VERBS IN DAILY USES

VERBS IN DAILY USES 


A

Abandon – ছেড়ে যাওয়া/ পরিত্যাগ করা

Abate— বাতাস/ ঝড়/ বন্যা/ ব্যাথা/ জ্বর ইত্যাদি কমা

Abdicate – দাবী ত্যাগ করা

Abduct— হরন করা/ অপহরন করা

Abet— কুকর্মে সহায়তা করা

Abhor— ঘৃনা করা

Abolish— বিলোপ করা/ উচ্ছেদ করা

Abominate - প্রচন্ডভাবে ঘৃনা করা 

Abrade– জোরে ঘষা দিয়ে তুলা ফেলা

Abrogate— বাতিল করা

Abscond— আত্মগোপন করা

Absent— অনুপস্থিত থাকা

Absorb — শুষে নেওয়া

Abstain-- পরিহার করে বলা

Abuse— গালিগালাজ করা

Accede - রাজি হওয়া/ মেনে নেয়া / সম্মতি জ্ঞাপন করা 

Accept - গ্রহণ করা

Acclaim - করতালি দিয়ে বরণ করা

Accommodate- খাপ খাইয়ে নেয়া

Accompany – সঙ্গে যাওয়া/ সঙ্গী হওয়া

Accomplish – সুসম্পন্ন করা

Accord- প্রদান করা

Accumulate- গাদা করা / জমা করা/ জড়ো করা

Accuse - অভিযুক্ত করা

Accustom - অভ্যস্থ হওয়া 

Achieve-- অর্জন করা/ সফল করা

Acknowledge - সত্যতা স্বীকার করা / প্রাপ্তি স্বীকার করা

Acquaint— পরিচিত করা/ করান / হওয়া

Acquire - অর্জন করা

Acquit - খালাস দেওয়া / অভিযোগ থেকে মুক্তি দেয়া

Activate - সক্রিয়/ সচল করা

Adapt - খাপ খাওয়ানো

Add - যোগ করা/ যুক্ত করা/ সংযুক্ত করা

Address— ভাষন দেওয়া / সম্বোধন করা 

Adduce– প্রমান স্বরূপ দাখিল করা

Adhere— কোন কিছুতে দৃঢ়ভাবে লেগে থাকা 

Adjourn— মুলতবী রাখা/ করা

Adjust- খাপ খাওয়ানো/ মানিয়ে নেওয়া

Administer- পরিচালনা করা

Admire- প্রশংসা করা

Admit— ভিতরে আসতে দেওয়া

Adopt- অবলম্বন করা

Adulterate- ভেজাল দেওয়া

Advance- অগ্রসর হওয়া

Advertise - বিজ্ঞাপন দেওয়া

Advise– উপদেশ দেওয়া

Affect— প্রভাব ফেলা/ ভান করা 

Afflict– দৈহিক/ মানসিকভাবে কষ্ট দেওয়া

Affront— সামনা সামনি/ মুখের উপর অপমান করা

Aggravate— অধিকতর খারাপ হওয়া 

Aggregate— মোট করা, সমষ্টি করা

Aggress— কলহ / যুদ্ধ আরম্ভ করা

Aggrieve— দুঃখ দেওয়া, ক্লেশ দেওয়া

Agitate – আলোড়ন করা, বিক্ষুব্ধ করা, আন্দোলন করা আকুল করা

Agree— রাজী হওয়া

Agonize— অত্যাধিক যন্ত্রনা দেওয়া

Aim — তাক করা

Alienate— পর করা, বিচ্ছিন্ন করা

Alight— নামা, অবতরন করা

Allay— উপশম করা, হ্রাস করা, কমানো

Allege— অভিযোগ করা

Alleviate— লাঘব করা, উপকার করা 

Allocate— ভাগ করে দেওয়া, বন্টন করা

Allot— বন্টন করা

Allow— অনুমতি দেওয়া

Alloy – খাদ মেশানো 

Allude— পরোক্ষভাবে ইঙ্গিত করা

Allure— প্রলুদ্ধ করা

Amalgamate— মিশ্রিত করা, যুক্ত হওয়া

Amass – সঞ্চয় করা, জড় করা

Amaze— বিস্মিত করা

Ambulate– হাঁটা, বেড়ানো

Amount— পরিমাণ হওয়া 

Amplifly— সম্প্রসারিত করা

Amuse - আনন্দ দেওয়া

Amputate— অঙ্গ প্রতঙ্গ কেটে বেলা

Analyse – বিশ্লেষন করা

Anatomize— মড়া কাটা, বিশ্লেষন করা

Anchor - নোঙ্গর করা / ফেলা

Animate-- প্রাণবন্ত উদ্দীপ্ত / অনুপ্রাণিত করা

Annex— সংযোগ করা

Annihilate– নির্মূল ধ্বংশ করা

Announce - ঘোষনা করা

Annoy— বিরক্ত / জ্বালাতন করা

Annul— আইন / চুক্তি বাতিল করা

Annunciate - ঘোষনা করা

Answer- উত্তর / জবাব দেওয়া

Antagonize - শত্রুভাবাপন্ন করা

Anoint— তেল দেওয়া / মাখানো

Anticipate - প্রত্যাশা করা 

Apologize - ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা

Appal— আতঙ্কিত করা, মর্মাহত করা

Appeal— সবির্ণন্ধ আবেদন করা

Appear— হাজির/ উপস্থিত হওয়া, মনে হওয়া

Appease — শান্ত/ প্রশমিত করা

Applaud— করতালি দিয়ে অভিনন্দন / সমর্থন জানানো/ উচ্চ প্রশংসা করা 

Appetize– ক্ষুধিত করা

Apply— আবেদন/ দরখাস্ত করা

Appoint – সময় / তারিখ ধার্য করা, নিয়োগ দেওয়া

Appraise— মুল্য নিরুপণ করা, গুণের বিচার করা

Appreciate— সঠিকভাবে মূল্যায়ন করা

Apprehend— বুঝতে পারা, আশাঙ্কা করা/ গ্রেপ্তার করা, পাকড়াও করা 

Approach — নিকটবর্তী হওয়া

Approbate– অনুমোদন করা  

Appropriate – অর্থ আত্মসাৎ করা

Approve – অনুমোদন করা

Arbitrate- মালিস করা, মধ্যস্থতা করা, বিবাদের নিষ্পত্তি করা

Argue— যুক্তি দেখানো

Arrest— রোধ করা থামানো, মনোযোগ আকর্ষন করা গ্রেপ্তার করা

Arrive - উপস্থিত হওয়া, আসিয়া পৌঁছানো 

Articulate-- স্পষ্টভাবে উচ্চারন করা 

Ascend- আরোহন করা/ উপরে ওঠা 

Ascertain – নিরুপন/ নির্ধারন করা, নিশ্চিত

Ascribe - আরোপ করা

Ask - প্রশ্ন করা, জানতে চাওয়া, অনুরোধ করা 

Aspire- উচ্চাকাঙ্খা করা

Assail- প্রচণ্ড আক্রমন করা, প্রচন্ড আঘাত হানা প্রশ্নে জর্জারিত করা

Assault - প্রচন্ড আক্রমন করা

Assassinate - গুপ্ত হত্যা করা

Assay— কঠিন কাজ করতে করা 

Assemble - জড়ো হওয়া, সম্মিলিত হওয়া, কোন জিনিষের সকল অংশ জোড়া

Assent— সম্মত হওয়া

Assert— দৃঢ়ভাবে ঘোষনা করা, নিশ্চিত করে বলা

Assess— মূল্য যাচাই/ নিরুপন করা/ কর ধার্য করা

Assign— কোন কাজ/ দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া/ নির্দিষ্ট করা, ধার্য করা, আরোপ করা

Assimilate—সদৃশ্য করা/ হওয়া, সম্পূর্ণ উপলব্ধি করা

Assist- সাহায্য করা

Asseverate – শপথ পূর্বকবলা/ ঘোষণা করা

Associate  - জড়িত করা, মেলামেশা করা

Assort— খাপ খাওয়া।

Assuage— উপকার করা

Assume - ধরে নেওয়া, অনুমান করা

Assure— নিশ্চয় করে বলা নিশ্চিত করা, নিশ্চয়তা বিধান করা

Astonish- অবাক / বিগিত করা/ হওয়া লাগানো, বিস্ময় বিহবল করা

Astound— তাক লাগানো বিষয় বিহবল করা Atone- প্রায়শ্চিত্ত করা

Attach - সংযুক্ত করা, লাগানো, অনুবক্ত হওয়া আরোপ করা, যোগ দেওয়া 

Attack - আক্রমণ করা

Attain-  অর্জন, লাভ করা, পৌঁছা, উপনীত

Attempt— চেষ্টা করা 

Attaint— কলঙ্কিত করা

Attend— সেবা করা, মনোযোগ দেওয়া

Attest— প্রত্যয়ন করা, সাক্ষ্য দেওয়া

Attract— আকর্ষণ করা, মনোযোগ/ দৃষ্টি আকর্ষণ করা 

Augment— বাড়া, বৃদ্ধি করা 

Authorize— ক্ষমতাপর্ণ করা

Attribute- আরোপ করা

Authenticate - সত্যতা প্রমাণ করা

Avail— কাজে লাগানো, সদ্ব্যবহার করা, সুযোগ গ্রহণ করা

Avoid— এড়ানো, চলা, পরিহার করা, বর্জন করা



B

Babble– হড় বড় করে কথা বলা, ধকবক করা শিশুর মত আধো আধোভাবে কথা বলা

Back— পিছানো, পিছিয়ে যাওয়া/ দেওয়া, পিছে হটা/ হটানো

Badger- প্রশ্নে জর্জরিত করা, জ্বালাতন করা, প্যানপ্যান করা

Baffle— বিপাকে ফেলা, হতবুদ্ধিকরা, ব্যর্থকরা 

Backbite— পিছনে নিন্দা করা

Bag - থলতে ভোরা/ পোরা

Bail - নৌকার জল সেচে বেলা 

Bait— টোপ ফেলা

Bake--- রুটি সেকা

Balk - পান্ড/ নস্যাৎ/ বানচাল করা 

Bamboozle - ধোকা দেওয়া ধাপ্পামারা, প্রতারণাকরা, বোকা বানানো 

Ban— নিষিদ্ধ ঘোষণা করা

Bandy— কথা কাটাকাটি করা 

Bank- বাধ দেওয়া, স্তুপ করা, ব্যাংকে গচ্ছিত রাখা

Banter— ঠাট্টা/ পরিহাস করা

Bar— খিল / হুড়কো লাগানো, অর্থলবদ্ধ করা 

Bare— অনাবৃত/ উন্মোচিত / উদঘাটিত / নগ্ন করা

Bargain- দরকষাকষি করা

Bark— ঘেউ ঘেউ করা

Barrack— টিটকারি দেওয়া

Barter— বিনিময় করা

Bask– রোদ / আগুন পোহানো

Baste– লাঠি / কঞ্চি দিয়ে পিটানো

Bathe— গোসল করা

Batter- বারবার আঘাত করে ভাঙ্গা 

Bawl— জোরে চিৎকার করা, কাউকে ভীষণ তিরস্কার করা

Battle সংগ্রাম করা

Beckon - ইশারা করা

Befit— মানানসই হওয়া

Befriend--- বন্ধুত্ব করা

Beg— ভিক্ষা করা

Befoul - নোংরা করা

Beguile - প্রতারণা করা

Begrudge– কারো প্রতি অসন্তুষ্ট হওয়া

Behave - আচরণ করা

Behead— শিরচ্ছেদ করা

Behold - দেখা

Belabour- অত্যন্ত প্রহার করা

Belay— ছেয়ে ফেলা, ঢেকে ফেলা

Belch— ঢেকুর তোলা

Believe - বিশ্বাস করা

Belittle- ছোট করা, খর্ব করা, মর্যাদা হানিকরা

Bellow- শুরুগচীর গর্জন করা, যাড়ের মত চিৎকার করা, রাগে জোরে চিৎকার করা

Belly- ফুলে ফেঁপে ওঠা 

Bemoan- শোক প্রকাশ করা

Bend— বাঁকানো, নোয়ানো

Bereave – হরণ করা

Beseem- মানানসই হওয়া

Besiege – অবরোধ করা, ঘিরে ফেলা

Besmear- লেপন করা 

Besmirch— নোংরা করা কলুষিত করা 

Besprinkle— শরীরের উপর ছিটানো

Bestir- কর্মতৎপর করা

Bestow- প্রদান করা

Bet— বাজিধরা

Betide – ঘটা, সংঘটিত হওয়া

Betoken- লক্ষণ প্রকাশ পাওয়া 

Betray - বিশ্বাসঘাতকতা করা

Better— অধিকতর ভাল করা

Bewail— বিলাপ করা 

Beware— সতর্ক হওয়া

Bewilder— হতভম্ব / হতবুদ্ধি/ বিভ্রান্ত করা 

Bewitch— সম্মোহিত/ মুগ্ধ করা

Bicker— খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করা

Bid— আদেশ/ হুকুম করা 

Bifurcate – দুই শাখায় বিভক্ত হওয়া 

Bilk— প্রাপ্যটাকা ফাঁকি দেওয়া

Bind— বাঁধা

Bisect— দ্বিখণ্ডিত করা

Blacken—– দোষীসাব্যস্ত করা, নিন্দা করা 

Blandish — মিষ্টি কথায় ভুলানো

Blaspheme- আল্লাহ্/ ধর্মকে ঠাট্টা করা

Blaze– আলোকিত/ প্রম্বলিত হওয়া

Blaze— চারিদিকে প্রচার করা

Blear— দৃষ্টি ঝাপসা হওয়া/ করা 

Bleat— ভ্যা ভ্যা করা, ক্ষীণস্বরে কথা বলা

Bleed— রক্তপাত করা/ হওয়া 

Blench – ভয়ে সংকুচিত হওয়া / পিছিয়ে যাওয়া

Blend— মিশানো

Bliss— আশির্বাদ করা

Blind— অন্ধ করা, বিচার বুদ্ধিহীন করা

Blindfold— কাপড় দিয়ে চোখ বেঁধে দেওয়া

Blink - চোখ পিট করা

Blither— অর্থহীন বকবক করা 

Block— চলাচলে বিশ্ব সৃষ্টি করা

Blot— ঢেকে ফেলা, শুষে নেওয়া, নির্মূল করা

Bluber— শব্দ করে কাঁদা

Bluff— ধাপ্পা দেওয়া, প্রতারণা করা, ধোকাবাজি করা

Blunder— বোকার মত ভুল করা

Blurt— বোকারমত হঠাৎ করে কোন গুপ্ত বিষয় বলে ফেলা

Blush - লজ্জায় মুখ/ চেহারা লাল হয়ে যাওয়া 

Bluster— ঝড়/ ঢেউ তুমুলভাবে প্রবাহিত হওয়া, তর্জনগর্জন করা, অতিশয় ক্রুদ্ধ হওয়া

Bob— দ্রুত ওঠানামা করা, পুনরায় আবির্ভাব হওয়া বিপদ অতিক্রান্ত হলে আবার সক্রিয় হওয়া।

Bode— ইঙ্গিত বহন করা, পূর্বাভাষ দেওয়া 

Boggle— ইতস্তত করা, ভয়ে চমকে ওঠা, আশ্চর্যান্বিত হওয়া

Boil— তরল পদার্থ তাপে ফোটানো, সিদ্ধকরা 

Bombard— বোমা মেরে উড়াইয়া দেওয়া

Book— আসন সংরক্ষণ করা 

Borrow— ধারকরা, কর্জকরা

Bother— বিরক্ত করা

Bow- নমস্কার করা, প্রনাম করা, অবনত হওয়া, নত করা 

Boycott বর্জন করা, একঘরে করা

Brag- গর্ব করা, বড়াই করা, অহংকার করা

Braid— চুলে বেনী বাধা

Bray— কর্কশ চিৎকার করা, গাধার ডাক

Breathe শ্বাস নেওয়া

Breed— উৎপাদন করা, সন্তান প্রসব করা, শিক্ষিত করে তোলা, প্রতিপালন করা 

Brew— ঘনাইয়া আসা, ঘটানো, পাকিয়ে

Bridle – দমন / সংযত / নিয়ন্ত্রণ করা

Brighten- উজ্জ্বল করা, প্রফুল্ল করা 

Broach — বিদ্ধকরা, আলোচনা শুরু করা, জাহাজ/ নৌকার পার্শ্বদেশ বাতাস / ঢেউ এর দিকে ফেরানো

