সংক্ষেপে Article - A, An, The নিয়ে আলোচনা

Article এর ব্যবহার 

সাধারণত A, An এবং The এর ব্যবহার কে Article বলে।  

Article দুই প্রকার -
1. Indefinite Article
2. Definite Article

Indefinite Article: A এবং An কে Indefinite Article বলে কারণ তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী ও বস্তুকে বুঝায়। 

Indefinite Article Singular Countable Noun এর পূর্বে বসে। 

Example:

 ⇒He bought a pen.

 ⇒The boy took an egg.


Definite Article: The কে Definite Article বলে। কারন ইহা এক বা একাধিক বস্তুু বা প্রাণিকে নির্দিষ্ট করে বুঝায়।

Definite Article, Singular এবং Plural উভয় প্রকার Noun এর পূর্বে বসে।

Example:

⇒The man is mortal.

A, An, The: 
Article a, an, the এর ব্যবহার মূলত নির্ভর করে এর পরের noun টির pronunciation (উচ্চারণের) উপর। এগুলোকে আবার determiner বলা হয়।

নিচে a, an, the এর ব্যবহার দেওয়া হলঃ

Article “a” এর ব্যবহার

✬ Consonant sound (a, e, i, o, u বাদে অন্য ইংরেজি বর্ণমালা গুলো consonant sound প্রকাশ করে) এর পূর্বে article “a” বসে। মনে রাখবেন countable noun এ consonant sound মানে “a”. A baseball, a boy, a car etc.

✬ Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে। যেমনঃ a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.

✬ “O” vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে article “a” বসে। যেমনঃ A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.


Article “an” এর ব্যবহার

✬ Singular countable noun এর প্রথম বর্ণ যদি vowel (a, e, i, o, u)দ্বারা শুরু হয়। যেমনঃ an ant, an egg, an idiot.

✬ প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে। an M.A(M:এম-AM), an LLB(L:এল-AL), an SDO(S: এস-AS) etc.

✬ H দ্বারা শুরু হওয়া শব্দে “h” উচ্চারিত না হয়ে vowel sound উচ্চারিত হলে। যেমনঃ
an hour(আওয়ার), an heir(এয়ার), an honest(অনিষ্ট) man ইত্যাদি।


Article “the” এর ব্যবহার

✬ কোন noun কে নির্দিষ্ট করে বুঝাতে তার পূর্বে definite article “the” বসে। অর্থাৎ যার সম্পর্কে পূর্বে বলা হয় অথবা দ্বিতীয় বার কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে article “the” বসে। যেমনঃ This is a nice picture. Give me the picture.

✬ Uncountable noun এর পূর্বে article হয় না। তবে noun ব্যবহারের সূত্র অনুযায়ী
uncountable noun এর পূর্বে the বসতে পারে।

✬ Cardinal number (1,2,3……..) পূর্বে article বসে না। Cardinal number এর কথা বললে ক্যালেন্ডারের কথা মনে করুন। আর ক্যালেন্ডারে ১,২,৩…সংখ্যা হিসাবে তারিখ থাকে।  ক্যালেন্ডারে তারিখের সংখ্যা আর Cardinal number সংখ্যার প্রকাশ একিই এবং এর পূর্বে article বসে না। যেমন one, two, three……. ইত্যাদি। 

অপরপক্ষে first, second, third…. ইত্যাদি ordinal number এবং ordinal number এর পূর্বে the বসে। যেমনঃ The first, the second, the third ইত্যাদি।

নিচের কবিতার শব্দগুলোর আগে article the বসে।

চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,
পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,
জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।
জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-
এর আগে The এর ব্যবহার হয় সহজে জানলাম।

★★★ এবার এসো আমরা ছন্দে ছন্দে the এর ব্যবহার শিখি

নদী,সাগর দ্বীপ পুঞ্জ
জাহাজাদি ঘিরি,পর্বত
চন্দ্র,সূর্য গ্রহ তারা,আরো যত বিশব ধারা
পৃথিবীতে একটি আছে যত
তার পূর্বে the বসবে নেই ভিন্নমত।

যেমনঃ the moon, the sun, the Red Sea, the Atlantic Ocean,  the Padma, the Himalayas, the Persian Gulf, the north, the south, the east, the west, the earth, the Indians, the Muslims, the holy Quran, the Daily Star, the Amir, the 24th October, the U.S.A, the United Kingdom.



