(Uses of) Modal Auxiliaries এর ব্যবহার

Modal auxiliaries কে সাহায্যকারী verbs বলা হয়। তারা main verb এর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গী প্রকাশ করে। 

নিম্নলিখিত শব্দগুলোকে modal auxillarles বলে
can / could
may / might
must
need
shall / should 
dare
will / would
ought to
have to
used to
be to
be going to

নিচে এই শব্দগুলোর ব্যবহার দেখানো হলো:

📝 Can: Can এর সঙ্গে main verb এর মূল form (can + base form of verb) বসালে নিম্নলিখিত অর্থ প্রকাশ করে :

1) Ability (ক্ষমতা বা সামর্থ)
Mina can sing. She can dance. She can sew. But she cannot knit. 
Hamid can swim. He can ride a bicycle. He can play football. But he cannot play cricket.
2. Permission (অনুমতি): উল্লেখ্য যে can যখন অনুমতি অর্থে ব্যবহৃত হয় তখন can এর পরিবর্তে may বসানো যেতে পারে। May শব্দটি can-এর চেয়ে আরো formal.

Student A: Can I borrow your pen? 
Student B: Yes, you can. No, you can't. 

Son: Can I have some money?
Mother: No, you can't. Yes, you can.

Teacher to Students : You can go home now. 


📝 Could: Can এর past হলো could. Could দুটি অর্থে ব্যবহৃত হয় :

1) Past ability (অতীত ক্ষমতা):
I could swim when I was young. 
Mina could speak English well five years ago.

উল্লেখ্য যে Could অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। অতীতে কেউ একটি কাজ (a single act) করতে পেরেছিল যেমন একটি পরীক্ষায় পাশ করতে পেরেছিল বা একটি নদী সাঁতরিয়ে পার হতে পেরেছিল এমন ভাব প্রকাশ করতে হলে managed to অথবা was / were able to ব্যবহার করতে হবে।

Examples:
I managed to (was able to) pass the admission test.
Karim and Rahim managed to (were able to) swim across the river yesterday. 

উপরের উদাহরণ দুটিতে could ব্যবহার করা যাবে না। তবে negative sentence-এ (না-সূচক বাক্যে) could এর ব্যবহার শুদ্ধ হবে :
They could not swim across the river yesterday. 

2) Polite request (বিনয়মিশ্রিত অনুরোধ) :

উদাহরণগুলোতে can ব্যবহার করলে কিছুটা অভদ্রচিত শুনাবে।
Could you lend me your pen?  Could you show me the way to the station?

অতীতে কোন কাজ করার সুযোগ এসেছিল বা ক্ষমতা ছিল কিন্তু সে সুযোগ ব্যবহার করা হয়নি বা সে ক্ষমতা কাজে লাগানো হয়নি এমন ধারণা প্রকাশ করতে হলে could এর সঙ্গে have + past participle ব্যবহার করতে হবে :
Hamid could have bought a ticket while he waited for the train. (but he didn't.) 
Mina could have borrowed my book at any time. (But she didn't.)
Hasan could have passed the exam. (But he didn't take it.) 


📝 May / Might: May / Might + base form of verb দুটি অর্থ প্রকাশ করে:

1) Permission (অনুমতি) :
আগেই উল্লেখ করা হয়েছে যে এই অর্থে may ও can সমার্থক।
Karim: May I borrow your pen?
Rahim: Yes, you may. No. you may not.

2) Guess about the future (ভবিষ্যত সম্বন্ধে অনুমান ) : 
Hamid is away in Dhaka. 
He may come back tomorrow.
The sky is cloudy. It may rain.

এই উদাহরণ দুটোতে may এর পরিবর্তে might ব্যবহার করা যায়। তবে might শব্দটি may এর চেয়ে বেশী অনিশ্চয়তা প্রকাশ করে। It might rain বললে বৃষ্টি হওয়ার সম্ভবনা কম বুঝায়।

বর্তমান ঘটনা সম্বন্ধে অনুমান করতে হলে may / might + be+ ing form ব্যবহার করতে হয়। সাধারণতঃ এর সঙ্গে স্থান বা বর্তমান সময়ের উল্লেখ থাকে :

He may / might be sleeping now.
It may / might be raining in Natore right now.


📝 Shall / Should: Shall + base form of verb প্রধানতঃ মতামত চাইতে বা প্রস্তাব করতে জিজ্ঞাসাবোধক বাক্যে ব্যবহৃত হয় :
Shall I make a cup of tea?
Shall we go for a walk?

Should + base form of verb নিম্নলিখিত অর্থ প্রকাশ করে : 

1) Obligation or duty or advisability (উচিত বা কর্তব্য) :

এই অর্থে should সাধারণতঃ ভবিষ্যত সম্বন্ধে প্রযোজ্য।
You should obey your parents.
You should attend the meeting.
If you are ill. you should see a doctor. 