Broaden— চওড়া করা

Broil— আগুনে ঝলসিয়ে রান্না করা

Browbeat - চোখ রাঙানো

Brush – ব্রাশ, তুলি, ঝাড়ু ইত্যাদি দিয়ে পরিষ্কার করা, ঘষা, মাঝা

Bruise— থেঁতলানো, চূর্ণ করা

Bubble– বুদ্বুদ ওঠা

Bucket— প্রাণপণে ঘোড়া ছোটানো/ নৌকা চালানো

Budge – সামান্য পরিমাণ নড়া/ মনোভাব পরিবর্তন করা

Buffet – চড় মারা, ঘুষিমারা, সংগ্রাম করা

Bulge — ফাঁপা, ফোলানো, স্ফীত হওয়া / করা

Bump— ঝাকুনি দিতে দিতে চলা, দুমকরে কিছুর সংগে ধাক্কা খাওয়া

Bungle— পন্ড / ভন্ডুল করা 

Burgeon— দ্রুত বেড়ে ওঠা, বিকশিত হওয়া

Burn— পোড়ানো, দপ্ত করা 

Burst— ফোটানো, বিস্ফোরিত করা

Bury – কবর / গোর দেওয়া, সমাহিত করা

Butt— তুমাৱা

Buzz– ভনভন/ গুনগুন করা, বৌ বৌ করা

Burnish  – পালিশ করা 

Burp— ঠেকুর ওঠা

Burke— প্রচার / তদন্তাদি চাপা দেওয়া



C

Calculate – গননা / হিসাব করা

Cancel— বাদ করা/ দেওয়া, বাতিল

Capitulate— আত্মসম্পূর্ণ করা

Capsize- নৌকা উল্টে যাওয়া করা

Captivate— বিমোহিত/ বিমুগ্ধ/ সম্মোহিত করা

Capture – বন্দী / গ্রেফতার করা

Caress – আদর সোহাগ করা 

Castigate– কঠোর শাস্তি দেওয়া

Castrate – খোজা / খাসী করা

Cease– ক্ষান্ত / বিরত হওয়া/ থামা

Celebrate— উদযাপন করা

Certify- প্রত্যয়ন করা

Charge কারো বিরুদ্ধে অভিযোগ করা

Charm— আকৃষ্ট/ মুগ্ধ করা

Chase– তাড়া/ ধাওয়া করা

Chastise- কঠোর শাস্তি দেওয়া

Chat— খোশ গল্প করা

Cheapen— দাম কমানো

Cheat— ধককানো/ প্রতারণা করা

Cheek— পরীক্ষা করা, সম্বরণ করা, থামানো,

Cheer— উদ্দীপিত / উৎসাহিত করা

Cherish – সযত্নে হৃদয়ে লালন/ পোষণ করা

Chew— চিবানো

Chide– বকুনি দেওয়া/ তিরস্কার করা 

Chirp– কিচির মিচির করা

Choke - শ্বাসরুদ্ধ করা

Chop - দা, কুড়াল দিয়ে টুকরা টুকরা করে কাটা/ কোপানো

Circulate – ছড়ানো, প্রচার করা

Circumcise- খাৎনা করা/ মুসলমানি দেয়া 

Cite- উল্লেখ করা/ উদ্ধৃতি দেওয়া

Civilize- সভা করা/ শিক্ষিত করা/ মার্জিত করা

Clack— খটখট শব্দ করা 

Claim— দাবী করা

Clamour- চেঁচামেচি / শোরগোল করা

Clang - ঢং ঢং শব্দে বাজা/ বাজানো

Clap– করতালি দেওয়া

Clash — সংঘর্ষ হওয়া

Clasp – কব্জা দিয়ে আটকানো

Cleanse - পরিষ্কার করা

Cleave– চেরা / ফাটানো

Clinch- দৃঢ়ভাবে চেপোধরা

Climb – আরোহন করা/ অবতরণ করা, কোন কিছু বেয়ে ওঠা/ নামা

Cling– দৃঢ়ভাবে লেগে থাকা 

Clip— কাঁচি/ কাস্তে দিয়ে ছেঁটে ফেলা

Cloy— অরুচিবোধ করা

Coax- মিষ্ট কথায় ভুলানো/ প্রলুদ্ধ করা 

Cobble- জুতা তালি/ জোড়া দেওয়া

Cocker- লাই/ আদর দেওয়া

Coddle— অতিরিক্ত প্রশ্রয় / লাই দেওয়া

Coerce- জোরপূর্বক কোন কিছু করতে কাউকে বাধ্য করানো

Cogitate— গভীরভাবে ধ্যান করা

Collapse ভেঙ্গে পড়া

Collect- সংগ্রহ / সঞ্চয় করা

Collide– ধাক্কা খাওয়া/ পরস্পর সংঘর্ষ হওয়া

Combat - কোন কিছুর বিরুদ্ধে/ সঙ্গে যুদ্ধ/ সংগ্রাম করা

Combine- সংযুক্ত করা

Comfort— আরাম দেওয়া, সান্ত্বনা দেওয়া 

Command আদেশ/ হুকুম করা

Commence- আর করা / হওয়া 

Commend— সুপারিশ করা, প্রশংসা করা

Comment- মন্তব্য করা

Commiserate– সমবেদনা জানানো

Compare– তুলনা করা

Compel— কাউকে কোনকিছু করতে বাধ্য করা/ করানো 

Compensate- ক্ষতিপূরণ করা/ খেসারত দেওয়া

Compete— প্রতিযোগিতা / প্রতিদ্ধন্ধিতা করা

Complain- অভিযোগ/ নালিশ করা

Complete— শেষ করা সম্পূর্ণ করা

Complicate- জটিল করা

Comply – সম্মত হওয়া

Comprehend— উপলদ্ধি করা

Compromise— আপোস করা

Conceal – লুকিয়া রাখা, গোপন করা

Concede মেনে নেওয়া, স্বীকার করা 

Covceive – কল্পনা / ধারণা করা

Concentrate পূর্ণ মনোযোগ দেওয়া 

Concoct— বানিয়ে বলা

Concuss- প্রচণ্ডভাবে আলোড়িত/ উত্তেজিত

Condole অপরের শোকে শোক প্রকাশ করা 

Conduct- পরিচালনা করা

Confer- খেতাব, ডিগ্রী, উপাধি প্রদান করা 

Confess দোষ / পাপ স্বীকার করা

Confide– বিশ্বাস করে কাউকে কিছু বলা 

Confine-- আটকে রাখা/ সীমিত করা/ সীমাবদ্ধ করা

Confiscate বাজেয়াপ্ত করা

Confound-  বিভ্রান্ত /বিস্মিত/ হতবুদ্ধি করা বা হওয়া 

Confuse- গুলাইয়া ফেলা

Confront মুখোমুখী হওয়া

Confute- মধ/ ভুল প্রমাণিত করা, কোন যুক্তি খতন করা

Congeal— জমাট বাধা/ বাধানো 

Congratulate-- অভিনন্দন জানানো

Congregate জড় / সমাবেশ করা/ হওয়া

Conjure- ভেলকি দেখানো।

Connect সংযুক্ত করা / সম্পর্ক স্থাপন করা

Connive– উপেক্ষা করা, চোখ বুঝে থাকা, দেখেও না দেখার ভান করা

Conquer- জয়করা

Consecrate- উৎসগ করা, পবিত্র করা

Consent-- রাজি হওয়া, সম্মত হওয়া

Conserve - সংরক্ষণ করা

Consider— বিবেচনা করা, গণ্য করা

Consist – গঠিত হওয়া, নিহিত থাকা

Console- সান্তনা দেওয়া, সহানুভূতি জানানো

Consolidate- দৃঢ় করা, সংহত করা 

Consort— সঙ্গ দেওয়া, সঙ্গী হওয়া

Conspire ষড়যন্ত্র করা, চক্রান্ত করা

Constipate– কোষ্টবদ্ধ হওয়া 

Constitute— গঠন করা, স্থাপন করা

Constrict— সংকুচিত করা 

Construct— নির্মাণ করা, গঠন করা

Constringe সংকুচিত করা

Construe— কারো কাজ, কথা ইত্যাদি ব্যাখ্যা

Consult— পরামর্শ করা

Consume - আহার/ পান করা, নিঃশেষ করা, ব্যবহার করে ফুরিয়ে ফেলা

Consumate- নিখুঁত করা, পূর্ণাঙ্গ করা

Contain- ধারণাকরা

Contaminate দূষিত করা, কলুষিত করা 

Contemn— অবজ্ঞা করা, অত্যন্ত ঘৃণা করা

Contemplate- ধ্যান করা, গভীরভাবে চিন্তা করা

Contend— বিবাদ করা, তর্ক করা

Contest— প্রতিদ্বন্দ্বিতা করা 

Continue – ক্রমাগত চালানো/ চালিয়ে যাওয়া 

Contort- দুমড়ানো/ মুচড়ানো 

Contract— চুক্তি করা, ছোট করা, সংকুচিত

Contradict- প্রতিবাদ করা, অস্বীকার করা, বিরুদ্ধ মত প্রকাশ করা

Contrast— তুলনা করা

Contribute- চাঁদা দেওয়া, ঘটাইতে সাহায্য করা, সংবাদপত্রা দিতে লেখা 

Contrive– পন্থা/ মতলব উদ্ভাবন করা 

Control— নিয়ন্ত্রণ করা, দমন করা, শাসন করা

Controvert— প্রতিবাদ করা, অস্বীকার করা

Confuse– খেঁতলানো

Convalesce- রোগমুক্তির পর ক্রমেক্রমে স্বাস্থ্য ফিরে পাওয়া

Convene— সভা আহবান করা

Converge- একই বিন্দুতে মিলিত হওয়া

Converse– আলাপ করা

Convict— দোষী/ অপরাধী সাব্যস্ত করা 

Convert— পরিবর্তন/ রূপান্তরিত করা 

Convince- যুক্তি/ তর্ক ইত্যাদি দ্বারা বোঝানো

Convoke- সভা আহ্বান করা 

Convulse-- প্রচণ্ডবেগে আন্দোলিত করা

Cook— রান্না করা

Cool - ঠাণ্ডা করা, শান্ত হওয়া, উত্তেজনা ক্রমশ কমে যাওয়া

Co-operate- সহযোগীতা করা 

Co-ordinate সমন্বয় করা

Cope- প্রতিযোগিতায় পেরে ওঠা 

Copulate - রমন করা, স্ত্রী-পুরুষে সংগত

Copy— অনুকরণ করা, নকল করা 

Correct— ঠিক করা, সংশোধন করা 

Correspond— চিঠিপত্র আদান প্রদান করা, অনুরুপ হওয়া মিল হওয়া, সংগতি পূর্ণ হওয়া

Corroborate– কোন বিশ্বাস / তত্ত্বকে সমর্থন করা

Corrode— ধীরে ধীরে ক্ষয় হওয়া

Corrongate - ভাজ করা, ঢেউখেলানো আকৃতি দেওয়া

Corrupt— অসৎ হওয়া/ করা, দূষিত হওয়া/ করা

Cost- দাম হওয়া, খরচ লাগা

Count— গননা করা হিসাব করা, বিবেচনাকরা 

Cover— ঢেকে ফেলা, আড়াল করা, প্রসারিত করা

Cower— দুঃখে/ জয়/ লজ্জার গুটিসুটি মারা

Crack- ফাটল/ চিড় ধরানো 

Cram- ঠেসে ঠেসে ভরা/ কনায় কানায় ভরা, না বুঝে মুখস্থ করা 

Crap— পায়খানা হওয়া

Crash— মড়মড় করে ভেঙ্গে পড়া

Crave– ব্যাকুলভাবে কামনা করা 

Crawl – হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দিয়ে চলা 

Creak— ক্যাচক্যাচ শব্দ করা

Crease– ভাজ করা

Create— সৃষ্টি করা

Creep— হামাগুড়ি দিয়ে চলা, চুপিসারে চলা, লতিয়ে ওঠা

Cremate - শবদাহ করা/ পোড়ানো

Crepitate– পটপট / ঘড়ঘড় শব্দ করা

Cringe– ভয়ে পিছিয়ে যাওয়া, নুইয়ে পড়া, 

Criticize - সমালোচনা করা ছোট হয়ে যাওয়া

Crinkle- ভাঙ্গপড়া/ পড়ানো

Cripple পঙ্গু করে দেওয়া 

Criminate– অভিযুক্ত করা

Crimple সংকুচিত করা

Croon শুনগুন করে গান গাওয়া

Cross পার হওয়া

Cross-examine— জেরা করা 

Crouch- গুটিসুটি মারা

Crown- মুকুট পরানো

Crumble- ভেঙ্গে টুকরা টুকরা করা, পতন হওয়া, ভেঙ্গে পড়া

Crumple- চাপ দিয়ে ভাজ পড়ানো, দুমড়ানো, ভেঙ্গে টুকরা টুকরা করা 

Crunch – মচমচ শব্দে ভাঙ্গা

Crush – ভেঙ্গে ফেলা, পোষণ করা, নিংড়ানো, ধংস করা, পরাজিত করা

Cry – কাঁদা

Cudgel— মুণ্ডর পেটা করা

Cuff- ঘুসিমারা 

Culminate-- শীর্ষে পৌঁছানো

Cull— চয়ন করা, নির্বাচন করা

Cultivate– চাষ করা, অনুশীলন করা 

Curse– অভিশাপ দেওয়া

Curb— সংযত করা, নিয়ন্ত্রণ করা

Curdle- রক্ত জমে যাওয়া

Curtail— কাটছাট করা




D

Dabble-- হাত পা দিয়ে জল ছিটানো, বার বার পানিতে চোবানো

Dally— ছিবলেমি/ হেলা ফেলা/ ছেলে খেলা করা

Damage - সাধন করা।

Dampen - হতোদ্যম করা

Dandle– শিশু প্রকৃতিকে কোলে/ হাটুতে করে দোলানো

Dangle- ঝোলা ঝোলানো দোলা/ দোলানো

Darken অন্ধকার করা / হওয়া

Darn-- রিফু করা

Daunt— নিরুৎসাহিত করা 

Dawdle দেরী করা/ কালক্ষেপণ করা

Dawn- ভোর হওয়া/ প্রতিভাত হওয়া

Daze- হতবুদ্ধি/ স্তগ্নিত করা, মাথা ঘুরিয়ে দেওয়া

Dazzle চোখ ধাধিয়ে দেওয়া

Deactivate নিষ্ক্রিয় করা

Deaden-- শক্তি / অনুভুতি নিঃসাড় করা

Deafen— কানে তালা লাগানো।

Debar— নিবারিত করা/ বঞ্চিত করা

Debark- জাহাজ থেকে তীরে নামা/ নামানো

Debase মূল্য / গুন/ চরিত্র ইত্যাদির । অধঃপতন ঘটানো

Debate– তর্ক করা

Debilitate- দূর্বল করা

Debunk- আসল সত্য বের হয়ে আসা / খোলস ভাঙ্গা

Decamp --- গোপনে কেটে পড়া / সরে পড়া (চম্পট দেওয়া)

