Rules of Using Articles ।। আর্টিকেল / পদাশ্রিত নির্দেশকের ব্যবহার


         [Articles (পদাশ্রিত নির্দেশক)]

Articles কাহাকে বলে ?
যে সকল বিশেষণ বাচক শব্দ বা অক্ষর Noun- এর  পূর্বে বসিয়া তাহার সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা  নির্দেশ করে, তাহাদিগকে Articles বলে। যেমনঃ
         The boy, A man,  An apple.

Articles গুলি সুনির্দিষ্টভাবে Noun এর সঙ্গে সংযুক্ত থাকে। ফলে এইগুলি বস্তুতঃ Adjective.
Article দুই প্রকার। যথাঃ
                              1. Indefinite Article
                              2. Definite Article

1. যে Article (A, An) কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করিয়া বুঝায় না তাহাকে Indefinite  Article বলে। যথাঃ A book( any book), An egg( any egg).

2. যে Article (The) কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করিয়া বুঝায়, তাহাকে Definite(নির্দিষ্ট) Article বলে। যথাঃ
The bird is red. (The particular bird)
The girl who sings well is my sister. (The particular girl)


        [Indefinite Article- এর ব্যবহার]

1. Consonant Letter দ্বারা word আরম্ভ হইলে তাহার পূর্বে সাধারণতঃ a বসে। ('A' is used before a word beginning with a consonant.) যথাঃ I saw a bird.
Explanation: Here, 'a' is used before the word 'bird' beginning with a consonant sound of the letter 'b'.

2. শব্দের প্রথম অক্ষর Vowel হওয়া সত্ত্বেও যদি উহার উচ্চারণ 'ইউ' (Yu). বা 'ওয়া' (wa)- এর মত হয় ।
তবে উহার পূর্বে  A বসে। (A' is used before a word beginning with cousel or courts hom the sound of yu' or wa) 
যথাঃ  
a) I met him in a European hotel.
Explanation: Here 'a' is used before a vowel having the long sound of yu (ইউ).

b) I saw a one-eyed man.
Explanation : Here 'a' is used before a word beginning with 'o' having the long sound of 'wa' (ওয়া).

3. সাধারণতঃ শব্দের প্রথমে Vowel থাকিলে ইহার পূর্বে an বসে।(An is  used before a wond begin. ning with a vowel) যথাঃ An inkpot, An ass, An ant ইত্যাদি।
   Rahim saw an apple.

Explanation: Here an' is used before the word apple beginning with a vowet.

4. শব্দের প্রথমে Consonant থাকা সত্ত্বেও যদি উহার উচ্চারণ Vowel- এর মত হয়, তবে a না বসিয়ে an বসিবে। (An is used before in consonant having the sound of vowel in the beginning)
যথা: An M.A. , An L.L.B.
His brother is a B. A. but my sister is an M.A.

Explanation: Here 'an' is used before a consonant (M) with a vowel sound (a) in the beginning.

5. শব্দের প্রথমে অনুচ্চারিত (Silent) Hথাকিলে ইহার পূর্বে 'an' বসে [An is used  before a word
begining with silent h)যথাঃ An hour. An heir. (An) A hotel.
He is an honest man.

Explanation: Here 'an' is used before a word honest beginning with silent 'h', Note: অধুনাকালে a hotel বলা হইয়া থাকে এবং ইহা বহুল প্রচলিত। “হোটেল” বলিলে- a."ওটেল”বলিলে an হইবে, তবে সকলেইa ব্যবহার করিয়া থাকেন । খ্যাতনামা অভিধান লেখক Fowler যদিও historian এর পূর্বে an ব্যবহার করিয়াছেন, কিন্তু আধুনিক অভিধান অনুযায়ী historian- এর পূর্বে a ব্যবহার করিতে হবে।

6. Proper Noun এর পূর্বে কোন article বসে না, কিন্তু তুলনার্থে Proper Noun যখন Common Noun রূপে ব্যবহৃত হয়, তখন তাহার পূর্বে বসে। (When 'a' Proper Noun is used as a Common Noun in case of comparison, 'a' is used before that)যথাঃ : You are a Nazrul, I see.
Explanation: Here 'a' is used before a Proper Noun to denote it as a Common Noun.

