Gerund and Participle


রচনায়ঃ S M Shamim Ahmed.

ইংরেজি গ্রামারের একটি অত্যাবশ্যকীয় টপিক verb যা ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিক পড়তে গেলে বিভিন্ন জায়গায় এর আলোচনা প্রসঙ্গক্রমে চলে আসে। এই দুটি ব্যাপার ক্লিয়ার না হলে, গ্রামারের বিভিন্ন কনসেপ্টগুলোর মাঝে গ্যাপ থেকেই যায়। বিশেষ করে Finite Verb and Non- Finite Verb নিয়ে বেশি সমস্যায় পড়তে দেখা যায়। তাই আপনাদের জন্যই আর এ ক্ষুদ্র প্রচেষ্টা । আশা করি আপনাদের উপকারে আসবে।।

Verb ক্রিয়া বা কাজ
Verb শব্দটা আসছে ল্যাটিন শব্দ Verb um যার অর্থ কাজ / ক্রিয়া।কোন sentence গঠন করতে গেলে অন্যান্য পদ থাকুক আর নাই থাকুক verb অবশ্যই থাকতে হবে। আর এই জন্য Verb কে ইংরেজি sentence এর living soul বা “জীবন্ত আত্মা ” বলা হয়।

সুতরাং,Verb = A verb is an action or doing word. যে শব্দ দ্বারা কাজ করা বুঝায় তাকে Verb বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা,হওয়া বা থাকা বুঝায় তাকেই Verb বলে। ( A verb describes something, being something and having something.)
যেমনঃ ‍Sleep.laugh, go, eat,buy, sell, walk, run, see, play, write, give Do, drink, eat, work, write প্রভৃতি।

বিঃদ্রঃ সাধারণত Verb ছাড়া কোন sentence গঠন করা সম্ভব নয়। তবে চলিত কথায় দু / চারটি বাক্য হয়।
যেমনঃ
1. My best compliments to you.
2. No more today.
3. Best Luck of you.
4. Happy Birthday to you প্রভৃতি।

Classification of Verb
Verb প্রধানত দুই প্রকার:- যথাঃ
a) Finite Verb (সমাপিকা ক্রিয়া)
b) Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :

Finite verb (সমাপিকা ক্রিয়া):
যে Verb কোন sentence এর অর্থ সম্পূর্নরূপে প্রকাশ করতে পারে এবং যে Verb এর উপর Subject এর Number ও person এর কোনো প্রভাব পরে তাকে Finite verb বলে। ( The verb by which we can recognize tense and it changes according to the tenses of the action and the number and person of the subject.)
যেমনঃ
✪ Priyota (works) in a private farm.
✪ I (know) the that you work hard.
✪ I (went) to college varsity yesterday.
✪ The book is written by Humayun Ahmed.
✪ They (are) industrious.

➢Finite_Verb এর বৈশিষ্ট্যঃ
Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।
Subject এর Person, Number ও Tense অনুযায়ী verb- এর রুপের পরিবর্তন হয়।

বিঃদ্রঃ
Finite Verb ছাড়া কোন বাক্য গঠন হয় না।
Finite Verb বাক্যের প্রধান verb হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে subject এর number এবং person এর সাহায্যে এই verb এর form নির্ধারণ করা হয়। (A Finite verb can come as the main verb in a sentence, and it changes according to the tenses of the action and the number and person of the subject.)
Example: Afroza works in a bank.

Non- finite Verb ( অসমাপিকা ক্রিয়া): 
যে Verb এর উপর Subject এর Number ও person এর কোনো প্রভাব পরে না এবং Tense অনুসারে যার রুপের কোন পরিবর্তন হয় না, তাকে Non-finite Verb বলে। Non-finite Verb দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ করা হয় না।( The verb by which we can't recognize tense and it does not change according to the tenses of the action and the number and person of the subject.)

♦Non-Finite verb তিন প্রকারঃ
যথাঃ-
১. Gerund (verb+ ing যখন Noun এর কাজ করে)
২. Infinitive (to + verb এর base form)
৩. Participle (V+ing, V3, Having+V3)
যেমনঃ
১. Gerunds: walking, swimming, running.
২. Participles:doing, done, eating, eaten, drinking, drunk.
৩. Infinitives: to do, to eat, to drink, to dance.

♦বিঃদ্রঃ
Non-finite verb কখনো main verb হতে পারে না। Non-finite verb বাক্যে সাধারণত adjective অথবা adverb হিসেবে কাজ করে কিন্তু verb হিসেবে নয়। সবচেয়ে বড় কথা, Non-finite verb দ্বারা tense চেনা যায় না / যে verb এর পূর্বে সাধারণত কোন subject থাকে না।

যেমনঃ
Infinitives: to do, to eat, to drink, to dance
Participles: doing, done, eating, eaten, drinking, drunk
Gerunds: walking, swimming, running.

যেমনঃ
✪ We work hard (to prosper) in life.
✪ A (killed) snake can't bite.
✪ A (dying) man wants nothing.
✪ We found Rana (enjoying) game.
✪ S M Shamim Ahmed wished (to publish) a book.
✪ Shamim likes (to draw) a picture.

♦ব্যাখ্যা :- এখানে ১ম বাক্যে We, work-এর Subject " to prosper " verb টির নয়।ও এই verb টি দ্বারা অসম্পূর্ণ কাজ বুঝায় এবং এর দ্বারা বক্তব্য শেষ হয় না। তাছাড়া এই verb টির Subject এর উপর Number ও person এর কোনো প্রভাব পরে না এবং Tense অনুসারে যার রুপের কোন পরিবর্তন হয় না। তাই "to prosper" Non-finite verb.


