. It always precedes the direct object.

We made him our leader. (CO)
The doctor declared the patient dead. (CO)

The Complement to the Object may be a noun (or noun-equivalent) or an adjective which refers to the preceding object.

Adjunct: It is a prepositional or adverbial phrase which modifies the predicator in the sentence. It usually comes after the predicator or complement/s. There may be any number of adjuncts in a sentence. Note the adjuncts in the following sentences:

He went home/yesterday.
We came here/last week.
Farmers are working in the field.
I met him yesterday.
She put the books on the table.

তবে adverbial কখনো কখনো বাক্যের অন্য জায়গায়ও বসতে পারে। যেমন -

He always speaks the truth.
They often visit me.

উপরের example sentence-গুলি থেকে বোঝা যায়, ইংরেজি বাক্যের basic structure হচ্ছে subject + predicator বা finite verb. এই দুটি compulsory items এর পরে ৩য় স্থানে বসে complement এবং ৪র্থ স্থানে বসে adjunct. তবে কোন বাক্যে complement না থাকলে predicator-এর পরে ৩য় স্থানেই adjunct বসতে পারে। এই নিয়ম শুধু Assertive sentence-এর ক্ষেত্রে প্রযোজ্য। Interrogative বাক্যের ক্ষেত্রে
word order (শব্দক্রম) বদলে যায়। যেমন:

Verbal Question:
Are you a teacher?
Is he your father?
Were they happy?

এই বাক্যগুলিতে Subject এবং predicator-এর position বদল হয়েছে। এগুলোর structure : Predicator + subject + complement.

Wh-Question:
Why was he unhappy?
How are you?
When were they present here?

এই বাক্যগুলিতে predicator-এর আগেই complement কিংবা adjunet বসেছে।
আবার নিচের বাক্যগুলি লক্ষ কর

Why are you crying?
When will they visit this place?
How was the bird killed?
Where has the boy gone?

এই বাক্যগুলিতে subject বসেছে auxiliary এবং principal verb-এর মাঝখানে। বাক্যগুলি শুরু হয়েছে adverbial দিয়ে। এরপর Imperative এবং Exclamatory sentence-এর syntax লক্ষ কর:

Imperative:
Sit down.
Don't walk in the garden.
Keep the books on the shelf.
Don't call him a liar.

Imperative sentence-এর subject উহ্য থাকে বলে এ ধরনের sentence সরাসরি Predicator দিয়েই শুরু হয়। Predicator-এর পরে optional element হিসেবে Complement কিংবা adjunct যথারীতি বসতে পারে।

Exclamatory:
How beautiful the girl is!
How fast time goes away!

Exclamatory sentence-এ complement কিংবা adjunct প্রথমে বসে। তারপর যথারীতি subject এবং verb বসে। এ ছাড়া Negative বাক্য গঠন করতে to be verb কিংবা auxiliary verb-এর পরে 'not' adverb-টি বসাতে হয়। যেমন:

He is not my friend.
They are not very rich.
She has not finished the work.
I shall not go there.
He was not invited to the party.

আগেই বলা হয়েছে, clause গঠনকারী ৪টি উপাদানের প্রত্যেকটিকে phrase বলা হয়। A phrase may be a single word or a group of words. এখন আমরা group of words হিসেবে phrase-এর প্রকারভেদ ও structure আলোচনা করব।

Phrases and their Structures

Clause-এ ব্যবহৃত group of words হিসেবে বিবেচিত phrase-কে আমরা নিম্নোক্ত সাত ভাগে ভাগ করতে পারি:

1. Noun Phrase
2. Adjective Phrase
3. Verb Phrase
4. Adverb Phrase
5. Prepositional Phrase
6. Participle Phrase 4
7. Infinitive Phrase.


Noun Phrase:

Noun Phrase-এর complete structure হচ্ছে m + h  +  q, যেখানে 'm' হচ্ছে modifier, 'h' হচ্ছে headword এবং 'q' হচ্ছে qualifier. Structure বিবেচনায় প্রত্যেক noun phrase-এ headword একটা noun বা pronoun থাকে এবং সেই noun-কে modify করার জন্য তার আগে এবং/অথবা পরে কিছু word বা phrase থাকে। Headword-এর আগের শব্দগুলিকে modifier এবং পরের শব্দগুলিকে qualifier হিসেবে সনাক্ত করা যেতে পারে। নিচের noun phrase গুলি লক্ষ কর:

Poor people....
Village people.....
Many poor village people....
The poor people of this village.....
The people suffering there....
The people to gather here....