7. Abstract Noun যখন Concrete Noun রূপে ব্যবহৃত হয়, তখন তাহার পূর্বে বসে (A is used before an Abstract Noun when it is used as a Concrete Noun.)
Mamtazmahal was a beauty.

8.অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাইতে a বসে। যথাঃ
One morning a dog came to my house (a certain dog).
বিঃ দ্রঃ Common Noun কে সমগ্র জাতি বুঝাইতে কখনও কখনও যে 'A' বা 'An' বসে, তাহাকে Generalising A বা An বলে । যথাঃ A cow is a useful animal (any cow or cows). 

9. 'A' Preposition feat He went-a-hunting. (on hunting).


                      [Uses of "The']

1. নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাতে The বসে। ("The is used before a person or a thing particularised.)যথাঃ The girl is laughing. Explanation: The girl is a particular one.
Hence 'the' is used.

2. জাতি বুঝাইতে Singular Common Noun- এর পূর্বে 'The' বসে। ('The' is Singular Common Noun to denote the whole class.) যথাঃ
The rose is a lovely flower.
The horse is a beautiful animal.
Explanation: Here The' is used before a Singular Common Noun to generalise the whole class.


3. জাতি বুঝাইতে Adjective- এর পূর্বে 'The' ৰসে এবং যখন শ্রেণীর সমস্ত ব্যক্তিকে বুঝায়, তখন উহাকে Plural Noun রূপে গণ্য করা হয়।(The is used before an Adjective with Plural Nouns indicate the whole class.) যথাঃ The poor are not always happy.
Explanation: Here the is used before an adjective 'poor' to indicate a Plural Number and a class of poor men.

4. চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, নক্ষত্র প্রভৃতি নির্দিষ্ট এককের পূর্বে 'The' বসে । (The is used before Singular Noun that by their very nature cannot signify more than one object.)
   The sun, The earth, The moon.
       The sun gives us light.
Explanation: Here The is used before a Noun sun which cannot signify more the one object.

5. ঝতু এবং দিকের নামের পূর্বে The বসে। (The is used before the name of a season and direction). যথাঃ The Spring, The East,
The sun rises in the East.
Explanation: Here The is used before the name of a direction East.

6. নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, জাহাঙ্গ, ধর্মগ্রন্থ ইত্যাদির নামের পূর্বে The বসে। (The is used before the name of a river sea. gulf, ocean, group of islands, mountai ranges, ship. holy book etc.) 
যথাঃ- 
- নদী -The Karotoa. 
- সাগর-  The Red Sea. 
- উপসাগর The Bay  of Bengal 
-  মহাসাগর The Atlantic Ocean. 
-দীপপুঞ্জ  The Andamans.
 - জাহাজThe Titanic. 
- ধর্মগ্রন্থ - The Quran.

i) The Quran is a holy book.
Explanation:- Here the is used before the name of a holy book. 
ii) The Andamans are a group of islands.
Explanation:- Here 'the' is used before the name of a group of islands.

7. অর্থপূর্ণ ভৌগোলিক নাম বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা, হোটেল, সিনেমাগৃহ, সংবাদপত্রের নাম ও তারিখের পূর্বে  The বসে।(The is used before the descriptive geographical names, noted public places, important historical events, hotels, cinema houses, newspaper
and dates)
অর্থবোধক ভৌগোলিক নাম The Punjab
সংবাদপত্র- The Observer. 
ঐতিহাসিক ঘটনা-The Spy Mutiny 
তারিখ- The 6th March.
 বিখ্যাত প্রাসাদ - The Tajmahal

i) The Punjab is a land of five rivers Explanation:- Here 'the is used before a descriptive geographical name Punjab.

ii) The Second World War is a sad event. Explanation:- Here 'the is used before the name of an important historical event.