Decapitate-- শিরুচ্ছেদ করা

Decay - ক্ষয় হওয়া/ ক্ষয়ে যাওয়া

Decease— মারা যাওয়া / প্রাণ ত্যাগ করা / মরে যাওয়া

Deceive– ধোকা/ ভাওতা দেওয়া 

Decelerate গতি হ্রাস করা / ঠকানো

Decentralize— বিকেন্দ্রীকরণ করা

Decimate— বিপুল সংখ্যায় হত্যা/ ধ্বংস করা 

Declaim – বিষোদগার করা

Declare - সুস্পষ্টভাবে/ আনুষ্ঠানিকভাবে জানানো/ ঘোষণা 

Decline- প্রত্যাখ্যান/ অস্বীকার করা

Decontaminate দূষণমুক্ত করা

Decorate সজ্জিত করা

Decoy- টোপ গেলানো/ ফাদে ফেলানো

Decry উচ্চস্বরে নিন্দা করা, চিৎকার করে থামিয়ে দেয়া

Dedicate– মহৎ উদ্দেশ্যে / লক্ষে নিয়োজিত উৎসর্গ করা

Deduce– সিদ্ধান্তে পৌঁছানো/ অনুমান করা 

Deduct— বাদ দেওয়া / বিয়োগ করা

Deem-— বিবেচনা করা/ মনে করা

Deescalate— যুদ্ধ ইত্যাদির প্রকোপ হ্রাস করা

Deface— বিকৃত / বিবর্ণ করা

Defame– মানহানি করা, কুৎসা রটনা করা

Default- কর্তব্য পালনে / হাজিরা দিতে / ঋন পরিশোধ করতে ব্যর্থ হওয়া

Defeat— পরাজিত / পরাভূত করা 

Defect— স্বদেশ/ স্বপক্ষ ত্যাগ করা 

Defend— আত্মরক্ষা করা, সমর্থনে বলা/পক্ষলম্বন করা

Defer— স্থগিত / মূলতবি রাখা

Defer— নতি স্বীকার করা / সম্মান প্রদর্শন করা 

Defile— সারিবদ্ধভাবে অগ্রসর হওয়া

Define— নির্দিষ্ট করা, নিরুপণ করা, সীমা নির্দেশ করা

Deflate— অহংকার/ দর্প চূর্ণ করা/ বিস্ফীত

Deflect— বিচ্যুত করা/ বিপথগামী করা/ বিভ্রষ্ট করা

Deflower- কুমারীত্ব / সতীত্ব হরন করা

Defoliate— পত্রহীন করা

Deform— বিকলাঙ্গ করা 

Defraud— ঠকানো, প্রবঞ্চনা করা

Defray - বায় বহন করা

Defuse– গোলা/ মাইন অকেজো করে দেওয়া, উত্তেজনা হ্রাস করা, তীব্রতা লাঘব করা 

Dely— অমান্য করা, গ্রাহ্য না করা, পরোয়া না করা, স্পর্ধা দেখানো 

Delete— কোন লেখা মুছে ফেলা, বাদ দেওয়া 

Deliberate— বিচার বিবেচনা করা, পরামর্শ করা

Degrade– মর্যাদার হানি করা

Dehumanize অমানুষে পরিণত করা 

Deity— দেবতা ভেবে পূজা করা

Deject— বিমর্ষ/ নিরানন্দ করা 

Delay— বিলম্ব / দেরী করা, কালক্ষেপণ করা

Delegate– কাউকে প্রতিনিধিরূপে প্রেরণ করা

Delight— আনন্দ দেওয়া, উল্লাসিত করা

Delimit— সীমানা চিহ্নিত করা 

Delink— সঙযোগচ্যূত করা, বিচ্ছিন্ন করা

Delineate— চিত্রিত/ অংকন করা

Deliver— চিঠিপত্রাদি বিলি করা, উদ্ধার করা, সস্তান প্রসব করা, বক্তৃতা দেওয়া 

Delude— প্রতারিত করা, বিভ্রান্ত করা

Delve— খনন করা, খোঁড়া 

Demand – দাবী করা, চাওয়া

Demarcate— সীমানা নির্ধারণ করা

Demean- ছোট/ হীন/ অমর্যাদা করা 

Demolish— ভেঙ্গে ফেলা, চুরমার করা, বিনাশ ধ্বংস করা

Demonstrate— প্রদর্শন করা, প্রতিবাদ করা 

Demur- আপত্তি উত্থাপণ করা 

Demystify— রহস্যমুক্ত/ রহস্যমোচন করা 

Denationalize- বিরাষ্ট্রীয় করা,

Demoralize মনোবল ভেঙ্গে দেওয়া

Demote – হীন পদস্থ করা / ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা

Denigrate– মানহানি করা, কালিমালেপন করা

Denominate নাম/ আখ্যা দেওয়া, অভিহিত/ আখ্যায়িত করা

Denote— নির্দেশ করা

Denude– নগ্ন / অনাবৃত করা 

Deny— অস্বীকার করা, সত্য বলে স্বীকার না

Deodorize- দূগন্ধমুক্ত করা 

Depart— প্রস্থান করা, চলে যাওয়া

Depauperate নিঃস্ব / দরিদ্র করা

Depauperize– দরিদ্রমুক্ত করা

Depend – নির্ভর করা

Depilate – লোমহীন/ কেশহীন করা

Deplete– শূন্য করে খেলা, শেষ/ খালি করা, ফুরিয়ে দেওয়া

Deplore— খেদ প্রকাশ করা, অনুশোচনা প্রকাশ করা

Deploy— সৈন্যবাহিনী/ পুলিশ মোতায়ন করা 

Depopulate- জনশুন্য করা

Deport— নির্বাসিত / বিতাড়িত করা

Depose— পদচ্যুত / মমতাচ্যুত / সিহাংসনচ্যুত করা

Deposit— জমা রাখা, আমানাত রাখা, গচ্ছিত রাখা

Deprave– কলুষিত / নষ্ট/ বিকৃত করা

Depreciate মূলহোস করা/ হওয়া

Depress – চাপ দেওয়া

Deprive— বঞ্চিত করা

Depute— নিজের কাজ কোন প্রতিনিধিকে অর্পণ করা, প্রতিনিধি নিয়োগ করা

Derail— ট্রেন লাইনচ্যুত হওয়া

Derange - পাগল বানানো, বিকল করা

Derate-  করমুক্ত করা




E

Earn— উপার্জন করা

Ease আরাম করা/ দেওয়া

Ebb– ভাটা পড়া কমে যাওয়া

Echo-প্রতিধ্বনি করা/ হওয়া 

Economize- ব্যয় কমানো

Edily-- নৈতিক / মানসিক উন্নতি সাধন করা

Edit--- সম্পাদন করা

Efface মুছে ফেলা, নিশিহ্ন করা, বিলোপ

Elaborate– বিশদভাবে বর্ণনা করা 

Elect— নির্বাচিত / মনোনীত করা

Elevate- নৈতিক / মানসিক উন্নতি সাধন

Eliminate– উচ্ছেদ করা

Elongate— দীর্ঘায়িত করা

Elope– প্রেমিকের সাথে পলায়ন করা

Elude – ফাঁকি দেওয়া / পলায়ন করা

Emancipate– মুক্তি দেয়া/ মুক্ত করা

Emasculate– খোজা করা/ খাসি করা 

Embalm— সুবাসিত করা

Embark— জাহাজে চড়া/ ওঠা

Embellish – সুশোভিত করা

Embarrass— হতবুদ্ধি করা

Embezzle— তহবিল তছরুপ করা/ অর্থ আত্মসাৎ করা

Emaciate – দুর্বল/ কৃশ করা

Emnate-- নিসৃত হওয়া

Embank- বাঁধ দিয়ে বেষ্টন করা/ রক্ষা করা 

Embitter- তিক্ত / বিরক্ত করা

Embody বাস্তবরূপ দেওয়া

Embolden – সাহস দেওয়া / উৎসাহিত করা

Embosom- সোহাগ করা/ আদর করা /আলিঙ্গন করা

Embrocate— ক্ষতস্থানে মালিশ করা

Embroil- বিবাদ / ঝামেলায় জড়িয়ে পড়া ফেলা

Embus— মালপত্র বাসে ওঠানো/ বাসে ওঠ

Emend- ভুল সংশোধন করা

Emerge – নিৰ্গত/ আবির্ভূত হওয়া/ বেরিয়ে আসা

Emigrate- দেশত্যাগ করা/ দেশাস্তারিত

Emit- উৎক্ষিপ্ত/ নির্গত/ নিঃসারিত করা 

Empanel— প্যানেলভুক্ত/ তালিকাভুক্ত করা

Emphasis— জোর/ গুরুত্ব দেওয়া 

Emplane— বিমানে রাখা/ ওঠা

Employ – নিয়োগ / নিযুক্ত করা

Empoison— বিষাক্ত করা

Empower— ক্ষমতা প্রদান করা

Empty- খালি / শুন্য করা

Enable-সমর্থ করা/ সক্ষম করা

Enamour- অনুরক্ত/ প্রেমে মুগ্ধ হওয়া 

Encage– পিঞ্জরাবদ্ধ হওয়া / করা

Enchant— মন্ত্রমুগ্ধ / মোহিত করা / জাদু করা

Enchain— শৃঙ্খলাবদ্ধ করা 

Enclasp— ছিটকিনি দিয়ে আটকানো

Encounter— বিপদের মুখোমুখী হওয়া/ শত্রুর সামনে পড়া 

Encourage— উৎসাহিত করা

Encroach— বলপূর্বক দখল সীমা লংঘন করা / প্রবেশ করা/

Encumber— গতিরোধ করা/ ব্যাহত করা

End – শেষ করা

Endanger— বিপদে ফেলা/ বিষান্ন করা 

Endear- অপরের কাছে নিজেকে প্রিয় করে তোলা

Endeavour- চেষ্টা/ প্রচেষ্টা করা/চালানো 

Endure – দুঃখ কষ্ট সহ্যকরা

Energise- উদ্যমশীল করা

Enervate— শারীরিক/ মানসিকভাবে দুর্বল করা

Enfetter- গোলাম বানানো/ বেড়াপরানো / শৃঙ্খলাবদ্ধ করা 

Enfold— আলিঙ্গন করা

Enforce— কার্যকরী / বলবৎ করা/ জোরদার

Engage– নিয়োগ করা/ নিযুক্ত করা

Engorge গপাগপ গেলা 

Engraft— কলম করা/ গ্রোথিত হওয়া/ মনে গেথে যাওয়া

Enfranchise - ক্রীতদাসমুক্ত করে দেওয়া / ভোট অধিকার প্রদান করা

Engender- উৎপাদন করা

Engird— ঘেরা দেওয়া

Engrave — খোদাই করা/ মনের গভীরে ছাপ ফেলা

Engross— সবসময় কাজে লেগে থাকা/ কাজে নিমগ্ন থাকা

Enhance— বৃদ্ধি করা

Enjoin— আদেশ প্রদান করা/ নির্দেশ দান করা 

Enjoy— উপভোগ করা/ আনন্দলাভ করা

Enkindle – প্রজ্জ্বলিত করা, উত্তেজিত করা

Enlarge– বড় করা

Enlighten— উজ্জ্বল করা/ আলোকিত করা

Enlist— তালিকাভুক্ত করা

Enliven— প্রাণবন্ত করা, উৎফুল্ল করা

Enmesh – জালে ধরা, বিজড়িত করা

Ennoble— মর্যাদাসম্পন্ন করা, নৈতিকভাবে উন্নতকরা, কাউকে সম্ভ্রান্ত শ্রেনীতে উন্নত করা

