The Number of, One of the, One and a half, Neither of the, Either of the, Each of the এদের পর noun (plural) কিন্তু verb (singular) এবং Possessive (Singular) .
মনে রাখার কৌশল:
TONE এরপর noun (plural) - verb (singular) - Possessive (Singular)
TONE এর পূর্ণ রূপ:
T = The Number of;
O = One of the, One and a half;
N = Neither of the;
E = Either of the, Each of the
Example: At least one of the students gets full marks in his exam.
Practice:
(a) Neither of these mattresses (feel) ------- comfortable.
(b) Each of the sons (follow) ------- (his) ------- father's trade.
(c) One of my friends (be) ------- a lawyer.
(d) The number of the students (be) ------- not less than 100.
Preposition, As well as, along with, together with, including with, accompanied with, accompanied by, Not, And not, But not ইত্যাদি দ্বারা দুটি Subject যুক্ত হলে প্রথমটি অনুসারে Verb বসবে।
মনে রাখার কৌশল : T PANI দ্বারা দুটি Noun বা Pronoun যুক্ত হলে পূর্বের Noun বা Pronoun
এর উপর ভিত্তি করে Verb বসবে।
T PANI এর পূর্ণরূপ:
T =Together
P = Preposition
A = As well as, Along with, Accompanied by, Accompanied with, And Not, But not
N=Not, But not
I = In addition to , Including to
Example: The Mayor, with his councilors, is present.
Note : Noun এর সাথে s/es যােগ করলে Plural হয় কিন্তু Verb এর সাথে s/es যােগ করলে Verb singular হয়।
Practice:
(a) He along with his friends (be) ------- there.
(b) Ruma as well as Jhuma (be) ------- happy.
(c) Mamun as well as Nayeem (deserve) ------- praise.
(d) He and not I (be) ------- going.
Basic Rule- 3:
যে সব to এর পর verb + ing হয় ।
With a view to, Look forward to, Object to, Confess to, Addicted to, Accustomed to,
Admit to, Prior to (পূর্বে), Prefer to, Be used to, Get used to প্রভৃতির পর Verb+ing হয়।
মনে রাখার কৌশল : ABC WO GLP [এইবিসি ও জিলাপি]।
A = Addicted to, Accustomed to, Admit to, Adverse to
B = Be used to
C = Confess to
W = With a view to
O = Object to
G = Get used to
L = Look forward to
P= Prefer to/ Prior to
Example: I am looking forward to seeing.
Note: কিন্তু শুধু used to এরপর Verb এর base form বসে ।।
1. Reza used to (walk) in the morning.
Practice:
(a) I look forward to (hear) ------- from you soon.
(b) He is used to (tell) ------- a lie.
(c) I have no objection to (walk) ------- .
(d) Prior to (leave) ------- finish the calculation.
Basic Rule-4:
Sentence এ just, already, lately, recently, yet, so far, for a long time, till now, just now -এসব Adverb / Adverbial phrase গুলো থাকলে Present perfect tense হয়।
মনে রাখার কৌশলঃ AJRAYLE (এজরায়েল)
A = Already
J = Just/Just now
R = Recently
A = Already
Y = Yet
L = Lately
E = Ever
Example: He has just gone out.
Practice:
(a) I (reach) ------- there just now.
(b) Jahangir has already (fall) ------- in love.
(c) Just now he (have) ------- had dinner but he says he'll see you when he's finished.
(d) (Have) ------- you not (finish) ----- the work yet?
Basic Rule-5:
নিম্নের Noun গুলো uncountable তাই এরা Singular subject .