উপরের প্রত্যেকটা noun phrase-এরই headword বা মূল শব্দ হচ্ছে 'people' এই
headword-এর আগে adjective, noun adjective কিংবা determiner ব্যবহার করা হয়েছে সেগুলি হচ্ছে modifier এবং পরে যে সব phrase (of this village, suffering there এবং to gather here) ব্যবহার করা হয়েছে সেগুলি হচ্ছে ঐ headword-এর qualifier. উপরের উদাহরণগুলিতে noun-কে qualify করতে
prepositional phrase, participle phrase এবং infinitive phrase হয়েছে। এখানে একটি পূর্ণ noun phrase-এর structural উপাদানগুলো আলাদা করে দেখানো হল:


কোন noun phrase-এর headword আবার pronoun-ও হতে পারে। যেমন:

He took the good mangoes and gave me the bad ones.

এই বাক্যে 'the good mangoes' এবং 'the bad ones' হচ্ছে noun phrase; প্রথমটির headword 'mangoes' একটা noun কিন্তু দ্বিতীয়টির headword 'ones' হচ্ছে একটা pronoun,

Adjective Phrase: Structurally, there must be an adjective in a adjective phrase. অর্থাৎ adjective phrase-এর headword হিসেবে তার মধ্যে  একটা adjective থাকতেই হবে। সেই headword-এর আগে এবং/অথবা পরে
modifier হিসেবে কোন adverb থাকলেই গোটা group of words-টা একটা adjective phrase হয়ে যাবে। যেমন:

The fish was very large indeed.
The girl is extremely beautiful.
He is honest indeed.

এই adjective phrase-গুলিতে 'large', 'beautiful honest of headword এবং ‘very', 'indeed' এবং 'extremely' শব্দগুলি হচ্ছে adverb এবং এদের
কাজ হচ্ছে headword adjective-কে modify করে adjective phrase তৈরি করা।

Verb Phrase: Group of words হিসেবে verb phrase তিন রকম হতে পারে—
complex verb, compound verb এবং verbal idiom. Complex verb-এর structure হচ্ছে: a + l যেখানে 'a' হচ্ছে auxiliary verb এবং 'l' হচ্ছে lexical verb (যা সাধারণত principal verb নামে পরিচিত)। নিচের বাক্যগুলিতে complex
verb গুলি লক্ষ কর:

They are waiting outside.
The thief has been caught.
It has been raining for two hours.
They will go to Dhaka tomorrow.
He did not come here.

Complex verb-এর দুই অংশ অন্য কোন শব্দ দ্বারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এক্ষেত্রে একে discontinuous verb phrase বলা যাবে। সাধারণ একটা verb এর সঙ্গে কোন adverbial particle কিংবা preposition যোগ করে সম্পূর্ণ নতুন অর্থবাহী যে verb phrase তৈরি করা হয় তাকে 'compound/phrasal verb বলা হয়। যেমন:

He turned off the fan. (verb + adverb)
He looks after his old parents. (verb + preposition)

যখন কৌম idiom (a group of words whose meaning is different from the meanings of the individual words in it) verb-এর কাজ করে তাকে verbal idiom বলা হয়। যেমন:

The man kicked the bucket (=died) yesterday.
The accident took place (=occurred) near the bridge.
It is raining cats and dogs (=raining hard).

Adverbial phrase: Structurally, an adverbial phrase must have an adverb as its headword and some other adverbs to modify this headword. অর্থাৎ adverbial phrase-এ headword হিসেবে একটা adverb থাকবেই এবং তাকে modify করার জন্য অন্য কোন adverb থাকবে। যেমন:

She dances very well.
He works very hard indeed.
I have done miserably badly in the examination.

এই adverbial phrase তিনটিতে 'well', 'hard' এবং 'badly' হচ্ছে headword.
Headword-এর সঙ্গে অন্য শব্দগুলিও adverb.