Enrage – রাগানো, ক্রুদ্ধ করা

Enrich— ধনী করা, উর্বর করা, সমৃদ্ধ করা

Enrapture অত্যন্ত আহ্লাদিত করা 

Enrol— তালিকাভুক্ত করা

Enshroud— সম্পূর্ণরূপে ঢেকে ফেলা 

Enslave— ক্রীতদাসে পরিণত করা

Ensnare- ফাঁদে ফেলা

Entail- চাপিয়ে দেওয়া

Entangle- জড়িত করা, ফাঁদে ফেলা

Entertain- পোষন করা, আপ্যায়ন করা

Ensure – নিশ্চিত করা

Enthral— মুগ্ধ করা

Enthrone— সিংহাসনে বসানো

Entice– প্রলুদ্ধ করা

Entitle – অধিকার প্রদান করা

Entomb– কবর দেওয়া, সমাধিস্থ করা

Entrain- রেলগাড়ীতে চড়া/ ওঠা 

Entrance— আবেগ আপ্লুত করা/ অভিভূত

Entrap—– ফাঁদে ফেলা

Entreat— অনুনয় বিনয় করা/ সনির্বন্ধ অনুরোধ করা/ জানানো

Entrust– বিশ্বাস করা 

Entwine- পাকানো জড়ানো

Envelop— ঢেকে ফেলা 

Envenom— বিষ প্রয়োগ করা/ মন বিষিয়ে তোলা

Envy – হিংসা করা

Enwrep– ঢেকে ফেলা

Equalize– সমান করা

Equip— সজ্জিত করা

Eradicate - মূলোৎপাটন করা/ সমূলে উচ্ছেদ

Erase— মুছে ফেলা, তুলে ফেলা

Erect— নির্মাণ করা, স্থাপন করা

Erode— ভিতর খেয়ে ফেলা / ধীরে ধীরে ক্ষয় করা/ হওয়া

Escalate— ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া 

Escape— এড়িয়ে যাওয়া, পালিয়ে যাওয়া

Eschew— বিরত থাকা

Espouse - বিয়ে করা, পক্ষালম্বন করা সমর্থন

Essay— চেষ্টা করা

Espy – দুর থেকে দেখতে পাওয়া 

Establish— স্থাপিত করা, প্রতিষ্ঠা করা

Esteem- সম্মান করা, শ্রদ্ধা করা

Estrange – বিচ্ছিন্ন করা, পর করা

Evacuate - মলত্যাগ করা

Evade - ছলনা করা, কৌশলে এড়ানো

Evaluate -=মূল্যায়ন করা

Evict— উচ্ছেদ করা

Exacerbate- উত্তেজিত করা

Exaggerate— অতিরঞ্জিত করা

Exalt— উচ্চ প্রশংসা করা

Examine — পরীক্ষা করা

Exasperate- উত্তেজিত করা, ধৈর্য্যচ্যুতি ঘটানো। 

Excavate- খনন করা 

Exceed— কাউকে অতিক্রম করা/ ছাড়িয়ে যাওয়া

Excel— অন্যদের চাইতে ভাল করা 

Exchange – বিনিময় করা

Excise - কেটে ফেলা, ছেদন করা

Excite— উত্তেজিত করা

Exclude – বাদ দেওয়া

Exculpate— অভিযোগ/ দোষ থেকে রেহাই/ মুক্তি দেওয়া

Excuse– অজুহাত দেখানো/ ক্ষমা / মাফ করা 

Execrate— ঘৃণা করা, অভিশাপ দেওয়া

Execute– সম্পদান করা, ফাঁসি দেওয়া 

Exempt— রেহাই / অব্যাহতি দেওয়া

Exercise অনুশীলন করা, প্রয়োগ করা

Exert— প্রয়োগ করা 

Exhale – নিশ্বাস ছাড়া

Exhaust— সম্পূর্ণরূপে ব্যয় করা

Exhibit-- প্রদর্শন করা

Exhilarate-- উল্লাসিত করা, উৎফুল্ল করা

Exhort— সনির্বন্ধ অনুরোধ করা

Exhume– কবর খুড়ে তুলে আনা

Exit— মঞ্চ থেকে প্রস্থান করা

Exonerate– দোষ পাপ থেকে মুক্তি, নিষ্কৃতি, অব্যহতি দেওয়া

Exorcise— মন্ত্রদ্বারা ভূত তাড়ানো।

Expand – বিস্তৃত / প্রসারিত করা

Expatiate— সবিস্তারে লেখা আলোচনা করা

Expect— প্রত্যাশা করা

Expedite— তরান্বিত করা

Expel— বহিষ্কার/ বিতাড়িত করা

Expense— ব্যয় করা

Experiment— পরীক্ষা/ নীরিক্ষা করা

Expire— মেয়াদ শেষ হওয়া, মরে যাওয়া

Explain – ব্যাখ্যা করা, কৈফিয়ত দেওয়া 

Explicate— সবিস্তারে ব্যাখ্যা প্রকাশ করা

Explode - উচ্চরবে বিদীর্ন/ বিস্ফোরন করানো/ হওয়া

Exploit— শোষন করা, দেশের সম্পদ কাজে লাগানো

Export— রপ্তানি করা

Expose— অনাবৃত রাখা/ খোলা

Expostulate– মৃদু অভিযোগ করা

Expound— ব্যাখ্যা করা/ অর্থপরিষ্কার করা

Express— প্রকাশ করা

Expropriate— দখলচ্যুত করা

Expunge– বই, খাতা থেকে কোন বিষয় বাদ/ মুছে ফেলা, লোপ করা

Expurgate– বই থেকে ভুল/ আপত্তিকর অংশ বাদ দিয়ে সংশোধন করা

Extend— প্রসারিত করা/ হওয়া, বাড়ানো 

Extenuate- কৈফিয়ত প্রদানের মাধ্যমে দোষ/অপরাধাদির গুরুত্ব হ্রাস করা

Extinguish নেভানে, অবসান ঘটানো

Extirpate সমূলে ধ্বংস করা

Extol-- উচ্চ প্রশংসা করা

Extract জোর করে বলপ্রয়োগ করে আদায় করা/ টেনে বের করা

Extricate মুক্ত করা

Extrude বলপূর্বক পরিষ্কার করা

Exude – তরল পদার্থ ঝরা / ঝরানো চুয়ানো

Exult – বিজায়োল্লাস করা



F

Fabricate- মিথ্যাউদ্ভাবন করা, জাল করা

Facilitate— কোন প্রক্রিয়া সহজ করা 

Fail ব্যর্থ হাওয়া, অকৃতকার্য হওয়া

Faint— মূর্ছা যাওয়া

Fake— জাল করা

Falsity— মিথ্যাভাবে বর্ণনা করা

Falter— হোচট খাওয়া, দ্বিধাগ্রস্থভাবে কথা বলা

Familiarize— পরিচিত করানো

Famish — ক্ষুধায় প্রায় মরে যাওয়া

Fan— বাতাস করা, উত্তেজিত করা

Fancy— কল্পনা করা

Fare অগ্রসর হওয়া, ফললাভ করা

Fascinate– প্রবলভাবে আকর্ষন করা

Fast- রোজা রাখা

Fat— মোটা করা

Fatten— মোটা করা/ হওয়া

Favour- অনুগ্রহ করা/ দেখানো

Feign— ভান করা

Felicitate - অভিনন্দিত করা

Fence— বেড়া দেওয়া

Fend- নিজে নিজে ভরন পোষন করা 

Ferment- গাজিয়ে তোলা, উত্তেজিত করা

Ferret— খুঁজে বের করা

Ferry – খেয়া দেওয়া

Fertilize– উর্বর / সমৃদ্ধশালী করা

Fester— ক্ষত / ঘা পুজেপূর্ন হওয়া করা

Fastoon— সাজানো, সজ্জিত

Fetch— কোন কিছু গিয়ে নিয়ে আসা

Finalize – চূড়ান্ত করা

Fine– জরিমানা করা

Finish – শেষ করা

Fish – মাছ ধরা

Fit— মানানসহ / উপযুক্ত হওয়া

Flare– দপদপ / দাউ দাউ করে জ্বলে 

Flash-- চমকে/ ঝলকে ওঠা

Flatten— চ্যাপ্টা করা 

Flatter— তোষামোদ করা

Flicker— মিটমিট / টিমটিম করে জ্বলা

Flinck— পিছিয়ে যাওয়া

Flit— ফুরফুর করে ওড়া/ বেড়ানো

Flitter- ফুরফুর করে ওড়া/ বোড়ানো 

Float— ভেসে থাকা যাওয়া

Flock- দলে দলে/ ঝাকে ঝাকে জমায়েত হওয়া উড়িয়ে দেওয়া 

Flutter— পতপত করে ওড়া

Flog— লাঠি / চাবুক দিয়ে নির্দয়ভাবে প্রহার করা 

Flood—– প্লাবিত / জলমগ্ন করা

Flop— ধরাফড় করা

Flourish— গড়ে ওঠা, সমৃদ্ধি লাভ করা 

Flout— তাচ্ছিল্য করা, অবজ্ঞা/ অশ্রদ্ধার সাথে

Fluctuate– দাম ওঠানামা করা

Flump— ধপাস করে পড়া

Foil— ব্যর্ত / বিফল / ভন্ডুল করা

Fold— ভাঁজ করা

Foment- তাপ/ সেক দেওয়া, ইন জোগানো

Fondle- আদর/ সোহাগ করা

Foray- হানা দেওয়া

Forbear  - ধৈর্যধারণ করা 

Forbid - বারণ করা, কেরা

Force--- বাধা করা, জোর করা

Forbode- আশঙ্কা করা 

Forecast -- পূর্বাভাষ / ভবিষদ্বানী করা

Forshadow - পূর্বাভাস দেওয়া

Foreshow পূর্বাভাস দেওয়া 

Foretell— আগাম বলা/ ভবিষদ্বানী করা

Forefect- খোয়ানো 

Forfend- প্রতিহত / ব্যাহত করা

Foregather- একত্র / মিলিত হওয়া

Forge– জাল করা

Forge- দৃঢ়ভাবে অগ্রসর হওয়া 

Forgive - ক্ষমাকরা/ মাফ করা

Forgo ছাড়া, ত্যাগ করা বর্জন করা

Form— গঠন করা

Fornicate– অবিবাহিত স্ত্রী-পুরুষে অথবা বিবাহিত ও অবিবাহিত স্ত্রী-পুরুষে যৌন সংগম করা

Forsake ছেড়ে দেওয়া, ত্যাগ করা

Forswear- ছেড়ে দেওয়া, ত্যাগ করা

Forward- পাঠানো

Foster– লালন / পোষন করা

Found- ভিত্তিস্থাপন করা

Frame– পড়া, গঠন করা

Fray- ঘষে ঘষে ক্ষয় হওয়া/ করা

Free মুক্ত করা, ছেড়ে দেওয়া

Freequent-- ঘনঘন যাতায়াত করা

Freshen- ঝরঝরে/ সতেজ করা হওয়া

Fret— ক্ষয়ে যাওয়া/ ক্ষয় হওয়া

Frible-– ছেবলামী করা

Frighten – ভীত / সম্ভ্রস্ত/ আতঙ্কিত করা

Frisk— তিড়িং বিড়িং করা

Fritter-- অপচয় করা

Frivol – ছেবলামী করা, হেলাফেলা করা

Frolic— ফুর্তি করে বেড়ানো

Frown- ভূক্ষেপ করা

Fructify— ফলবতী/ উর্বর করা/ হওয়া 

Frustrate— হতাশ/ ব্যর্থ/ বিফল করা

Fry – ভাজা

Fulfil— পূর্ন করা

Fulminate ফোঁসফোঁস / তর্জন গর্জন করা

Fumble- হাতড়ানো

Furbish— ঘষে মেজে উজ্জ্বল করা/ ঝকঝকে করা

Furnish— সজ্জিত করা

Fustigate - মুগুর পেটা করা 



G

Gabble— হরবড় করে কথা বলা

Gaff— গোপন কথা ফাস করে দেওয়া

Gain— অর্জন/ লাভ করা

Gainsay - অপলাপ/ অস্বীকার করা

Gamble- জুয়া খেলা

Gambol— তিড়িং বিড়িং করা

Gape— হা করে তাকিয়ে থাকা

Gargle— গড়গড়া করা 

Gasp– হাঁপানো, দম বন্ধ হয়ে আসা, অতি কষ্টে/ ঘন ঘন শ্বাস টানা

Gaze— স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা

Geld— খাসি করা

Generate- উৎপাদন করা

Giggle— খিল খিল করে হাসা 

Gladden – খুশি /আনন্দিত করা 

Glance— এক পলক/ নজর দেখা

Glide— ধীরে ধীরে বয়ে চলা

Glimmer- নিবু নিবু করে জ্বলা

Glint— ঝলকে/ জ্বলজ্বল করে 

Glisten— চিকচিক করা

Glitter— ঝলমল করা

Glority— মহিমান্বিত করা

Glow—শিখাহীন আলোক ও উত্তাপ নিঃসৃত হওয়া, উত্তেজনা বা আবেগে রক্তিম বর্ণ হওয়া

Glower- ক্রুদ্ধ / ভয়ঙ্কর দৃষ্টিতে তাকানো

Glut— অত্যাধিক সরবরাহ দ্বারা চেয়ে ফেলা

Goad – তাড়না করা

Gobble গোগ্রাসে গেলা

Goggle – চোখ পাকানো, বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকা

Gore– শিং/ দাঁত দিয়ে বিদ্ধ করা

Gorge- রামসের মত খাওয়া খেয়ে ঢোল হওয়া

Gormandize- গবগ করে খাওয়া

Gossip - খোশ গল্প করা 

Govern শাসন / পরিচালনা করা

Grab— খপ করে ধরা, আঁকড়ে ধরা কেড়ে/ ছিনিয়ে নেওয়া।

Grace - অলঙ্কৃত করা

Grade - ক্রমানুসারে সাজানো

Graft— কলম করা, ভিন্ন দেহের অংশ কোনো দেহে সংযোজন করা

Grant— মঞ্জুর করা

Granulate – দানায় পরিনত

Grapple– ধস্তাধস্তি করা

Grasp— আঁকড়ে ধরা

Gratify— খুশি করা

Grave – খোদাই করা

Gravitate— গমন করা, কোন কিছুর দিকে আকৃষ্ট হওয়া

Graze- ঘাস খাওয়া, চরা

Greet সম্ভাষন জ্ঞাপন করা

Grieve– কাউকে দুঃখ দেওয়া

Grimace– ভেংচি কাটা

Grind— চূর্ণ/ গুড়া করা

Grip– আঁকড়ে ধরা, শক্ত হাতে ধরা

Grizzle- ঘ্যানঘ্যান করা, ঘ্যান ঘ্যান করে কাঁদা

Groan— আর্তনাদ করা, গোঙানো

Grope – হাতড়ানো

Grove!— মাটিতে মুখ গুঁজে শুয়ে পড়া

Growl - গর্জন করা

Grub – মাটি খুড়ে তোলা 

Grudge - হিংসার চোখে দেখা

Grunt--ঘোঁতঘোঁত করা

Guard- রক্ষা করা, পাহারা দেওয়া

Guess অনুমান / ধারনা করা

Gulfaw– অট্টহাসি দেওয়া

Guide— পথ প্রদর্শক হিসেবে পরিচালনা করা/ পথ দেখানো

Gull— ধোঁকা দেওয়া

Gulp— গবগব বা ঢকঢক করে গেলা / গলধ:করন করা

Gurgle – কলকল শব্দে নির্গত হওয়া, গড়গড় শব্দে পড়া

Guzzle- গগব/ ঢকঢক করে গেলা



H

Haggle– দরকষাকষি করা 

Hail— অভিবাদন / সম্ভাষন জানানো

Halt— থামা

Hamper— ব্যাহত করা

Handle– নিয়ন্ত্রন / পরিচালনা করা 

Hanker— লালায়িত হওয়া

Happen— ঘটা

Harass—হয়রান/ নাজেহাল করা

Harden— শক্ত বা মজবুত করা 

Harrow -- জমিতে মই দেওয়া

Harry – বিধস্ত / লুণ্ঠন করা, হয়রান করা

Hassle— তর্ক/ ঝগড়া করা

Hasten— তরান্বিত করা

Hatch— ডিমে তা দেওয়া, ষড়যন্ত্র করা, ফন্দি আঁটা

Haul— সবলে টানা

Haunt— বারবার মনে আসা

Hawk— ফেরি করা

Haze— কাউকে অপদস্থ করা, নির্যাতন করা

Heal— নিরাময় হওয়া, করা, সারা, সারানো 

Heap / কর

Hearken- কর্ণপাত / শ্রবন করা

Hearten উৎসাহ দেওয়া

Meat করা/ হওয়া

Heckle= প্রশ্নে জর্জরিত করা

Heed— কর্ণপাত করা, মনোযোগ দেওয়া

Heel— জাহাজ কাজ করা/ হওয়া

Heighten-- দ্বিধা/ ইতস্তত করা

Hesitate – ইতস্ততঃ করা, সন্দিপ্ত হওয়া

Hew– কেটে টুকরো করা

Higgle - দর কষাকষি করা

Hijack— ছিনতাই করা

Hinder— ব্যাহত করা

Hint— আভাস / ইঙ্গিত দেওয়া

Hiss: [ সাপের মত) — ফোঁসফোঁস করা

Hitch— হেচকাটান মারা

Hoard মজুত করা .