8. Possessive Adjective-এর পরিবর্তে  The বসে।The is used as a substitute for the Possessive Adjective).যথাঃ  He struck me on the (my) head.
Explanation:- Here 'the is used in place of a Possessive Adjective

9. Superlative degree - the (The is used before an Adjective in the superlative degree). He is the best boy in the class.
Explanation: Superlative degree "best" takes a 'the before it.

10. একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হইলে যাহার সঙ্গে তুলনা করা হয়, তাহার পূর্ণ 'The' বসে । অর্থাৎ সমগোত্রীয় Noun- এর সহিত তুলনা করিতে Proper Noun এর পূর্বে 'The' বসে
(The is used before a Proper Noun in the case of comparison). Madhusudan is the Homer of India.
Narayanganj is the Dundee of Bangladesh.
Bankim is the Scott of Bengal.
Explanation: The Scott is used to compare Bankim with 'Scott'. Hence the proceed the proper noun.


11. কোন ব্যবসায় বা পেশা বুঝাইলে তাহার পুর্বে The বসে। [The is used before word denot-ing profession)  যথা:- The Mr. Jaman joined the Bar.
Explanation: The is used before the name of some profession represented by symbol. Here the is used here before 'Bar

12. নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ, ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাইলে, Material Noun এবং Abstract "Noun এর পূর্বে The'  বসে।  (The is used before a Material Noun and an abstract Noun when it is particularised). যথাঃ The water of this pond is muddy.
The gold of this ring is pure.

Explanation: The gold-Material Noun gold takes the before it as it is particularised.
The kindness of Hazrat Omar is well known

Explanation: The kindness- Abstract Noun Kindness' takes 'the' before it when par- icularised. (The' is used before an Abstract Noun Kindness' to show the particular
kindness of Omar)

(13, জাতি, সম্প্রদায় বা দলের নামের পূর্বে The বসে [The' is used before the name of the parties]. যথাঃ partie The Bangalees are brave.

14. Superlative sense- এ ব্যবহৃত কিম্বা Adverb রূপে ব্যবহৃত Comparative Degree- এরAdjective- এর পূর্বে The বসে । (The is used before a Comparative Degree used as an Adverb or used to give the Superlative sense.) 

যথা: The sooner,  the better.
The more you read, the more you learn.

Explanation: Here the used before a comparative degree used as an adverb. 

15. Abstract idea বুঝাইবার জন্য Common Noun বা Adjective- এর পূর্বে 'The' বসে।( The is used before a Common Noun or an Adjective when it wants to mean an abstract idea.)
Check the beast (পশুতাব) in you.
The father (fatherly affection in him rose up at this sight.

16. প্রথম, দ্বিতীয় ইত্যাদি সংখ্যা যখন অক্ষর দ্বারা ইংরাজীতে লেখা হয়, তখন ইহার পূর্বে 'The' বসে। (The is used before an ordinal number written in letters in English)
He was the first man to arrive.

17. বাদ্যযন্ত্রের পূর্বে 'The' বসে (The' is used before musical instruments)
He can play the flute.


18. 
a) একই ব্যক্তি বা বস্তু বুঝাইতে and দ্বারা যুক্ত প্রথম Noun- এর পূর্বে 'The' বসে। যথাঃ
The Secretary and Headmaster is an honest man.
b) কিন্তু যদি বিভিন্ন মানুষ বা বস্তুকে বুঝায়, তাহা হইলে প্রত্যেকটির পূর্বে 'The' বসে । যথা: The Headmaster and the Secretary are talking in the office.

19. বাংলা শব্দের পরে টি, টা, খানা, খানি প্রভৃতি যুক্ত থাকিলে উহাদের পূর্বে 'The' বসে । যথা : গরুটি- The cow. মোটরগাড়ীখানা- The car.

20. বাংলা শব্দের শেষে গণ, গুলি প্রভৃতি যুক্ত থাকিলে 'The' বসে

যথাঃ : শিক্ষকগণ- The teachers. The students.