►► GERUND:
Verb এর Present form এর সাথে ing ‍যুক্ত হয়ে যে word গঠিত হয় এবং উহা একই সাথে verb ও Noun এর কার্য সম্পন্ন করে তাকে, Gerund বলা হয়। তাই Gerund কে Double part of speech এর অন্তর্গত বলে ধরে নেয়া হয়, কারণ ইহা একই সাথে Verb ও Noun কাজ করে থাকে। যেহেতু gerund গুলো noun-এর মতো কাজ করে, তাই এরা noun-এর মতোই বাক্যের subject, object, preposition-এর object এবং incomplete verb এর complement হিসেবে ব্যবহৃত হতে পারে।
সংক্ষেপেঃ Gerund = verb+ing = noun = verb + noun
✪ Note : Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
Example :
✪ Swimming is good for health.
✪ Teaching is a good profession.
✪ Reading books is my hobby.
ব্যাখ্যাঃ উপরের বাক্যগুলোতে Swimming, Teaching, Reading শব্দগুলো দ্বারা কাজ বুঝিয়েছে। তাই উক্ত শব্দগুলোকে GERUND নামে অবহিত করা হয়।


►► PARTICIPLE:
যখন Verb-এর বিভিন্ন রুপ (যেমন Verb এর শেষে verb+ ing , to + verb ও V3, Having+V3 ইত্যাদি যুক্ত হয়ে) মূল Verb হিসেবে ব্যবহৃত না হয়ে যদি বাক্যে একই সাথে বাক্যে Verb ও Adjective এর কাজ সম্পন্ন করে তখন তাকে Participle বলে। PARTICIPLE-কে double parts speech ও বলা হয়।
যেমনঃ
✪ Don't pluck a (blooming) rose.
✪ A (flying) bird looks very beautiful.
✪ A (barking) dog seldom bites.
✪ A (rolling) stone gathers no moss.
✪ (Having done) my homework, I went out.
✪ The (injured) passenger was taken to the passenger.

Participle আবার তিন প্রকার:
যথাঃ
১. Present Participle (Verb + ing, যেমন,eating, sleeping )
২. Past Participle (V3 , যেমন,done, gone, taken)
৩. Perfect Participle (Having +V3 ,যেমন, having gone,Having finished) .

➢Present Participle:
Verb এর base form-এর সাথে ing যুক্ত হয়ে একই সাথে যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।
যেমনঃ
✪ The boy was (sleeping) under a mango tree.
✪ The man (shouting) at the back is rude.
✪ (Finishing) the work, he went out.
✪ A (flying) bird looks very beautiful.

➢Past Participle :
Verb এর past Participle form ( verb-এর শেষে d,ed,en,ne,t ইত্যাদি যুক্ত হয়ে) যখন বাক্যে একই সাথে বাক্যে Verb ও Adjective এর কাজ সম্পন্ন করে তখন তাকে Past Participle বলে।
যেমনঃ
✪ Shyla had (gone) there.
✪ She sent me a (written) proposal.
✪ God (gifted) things are unique.
✪ A (killed) snake can't bite.
✪ The (corrupted) are hated by all.

➢Perfect Participle:
Verb এর past Participle form-এর পূর্বে Having যুক্ত হয়ে বাক্যে একই সাথে বাক্যে Verb ও Adjective এর কাজ সম্পন্ন করে তখন তাকে Past Participle বলে।
যেমনঃ
✪ The train having stopped, we went out.
✪ The sun having set, they started for home.
✪ Having eaten rice, he went to bed.
✪ Having got no reply, we met the Principal.
✪ Having done the work, I took rest.
অর্থাৎ,
1) verb + ing (Gerund বা Participle Parciple যাই হোক না কেন)
2) to + verb
3) vpp
4) having + vpp .

♦মনে রাখা আবশ্যকঃ
Finite Verb (সমাপিকা ক্রিয়া) হওয়ার শর্তসমূহঃ
1. (to +verb) থাকলে সেটি Finite Verb হবে না।
2. verb-এর ing form কিংবা past participle-এর পূর্বে কোন auxiliary verb না থাকলে finite Finite Verb হবে না।
3. যে কোন বাক্য গঠনের সময় উপরের বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন । যেহেতু Finite Verb ছাড়া কোন বাক্য গঠন হয় না।
অর্থাৎ আমরা বলতে পারি যে,
1) verb + ing (Gerund বা Participle Parciple যাই হোক না কেন)
2) to + verb
3) Past Participle
4) having + V3
এই ৪ টি বৈশিষ্ট্যের যেকোনটি একটি থাকলেই তা Non- Finite Verb. এদের পূর্বে কোন auxiliary verb থাকবে না। এরা tense এর আওতাধীন নয়। সাধারণত বাক্যে এদের আগে কোন subject থাকবে না।
♦সব কথার শেষ কথা,
Tense চেনা গেলে/পূর্বে sub. থাকলে = Finite Verb (সমাপিকা ক্রিয়া)
Tense চেনা গেলে/পূর্বে sub. না থাকলে = Non- Finite Verb (অসমাপিকা ক্রিয়া)।

( যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)
......To be continued
Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed

# Related Searches 
Gerund and participle examples
Gerund and participle exercises
Gerund and participle in bangla
Rules of gerund and participle
Gerund and participle quiz
Gerund and participle PDF
Difference between gerund and participle with examples pdf
Identifying gerunds and participles

Related Posts:

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══