Hobble খোঁড়ানো

Hoist— দাড় / কপিকলের সাহায্যে উত্তোলন করা

Honour- সম্মান/ শ্রদ্ধা করা

Hoodwink- ধাপ্পা/ ধোঁকা দেওয়া ফেরেববাজি করা

Hope— আশা করা

Horrify— আতঙ্কগ্রস্থ / ভীতিবিহ্বল করা

Hum- শুনুন/ শুনগুন করা

Humiliate- অপমান করা, লজ্জা দেওয়া

Hunt— শিকার করা

Hurl সজোরে নিক্ষেপ করা

Hush – চুপ করানো

Hustle ঠেলা/ ধাক্কা মারা এগিয়ে নিয়ে যাওয়া



I

Idealize আদর্শায়িত করা

Identify— শনাক্ত / চিহ্নিত করা 

Ignite– জ্বালানো, প্রজ্বলিত করা

Ignore— উপেক্ষা করা

Imagine /মনে করা, ধরা, 

Imbue- রঞ্জিত / সিত/ অনুপ্রাণিত করা 

Immerse ডোবানো/ নিমজ্জিত করা

Imitate অনুকরণ করা, নকল করা নিবিষ্ট / মগ্ন থাকা

Immerge - মগ্ন করা

Immolate বলি দেওয়া উৎসর্গ করা

Immortalize অমর করা

Immure- কর করা

Impair— ক্ষতি করা

Impawn – বন্ধক দেওয়া

Impeach – কাহারো চরিত্র সম্বন্ধে প্রশ্ন তোলা সন্দেহ করা

Impede:- বাধা দেওয়া, ব্যাহত করা

Impel- তাড়না বা উত্তোজিত করা

Imperil— বিপদগ্রস্থ করা, বিপন্ন করা 

Impersonate নিজেকে অন্য মানুষ বলে পরিচয় দেওয়া

Impinge- আঘাত হানা

Implement— কার্যে বাস্তবেরূপ দেওয়া, বাস্তবায়ন করা

Implicate-- জড়িত করা

Implore— করজোড়ে প্রার্থনা করা, মিনতি করা 

Import— আমদানী করা

Impose– কর / দায়িত্ব আরোপ করা/ চাপানো 

Impound— জবর দখল করা, বাজেয়াপ্ত করা/ খোয়াড়ে দেওয়া, আটক/ ক্রোক করা

Impoverish — নি:স্ব করা/ দরিদ্র করা 

Imprecate অভিশাপ দেওয়া

Impregnate গর্ভবতী করা 

Impress ছাপ দেওয়া / ফেলা, মনে দাগ কাটা/ রেখাপাত করা 

Imprint— ছাপানো/মনে নিবিষ্ট করানো

Imprison - কারারুদ্ধ করা

Improve উন্নতি সাধন করা, উৎকর্ষ সাধন

Improvise মুখে মুখে ছড়া বাধা / গান বলা 

Impugn - বিরোধিতা করা, সন্দেহ করা/ প্রত্যাখ্যান করা

Impute- দোষারোপ করা

Incarcerate– কারারুদ্ধ করা

Incise– ছেদন/ কর্তন করা, বিচ্ছিন্ন করা

Incite- খেপানো, উস্কে দেওয়া

Incline - নত হওয়া, ঝোকা

Incinerate— ভস্মীভূত করা

Include – অন্তর্ভুক্ত করা

Incommode- ক্লেশ/ পীড়া দেওয়া, অসুবিধা/ বিঘ্ন সৃষ্টি করা

Increase — বৃদ্ধি করা

Incriminate - দোষারোপ করা, অপরাধে জড়ানো

Incubate ডিমেতা দেওয়া

Inculcate– হৃদয়ে নিবিষ্ট করা

Inculpate – দোষারোপ করা, নিন্দা করা অপরাধে জড়ানো

Incur— নিজের উপরে আনা, গ্রস্থ হওয়া/ ঋণগ্রস্থ হওয়া

Indicate নির্দেশ করা, জ্ঞাপন করা

Indict— অভিযুক্ত করা

Induce– পটানো

Induct— অভিযুক্ত করা

Indulge- প্রশ্রয় / আশকারা/ লাই দেওয়া

Infatuate- কারো প্রেমে অন্ধ হওয়া

Infect— দূষিত করা, রোগাক্রান্ত করা, সংক্রামিত করা

Infer- অনুমান / সিদ্ধান্ত করা

Infest— উপদ্রব করা

Infiltrate- চোয়ানো

Inflame- তপ্ত / প্রজুলিত/ উত্তেজিত/ /

Inflate– বায়ু / গ্যাস দিয়ে ফোলানো

Inflict- দুঃখ কষ্ট দেওয়া

Inflect— স্বর পরিবর্তন করা

Inform- জানানো

Infringe – লঙ্গন / ভঙ্গ করা

Infuriate– ক্ষিপ্ত করা।

Infuse– ঝারো ভিতরে কোন শুন সঞ্চার করা

Ingratiate— অনুরাগভাজন হওয়া

Inhabit— বসবাস করা

Inhale- নি:শ্বাস নেওয়া

Inherit— উত্তরাধিকারী হওয়া, উত্তরাধিকারী সূত্রে পাওয়া

Inhibit— দমন / প্রতিনিবৃত করা

Initiate— পরিকল্পনা চালু/ সূত্রপাত / প্রবর্তিত

Inject— অন্ত:ক্ষেপ করা

Injure— আঘাত করা/ আহত করা

innovate– নতুন কিছু প্রবর্তন করা

Inquire- প্রশ্ন জিজ্ঞাসা করা, জানতে চাওয়া 

Inscribe— খোদাই করা/ উৎকীর্ণ করা

Inseminate বপন/ রোপন করা

Insert ঢোকানো

Insinuate— কটাক্ষ করা, ধীরে ধীরে সুচতুরভাবে কারো অনুগ্রহভাজ

Insist— গোধরা, পীড়াপীড়ি করা জিদ ধরা/

Inspect— পরিদর্শন করা

Inspire— উৎসাহিত করা 

Inspirit— উৎসাহিত করা

Install— কোন পদে অভিষিক্ত করা/ অধিষ্টিত করা, সংস্থাপন করা

Instigate – উস্কানি দেওয়া/ উস্কে দেওয়া

Instill— ভাব ইত্যাদি ধীরে ধীরে ভিতরে নিবেশিত/ সঞ্চারিত করা

Institute - করা

Instruct— শিক্ষা দেওয়া, পড়ানো, শেখানো শিক্ষাদান / পাঠদান করা 

Insult অপমান/ অবমাননা/ অমর্যাদা/

Integrate— সমগ্ৰতা সাধন করা, সংহত করা

Intend— ইচ্ছা/ মনস্থ / সংকল্প করা 

Intensity— তীব্রতর / গাঢ়তর করা

Inter— সমাহিত করা

Interbreed – সঞ্চার প্রজনন করা

Intercede— মধ্যস্তা করা, অন্যের জন্য মিনতি

Intercept— বাধা দেওয়া, ধরে ফেলা, পাকড়াও করা

Interchange – অদলবদল করা 

Intercommunicate – ডাক / সংবাদ আদান প্রদান করা/ ভাব বিনিময় করা 

Interdict— নিষিদ্ধ করা

Interest— অনুরক্ত/ আসক্ত / কৌতূহলী/ আকৃষ্ট করা

Interfere হস্তক্ষেপ করা, নাক গালানো

Interject— ফোড়ন দেওয়া, অন্যের কথার মধ্যে কথা বলা

Interpose— আপত্তি উত্থাপন করা

Interpret— ব্যাখ্যা করা 

Interrupt— ব্যাঘ্যাত / বিঘ্নসৃষ্টি করা 

Intervene— মধ্যবর্তী হওয়া, ইস্তক্ষেপ করা,

Interrogate-- প্রশ্ন জিজ্ঞাসা/ জেরা করা মধ্যস্থ করা

Interview- সাক্ষাৎকার নেওয়া

Intimate- জ্ঞাপন/ সূচিত করা, জানানো 

Intimidate— ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা 

Intone— সুর করে পড়া, প্রার্থনা করা

Intoxicate অত্যন্ত উত্তেজিত করা, মাতাল করা

Intrigue- চক্রান্ত ষড়যন্ত্র করা

Introduce- প্রবর্তন/ চালু করা, পরিচয় করিয়ে দেওয়া, ঢোকানো, প্রবিষ্ট করা

Introspect - অন্তরবলোকন করা 

Intrude – বলপূর্বক প্রবেশ করা, অনাহুতভাবে প্রবেশ করা

Inundate– প্লাবিত করা প্লাবিত করা

Inundate - অভ্যস্ত করা/ হওয়া 

Inure- অভ্যস্ত করা/ হওয়া

Invade— হানা দেওয়া হানা দেওয়া

Inveigh – বাক্যবানহানা

Invalidate— বাতিল করা

Inveigle- প্রলোভিত করা

Invent— আবিষ্কার করা

Invert— ক্রম উল্টানো

Invest— বিনিয়োগ / লগ্নি করা

Investigate— তদন্ত করা 

Invigilate– নজর রাখা / পাহারা দেওয়া

Invigorate— শক্তি / সাহস দেওয়া, বলশালী/ সবল করা, প্রদীপ্ত/ তেজোবর্ধন করা

Invite – আহবান করা, আমন্ত্রন জানানো/ করা 

Invoke— আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা 

Involve - জড়ানো

Irridiate - কিরণপাত করা, বিশদভাবে আলোচনা করা ব আলোকপাত করা

Irrigate– জলসেচ করা

Irritate— রাগানো, উত্তেজিত করা

Isolate— পৃথক / বিচ্ছিন্ন করা 

Issue – নিঃসৃত/ নির্গত হওয়া 

Iterate— পুনঃপুন বলা, পুনারাবৃত্তি করা 



J

Jab— খোঁচা দেওয়া, গুতো মারা, সজোরে চুঝিয়ে দেওয়া 

Jabber– হড়বড় করে কথা বলা

Jam— আটকে যাওয়/ পড়া, ঠেসে ভরা 

Jam pack/ গাদাগাদি করে ভরা

Jangle - ঝনঝন করা

Jar- কানে লাগা 

Jeer- উপহাস / টিটকারি করা 

Jeopardize বিপদগ্রস্থ করা / বিদ্রুপ করা

Jingle / ঝুনঝুন শব্দ করা

Job- খুচরা কাজ করা

Jog– অল্প টোকা/ ধাক্কা দেওয়া, নীড়ানো, ঝাকানো কনুই দিয়ে শুতা দিয়ে দৃষ্টি আকর্ষন করা