► যেসব স্থানে Article বসে না –

★ a/an অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই plural word
এর পূর্বে article a/an বসে না। শুধু মাত্র singular এবং অনির্দিষ্ট ব্যক্তি/ বস্তুর ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়। যেমনঃ a book, a pen, an apple ইত্যাদি।

★ যেসব noun এর কোন plural form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেসব word এর পূর্বেও article বসে না। নিন্মের কবিতার মাধ্যমে word গুলো মনে রাখুন ।নিন্মের word গুলোর পূর্বে কোন article বসে না।

★ “ভাষা( bangla, French etc), খাদ্য (bread, meat etc), গ্যাস (oxygen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS) অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup,oil), ক্ষুদ্র কনা( sand, rice, flour) থাকে যদি, পাঠ্য বিষয় (physics, history, chemistry), প্রাকৃতিক বস্তু (sunshine, darkness), খেলাধুলা (football, cricket,chess) এসব বিষয় non count – করোনা অবহেলা” যেমনঃ bread, wood, oil, rice etc.
breads ×, a wood×, one oil ×, rice are × is √ eaten by me.



★★★ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ ★★★

🔯He learned --English when he was in the USA.(×)
🔯My neighbor is a photographer, let’s ask him for -- advice about color films.(×)
🔯He is -- European.(a)
🔯I only want -- little sugar in my tea. Please.(a)
🔯Metre is --unit of length.(a)
🔯-- AIDS virus infection is incurable.(×)
🔯He leads -- comfortable life.(a)
🔯He made -- few mistakes.(a)
🔯--Agriculture is an important activity in Bangladesh.(×)
🔯I need -- piece of soap to wash my dress with.(a)
🔯--Scenery is not the only thing that tourists want to see.(×)
🔯গুরুত্বপূর্ণ আরো প্রশ্ন🔯
🔯Dhaka stands on--Buriganga.--(the)
🔯I am awarded--gold medal.--(a)
🔯He lives--comfortable life.--(a)
🔯--milk is a nutritious food.--(no article)
🔯Have you seen--ewe?--(a)
🔯I read --daily ittefaq everyday.--(the)
🔯--virtuous are happy.(The)
🔯Of---two girls she is the better.-(the)
🔯It is --fact.--(a)
🔯--Bay of Bengal is to--south of Bangladesh.--(The, the)
🔯He has spent--lot of money.--(a)
🔯Dhaka is--London of Bangladesh.--(the)
🔯He took --short sleep.--(a)
🔯It is --ugly creature.--(an)
🔯Wait for--hour more.--(an)
🔯I saw--one eyed man.--(a)
🔯The cow is--useful animal.--(a)
🔯I am--MBBS.--(an)
🔯His interest in--English literature is great.--(no article)
🔯She will go and see--time.--(a)
🔯He can speak English like--Englishman.--(an)
🔯--Bangalees are a brave Nation.--(The)
🔯Shylock was--usher, wasn't he?--(an)
🔯He plays--piano well.--(the)
🔯There is --university at Savar.--(a)
🔯Honesty is--great virtue.--(a)
🔯--dog was crossing--bridge with--piece of meat in its mouth.--(A,a,a)
🔯I still have--money in my pocket.--(a little)
🔯I have never seen--airplane before.-(such a large)
🔯He has--M.A from a public University.--(an)
🔯Man এর পূর্বে কোন article বসালে মানবজাতি বোঝায়?-(কোনোটিই নয়)
কোনটি vowel নয়?--(y)
🔯কোনটিতে article এর সঠিক প্রয়োগ নেই?--(an University)
🔯Rabindranath is--Shakespeare of Bangladesh.--(the)
🔯He lives--comfortable life.-(a)
🔯Have you seen--ewe?--(a)
🔯He went to--hospital because he had--heart attack.--(no article)
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══