        (কোথায় Atricle-এর ব্যবহার নিষিদ্ধ)

a) যখন কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করিয়া বুঝায় না তখন Plural Common Noun- এর পূর্বে
The' বসে না । যথা Cows give us milk. Dogs are faithful animals.

b) নির্দিষ্ট করিয়া কিছু না বুঝাইলে Material noun, এবং abstract noun এর পূর্বে  The বসে না। 
Water has no taste.
Honesty is the best policy.


c) 
(i) সাধারণত: Proper Noun এর পূর্বে Article বসে না।
যথাঃ  Rabindranath was a great poet.
          Bogra is a small town.

(ii) যখন Proper Noun- এর পূর্বে Article বসে, তখন উহা Common Noun রূপে গণা হয় । 
যথা :
This man is a second Nazrul. (i, e. Poct is great as Nazrul)


d) Proper Noun এর Adjective রূপে common noun ব্যবহৃত হইলে উহার পূর্বে Article বসে না।যথাঃ Headmaster Baset is an honest man.

e) Pronominal Adjective বা Numeral Adjective যদি  Common Noun কে qualify তখন ইহার পূর্বে Article বসে না। 
যথাঃ  This is his book.
He gave me this ring.   

f) 
(i) ভাষার নামের পূর্বে 'The' বসে না । যথাঃ
  He  speaks in Urdu.
The English can speak English.
(ii) কিন্তু ভাষার নাম Adjective রূপে ব্যবহৃত হইলে তাহার পূর্বে The' ব্যবহৃত হয়। 
যথা:
The English language is an international language.

g) 
(i) রাস্তা বা পার্কের নামের পূর্বে 'The' বসে না । যথা  Rahim goes to Marina Park.
I have a shop in Rankeen street.

(ii) কিন্তু নামের শেষে 'Road' থাকিলে ইহার পূর্বে 'the' বসে। যথাঃThe Islampur road is busy.


h) Vocative Case ( সম্বোধন পদ) এ Common Noun- এর পূর্বে 'the' বসে না ।

i) হ্রদের নামের পূর্বে 'the' বসে না ।

j) 
(i) রোগের নামের পূর্বে 'the' বসে না।
(ii) কিন্তু বিশেষ কতকগুলি রোগের নামের পূর্বে 'the' বসে। যথা: The gout, The measles 

k) বার বা মাসের পূর্বে 'the' বসে না। যথা January is the first month of the year.
He came here on Monday.

l)  Elect appoint, select, crown, make প্রভৃতি Verb- এর Complement- এর পূর্বে A বসে না। যথা:
He was elected President.
They appointed him Headmaster.
কিন্তু নির্দিষ্ট করিয়া বুঝাইলে 'the' ব্যবহৃত হয়। যথা : We made him the chairman of the meeting.

m) 
(i) Market, school, college, work, table, bed hospital, prison প্রভৃতি Noun Primary উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন ইহাদের পূর্বে Article বসে না । যথা:
We go to bed (to sleep).
I went to school (as a pupil as a teache
We can be at mosque (to say prayer).

ii) কিন্তু কোন উদ্দেশ্যে এই সকল স্থান পরিদর্শন করিলে বা এই সকল স্থান নির্দিষ্টভাবে উল্লেখ ইহাদের পূর্বে 'the' বসে। যথা : I went to the market to meet you.

n) Travel (ভ্রমণ করা), come (আসা), go (যাওয়া) প্রভৃতি Verb এর পর যানবাহন বা ভ্রমণ পথের কোন Article বসে না। যথাঃ I went to Bogra by bus. They went to Mecca by sea.

o) কতকগুলি Phrase এ Singular Noun- এর পূর্বে Article বসে না।
যথাঃ At home, in hand, at morning, at night, lose heart, from top to bottom, from hand to mouth.

P) খোদার নামের পূর্বে 'the' বসে না : God is kind.

q) মানব জাতির আগে 'the' বসে না । যথা: Man is mortal.

r) আত্মীয়-স্বজনের পূর্বে Article বসে না।
যেমনঃ father, mother, uncle, aunt ইত্যাদি এ (our cook) ও nurse (our nurse). যেমনঃ Father has gone home.
 

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══