Joggle— বাকানো

Join যুক্ত করা/ হওয়া, যোগ দেওয়া

Joke— ঠাট্টা করা

Jolt— ঝাঁকি দেওয়া

Jostle— ধাক্কাধাক্কি করা

Jot— সংক্ষেপ লেখা

Judge– বিচার করা 

Jumble— তালগোল পাকানো

Jump — লাফ দেওয়া

Justify- সত্যতা নিরুপন করা

Juxtapose— পাশাপাশি স্থাপন করা



K

Kick— লাথি দেওয়া

Kidnap— অপহরণ করা

Kindle— আগুন জ্বালানো/ ধরানো

Kiss — চুমু খাওয়া

Knead— ময়দা তাল করা

Knit— বোনা, বয়ন করা

Knock— ধাক্কা মারা, দরজার কড়া নাড়া দেয়া / টোকা দেওয়া



L

Lacerate— ছিড়ে যাওয়া

Lack— অভাব হওয়া, ঘাটতি হওয়া

Lag— পিছিয়ে পড়া

Lambaste— পিটানো, ভয়ঙ্করভাবে ভৎসনা করা

Lament— শোক করা, বিলাপ করা

Land মাটি স্পর্শ করা।

Languish - নিস্তেজে/ অবসন্ন হওয়া, নির্জীব হয়ে যাওয়া

Lap - লেহন করা/ জিহবা দিয়ে চাটা 

Lapse– তামাদি হওয়া

Lash- জোরে আঘাত করা, চাবুক মারা, বেত্রাঘাত করা

Last– টেকা, টেকসই হওয়া, স্থায়ী হওয়া 

Laud— প্রশংসা শুনকীর্তন করা

Laugh — শব্দ করে হাসা 

Launch- পানিতে ভাসানো, দাগা, প্রেরন করা, চালু করা

Launder— কাপড়চোপড় কাচা ও ইস্তি করা

Lavish – মুক্ত হস্তে খরচ করা

Laze অলস হওয়া, অলসভাবে সময় কাটানো

Lead— পথ প্রদর্শন করা, নেতৃত্ব দেওয়া 

Leak— চুয়ানো গোপন বিষয় ফাঁস হয়ে যাওয়া 

Lean – হেলান/ ঠেস দেওয়া/ দেওয়ানো, হেলে যাওয়া

Leap – লাফ দেওয়া

Legalize— বৈধ করা

Lessen— কমানো

Level- সমান/ সমতল করা

Levy – কর ধার্য / আদায় করা

Liberate— মুক্ত করা, উদ্ধার করা

Lick– চাটা

Lift— তোলা, উঁচু করা

Light- জ্বালানো

Lighten- বোঝা হালকা করা, আলোকিত করা

Linger– দেরী করা, বিলম্ব করা 

Liquidize– রস নিংড়ানো

Listen মনোযোগ দিয়ে শোনা

Lifigate— মামলা করা, আইনের আশ্রয় গ্রহন

Liven প্রানোচ্ছল করা

Load বোঝাই করা, বোঝা চাপানো

Lock- তালা দেওয়া

Loiter- ইতস্তত ঘুরে বেড়ানো

Loll- অলসভাবে শুয়ে বসে থাকা

Loose ছেড়ে দেওয়া

Lossen টিলা করা/ হওয়া

Loot— লুট করা

Lower— নীচু করা, নামানো



M

Maintain – বজায় রাখা চালিয়ে যাওয়া

Mark— চিহ্নিত করা

Master— আয়ত্বে আনা, আয়ত্ব করা

Masticate— চিবানো

Masturbate হস্তমৈথুন করা

Match মানানসই হওয়া

Mate— যৌন মিলন ঘটানো

Mature – পরিপক্ক হওয়া

Meddle অনধিকার চর্চা করা

Mediate মধ্যস্থতা/ সমঝোতা করা

Meditate– ধ্যান / চিন্তা করা

Memorize মুখস্থ করা

Mend— মেরামত করা

Mess— তালগোল পাকিয়ে ফেলা / পাকানো

Mince— মাংস কেটে কেটে কুটি করা, কিমা 

Mind— মনোযোগ দেওয়া, যত্ন নেওয়া, দেখাশুনা করা, কিছু মনে করা 

Misappropriate— তহবিল তসরুফ করা, অর্থ আত্মসাৎ করা

Mingle— মিশ্রিত করা, মেশা 

Misadvise - ভুল পরামর্শ দেওয়া

Misbehave– অশোভন আচরন করা

Miscalculate ভুল হিসাব/ গননা করা 

Miscall ভুল নামে ডাকা

Miscarry পরিকল্পনা পভ / ভন্ডুল হওয়া.. গর্ভপাত হওয়া

Misconceive ল বোঝা ভুল ধারনা করা 

Misconstrue- কারো কথা/ কাজ ভুল ব্যাখ্যা

Miscount ভুল গননা করা 

Misdate তারিখ ভুল করা

Misdirect নির্দেশ দেওয়া, ভুল পথে পরিচালিত করা, বিপথগামী করা

Misguide ভুল পথে চালিত করা 

Mishandle- অনাড়িভাবে সম্পাদন করা

Mishear- ভুল শোনা 

Mishit— লক্ষ্য হওয়া, ভুল আঘাত করা

Misinform- ভুল তথ্য দেওয়া

Misinterpret- ভুল ব্যাখ্যা করা

Misjudge– ভুল বিচার করা

Mislay রাখতে ভুল করা, ভুল জায়গায় রাখা

Mislead— বিপথে চালানো

Mismanage– অনাড়িভাবে পরিচালনা করা/ ভুল জায়গায় রাখা 

Misname– ভুলনামে ডাকা

Misplace— ভুল স্থাপন করা/ ভুল জায়গায় রাখা

Misprint- ভুল ছাপানো

Mispronounce— ভুল উচ্চারণ করা

Misquote- ভুলভাবে উদ্ধৃত করা

Misread ভুলপড়া

Misrepresent— অযথার্থভাবে উপস্থাপন করা অসত্যবিবরন দেওয়া

Miss– কাঙ্খিত বস্তু ধরতে ব্যর্থ হওয়া 

Misspend— বাজে খরচ করা/ অপচয় করা

Misspell- ভুলবানান করা

Misstate— ভুলভাবে বিবৃত করা

Mistake- ভুল করা, ভুল বোঝা 

Mistranstate- ভুল অনুবাদ করা

Mistrust- অবিশ্বাস করা, আস্থা না থাকা

Misunderstand ভুলবোঝা

Misuse- অপব্যবহার করা, অপপ্র 

Mitigate করা, উপশম করা

Mix- মেশানে

Moan— কাতরানো, কোঁকানো

Mock- ঠাট্টা করা, তামাশা করা, পরিহাস

Model- রূপদেওয়া, গড়া 

Moderate— সংযমিত করা, দমন করা

Modernize— আধুনিক করা, হাল নাগাদ করা

Molest— উৎপীড়ন করা

Molly coddle - আস্কারা/ প্রশ্রয় দেওয়া

Monopolize- একচেটে সুবিধা ভোগ করা 

Moot - আলোচনার জন্য প্রস্তাব করা

Moralize— নীতিবাক্য আওড়ানো

Motivate— উদ্বুদ্ধ করা

Mould— ছাঁচে তৈরী করা, চরিত্র গড়া

Mourn - শোক করা

Move নড়া, নড়ানো, সরা, সরানো, আন্দোলিত হওয়া

Mow— ঘাস কাটা

Muddle - তালগোল পাকানো

Muff— পন্ড / মাটি করা

Muffle— গরম করার জন্য জড়ানো

Mug - লুণ্ঠন করা

Mulct— জরিমানা করে শাস্তি দেওয়া

Mull— ভেবে চিন্তে দেখা

Multiply– গুন/ পূরণ করা

Mumble— মিনমিন করে বলা

Muminate– আলোকিত উল্লাসিত করা 

Muse— গভীরভাবে চিন্তা / ধ্যান করা

Muster জড়ো হওয়া

Mutilate– অঙ্গহানী/ বিকলঙ্গ করা

Mistify লাগানো, ধোকা দেওয়া, বিভ্রান্ত করা



N

Name– নাম দেওয়া, নামকরণ করা 

Narrate– কাহিনী বলা, বর্ননা করা

Nationalize রাষ্ট্রায়ত্ত করা 

Natter— বিড়বিড় করা, অনর্থক বকবক করা, অসন্তোেষতরে গজগজ করা

Navigate - নৌচালানো 

Necessitate– আবশ্যিক / অপরিহার্য করে তোলা 

Nictate চোখ টেপা

Need প্রয়োজন হওয়া 

Negate— অস্বীকার / অপলাপ করা

Neglect— মনোযোগ না দেওয়া, অবহেলা করা, অবহেলা/ অবজ্ঞা/ অনাদার করা

Negotiate ঐকমত্যে আসার জন্যে আলোচনা/ পরামর্শ করা

Nestle— আরাম করে বসা / শোয়া 

Neutralize- নিরপেক্ষ করা

Nibble— ঠোকরানো, খোঁটানো

Nidificate— পাখীর বাসা বানানো

Nip – ছেঁচা খাওয়া, চিমটি কাটা, টিপে/ কামড়ে ধরা দেওয়া

Nominate- কোন পদের জন্য মনোনয়ন

Note— লক্ষ করা, মনোযোগ দেওয়া

Notify- অবহিত / বিদিত করা 

Nourish পরিপুষ্ট করা, পোষন করা, লালন

Nudge– মনোযোগের আকর্ষনের জন্য কনুই দিয়ে ঠেলা দেওয়া

Nullify— বাতিল করা, অকার্য করা 

Numb– অসাড় / ভোঁতা করা

Nurse-- শুশ্রুষা করা 

Nurture – প্রতিপালন করা, শিক্ষাদান করা

Nuzzle - নাক দিয়ে দয়ে চাপ দেওয়া, নাকে খর



O

Obey – মেনে চলা, বাধা হওয়া

Obfuscate বিভ্রান্ত/ হতবুদ্ধি করা 

Object- আপত্তি / বিরোধিতা করা/ প্রতিবাদ করা

Obligate কাউকে কোন কিছু করতে বাধ্য

Oblige– বাধিত করা

Obliterate— মুছে ফেলা, নিশ্চিহ্ন করা 

Observe– লক্ষ করা, পর্যবেক্ষণ করা, উদযাপণ/ পালন করা

Obsess— মনকে আবিষ্ট / আচ্ছন্ন / পীড়িত করা

Obstruct— বাধা দেওয়া, পথ রোধ করা

Obtain পাওয়া

Obtrude নিজের মতামতকে অন্যের উপর চাপানো

Obviate – ভারমুক্ত হওয়া, পরিত্রাণ পাওয়া, দূর করা

Occupy – দখল করা

Occur— ঘটা, মনে পড়া 

Offend—পীড়া দেওয়া, অন্যায় করা শ্রুতিকটু/ দৃষ্টিকটু হওয়া, মনে কষ্ট দেওয়া

Offer— প্রস্থাব করা, প্রদান করা

Ogle— চোখ মারা

Operate – চালু থাকা, চালানো, পরিচালনা করা

Oppose— বিরোধিতা করা

Oppress- অত্যাচার চালানো/ করা, নিপীড়ন করা 

Ordain- আদেশ দান করা, ভাগ্য স্থির করে দেওয়া 

Order— আদেশ দেওয়া, সাজানো 

Organize— সংগঠিত করা

Originate- উৎপত্তি হওয়া

Oscillate :- ধস্থ হওয়া, দোটানায় পড়া

Ostracize- সমাজবিচ্ছিন্ন এক ঘরে করা

Oust— বিতাড়িত / উচ্ছেদ করা 

Outdo- উৎকর্ষে ছাড়াইয়া যাওয়া

Outface সাহসের সঙ্গে সম্মুখীন হওয়া, লজ্জা দেওয়া/ অপ্রতিভ করা

Outfight— কারো চেয়ে ভাল লড়াই করা 

Outfox— ধূর্ততায়/ চালাকিতে কাউকে ছাড়িয়ে যাওয়া / পরাভূত করা 

Out grow– বেশী বেড়ে ওঠা।

Outlast— অন্যের অপেক্ষা বেশীদিন টিকে থাকা

Outlive- অন্যের অপেক্ষা বেশী দিন বেচে থাকা

Outherod— নিষ্ঠুরতায় কাউকে ছাড়িয়ে যাওয়া

Outplay— অধিকতর ভাল খেলা

Outmatch – প্রতিযোগিতায় কাউকে ছাড়িয়ে

Outnumber- সংখ্যায় ছাড়িয়ে যাওয়া/ অধিক হওয়া

Outrage- বলাৎকার করা, লঙ্ঘন করা, অবমাননা করা

Outrank – পদমর্যাদায় ছাড়িয়ে যাওয়া 

Outpoint— বেশী পয়েন্ট পাওয়া

Outrival— প্রতিদ্বন্দ্বিতায় কাউকে ছাড়িয়ে যাওয়া

Outrun – দৌড়ে কাউকে ছাড়িয়ে যাওয়া

Outshine– উজ্জ্বলতায় ছাড়িয়ে যাওয়া 

Outstay – অতিরিক্ত সময় থাকা, কারো চেয়ে বেশী সময় থাকা

Outvote— কারো চেয়ে বেশী ভোট পাওয়া 

Outwear — বেশীদিন টেকসই হওয়া

Outweigh- , দামে শুরুত্বে অধিকতর

Outwit- চালাকিতে কাউকে হার মানানো/ পরাস্তুতরা

Outstrip পশ্চাতে ফেলে যাওয়া

Outwalk— কাউকে হেটে পিছনে ফেলে যাওয়া

Overestimate- অতিরিক্ত হিসাব ধরা, মূল্যায়ন করা

Overawe– ভয়ে শ্রদ্ধায় অভিভূত হওয়া 

Overbear- প্রভুত্ব করা

Overburden- অতিরিক্ত বোঝা চাপানো 

Overbid— নিলামে অন্যের চেয়ে বেশী মূল্য থাকা

Overcharge- অতিরিক্ত দাম চাওয়া, অতিরিক্ত চার্জ দেওয়া

Overcome- জয় করা, দমন করা, পরাভূত

Overcompensate – ভুল সংশোধন করতে যেয়ে বেশী বাড়াবাড়ি করা

Overcrop– অতিরিক্ত ফসল ফলানো 

Overcrowd— অতিমাত্রায় ভিড় করা

Overdo– বেশী বাড়াবাড়ি করা, অধিক রান্না করা, অধিক পরিশ্রম করা, অতিরঞ্জন করা 

Overdose— অধিকমাত্রায় ঔষধ দেওয়া

Overdress – অধিক বেশভূষা করা

Overdraw- ব্যাংকে যে পরিমাণ টাকা জমা আছে তারচেয়ে বেশি ওঠানো

Overflow- উথলে পড়া, উপচে পড়া, প্লাবিত করা, ছাপিয়ে ওঠা

Overeat— অতিরিক্ত আহার করা

Overgrow- আগাছাদি বেশী বেড়ে ওঠা 

Overhang- ঝুলে থাকা, আসন্ন হওয়া/ ঘনায়ে আসা

Overhaul - পরীক্ষা করা, নাগাল ধরা,

Overhear - আড়িপেতে / কান পেতে শোনা 

Overindulge-- অতিরিক্ত প্রশ্রয়/ আসকারা/

Overlay উপরে বিছানো স্থাপন করা, অত্যাধিক চাপানো

Overleap- ডিঙিয়ে যাওয়া, কোনকিছুর উপর দিয়ে লাফ দেওয়া, অত্যাধিক অগ্রসর হওয়া 

Overload অতিরিক্ত বোঝাই করা, চাপানো 

Overlook- উপেক্ষা করা, দেখেও না দেখা, উপর থেকে দেখতে পাওয়া 

Overmaster- দমন করা, পরাভূত করা 

Overpay- পাওনার অধিক প্রদান করা

Overpower- দমন করা, অভিভূত করা পরাভূত করা

Overprint— বেশী ছাপানো 

Overrate – অত্যাধিক মূল্য ধরা 

Overreach- খুববেশী করতে গিয়ে ব্যর্থ কাম হওয়া

Override- অন্যের ইচ্ছা মত ইত্যাদি পদদলিত/ অগ্রাহ্য করা

Overrule– বাতিল করা, খারিজ করা

Overrun- ছাড়িয়ে যাওয়া, উপচে পড়া, আক্রমণ করা

Oversee দেখাশুনা করা, তত্ত্বাবধান/

Overshadow- ছায়াবৃত করা, ম্লান করা 

Overset— উল্টে ফেলা, বিপর্যস্থ / বিধ্বস্ত করা

Oversleep- অতিরিক্ত ঘুমানো

Overstate— বেশী বাড়িয়ে বলা

Overstep- সীমা ছাড়িয়ে যাওয়া, লঙ্ঘন করা

Overstay- অতিরিক্ত সময় থাকা

Overstock- অত্যাধিক মজুদ করা

Overtake পিছনে ফেলে যাওয়া

Overtax - অতিরিক্ত কর বসানো

Overthrow , পরাভূত/ পরাজিত/ পরাস্ত করা

Overturn ফেলা/ যাওয়া, ওলটপালট করে দেওয়া, বিপর্যস্ত করা

Overweigh-- অতিরিক্ত ঔজন হওয়া

Overvalue – অতিরিক্ত মূলা নিরূপণ করা 

Overwhelm – সম্পূর্ণ আচ্ছা/ অভিভূত করা

Overwork- অতিরিক্ত ঘাটুনী / কাজ করা

Own – দখল করা অধিকার করা, অধিকারী




P

Pacify— শান্ত করা, প্রশমিত করা

Pack— বোচকা/ মোড়ক/ পুটলি ইত্যাদি ভরা 

Paddie– অল্প পানিতে খালি পায়ে হাটা 

Paint করা, চিত্রাঙ্কন করা

Pain- যন্ত্রণা / কষ্ট দেওয়া, ব্যথিত করা

Pale– ফ্যাকাশে / বিবর্ণ হওয়া

Palpitate বুধড়ফড় করা

Pamper— 'অত্যাধিক আদর / প্রশ্রয় দেওয়া 

Palliate— উপশম করা, ওজর দিয়ে দোষ ঢাকা 

Palter- চাতুরী / শঠতা/ ছল করা

Pander— কারো ইন্দ্রিয় পরিতৃপ্তির সহায়তা

Pant— হাপানো

Parch– রোদে / তাপে পুড়িয়ে শুকিয়ে ফেলা 

Pardon-- মা / মার্জনা করা

Pare বাইরের অংশ/ কোনা ছাঁটা, খোসা ছাড়ানো, কমানো

Part – বিচ্ছিন্ন করা/ হওয়া

Partake অংশ নেওয়া

Participate অংশ গ্রহণ করা

Pat-- মৃদু চপটাঘাত করা

Patch - তালি দেওয়া

Patronize— পৃষ্ঠপোষকতা করা

Pawn – বন্ধক দেওয়া রাখা।

Peck— ঠোকরানো

Peculate - অবৈধভাবে অর্থ আত্মসাৎ করা তহবিল তছরুপ করা

Peddle— বাড়ী বাড়ী ঘুরে জিনিয়পত্র বিক্রি করা

Peel— খোসা ছাড়ানো

Peep— উঁকি মারা/ দেওয়া

Peer - দৃষ্টিগোচর হওয়া, উঁকি মারা, কুটিল দৃষ্টি নিক্ষেপ করা

Peeve— বিরক্ত / উত্যক্ত করা

Pelt— ইট পাটকেল ছুঁড়ে কাউকে আক্রমণ করা

Penalize— দন্ডিত করা

Penetrate— কোনকিছুর মধ্যে ঢুকানো, অন্তদৃষ্টি দিয়ে দেখা

Perceive— হৃদয়ঙ্গম/ উপলদ্ধি করা

Perch — উচু জায়গায়/ ডালে বসা

Percolate- পানি/ যে কোন তরল পদার্থ চুয়ানো

Perfect— নিখুঁত / উৎকৃষ্ট করা

Perforate– ফুটা/ ছিদ্র করা

Perform– সম্পাদান করা 

Perish ধ্বংস করা/ হওয়া

Perjure- সত্য শপথের পর মিথ্যা সাক্ষ্য দেওয়া

Permeate— সু গর্ত দিয়ে বের হওয়া, চুয়ানো 

Permit— অনুমতি দেওয়া

Perpetrate খারাপ কাজ সম্পাদন করা

Perpetuate— চিরস্থায়ী করা 

Perplex— হতবুদ্ধি করা

Persecute— কষ্ট দেওয়া / যন্ত্রণা দেওয়া 

Perspire— ঘামানো/ ঘামা

Persuade – প্ররোচিত করা, বোঝানো

Perturb - বিঘ্ন সৃষ্টি করা, আকুল করা, বিচলিত করা

Peruse– মনোযোগ সহকারে পড়া 

Pervade ছড়িয়ে পড়া

Pester - করা, কষ্ট দেওয়া 

Pierce- বিদ্ধ করা, মর্মস্পর্শ করা

Pile- স্তপ/ জড়ো / গাদা করা

Pilter— ছোট চুরি করা

Pinch— চিমটি কাটা

Pine– কোন কিছুর জন্য আকুল প্রার্থনা করা

Place— স্থাপন করা, রাখা 

Plait— চুলে বেনী গাঁথা

Plan— পরিকল্পনা করা/ নকশা করা 

Plead— কারো পক্ষে ওকালতি করা

Please– খুশী / সন্তুষ্ট / পরিতুষ্ট করা

Pledge– প্রতিশ্রুতি দেওয়া/ বন্ধক দেওয়া

Plot— ষড়যন্ত্র করা

Plough – লাঙল চষা

Pluck— হাস মুরগীর পালক ছাড়ানো/ উৎপাটন করা/ ফুলতোলা, টান মারা 

Plug— ছিপি দ্বারা বন্ধ করা/ ছিপি লাগানো

Plump— ধপাস / ধপ করে বসে পড়া

Plunder— লুঠ করা

Plunge ঝাপ দেওয়া, ডুবিয়ে দেওয়া, নিমজ্জিত / নিমগ্ন করা, ঢুকিয়ে দেওয়া

Ply – চালানো, জাহাজ/ নৌকা ইত্যাদি নিয়মিত চলাফেরা করা

Poach- গোপনে অপহরণ করা

Point— অঙ্গুলি নির্দেশ করা, দিক নির্দেশ করা

Poise- ভারসাম্য রক্ষা করা 

Poison- দূষিত / বিষাক্ত করা

Poke— খোচা দেওয়া / মারা, গুঁতা দেওয়া/ মারা, ঢোকানো, গুজে দেওয়া 

Polish— ঘষামাজা করা, উজ্জ্বল করা, পালিশ করা, মার্জিত করা

Pollute - নোংরা করা 

Ponder করা, ভেবে দেখা

Popularize - জনপ্রিয় করা

Populate - জনপূর্ণ করা

Pore— গভীর মনোযোগের সাথে পড়া 

Possess করা, অধিকার ক

Portend - অশনিসংকেত দেওয়া

Post চিঠি পত্রাদি ডাকে ফেলা / দেওয়া

Postpone- স্থগিত করা, মুলতবী রাখা করা 

Postulate স্বতসিদ্ধ বলে ধরে নেওয়া

Pout— নিঃসারিত হওয়া, করা, বেগেধাবিত

Powder— চূর্ণ করা/ হওয়া, গুড়া করা/ হওয়া 

Practise– অভ্যাস / অনুশীলন করা, চর্চা করা 

Praise– প্রশংসা / শুনকীর্তন/ তারিফ করা 

Pray— প্রার্থনা / মিনতি/ অনুরোধ করা 

Preach ধর্মপ্রচার করা

Precipitate উপর থেকে সবেগে নীচে নিক্ষেপ করা, ঠেলে দেওয়া, নিপাতিত করা 

Predestinate পূর্ব হতে নির্ধারণ করা 

Predestine পূর্ব হতে ভাগ্য নির্ধারণ করা 

Predetermine– পূর্ব হতে নির্ধারণ করা

Predict ভবিষ্যদ্বানী করা 

Preen ঠোট দিয়ে পালক পরিপাটি করা, পরিপাটি করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া