উপরের উদাহণেগুলোতে should এর পরিবর্তে ought to ব্যবহার করা যায়। Ought to একই অর্থ প্রকাশ করে, তবে should এর চেয়ে stronger.
You should / ought to obey your parents. 

2. Natural inference ( স্বাভাবিক অনুমান ) :

The work should not be difficult.

He should be in Khulna now.

বর্তমান মুহূর্তের obligation বা duty প্রকাশ করতে হলে should + be + -ing-form ব্যবহার করতে হয় :
You should be working now.

অতীতের obligation বা duty প্রকাশ করতে হলে should have + past participle ব্যবহার করতে হয় :
You should have learnt your lessons.
He should have worked hard.

📝 Will / Would Will + base form of verb নিম্নোক্ত situation-এ ব্যবহৃত হয়:

1) Future action (ভবিষ্যত ঘটনা):

Will শব্দটি সব persons অর্থাৎ I, you এবং he এর সঙ্গে ব্যবহার করা যায়:

I will go to London.
He will take the B. C. S. exam. 
You will come to the meeting, won't you?

2) Polite request (বিনয়ামিশ্রিত অনুরোধ) : 
Will you shut the door?
Will you pass me the book? 

Would ও একই অর্থে ব্যবহার করা যায় : 
Would you shut the door? 

Would rather বললে কোন কিছুর প্রতি preference বা বেশী পছন্দ বুঝায়: 
I would rather have this pen than that.
I would rather come in the morning than in the evening. 


📝 Must Must + base form of verb দুটি অর্থ প্রকাশ করে:

1. Compulsion or Necessity (বাধ্যতামূলক কোনকিছু):
I must leave at once.
You must learn English. 

Have to একই অর্থ প্রকাশ করে :
I have to leave at once. 
You have to learn English.

2) Logical deduction (জানা তথ্য থেকে সঙ্গত অনুমান): 
Hena: Amina is absent from school today. 
Nasima: She must be ill.

Must এ কোন past form নেই। তাই অতীত ঘটনা সম্বন্ধে সঙ্গত অনুমান করতে হলে must have + past participle ব্যবহার করতে হবে :

He looked tired. He must have worked hard.
She got up late. She must have overslept. 

📝 Need: Need + base form of verb সাধারণত না-সূচক বাক্যে ব্যবহৃত হয়। এর অর্থ “প্রয়োজন নেই" :
You need not come tomorrow.
We need not lock the door.

অতীতে কোন একটি কাজ করার প্রয়োজন ছিল না এ রকম ধারণা প্রকাশ করতে হলে need not have + past participle ব্যবহার করতে হবে : 
We need not have hurried.
You need not have come.
She need not have bought the dress. 


📝 Dare: Dare + base form of verb কোন কিছু করার সাহস বা ধৃষ্টতা বুঝায়। এই modal টি  interrogative ও negative sentence এ ব্যবহৃত হয়:
Dare he speak?
He dare not speak?

📝 Used to: Used to + base form of verb অতীতের অভ্যাস বুঝায় :
Karim used to live in this house.
He used to sleep in this room. 
He used to go to school by bus. 


📝 Am to: Am to + base form of verb তিনটি অর্থে ব্যবহৃত হয়:

(1) an arrangement: 
I am to go to Dhaka tomorrow.
He is to meet his father at the station this afternoon. They are to be married next month.

(2) an order or a command:
Daughter: Mother, I am going out with a friend.
Mother: All right. But you are to be back before dark.

(3) destiny:
She bade goodbye to her husband. But she was to see him no more.

📝 Be going to : ভবিষ্যতে কোন কিছু করার ইচ্ছা বা intention প্রকাশ করতে হলে be going to + base form of verb ব্যবহার করতে হয় :
I am going to study English.
Belal is going to make a garden.

Intention ছাড়াও be going to আর একটি অর্থে ব্যবহৃত হয়। সেটাকে strong probability বলা যেতে পারেঃ
I am afraid she is going to die.
He is going to find the work difficult.


📝 Had better: কোন কিছু করা ভাল এমন ধারণা প্রকাশ করতে had better + base form of verb ব্যবহার করতে হয়:
You are ill. You had better see a doctor.
He is tired. He had better go to bed. 

পূর্ববর্তী Lesson এ উল্লেখ করা হয়েছে কোন বাক্যের Subject যখন singular noun কিংবা he, she ও it হয় তখন মূল verb এর সঙ্গে s বা es যোগ করতে হয়। কিন্তু verb এর সঙ্গে যদি modal auxiliary থাকে তাহলে এ নিয়ম প্রযোজ্য নয় অর্থাৎ সে ক্ষেত্রে verb এর সঙ্গে s বা es যোগ করতে হবে না। এ ব্যাপারে উপরের উদাহরণসমূহ দৃষ্টব্য।

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══