Propositon কে গঠন ও কার্যের ভিন্নতা অনুসারে ছয় ভাগে ভাগ করা যায়।
1. Simple Prepostition
2. Double Prepostition
3. Compound Prepostition
4. Phrase Prepostition
5. Participle Prepostition
6. Disguised Prepostition
1. Simple Prepostition : সাধারণত একটি word দ্বারা এই Prepostition গঠিত হয় বলে একে Simple Prepostition বলা হয়।
যেমন: At, on, by, from, for, with after, of, off ইত্যাদি।
2. Double Preposition: দুইটি Simple Preposition যখন একত্র বা যুক্ত হয়ে একটি Preposition এর মত একটি Sentence এ ব্যবহৃত হয় তখন তাকে Double Preposition বলা হয়।
যেমন:
Within (with + in),
into (in + to),
out of (out + of),
onto (on + to) ইত্যাদি ।
3. Compound Preposition: Noun বা Adjective বা Adverb এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠিত হয়, তাকে Compound Preposition বলে। Compound prepostition গঠন করতে সাধারণত on এর স্থলে a এবং by এর স্থলে b বা be হয়।
যেমন:
behind = by (be) + hind.
beside = by(be) + side.
Abetween = by(be) + twin.
beyond = by(be) + yond.
below = (by + low).
tong = (on + long)
Above =(on + by +up)
bout = (on + by + out)
Swift = (on + cross)
4. Phrase Preposition: যদি দুই বা ততােধিক Preposition একক হয়ে একটি একক Preposition রূপে ব্যবহৃত হয় তখন তাকে Phrase Preposition বলে ।
যেমন:
In frount of, instead of, on account of, by means of, look for, because of, in spite of ইত্যাদি ।
5. Participle Preposition:
Present Participle বা Past Participle কোন Sentence এ যদি Preposition এর মত ব্যবহৃত হয় তখন তাকে Participle preposition বলে।
যেমন: assuming, according, concerning, regarding, speaking, during, regarding ইত্যাদি।
Examples:
1. I know nothing - his age.
Ans: I nkow nothing regarding his age.
[Regarding = about (সম্বন্ধে) = এটি একটি Participle Preposition]
6. Disguised Preposition: কোন কোন ক্ষেত্রে at, of, on preposition এর পরিবর্তে বা o' ব্যবহৃত হয় । Sentence এ ব্যবহৃত এরূপ a বা o' কে Disguised Preposition বলে।
Examples:
1. It is seven o'clock. (o=of)
2. He went a hunting. (a = on)
3. He comes here twice a week. (a = in)
এছাড়া আরাে এক ধরনের Preposition রয়েছে:
Detached Preposition: Interrogative Pronoun (or adverb) বা Relative Pronoun (or adverb) এর সাথে সম্পর্কযুক্ত Preposition উহাদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে উহাদের পরে বসে। এরূপ Preposition Detached Preposition বলে।
Examples:
1. Where are you coming __ ?
Ans: Where are you coming form?
2. Whom were you talking __ ?
Ans: Whom were you talking to?
Idiomatic Uses of Some Prepositions
on, in, at, up
Place এর ক্ষেত্রে : এক্ষেত্রে বৃহৎ ক্ষেত্রে (গ্রহ, উপগ্রহ) On, এর চেয়ে ছোট ক্ষেত্রে (মহাদেশ থেকে শহর) In বসে। শহর থেকে আরও ছোট স্থানের ক্ষেত্রে At বসে।
on → earth
in → Asia, Bangladesh, Dhaka
at → home, Wari, Simultoli
Example:
1. The Earth is a planet that we live in.
2. We live in Bangladesh.
3. Simultoli is situated in Gazipur.
4. Oh no, I left my mobile at home.
5. He will set up a shop at the end of the year.
উপরের sentence গুলােতে যথাক্রমে ‘Earth', 'Bangladesh', 'Gazipur' এবং সর্বশেষে 'home' এর উল্লেখ রয়েছে।
'Earth' বৃহৎ ক্ষেত্র হিসেবে on; 'Bangladesh' এই Earth এর চেয়ে ছােট ক্ষেত্র অর্থাৎ পৃথিবীর একটি দেশ হিসেবে in;
Gazipur ও ঠিক তেমনি পৃথিবীর একটি দেশের শহর হিসেবে in;
এবং
'home' একটি ছােট স্থান হিসেবে at - এ সকল Preposition এর উল্লেখ রয়েছে।
সময় এর ক্ষেত্রে : এক্ষেত্রে বৃহৎ সময়ের ক্ষেত্রে (শতাব্দী থেকে সপ্তাহ) in, এর চেয়ে ছোট হলে এবং ক্ষুদ্র সময় বা point of time এর ক্ষেত্রে at বসে।
in century, year, month, fortnight, week. শতাব্দী, বছর, মাস, পক্ষ/দু সপ্তাহ
on → day, date (দিন, তারিখ)
at → 6 a.m. (সকাল ৬ ঘটিকা)
6 a.m. হল Morning এর একটি অংশ। কাজেই 6 a.m. এর আগে At এবং Morning এর আগে In the বসবে।
সময়ের আগে At বসলে The বসে না, কিন্তু In বসলে The বসে। ঘণ্টার আগে At বসে কিন্তু মিনিট বা সেকেন্ডের আগে In বসে।
বাক্য : There are 31 days in May.
Shamol will come on Thursday.
We left at 2 o'clock.
Note:
(i) Dawn, sunrise, morning, noon, midday, afternoon, evening, dusk, twilight, nightfall, sunset, midnight, daybreak প্রভৃতির আগে at ব্যবহার করলে এদের আগে the বসে না কিন্তু in ব্যবহার করলে এদের আগে the বসে।
I got up at morning. (in the morning)
I eat my meals at noon. (in the noon)
(ii) Day-এর আগে by এবং night-এর আগে at বসে।
We work by day and sleep at night.
in, into
কোন নির্দিষ্ট পরিসীমার মধ্যে অবস্থান বুঝালে অর্থাৎস্থিতিশীলতা বুঝালে in, কোন দিকে গতিশীল ও অবস্থার পরিবর্তন বুঝালে into বসে।
He is in the room.
He came into the room.
I saw him in the car.
Water changes into vapour.
I shall look into the matter.
You will get into trouble if you do not mend yourself.
in, within
in + end of the period of time (সময়ের শেষ) within + during a period of time (সময়ের মধ্যে)
কোন নির্দিষ্ট সময়কালের শেষদিকে কোন কাজ ঘটবে এরূপ বুঝালে অর্থাৎ ভবিষ্যত্ব্যাপক সময়ের আগে in এবং ঐ সময়ের মধ্যে কোন কাজ ঘটবে এরূপ বুঝালে within ব্যবহৃত হয়।
He will come in a week.
He will reach in three days.
He will come within a week.
He will reach within three days.
in, by, before
in → period of time → সময়ের ব্যাপ্তি
before/by → of time
ভবিষ্যৎ ব্যাপক সময়ের আগে in এবং কবিয্যৎ নির্দি সময়ের আগে by বা before বসে।
I shall come back in a week.
I shall come back by/before the seven of this month.
since, for
কোন নির্দিষ্ট মুহূর্ত থেকে কাজ শুরু হয়, হবে ইত্যাদি বুঝলে since ব্যবহৃত হয়।
নির্দিষ্ট ঘন্টা, তারিখ, দিন, বার, সাল, মাস ইত্যাদির ক্ষেত্রে since বসে।
কেন নির্দিষ্ট মুহূর্ত না বুঝিয়ে যদি মােট সময়ের পরিমাপ বুঝায় তাহলে for ব্যবহৃত হয়।
কোন কাজ শুরু হয়ে এখনাে চলছে বুঝালে ব্যাপক সময়ের আগে for ও নির্দিষ্ট সময়ের আগে since বসে। এবং তাদের পূর্ববর্তী verb-এর perfect tense হয়।
We've lived here since 1982.
I'm going away for a few days.
They have been working in this office since 2005.
He has been ill for four days since Friday last.
He has been reading in this school for five years since 2003.
কিন্তু কাজটি এখন আর চলছে না বুঝালে for-এর আগে simple past tense ব্যবহৃত হয়।
I was busy for three days.
by, with
কাজ যে লােক (Agent) দ্বারা ঘটে তার নামের আগে By বসে এবং যে যন্ত্র বা উপকরণ (Instrument) দ্বারা কাজটি করা হয় তার নামের আগে with বসে।
The snake was killed by the boy with a stick.
