Article Rules বাংলা

ARTICLES

পদাশ্রিত নির্দেশক

A, an এবং the-কে Article বলা হয়। 

Article, Adjective-এর ন্যায় Noun-কে describe (বর্ণনা) করলেও এরা Adjective নয় । কারণ Adjective-এর positive comparative এবং superlative degree আছে কিন্তু Article-এর তা নেই। আবার Adjective এর predicative use রয়েছে যা Article এর নেই।

Article-কে দুভাবে ভাগ করা যায়। যথা —
1. Definite Article
2. Indefinite Article

1. Definite Article: The-কে Definite Article বলা হয়। কোনো Noun-কে নির্দিষ্ট করাই Definite Article-এর কাজ। 

2. Indefinite Article: A এবং an কে Indefinite Article বলা হয়। কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাতে Indefinite Article ব্যবহৃত হয়।

SOME USES OF 'A' & 'AN'

01. সাধারণত শব্দের প্রথম অক্ষর Consonant হলে তার পূর্বে a বসে এবং Vowel হলে তার পূর্বে an বসে। 
যেমন- This is a pen.
It is an orange.
That is an egg.
That is an umbrella.
She is eating an orange.
Alam is a good student. 
That is a table.
It is a magazine.


02. কোনো শব্দের প্রথম অক্ষর Vowel হলেও তার উচ্চারণ 'ইউ'-এর মতো হয় তাহলে এর পূর্বে an না বসে a বসে।
যেমন— 
This is a useful shirt. 
Mr Brown is a European.
Kabir has killed a ewe.
The students formed a union.


03. যদি কোনো শব্দের প্রথম অক্ষর 'o' হয় এবং এর উচ্চারণ যদি  'ওয়া' (wa)-এর মতো হয়, তবে তার পূর্বে an না বসে a বসে।
যেমন- 
The students staged a one-act play. 
I saw a one-legged man in the street.
The man helped a one-eyed man.
Please give me a one-taka note.


04. কোনো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant হলেও যদি এর উচ্চারণের সময় প্রথম Vowel আসে তাহলে an বসে।
যেমন- Mr Ali is an MA.
Mr Shawkat is an LMF.



05. কোনো Word-এর প্রথম অক্ষর অনুচ্চারিত ‘h’ হলে তার পূর্বে a না বসে an বসে ।
যেমন- The old man has an heir.
Mr Khan is an honourable man.
Abir was an honest man. 
He was late by an hour.


06. কোনো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant হলে তার উচ্চারণ যদি Vowel এর ন্যায় না হয়ে Consonant-এর ন্যায় হয় তবে তার পূর্বে a বসে।
যেমন- Mr Alam is a BA.
Shahin is a CA.
Babul is a BA. B.Ed.


07. জাতি বুঝাতে Common Noun এর পূর্বে a বা an বসে ।
যেমন- A dog, A cow, A woman, An ant, An inkpot, An old man. 
A dong is stronger than a cat.


08. কিন্তু মানবজাতি বুঝাতে man এর পূর্বে কোনো Article বসে না ।
যেমন- Man is mortal.
Woman is man's partner in life.


09. Countable Singular Common Noun-এর পূর্বে a বা an বসে।
যেমন- It is a book.
I have a pen.
That is an owl.


10. দুই বা ততোধিক Adjective একই বস্তু বা ব্যক্তিকে qualify করলে কেবল প্রথম Adjective-এর পূর্বে a বা an বসে।
যেমন- Mr Sabbir wants a red and blue pen.
I want a blue and white shirt.
I want a beautiful and white bird. 


11. তুলনা অর্থে Proper Noun যদি Common Noun রূপে ব্যবহৃত হয় তবে তার পূর্বে a বসে।
যেমন- 
You are a Shakespeare, I see. 
You will be a Fazlul Hoque.
He is a Monirul, I think.


12. Abstract Noun যদি Concrete Noun রূপে ব্যবহৃত হয় তবে তার পূর্বে a বসে ।
যেমন- Momtaj is a beauty.
He is a needy.


13. Emphasis বা জোর বুঝানোর জন্য অনেক সময় a বা an বসে।
যেমন- 
Not a girl was present.
Not a gun was fired. 
Not a drop of water was in the pot.



SOME USES OF THE

The একটি definite article. কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাতে 'the' article নির্দিষ্ট করে বসে। 
নিম্নে এর ব্যবহার দেয়া হলো:

14. কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝালে তার পূর্বে the বসে।
যেমন— 
This is the novel which I want. 
Let us start the play. 
The book is on the table.
The girl is running about.