Prefer— অধিকতর পছন্দ করা 

Prepare প্রস্তুত / তৈরী করা/ হওয়া 

Premeditate— পূর্ব পরিকল্পনা করা 

Prescribe— ঔষধের ব্যবস্থাপত্র দেওয়া

Present উপহার দেওয়া, দান করা/ উপস্থাপন/ পেশ করা

Preserve- সংরক্ষণ করা

Press – নিঙড়ানো, পেষণ করা, চাপ দেওয়া 

Presume—অনুমান করা, ধরে নেওয়া, সাহস/ স্পর্ধা দেখানো

Pretend করা, ছল করা, ছু

Prevail- হওয়া, বিনামান/ প্রচলিত

Prevaricate- সত্যের অপলাপ করা 

Prevent— বাধা দেওয়া, নিবারণ করা

Prey – শিকার করা 

Price– মুল্য নির্ধারণ করা।

Prick— খোঁচা দেওয়া, ফুটা করা, বেঁদা/ বিদ্ধ করা/ হওয়া, টাটানো, মানসিকভাবে তীব্র দংশন করা, কান খাড়া করা

Print- ছাপানো

Probe– তদন্ত করা

Proceed— অগ্রসর হওয়া এড়িয়ে যাওয়া

Proclaim— ঘোষণা করা 

Procrastinate- গড়িমসি করা

Procure – অর্জন করা, পাওয়া, সংগ্রহ করা 

Procreate– সন্তান উৎপাদন করা 

Prod— তীগ্র কোনকিছু দিয়ে খোঁচা দেওয়া

Produce— উৎপাদন করা, উপস্থাপন/ পেশ, হাজির করা

Profess— প্রকাশ্যে ব্যক্ত করা

Profit— লাভবান / উপকৃত হওয়া 

Prohibit— নিষেধ / নিবারণ করা

Prognosticate— ভবিষ্যদ্বানী করা

Project— নিক্ষেপ করা, উদ্ভাবন করা,পরিকল্পনা করা 

Prolong— দীর্ঘায়িত / বিস্তারিত / প্রসারিত করা 

Promise— অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া 

Promote– উন্নত / বর্ধিত করা, পদোন্নতি দান করা

Pronounce- উচ্চারণ করা, ব্যক্ত করা, ঘোষণা/ জারি করা

Propagate বংশবিস্তার করা, ব্যাপকভাবে প্রচার করা

Prophesy – ভবিষ্যদ্বানী করা

Propititate— শান্ত করা

Propose প্রস্তাব করা/ দেওয়া

Propound- উপস্থাপন করা 

Prorogue সংসদের অধিবেশন স্থগিত/ মূলতবি করা

Prorogate- স্থগিত/ মুলতবি করা

Proscribe— নিষিদ্ধ করা 

Prosecute- চালিয়া যাওয়া, অব্যাহত রাখা, মামলা দায়ের/ রুজু করা

Prosper— উন্নতি করা

Protect— রক্ষা করা

Protest— প্রতিবাদ করা

Protract— বিলম্বিত করা

Protrude- উদগত হওয়া

Protuberate— স্ফীত হওয়া, উদগত হওয়া

Prove—প্রমাণ করা

Provide যোগানো

Provoke— রাগানো, খেপানো, চটানো

Prowi— শিকার / লুণ্ঠনের উদ্দেশ্যে ঘুরঘুর করে বেড়ানো 

Prune— গাছ ঝোপঝাড় ইত্যাদি ছাঁটা, ছেঁটে দেওয়া

Pry – উঁকি ঝুঁকি মারা

Publish – প্রকাশ / প্রকাশিত করা 

Pucker— ভাজ করা, কুঞ্চিত করা 

Puff— মুখ থেকে ধোয়া/ বাতাস বের করা, সিগারেট টানা

Pulsate— ধুকধুক করা, স্পন্দিত হওয়া

Pulverize— গুড়া করা, চূর্ণ করা

Puncture— ছিদ্র হওয়া, বিশেষত গাড়ীর চাকা

Punch— ঘুষি মারা

Punish- শাস্তি দেওয়া

Punt— লগি দ্বারা মাটি ঠেলে নৌকা চালানো, তাস/ জুয়া খেলায় বাজি ধরা

Purchase - ক্রয় করা

Purge– বিশোধিত / শোধন করা।

Purify— পবিত্র করা

Purr— ঘড়ঘড় শব্দ করা

Pursue- পশ্চাদ্ধবন করা, অন্বেষণ করা, বিবেক তাড়া করা, চালিয়ে যাওয়া

Purloin- চুরি করা

Purvey– সরবরাহ করা 

Push -- ঠেলা দেওয়া, ধাক্কা দেওয়া

Putrefy- পচানো 

Puzzle— হতবুদ্ধি করা



Q

Qualify যোগ্য করা, উপযুক্ত করা 

Quake ভূমিকম্পের ফলে কাঁপা, ভয়ে

Quail ভীত হওয়া

Quarrel - ঝগড়া / কলহ করা

Quash – বাতিল করা

Quaver— কাঁপা, কম্পিতস্বরে কথা বলা, গান করা

Quell – দমন / শান্ত/ প্রশমিত করা

Quench — তৃষ্ণা নিবারন করা

Quicken— ত্বান্বিত করা, প্রাণবন্ত / কর্মচঞ্চল/শক্তিমান করা

Quit— ত্যাগ করা, ছেড়ে যাওয়া

Quiver— কাঁপা, শিহরিত হওয়া

Quote- উদ্ভূত করা



R

Raddle— বয়ন করা, বোনা

Radiate– তাপ / আলো বিকিরণ করা

Rag— জ্বালাতন করা, হৈহুল্লোড় করা 

Raid— আসামী ধরার জন্য আকস্মিক হামলা করা

Rail— তীব্র গালিগালাজ/ নিন্দা করা

Rain— বৃষ্টি হওয়া

Raise— উঠানো, উত্তোলন করা

Rake— মই দেওয়া, জড়ো করা, খুঁচিয়ে তোলা 

Rally - একত্র হওয়া

Ramble- উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, অসংলগ্নভাবে কথা বলা

Ram দুরমুশ করা

Ramp তর্জন গর্জন করা

Rampage- উত্তেজিত / ক্ষিপ্ত অবস্থায় ছোটাছুটি করা

Range– সুবিন্যাস্ত করা, অবাধে চলাচল করা

Ransack— তন্নতন্ন করে খোজা

Rant— বাগাড়ম্বর করা, গাল ভরা শব্দে বক্তৃতা

Rape— ধর্ষণ করা

Rap— ঠোক্কর মারা, ধাক্কা মারা, অপহরণ করা

Rate— মূল্যায়ন করা

Ratify— অনুমোদন করা 

Rattle— ঘড়ঘড়, খটখট শব্দ করা, ঝনঝন শব্দ করা

Ravage বিধ্বস্ত/ ধ্বংস করা, নষ্ট করা, ছারখার করা লুঠ করা

Rave– প্রলাপ বোকা 

Ravel— পাক খোলা

Ravish— জোরপূর্বক ধর্ষণ করা/ বলাৎকার করা, মুগ্ধ করা, আনন্দে বিহবল করা 

Raze— ধুলিসাৎ করা, ধ্বংস / নষ্ট করা

Reach— পৌঁছানো, নাগাল পাওয়া, হাত বাড়িয়ে কোনকিছু নেওয়া/ দেওয়া

React— প্রতিক্রিয়া ব্যক্ত করা

Readjust— পুর্নবিন্যস্ত করা, পুনরায় ঠিক করা, পুনরায় খাপ খাওয়ানো

Readmit— পুনরায় ভর্তি করানো

Reafirm- দৃঢ়তার সাথে পুনরায় ব্যক্ত করা

Realign:— নুতনভাবে বিন্যস্ত করা

Realize– উপলদ্ধি করা, আদায় করা

Reap – শস্য কাটা

Rear:- লালন পালন করা

Ream পুনরায় অস্ত্রসজ্জিত করা 

Rearrange- পুনরায় সাজানো

Reanimate পূর্ণজীবিত করা

Reappear= পুনরায় হাজির হওয়া

Reascend— পুরনায় আরোহণ করা 

Reason যুক্তি দেখানো

Reassure আশ্বস্ত করা 

Rebel— বিদ্রোহ করা

Rebind— পুনবাধাই করা 

Rebuke– তিরস্কার / ভটসনা করা

Rebut— মিথ্যা বলে খন্ডন/ প্রমাণ করা 

Recalcitrate– অবাধ্য হওয়া

Recall— স্মরণ করা, ডেকে পাঠানো 

Recant— কোন মতামত/ বিশ্বাস ত্যাগ করা

Recapitulate – পুনরায় বর্ণনা করা

Recapture পুনরায় দখল / অধিকার / বন্দী করা

Recast— পুর্ণবার ছাঁচে ঢালা, পুনরায় গঠন করা 

Recede– পিছে হটে যাওয়া/ সরে যাওয়া

Receive– গ্রহণ করা, পাওয়া, অভ্যর্থনা করা দেওয়া 

Reciprocate– পরস্পর আদান প্রদান করা 

Recite – আবৃত করা

Reck- গ্রাহ্য / গণ্য করা 

Reckon - গণা, হিসাব করা, বিবেচনা/ অনুমান করা, নির্ভর করা 

Recline - হেলান দেওয়া, এলিয়ে দেওয়া/ পড়া, সটান শুনে পড়া 

Recognize চিনতে পারা, শনাক্ত করা, স্বীকার/ কবুল করা, মেনে নেওয়া

Recoil— পিছিয়ে আসা, পিছু হটা

Recollect- স্মরণ করা 

Re-collect পুনরায় সংগ্রহ করা

Recommence নুতন করে আর করা

Recommend— সুপারিশ করা

Recompense– ক্ষতিপুরণ করা/ দেওয়া 

Reconcile— পূর্ণমিলিত করা, বিরোধ মিটিয়ে ফেলা, মেনে নেওয় 

Reconstruct- পুননির্মাণ করা

Reconsider— পুর্ণবিবেচনা করা 

Reconstitute পুর্ণগঠন করা

Record— লিপিবদ্ধ করা, ধারণ করা

Recount আবার গোনা

Recoup- ক্ষতি পুষিয়ে নেওয়া

Recover— আরোগ্য লাভ করা, উদ্ধার করা

Recover নুতন ওয়াড় / খোল/ আবরন লাগানো/ পরানো

Recreate – বিশ্রাম/ আমোদ/ বিনোদন করা

Re-create— পুনরায় সৃষ্টি করা 

Rectify— সংশোধন করা, শোধন করা

Recriminate- পাল্টা অভিযোগ করা

Recuperate পুনুরুস্কার করা, রোগের পর সুস্থ হওয়া, পুনরায় লাভ করা

Recur— পুনরায় ঘটা

Recycle— পুর্ণব্যবহার উপযোগী করা

Redden- লাল করা/ হওয়া

Redeem – উদ্ধার করা, পাপমুক্ত করা/ হওয়া, ত্রাণ/ রক্ষা করা, পাওয়া, মুক্তপণ দিয়ে মুক্ত করা

Redact সম্পাদন করা

Redeliver পুনরুদ্ধার করা

Redo― আবার করা

Redouble— তীব্রতর করা / হওয়া, বৃদ্ধি করা / পাওয়া, দ্বিগুণ করা/ হওয়া

Redeploy— নুতনভাবে সমাবেশ করা

Redress - ভুল সংশোধন

Redound- ঘটা

Reduce– কমানো/ হ্রাস করা, পর্যবসিত করা



S

Sack – চাকরি থেকে বরখাস্ত করা/ থলিজাত

Sacrifice- উৎসর্গ করা

Sadden— দুঃখিত করা/ হওয়া

Salute- অভিবাদন করা

Sanctify- পবিত্র করা

Satisfy— পরিতৃপ্ত করা

Saturate— সম্পৃক্ত করা

Save - রক্ষা করা

Say - বলা

Scare – ভয় দেখাইয়া তাড়ানো

Scatter— চারিদিকে ছড়াইয়া দেওয়া

Scoft— ঘৃণা প্রকাশ করা, অবজ্ঞা/ তাছিল্য করা

Scold— তীব্র ভৎসনা করা

Scorch – দগ্ধ করা

Scrawi– হিজিবিজি করিয়া বা তাড়াতাড়ি

Scratch – ছুঁচালো বস্তুর দ্বারা চাঁচিয়া ফেলা 

Scrunch- কড়মড় করিয়া চিবানো।

Scrutinize— তদন্ত করা

Scuff— পা টানিয়া হাটা

Scuffle – হাতাহাতি করা

Scurry— দ্রুতযাওয়া

Sear— দগ্ধ করা

Search - খোঁজ করা

Seclude— সমাজ হতে বিচ্ছিন্ন করা

Secrete— গোপন করা

Secularize / Secularise– ধর্মীয় প্রতিষ্ঠানের মালিকানাকে রাষ্ট্রায়ত্ত করা

Seduce বিপথে লইয়া যাওয়া

See - দেখা 

Seek- অন্বেষণ করা

Seethe- সুই ফোটানো 

Segregate পৃথক করা

Seize - বল পূর্বক অধিকার করা

Select বাছিয়া

Sell— বিক্রয় করা

Send প্রেরণ করা

Separate— পৃথক করা

Serve কাজ করা

Set— স্থাপন করা 

Settle মিমাংসা করা

Sever— পৃথক করা 

Sew– সেলাই করা

Shake- নাড়া দেওয়া 

Shape গঠন করা

Sharpen— তী করা 

Shatter- খন্ডখন্ড করা

Shave— কামানো 

Shear— বড় কাঁচি দ্বারা ছাটা

Shed— ঝাড়া 

Shelve— তাকের উপর রাখা

Shift— স্থান পরিবর্তন করা 

Shimmer— ঝিকি মিকি করে জ্বলা

Shine– আলো বিকিরণ করা 

Shirk পরিহার করা

Shiver— কম্পিত করা

Shoot— গুলি করা 

Shorten – ছোট করা

Shoulder– দায়িত্ব গ্রহণ করা 

Shout— চিত্কার করা

Shove সজোরে ধাক্কা মারা 

Show- প্রদর্শন করা

Shrug- সামান্য কাঁধ তোলা

shuffle- মিলাইয়া ফেলা

Shun - বর্জন করা

shut - বন্ধ করা 

Sift - চালুনি দ্বারা চালা

Sigh- দীর্ঘ নিঃশ্বাস ফেলা

Signity – অর্থ প্রকাশ করা

simplify— সরণ করা

Simulate- ভান করা

Sin— পাপ করা

Sing— গান গাওয়া

Singe– ঝলসাইয়া যাওয়া

Sink— অস্ত যাওয়া.