A boat was tied by a boatman with a rope.
out of
কোন নির্দিষ্ট স্থান থেকে বের হয়ে এসে কাজ ঘটলে, এরূপ স্থানে Out of ব্যবহৃত হয়।
The ball went out of the playground.
outside
কোন কাজ নির্দিষ্ট স্থানের বাইরে ঘটছে এরূপ বুঝালে Outside ব্যবহৃত হয়।
He saw a snake outside the room.
on, onto
কোন তলের উপর কোন কাজ বাইরে থেকে এসে ঘটবে এরূপ বুঝালে On, Onto ব্যবহৃত হয়।
Move the books onto the second shelf.
between, among
দুইয়ের মধ্যে কোন কাজ বুঝালে betwEen বসে। আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বুঝালে Among বসে।
Distribute the fruits between Rahim and Karim.
Distribute the fruits among the four brothers.
in, inside
কোন জিনিস ভেতরে আছো ঘটছে এরূপ বুঝাতে In বা Inside ব্যবহৃত হয়।
He is sleeping inside the room.
There is a snake in that basket.
off
কোন তলের উপর থেকে কোন কাজ ঐ তলের বাইরে গিয়ে ঘটছে এরূপ বুঝালে off ব্যবহৃত হয়।
Keep the pot off the table.
over
কোন কিছুর/বিষয়ের উপর দিয়ে (স্পর্শ না করে) কিছু ঘটলে/গেলে এরূপ বুঝালে Over ব্যবহৃত হয়। আবার, কোন বিষয়ে কলহ করা বুঝালে Over ব্যবহৃত হয়।
The bird flew over the house.
Do not quarrel over this issue.
along
কোন স্থানের দূরত্বের সাথে তাল মিলিয়ে ধারাবাহিকভাবে একটি কাজ ঘটবে এরূপ বুঝালে along ব্যবহৃত হয়।
I walked along the river side.
in, after
Future বা Present (indication future) tense এ in Past tense এ after ব্যবহৃত হয়।
অর্থাৎ অতীত ব্যাপক সময়ের আগে After এবং ভবিষ্যৎ ব্যাপক সময়ের আগে In বসে।
He will come back in a week.
He came after a week.
in, on, to
সীমার ভিতরে বুঝাতে In, উপরে বুঝতে On এবং বাইরে বুঝাতে To ব্যবহৃত হয়।
The Jamuna is on the west of Jamalpur district.
Dinajpur is in the north of Bangladesh. Coochbihar is to the north of Bangladesh.
In Course of time he became a famous man.
No country should yield to foreign pressure.
She gannot adapt herself to new situations.
ইংরেজি ভাষায় এমন কিছু word আছে সেগুলাের পরে সুনির্দিষ্ট কিছু Preposition বসে।
নিচের Noun গুলোর পরে Preposition 'For' বসে:
ambition, affection, anxiety, apology, appetite, aptitude, blame, candidate, capacity, compassion, compensation, contempt, craving, desire, esteem, fitness, fondness, guarantee, leisure, liking, match, motive, need, opportunity, partiality, pity, prediction, pretext, relish, remorse, reputation, surety.
নিচের Noun গুলাের পরে 'With' Preposition বসে:
Acquaintance, alliance, bargains, comparison, conformity, enmity, intercourse, intimacy, relation.
নিচের Noun গুলাের পর Preposition 'Of' বসে:
Abhorrence, assurance, charge, distrust, doubt, experience, failure, observance, proof, result, want.
নিচের Noun গুলাের পর Preposition 'To' বসে:
access, accession, allegiance, alternative, antidote, antipathy, approach, assent, attachment, attention, concession, disgrace, dislike, encouragement, enmity, exception, incentive, indifference, invitation, key, leniency, likeness, limit, menace, obedience, objection, abstraction, opposition, postscript, preface, referene, repugnance, resemblance, equal, submission, supplement, temptation, traitor,
নিচের Noun গুলাের পর Preposition 'From' বসে:
destinence, cessation, deliverance, descent, digression, scope, exemption, inference, respite.
নিচের Adjective ও Participle গুলাের পরে Prepositon 'To' বসে:
Abhorrent, acceptable, accessible, accustomed, addicted, adequate, adjacent, affectionate, agreeable, akin, alien, alive, amenable, analogous, applicable, appropriate, beneficial, callous, common, comparable, condemned, conducive, conformation, congenial, consecrated, contrary, creditable, deaf, derogatory, detrimental, devoted, disastrous, due, entitled, equal, essentials, exposed, faithful, fatal, foreign, hostile, indispensable, indulgent, inimical, insensible, inured, irrelevant, favorable, hurtful, immaterial, in previous, indigenous, limited, lost, loyal, material, natural, necessary, obedient, obliged, offensive, opposite, painful, partial, peculiar, pertinent, pledged, preferable, prejudicial, prior, profitable, prone, reduced, related, relevant, repugnant, responsible, restricted, sacred, sensilive, serviceable, subject, suitable, suited, supplementary, tantamount.