15. ব্যক্তি বা বস্তুর সবগুলো এক জাতীয় বুঝালে তার পূর্বে the বসে। অর্থাৎ Common Noun-এর পূর্বে the বসে।
যেমন—
The dog is a faithful animal.
The cow is a domestic animal. 
The bird has two wings. 
The lichi is a juicy fruit.


16. কিন্তু একই জাতীয় সকলকে বুঝাতে a বা the ছাড়াও Plural Number ব্যবহার করা চলে। সে ক্ষেত্রে Plural-এর পূর্বে the বসে না ।
যেমন- 
A cow is a domestic animal. 
The cow is a domestic animal.
Cows are domestic animals.


17. Adjective-এর পূর্বে the বসে একই জাতীয় সকলকে বুঝাতে পারে এবং উক্ত Adjective-টি Plural Common Noun রূপে ব্যবহৃত হয় । এরূপ the-কে generalizing the ' বলা হয়। Generalize শব্দের অর্থ সাধারণ শ্রেণিভুক্ত করা।
যেমন- 
The rich are not always happy.
The lame should be helped.
The educated are respected everywhere.


18. Possessive অর্থে article 'the' বসতে পারে। একে Possessive the বলা হয়।
যেমন- Badal struck him on the head. 
Pull out him by the ear.


19. কোন পরিচিত বস্তু বুঝালে তার পূর্বে ‘the’ বসে।
যেমন- Let me go to swim in the river.
He met me in the park.
They were cutting paddy in the field. 


20. Adjective-এর Superlative Degree-এর পূর্বে the বসে এবং Comparative Degree-এর পূর্বেও অনেক সময় the বসে।
যেমন— He is the best boy in the class. Kariman is the oldest woman in our village.
He is the better of the two.


21. নদী, সাগর, সমুদ্র প্রভৃতির পূর্বে the বসে। যেমন— Dhaka stands on the Buriganga.
The Pacific is the largest ocean. 
The ship started over the Atlantic.
The Bay Bengal is the South of Bangladesh.


22. Unique বা অদ্বিতীয় বস্তুর পূর্বে article 'the’ বসে । 
যেমন— The carth moves round the sun.
The sky is cloudy.
The moon looks beautiful.
The sun rises in the east.


23. বিখ্যাত পর্বতমালা ও বিখ্যাত দ্বীপপুঞ্জের নামের পূর্বে the বসে। 
যেমন – The Himalays are on the north-east of India.
The sailor crossed the East Indies.


24. কিন্তু শুধু একটি পর্বত বা দ্বীপ বুঝালে তার পূর্বে ‘the’ বসে না।
যেমন- Saint Martin is an island. 
He comes from Cylone.


25. প্রসিদ্ধ ধর্মগ্রস্থ ও প্রসিদ্ধ পত্রিকার নামের পূর্বে ‘the’ বসে।
যেমন- The Quran is a holy book.
The Observer is a daily Newspaper.


26. জাতির নামের পূর্বে ‘the’ বসে।
যেমন - The English are a brave nation.
The Muslims are Allah fearing.


27. জাতির পূর্বে the বসলেও ভাষার নামের পূর্বে the বসে না। 
যেমন- He speaks English well.
Fazlul Huq speaks in Bengali.


28. যদি Common noun Abstract noun রূপে ব্যবহৃত হয় তবে তার পূর্বে ‘the’ বসে। 
যেমন- Check the beast in you.
The mother in her rose.


29. Uncountable noun-এর পূর্বে the বসে না। তবে কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বুঝালে Material noun এর পূর্বেও the বসে।
যেমন- The water of this pot is clean. 
The gold of this ring is pure.


30. ঋতুর নামের পূর্বে ‘the’ বসতে পারে আবার নাও পারে।
যেমন– The spring is the best season of all
It is rainy season now.


31. কোনো প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে 'the' বসে।
যেমন— 
The Punjab is the land of five rivers. 
The United States of America is rich as well as powerful.


32. Ordinal Number এর আগে the বসে। 
যেমন- He is the first to see me.


33. দুটি Noun যদি and দ্বারা যুক্ত হয় এবং পৃথকভাবে দুজন ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তখন উভয় Noun এর পূর্বে the বসে। 
যেমন— 
Mr Azizul Haq is the Headmaster and Secretary of Shallah High School. 
(একই ব্যক্তি) 

The Headmaster and the Secretary are present in the meeting. (দুজন আলাদা ব্যক্তি)


34. দুই বা দুইয়ের অধিক Adjective কোনো Noun-কে qualify করলে প্রত্যেকটি Adjective-এর পূর্বে the বসবে এবং Noun-টি singular হবে অথবা কেবল প্রথমটির পূর্বে the বসবে, কিন্তু Noun-টি plural হবে।
যেমন— Habib has finished the 3rd and the 4th part of the work.
He has done the fifth and the sixth part of the work. 


35. একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যে Noun বা Pronoun-এর সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে the বসে। 
যেমন– Nazrul is the Byron of Bangladesh.
Narayanganj is the Dundee of Bangladesh.



The-এর আরও কিছু ব্যবহার :

ব্যবহারভেদে the-এর বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে। নিম্নে তা বর্ণনা করা হলো :

36. The ‘familiar the’: যখন The কোনো বিশেষ পরিচিত Noun-এর পূর্বে বসে তখন তাকে অধিক পরিচিত করার জন্য নতুন কোনো শব্দ বা শব্দসমষ্টির দরকার হয় না। তাই তাকে familiar the বলা হয়।
যেমন— He went to the club.
The sun rises in the east.
The sun, the moon and the earth are created by Allah. 


37. The ‘generalising the’: The যখন কোনো Singular common noun বা Adjective-এর পূর্বে বসে class বা kind বুঝায় তখন তাকে generalising the বলা হয়।
যেমন— 
The tiger is a beast of prey.
The poor are not always unhappy.
The cow is a domestic animal.
The rich are not always happy.


38. The ‘defining the’: উচ্চারিত বা অনুচ্চারিত কোনো qualifying word, phrase বা clause দ্বারা সীমাবদ্ধ Noun-এর পূর্বে যে the ব্যবহৃত হয়, তাকে 'defining the' বলা হয় ।
যেমন- You have lost the book that I gave you. 
Who gave you the red pencil?


39. The “possessive the": Possessive Adjective-এর পরিবর্তে যে the বসে তাকে possessive the বলা হয়।
যেমন- The ruffian struck me on the (= my) head.


40. The ‘instrumental the’: যখন Adjective বা Adverb-এর পূর্বে the বসিয়ে দুটি জিনিসের মধ্যকার উঠানামা বুঝানো হয়ে থাকে, তখন তাকে instrumental the বলা হয়। 
যেমন- 
The more the merrier. 
The sooner, the better. 
The more you read, the more you learn.

👉  মূলত এরা Article নয়। প্রথম the, relative adverb এবং দ্বিতীয় the, demonstrative adverb.



OMISSION OF ARTICLES

41. Proper noun, Material noun এবং Abstract noun এর আগে সাধারণত কোনো Article বসে না।
যেমন- 
Columbus discovered America.
Marconi invented Radio.
Water is liquid. 
Honesty is the best policy.


42. Common noun যখন Plural number-এ ব্যবহৃত হয় এবং নির্দিষ্টভাবে কোনো কিছুকে না বুঝায়, তখন এর পূর্বে Article বসে না।
যেমন- 
Birds are flying in the sky at large. 
Cows give us milk. 


43. কোনো নামের পূর্বে ব্যবহৃত উপাধি বা পদমর্যাদা বিষয়ক শব্দের আগে the বসে না।
যেমন- Poet Shakespeare is known to all.
Mr Zia, President of Bangladesh, was energetic and popular.


44. কিন্তু নামের উল্লেখ না থাকলে the বসে।
যেমন- The poet has written this poem.
The president of the USA is known to all.


45. আমার আম্মা, আমার ভাই, আমার আব্বা ইত্যাদি অর্থে কোনো Article বসে না ।
যেমন— 
I have written to my mother for money. 
My brother is walking the child.


46. Common Noun-এর পূর্বে Pronominal অথবা Numeral Adjective থাকলে Article বসে না।
যেমন— Each boy should bring his pen. 


47. Common noun যদি Vocative case হিসেবে বসে তবে এর আগে Article বসে না।
Go home, friend.
Mother, give me a taka.
Girl, do not tell a lie. 


48. সাধারণত কোনো রোগের নামের পূর্বে the বসে না । 
Small pox is a dangerous disease.
Cholera has broken out in the village.


49. Allah এবং এর qualifying word-এর পূর্বে Article বসে না।
Allah is merciful.
Allah will help us.


50. সংশ্লিষ্ট কাজের জন্য নির্ধারিত স্থানে গেলে এর পূর্বে কোনো Aticle বসে না।
My son goes to school everyday. 


51. Man দ্বারা মানবজাতিকে বুঝালে এর পূর্বে Article বসে না।
Man is mortal.

....................................

Related Searches:

article rules
article exercise
article rules bangla
Indefinite Articles with Uncountable Nouns
Definite and Indefinite Articles (a, an, the) 
use of articles 
Rules of Using Articles with Examples
Using Articles—A, An, The 
A, an, and the: how to use articles in English


https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══