Prepositional Phrase: Prepositional phrase-এর structure হলো Preposition + noun বা noun equivalent. নিচের বাক্যগুলিতে prepositional phrase-গুলি লক্ষ কর:

I went there with karim. (Preposition + noun)
He depends on me. (Preposition + pronoun)
We played against a strong team. (Preposition + noun phrase)
I have no objection to waiting. (preposition + gerund)


Participle Phrase: A participle phrase is introduced by the present or past participle form of a verb. অর্থাৎ যে phrase কোন verb-এর present অথবা past participle form দিয়ে শুরু হয় তাকেই participle phrase বলা হয়।
যেমন:

Walking in the morning is good for the health.
I enjoy reading novels.
The man sitting over there is my uncle.
The people wounded there were soon hospitalised.

সব participle phrase একই রকম function করে না।

Infinitive Phrase: Infinitive phrase-এর structure হচ্ছে to + base form of a verb + extension. যেমন:

To cross the river is very difficult.
I like to have a walk.
To wait here is boring.
The boy to be sent there is very brilliant.

Participle phrase-এর মত infinitive phrase-ও নানাভাবে ব্যবহৃত হতে পারে।

Complex Sentence Structure

A complex sentence is one which consists of one principal clause and one or more dependant clauses. অর্থাৎ একটা complex sentence-এর মধ্যে একটা principal clause এবং তার সঙ্গে এক বা একাধিক dependent clause থাকে। একটা subordinating conjunction-এর সাহায্যে সাধারণত dependent
clause-কে principal clause-এর সঙ্গে যুক্ত করা হয়। নিচের বাক্য দু'টি লক্ষ কর:

I know his address.
I know where he lives.

এখানে ১ম বাক্যটি simple এবং এর structure হচ্ছে subject + transitive verb + object. এই বাক্যের object হচ্ছে একটা noun phrase. দ্বিতীয় বাকাটির structure-ও একই। এখানেও subject এবং transitive verb-এর পরে object ব্যবহার করা হয়েছে।
কিন্তু এই object-টি একটি clause কারণ এর মধ্যে একটা subject এবং finite verb রয়েছে। এই clause-টি noun-এর মত কাজ করেছে বলে এটাকে noun clause বলা হবে। গোটা sentence-এ “I know" হচ্ছে principal clause এবং "where he lives” হচ্ছে subordinate clause বা dependent clause. এর syntax হচ্ছে principal clause + subordinate noun clause. এবার নিচের বাক্য দু'টি লক্ষ কর।

The man sitting there is my uncle.
The man who is sitting there is my uncle.

এখানে ১ম বাক্যে একটি participle phrase ব্যবহার করে “man" noun-টিকে modify করা হয়েছে অর্থাৎ participle phrase টি adjective-এর মত কাজ করেছে।
কিন্তু দ্বিতীয় বাক্যে ঐ “man" noun টিকেই modify করতে একটি clause ব্যবহার করা
হয়েছে। এই clause-টিও তাই adjective-এর মতই কাজ করেছে। সেজন্য এটাকে বলা হবে adjective clause এবং এর অবস্থান হচ্ছে “The man is my uncle" principal clause টির subject এবং predicate এর মাঝখানে। কোন কোন adjective clause আবার principal clause-এর পরেও বসে। যেমন:

This is the boy who came here yesterday.

কোন subordinate clause যখন principal clause-এর verb-কে modify করে তখন তাকে adverbial clause বলা হয়। Adverbial clause-টি principal clause এর আগে অথবা পরে বসতে পারে। যেমন:

I had reached there before the sun set.
When I was eating lunch, the phone rang.

পূর্ববর্তী আর্টিকেলগুলোতে সব রকম subordinate clause সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Compound Sentence Structure

যখন একাধিক principal clause-কে কোন coordinating conjunction দ্বারা একসঙ্গে
যুক্ত করা হয় তখন পুরো sentence-কে compound sentence বলা হয়। যেমন:

We invited them all but none of them attended the party.
I helped him with money and he was grateful to me.

এই compound sentence দু'টিতে “and” এবং “but” হচ্ছে coordinating conjunction.

.............................................
Related Searches :

syntax meaning

what is syntax in English grammar

syntax in a sentence

syntax structures

diction and syntax

syntax examples

syntax meaning in bengali

syntax error

syntax in linguistics

syntax examples

syntax and semantics

syntax analysis

syntax and meaning

syntax and semantics examples

syntax and semantics in linguistics

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══