নিচের Adjective ও Participle এর পরে Preposition 'In' বসে:
absorbed, abstemious, accurate, accomplished, assiduous, backward, bigied, correct, defective, dificient, experience, diligent, enveloped, fertile, foiled, honest, implicated, interested, involved, proficient, remiss, temperate, versed.
নিচে Adjective ও Participle এর পর Preposition 'With' বসে:
acquainted, afflicted, beset, busy, compatible, complaint, consistent, contemporary, contented, contrasted, conversant, convulsed, delighted, deluged, digested, drenched, endowed, fatigued, fired, gifted, infatuated, infected, infested, inspired, intimate, invested, overcome, popular, replete. satiated, satisfied, touched.
নিচে Adjective ও Participle এর পর Preposition 'Of' বসে:
accused, acquitted, afraid, apprehensive, apprised, assured, aware, bereft, bought, cautious, certain composed, characteristic, confident, conscious, convicted, convinced, covetous, defrauded, deprived, desirous, destitute, devoid, diffident, distasteful, dull, easy, envious, fearful, food, greedy. guilty heedless, ignorant, informed, innocent, irrespective, lame, lavish, negligent, productive, proud, regardless, sanguine, sensible, sick, slow, sure, suspicious, tolerant, vain, void, weary, worthy.
নিচের Adjective ও Participle গুলাের পর ‘For' Preposition বসে:
anxious, celebrate, conspicuous, customary, designed, destined, eager, eligible, eminent, fit, good, grateful, notorious, penitent, prepared, proper, qualified, ready, sorry, sufficient, useful, zealous.
নিচের Verb গুলাের পর Preposition 'To' বসে:
adapt, accede, adhere, allot, allude, apologize, appoint, ascribe, aspire, assent, attain, attend, attributed, belongs, conduce, conform, consent, contribute, lead, listen, object, occur, prefer, pretend, refer, revert, stop, submit, succumb, surrender, testify, yield.
নিচের Verb গুলাের পর ‘From' Preposition বসে:
abstain, alight, cease, debar, drive, derogate, desist, detract, deviate, differ, digress, dissent, elicit, emerge, escape, exclude, preserve, prevent, prohibit, protect, recoil, recover, refrain.
নিচের Verb গুলাের পর Preposition 'With' বসে:
Associate, bear, clash, coincide, comply, condole, cope, correspond, cred it, deluge, disagree, dispense, expostulate, fill, grapple, intrigue, meddle, part, quarrel, demonstrate, side, sympathize, vie.
নিচের Verb গুলাের পর Preposition 'Of' বসে:
Acquit, beware, boast, complain, despair, die, disapprove, dispose, divest, dream, heal, judge, repent, taste.
নিচের verb গুলাের পর Preposition 'For' বসে:
Atone, canvass, care, clamour, feel, hope, mourn, pine, start, stipulate, sue, wish, yearn.
নিচের Verb গুলোর পর Preposition 'In' বসে :
acquiesce, dabble, delight, employ, enlist, excel, fall, glory increase, indulge, involve, preserve, persist.
নিচের Verb গুলাের পর Preposition 'On' বসে।
comment, decide, deliberate, depend, determine, dwell, subsist, embark, encroach, enlarge, impose, insist, intrude, resolve.
কোথায় Preposition বসবে না :
(i) Verbকে Modify করে Adverb আর যদি Verb এর পর Object এর পরিবর্তে Adverb বসে তবে তার আগে Preposition বসে না।
যেমন—
He goes home.
Insects live here.
(ii) 'Go' intransitive verb হওয়া সত্ত্বেও Home যেহেতু Adverb সেজন্য কোন Preposition বসে না।
He left home (Noun).
His homelife is nice (Adjective)
He goes home (home at house) (adverb)
যে সব verb এর পরে preposition বসে না:
reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter-এর verb গুলাে transitive verb বলে এদের পরে কোন preposition বসে না। এদের পর সরাসরি object বসে।