Sip – চুমুক দেওয়া

Sit— বসা

Skip – লাফ দেওয়া

Slake- তৃপ্ত করা

Slap থাপড় মারা

Slash – এক কোপে কাটা 

Slay— হত্যা করা

Sleep-ঘুমানো

Slide— গড়াইয়া যাওয়া

Slink- চুপিচুপি যাওয়া 

Slip – পিছলাইয়া যাওয়া

slit— কালি করা

slumber- নিদ্রা যাওযা

Slump— ব্যবসায়, দর ইত্যাদি হঠাৎ পড়ে যাওয়া

Smack— সপাং সপাং শব্দ করে চাবুক মারা

Smash— চূর্ণ বিচূর্ণ করা 

Smell- ঘ্রান লওয়া

Smile – মৃদু হাস্য করা

Smirch— মলিন করা

Smoulder— ধিকিধিকি করে পোড়া

Smuggle— চোরা কারবারী করা 

Snatch — ছিনাইয়া লওয়া

Sneak – চুপে চুপে পলায়ন করা

Sneer— মুখ সিটকানো

Sneeze হাঁচি দেওয়া

Snooze- ঝিমানো 

Snort- মাস ধ্বনি করা

Snub— ধমকানো

Snow- তুষার পড়া

Snuffle নাক দিয়ে জোরে শ্বাস লওয়া 

Soak— বেশ করে ভিজানো

Soar— উপরে উড়

Sob ফুঁপিয়ে কাঁদা

Solace সান্ত্বনা দেওয়া

Solicit— আন্তরিকভাবে চাওয়া

Solve— মীমাংসা করা

Soothe— শাস্ত করা

Sow— বপন করা

Spank— থাপ্পর মারা

Spare— বাঁচানো

Spalter— ছিটানো

Speak— বলা

Specialize বিশিষ্ট করা

Specify— বিশেষ করে উল্লেখ করা 

Speed— গতিবেগ বাড়ানো

Spend— ব্যয় করা

Spit- থুথু ফেলা

splash — জল বা কাদা ছিটানো

Split— বিভক্ত করা

Spoil— নষ্ট করা

Spray — জলীয় জিনিস ছড়ানো

Spread – ছড়ানো

Spring লাফ দেওয়া

Sprinkle— বিন্দু বিন্দু ছড়ানো

Squeak— কিচমিচ শব্দ করা

Squeeze – নিংড়নো

stab- ছোরা মারা

Stabilize/ stabilise- স্থায়ী করা

stand— দাড়ানো

stare— একদৃষ্টে তাকিয়ে থাকা

Start— শুরু করা

Startle- হঠাৎ ভয়ে চমকিত করা

Starve- অনাহারে মরা

stay— অবস্থান করা

Steal— চুরি করা

Stick— লেগে থাকা

Sting – হুল ফুটানো

Stipulate - চুক্তি করা

Stir নাড়ানো

stich— সেলাই করা

Stop থামা

store সংগ্রহ করা

Straggle — ইতস্ততঃ বিচরণ করা

Stray— ইতস্তত ঘুরে বেড়ানো

Stretch — বিস্তৃত করা

Strike— আঘাত করা

Strive সংগ্রাম করা 

Struggle- সংগ্রাম করা

Study— অধ্যায়ন করা

Stultify – বোকা বানানো

Stumble— হোঁচট খাওয়া 

Stutter- তোতলানো

Submerge– নিমজ্জিত করা

Submit— আনুগত্য স্বীকার করা, 

Subscribe- চাঁদা দেওয়া

Sufside হ্রাস পাওয়া 

Subtract— বিয়োগ করা

Succeed--- কৃতকার্য হওয়া

Suck- চোষণ করা 

Suffer ক্ষতিগ্রস্ত হওয়া

Suffice– পর্যাপ্ত হওয়া 

Suffuse— ধীরে ধীরে ছড়িয়ে যাওয়া

Suggest— পরামর্শ দেওয়া 

Sult - প্রয়োজন মেটানো, উপযুক্ত হওয়া, মানানসই হওয়া, খাপ খাওয়ানো 

Summon— ডেকে পাঠানো

Supersede— স্থান অধিকার করা, অপসারণ করা

Supervise— তত্ত্বাবধান করা 

Supply— সরবরাহ করা



T

Tone - সুর দেওয়া 

Tongue– বলা/ উচ্চারণ করা

Top– সকলকে ছড়িয়ে যাওয়া 

Topple— উপর হতে নীচে নিক্ষেপ করা

Torment— পীড়ন করা

Toss— হাত দিয়ে হঠাৎ উপরে ছোড়া

Tot— যোগ করা

Total— যোগকরা

Touch- স্পর্শ করা

Tour ভ্রমণ করা

Trace– অংকন করা/ স্কেচকরা

Track— পদচিহ্ন ধরিয়া অনুসরণ করা

Trade– ক্রয় বিক্রয় করা

Traduce অপবাদ দেওয়া 

Toy – কোন বিষয়ে ঠাট্টা করা

Trail— হেঁচড়াইয়া লইয়া যাওয়া 

Tramuel— আটক করা

Tramp ভারী পদক্ষেপে হাটা 

Trample— পদদলিত করা

Tranquilize- প্রশান্তকরা 

Transact- পরিচালনা করা

Transcend অতিক্রম করা 

Transcribe- প্রতিলিপি করা

Transfer- বদলি করা/ স্থানান্তরিত করা

Transfigure- রূপান্তরিত করা 

Transform- আকার বদলানো

Transfuse- একপাত্র হাতে অন্যপাত্রে ঢালা

Transfix- বিদ্ধ করা

Transgress সীমালঙ্ঘন করা

Translate অনুবাদ করা

Transmit  হস্তান্তর করা

Transmute-- রূপান্তর সাধন করা

Transplant- একদেহ থেকে অন্য দেহে অঙ্গসংযোজন করা/ চারা লাগান 

Transport- মাল পত্র আনা নেওয়া করা

Trap ফাঁদে ফেলা

Travel-- ভ্রমণ করা

Traverse— মাঝ দিয়ে অতিক্রম করে যাওয়া

Tread- হাঁটা

Treadle পায়ে চালানো

Treat— আচরণ করা 

Treble– তিনগুণ করা

Tremble– ভয়ে কাঁপা

Trench চতুর্দিকে গর্ত করে ঘিরে ফেলা

Trick— ছলচাতুরী করা

Trickle— ক্ষীণ ধারায় প্রবাহিত হওয়া

Trill— কম্পনসহ সঙ্গীতের সুর বাজান

Trim - ছাটা

Trip – দ্রুত পদক্ষেপে হাটা

Triple— তিনগুণ করা 

Triumph – বিজয় অর্জন করা

Troop- দলবেঁধে আসা যাওয়া করা

Trot-- ছোট ছোট পা ফেলে চলা

Trouble— অসুবিধায় ফেলা

Trounce— পরাজিত করা

Trumpet— বিঘোষিত করা

Trust- আস্থা স্থাপন করা

Try – চেষ্টা করা

Tuck— এঁজে দেওয়া পোশাক খাটো করার জন্য ব্যবহৃত কাপড়কে সেলাই করে ডাল্গু করা 

Tug– হেঁক টান মারা

Tumble- গড়াইয়া যাওয়া

Tune – এক সুরে বাঁধ

Tum- ঘুরানো বা ঘোরা

Tussle-সংগ্রাম করা

Tutor— শিখানো

Twiddle অলসভাবে ঘোরানো ফেরানো

Twig- হৃদয়ংগম করা

Twill- তেরছা

Twine- পাকানো

Twinkle ঝিকমিক করা

Twist— পাক দেওয়া

Twit- ভৎসনা করা

Twitch— হেঁচকিয়ে টানা/ ছিনাইয়া লওয়া করা

Twitter— কিচির মিচির শব্দ

Type— টাইপ করা

Typify – দৃষ্টান্ত স্বরূপ হওয়া

Tyrannize— নিষ্ঠুরভাবে ও অন্যায়ভাবে শাসন করা



U

Unbar— অর্গলমুক্ত করা 

Unbind— বন্ধনমুক্ত করা

Unbend- নমনীয়/ শিথিল করা/ হওয়া

Unbolt খিল/ হুড়কা খোলা

Unbosom - মন / হৃদয় খুলে কথা বলা/প্রকাশ করা

Unburden – দুশ্চিন্তা উদ্বেগ ইত্যাদি হালকা করা

Unchain- শৃঙ্খলমুক্ত করা

Undeceive মোহ / ভুল ভেঙ্গে দেওয়া, ছলনামুক্ত করা

Underlet— কম মূল্যে ভাড়া দেওয়া 

Underline— নীচে রেখাঅঙ্কন করা

Under-mine— নীচে গর্ত / সুড়ঙ্গ খোড়া

Under-pay – কম/ বেতন দেওয়া 

Undersell-— কম দামে বিক্রি করা

Under stand- বোঝা

Undertake– দায়িত্বভার গ্রহন করা

Undervalue মূল্য ধরা করা. 

Under-whelm- উৎসাহ উদ্দীপনা / জগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হওয়া

Undo গিঁট, বাধন বোতম খোলা, পশু / নষ্ট

Undress- কাপড় ছাড়া ছাড়ানো।

Undulate দোল খাওয়া, তরাঙ্গায়িত হওয়া 

Unearth- মাটি খুঁড়ে বের করা, উদ্ঘাটন করা

Unfold— ভাজ খোলা, উম্মোচন করা

Unfurl— গোটানো অবস্থা থেকে খোলা

Un-hinge- কব্জা থেকে খোলা 

Unleash – লেলিয়ে দেওয়া, অবারিত করা

Unite- এক হওয়া/ করা

Un-lock- তালা খোলা

Unload— মাল খালাস করা

Unloose বন্ধনমুক্ত করা, ছেড়ে দেওয়া

Unmask— মুখোশ উন্মোচন করা, স্বরূপ উদ্ঘাটন করা

Unpack— মোট / গাঁটরি খোলা 

Unravel – পাক খোলা, জট খোলা, উদঘাটন করা

Unroll— পাক খোলা, বিছানো

Unseat— আসন/ গদি চ্যুত করা 

Unsettle— অস্থির/ উদ্বিগ্ন করা

Unveil— ঘোমটা খোলা, উদঘাটন করা, প্রকাশ করা, ব্যক্ত করা 

Unwind- পাক / প্যাচ খোলা, ক্লান্তিকর কাজের পর আরাম করা, হাঁপ ছাড়া

Unzip – পোশাক / থলের চেইন খোলা

Upbraid— তিরস্কার করা, ধমক দেওয়া

Update— হাল নাগাদ করা, আধুনিক করা 

Upgrade– উন্নমিত করা

Uphold—— সমর্থন / অনুমোদন করা

Uplift—নৈতিক উন্নীত করা

Uproot- উপড়ানো, উৎপাটন করা

Upset উল্টে ফেলা, উবড় করা/ হওয়া, মেজাজ বিগড়গানো, মানসিক ভাবে বিপর্যস্ত করা 

Use– ব্যবহার করা, কাজে লাগানো।

Usher সূচনা করা

Usurp– জবরদখল করা

Utilize- কাজে লাগানো, সদ্ব্যবহার করা

Utter— উচ্চারণ করা



V

Vacate খালি করা, খালি রেখে যাওয়া, ত্যাগ করা, দখল ছেড়ে দেওয়া

Vaccinate টিকা দেওয়া

Vacilate– দ্বিধা করা

Vanish– হঠাৎ অদৃশ্য হওয়া, মিলিয়ে যাওয়া

Vanquish- পরাস্ত করা, পরাভূত করা

Venerate— গভীরভাবে শ্রদ্ধা/ ভক্তি করা

Verify— সত্যতা যাচাই করা

Vex— বিরক্ত উত্যক্ত/ জ্বালাতন / হয়রান করা

Vibrate – কম্পিত / স্পন্দিত হওয়া 

Vie- পালা দেওয়া/ প্রতিযোগিতা করা

View— অবলোকন করা, দৃষ্টিপাত করা

Vility— কাউকে অপবাদ দেওয়া, কুৎসা রটনা করা, কলঙ্ক রটানো

Vindicate – সমর্থন করা, অভিযোগ যে মিথ্যা প্রমাণ করা

Violate লঙ্ঘন করা

Visit-- দর্শন করা

Vitalize— প্রানিত করা

Vitiate— দূষিত করা

Vituporate-গালিগালাজ করা

Vociferate- চিৎকার কপা

Vomit-- বমি করা

Vow— প্রতিজ্ঞা / শপথ করা



W

Waddle— হেলেদুলে চলা

wade— পানি/ কাদার মধ্যে হেটে চলা

Waffle - বকবক করা

Wag— লেজ নাড়ানো

Wage – যুদ্ধে লিপ্ত হওয়া

Wager বাজি ধরা / রাখা

Wail— বিলাপ করা

Wait— অপেক্ষা করা

Waive- দাবী ছেড়ে দেওয়া

Wallop– বেদম প্রহার করা 

Wallow— কাদা / নোংরা পানিতে গড়াগড়ি দেওয়া, ভোগ বিলাসে নিমজ্জিত থাকা 

Wander— উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো।

Wane— ক্ষীন হয়ে আসা, ক্রমস কমে আসা 

Wank— হস্তমৈথুন করা

Wangle – অন্যায় প্রভাব খাটিয়ে কোন কিছু লাভ করা

Warm - গরম করা 

Warn— সতর্ক করে দেওয়া

Warp– বেঁকে যাওয়া/ বাঁকিয়ে দেওয়া

Waste - অপচয় করা

Watch - লক্ষ করা/ রাখা, পাহারা দেওয়া, দেখা, জেগে থাকা

Water— পানি দেওয়া

Wave— দোলা/ দোল খাওয়া, হাত ইশারা করে ডাকা, তরঙ্গায়িত হওয়া

Waver— টলা, পিচুহটতে শুরু করা

Way-lay - ওতপেতে থাকা

Weaken— দুর্বল করা

Wean— মাই ছাড়ানো

Weather— টিকে থাকা

Wed— বিয়ে করা

Weigh— ওজন করা, মাপা

Welcome— সাদর সম্ভাষন জানানো

Weld— ঝালাই করা

Welsh— দেনা পরিশোধ না করা

Welter— গড়ানো, গড়িয়ে যাওয়া, রক্তে/কাদায় গড়াগড়ি খাওয়া/ করা

Whet  - দা, কুড়াল শান দেওয়া

Whimper কাতরস্বরে কাঁদা,, ঘ্যান ঘ্যান/ প্যান প্যান করা

Whine- বিলাপ করা, ঘ্যানঘ্যান করা তুচ্ছ জিনিষ নিয়ে অনুনয় অনুযোগ করা

Whip— চাবুক মারা

Whisper- কানে কানে বলা, ফিসফিস করে

Whistle- বাঁশি দেওয়া 

Whittle– চেঁচে ফেলা, চেঁচে ছোট করা

Whiz-- শা শব্দ করা

Whop— প্রহার করা

Widen- প্রশস্থ করা

Wiggle– নড়াচড়া করা

Wince ব্যাথায় আঘাত / অপমানে কুচকে ওঠা

Wink— চোখ পিট পিট করা, জেনেশুনে উপেক্ষ করা, মিট মিট করে জুলা

Winnow — শস্য ঝাড়া/ চালা

Wipe— কাপড়/ কাগজ/ হাত দিয়ে মুছেফেলা, চোখের পানি মুছে ফেলা, চোখ মুছেফেলা

Wish — ইচ্ছা করা

Withdraw– তুলে নেওয়া / উঠিয়ে নেওয়া 

Wither— শুকিয়ে/ বিবর্ণ হয়ে যাওয়া 

Withhold— ধরে/ আটকিয়ে রাখা

Withstand— চাপ, আক্রমন ইত্যাদির বিরুদ্ধে টিকে থাকা, প্রতিরোধ করা, ঠেকানো

Witness — প্রত্যক্ষ করা 

Wobble— এপাশে ওপাশে নড়া/নাড়ানো দ্বিধাগ্রস্থ হওয়া 

Worship – পুজা / ভক্তি করা

Woo— পানি প্রার্থনা করা/ প্রণয় ভিক্ষা করা 

Wonder— বিস্মিত হওয়া

Worry— দুশ্চিন্তিত হওয়া

Wrap— মোড়ানো, গুটানো, ঢেকে ফেলা


https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══