কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়? How to Write A Paragraph Bangla

PARAGRAPH WRITING

অনুচ্ছেদ লিখন

Paragraph শব্দের অর্থ অনুচ্ছেদ কোনো বিষয় সম্পর্কে আমাদের মনে যেসব প্রাসঙ্গিক চিন্তার উদয় হয়, সেগুলোকে বিশদভাবে সাজিয়ে গুছিয়ে Paragraph লিখতে হয়। Paragraph বা অনুচ্ছেদ লেখা খুব একটা কঠিন ব্যাপার নয়। রীতিমতো অনুশীলন নির্ভর । Paragraph বা অনুচ্ছেদ লিখতে হলে পূর্বে সে বিষয়টি সম্পর্কে চিন্তা করতে হবে। যে বিষয়ের ওপর রচনা হবে তার বিভিন্ন দিক চিন্তা করে বের করতে হবে। এগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে এদের সম্প্রসারণ প্রাসঙ্গিক, ধারাবাহিক ও যুক্তিসঙ্গত হয়। 

প্রতিটি Paragraph বা অনুচ্ছেদ-এর সাধারণত তিনটি প্রধান অংশ থাকে।
(a) Introductory Sentence (সূচনা বা ভূমিকা),  
(b) Body (মূল বক্তব্য বা বিষয়) এবং
(c) Conclusion (উপসংহার)।

Paragraph বা অনুচ্ছেদ লেখার সময় নিমের বিষয়গুলোর দিকে দৃষ্টি রাখা প্রয়োজন | 

1. Clarity বা স্পষ্টতা প্রবন্ধ রচনা করার পূর্বে বিষয়বস্তু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। ভাবের সঙ্গতি, চিন্তার গভীরতা, ভাষার স্পষ্টতা প্রবন্ধকে প্রাণবন্ত করে তোলে। 

2. Relevance বা প্রাসঙ্গিকতা আলোচ্য বিষয়ের সঙ্গে অবশ্যই ভাবধারা বিশ্লেষণ প্রাসঙ্গিক হতে হবে। Paragraph বা অনুচ্ছেদ-এর বিষয়বস্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। Paragraph বা অনুচ্ছেদটির বিষয় সম্পর্কে কী ধরনের বক্তব্য রূপায়িত করতে হবে তা চিন্তা করে Paragraph বা অনুচ্ছেদ লিখতে হবে।

3. ভূমিকা বা Introductory Sentence-এর মাধ্যমে পাঠককে Paragraph বা অনুচ্ছেদ সম্পর্কে ধারণা দিতে হবে।

4. Paragraph বা অনুচ্ছেদ এর বক্তব্য হবে প্রাসঙ্গিক ও স্পষ্ট এবং এর ভাষা হবে সহজ, সরল ও ব্যাকরণসম্মত। 

5. Paragraph বা অনুচ্ছেদ-এর উপসংহার বা Conclutory Sentence-এ Paragraph বা অনুচ্ছেদ বিষয় সম্পর্কে ছাত্র-ছাত্রীর নিজস্ব মতামত প্রকাশ করতে পারে ।

6. Paragraph বা অনুচ্ছেদ-এ ব্যবহৃত শব্দের বানান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের বিশেষ যত্নবান হতে হবে ।

7. Paragraph বা অনুচ্ছেদ লেখা শেষ হলে মনোযোগ সহকারে সেটি পড়তে হবে এবং প্রয়োজনে ভুল-ত্রুটি সংশোধন করতে হবে।

Paragraph বা অনুচ্ছেদ-এর প্রকারভেদ :

 Paragraph বা অনুচ্ছেদ বিভিন্ন প্রকারের হতে পারে। তবে বিষয়বস্তু অনুসারে Paragraph বা অনুচ্ছেদকে সাধারণত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন:

(a) Descriptive Paragraph ( বর্ণনামূলক অনুচ্ছেদ) এ ধরনের Paragraph বা অনুচ্ছেদ-এ শুধু কোনো প্রাণী, স্থান বা বস্তুর আকার, আচরণ, দৃশ্য ইত্যাদির বর্ণনা থাকে। এই রচনায় ভাবের বা চিন্তার বিষয় কম।

(b) Narrative Paragraph ( বৃত্তান্ত বা বিবৃতিমূলক অনুচ্ছেদ) যে সব Paragraph বা অনুচ্ছেদ-এ জীবনচরিত, আত্মজীবনী, উৎসব, ঐতিহাসিক ঘটনা, দুর্ঘটনা, ভ্রমণকাহিনি বা দৃশ্য সম্বন্ধে বিবৃতি থাকে তাদেরকে Narrative Paragraph বলা হয়। এ জাতীয় Paragraph বা অনুচ্ছেদগুলোর মধ্যে সাধারণত এই point-গুলো থাকে ।

জীবনচরিত: জন্ম ও বংশ পরিচয়, বাল্যকাল, শিক্ষালয়, কর্মজীবন, চরিত্র ও উপহার

উৎসবাদি: উপলক্ষ্য, আয়োজন, বন্দোবস্ত, উপভোগ, সমাপ্তি

ঐতিহাসিক ঘটনা: তারিখ, ঘটনার বর্ণনা, ফলাফল, উপসংহার।

(c) Reflective Paragraph ( চিন্তামূলক অনুচ্ছেদ) : এ ধরনের রচনায় চিন্তা ও ভাবাবেগের যথেষ্ট অবকাশ রয়েছে। চরিত্র, সততা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা প্রভৃতি এ শ্রেণিভুক্ত ।

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══