অতএব এদের পর Singular verb বসবে।
Uncountable Noun মনে রাখার গল্প:
নিষ্পাপ সাইফুল সকালে Keya Beauty সাবান নিয়ে ভালভাবে গোসল করে Furniture এ হেলান দিয়ে ফাইটা যায় আর জ্বইলা যায় Music শুনিতেছে। তার পকেটে ছিল না কোন Money আর হাতে ছিল না কোন Work তাই Poetry এর বই পড়ে Leisure time কাটাইতেছে। বাবা এই অকর্মা ছেলের কান্ড দেখিয়া ঘরের সব Machinery, Equipment, Luggage — Damage করে দিল। সাইফুল একটু Courage করিয়া Milk এর সাথে Sugar মিশাইয়া Bread খাইল। তারপর Jewellery দোকানে গিয়ে একটা gift নিয়ে পূর্ণিমাকে Mail এর মাধ্যমে Information, news দিল যে আজ রাতেই দুইজন পালাইবে। বাহিরের Wind, Weather এতটা ভাল ছিল না। তখন নিজের Religion (ধর্মবিশ্বাস) ও Progress ভুলে গিয়ে আকাশে Space এর Scenery এর দিকে তাকিয়ে মাথার Hair টানিতেছে আর ময়ূরীর জন্য অপেক্ষা করিতেছে।
Uncountable Noun এর ব্যবহার:
i. সাধারণত Uncountable Noun — Singular হয়।
ii. এদের পূর্বে সাধারণত Article বা সংখ্যাবাচক শব্দ বসে না ।
iii. এদের সাথে সাধারণত s/es যােগ করা যায় না ।
Example: I need some furniture.
Practice:
(a) Her hair (be) ------- falling.
(b) Weather (be) ------- fine.
(c) Scenery (be) ------- not the only thing that tourists want to see.
(d) In order to improve farming methods, we need (machinery) ------- .
Basic Rule-6 :
But, Or, Nor দ্বারা দুটি Noun/Pronoun যুক্ত হলে Verb-এর নিকটবর্তী Noun/Pronoun-এর উপর ভিত্তি করে Verb বসে। অর্থাৎ পরবর্তী subject অনুসারে Verb বসে।
মনে রাখার কৌশলঃ BON দ্বারা যুক্ত হলে পরের Subject অনুসারে Verb বসে।
B = But = Not .... but
0 = Or = Either ..... or
N = Nor = Neither... nor, Not only ..... but also
Example: Neither Rini nor Simi is qualified for the job.
Practice:
(a) Either the manager or his assistants (review) ------- the company's personnel needs.
(b) Either you or I (be) ------- wrong.
(c) Neither the players nor the trainer (be) ------- in the room.
Basic Rule 7 :
Name, Clause, Collective noun, Time, Distance, Dollar ইত্যাদি বাক্যের Subject হলে Verb Singular হয়।
মনে রাখার কৌশলঃ NCTD বাক্যের Subject হলে Verb Singular হয়।
NCTD এর পূর্ণরূপ:
N = Any Name
C = Collective Noun, Clause
T = Time
D = Distance, Dollar
Example: The Arabian Nights is still a great book.
Practice:
(a) Ten thousand dollars (be) ------- a lot of money.
(b) Ten miles (be) ------ too far to walk.
(c) Mathematics (be) ------- my favourite subject.
Basic Rule-8 :
Gerund, Infinitive, Each, Every, Either, Neither ইত্যাদি বাক্যের Subject হলে Verb Singular হয়।
মনে রাখার কৌশল : GENI বাক্যের Subject হলে Verb Singuar হয় ।
G = Gerund
E = Each, Every, Either
N = Neither
I = Infinitive
Example: Maintaining expenses is very difficult.
Practice:
(a) Each boy and each girl (be) ------- given prize.
(b) To know her (be) ------- to like her
(c) Reading books (be) ------- my hobby.
(d) To ride well (require) ------- practice.
Basic Rule-9 :
Someone, Somebody, Something, No one, Nobody, Nothing, Everyone, Everybody, Everything, Anybody, Anyone, Anything এরা বাক্যের subject হলে এদের পর verb singular হবে।
মনে রাখার কৌশল : SANE
S=Somebody, Someone, Something
A= Anybody, Anyone, Anything
N= Nobody, No one, Nothing
E= Everybody, Every one, Everything
Example:
Everybody has gone there.
Practice:
(a) Everything (have) ------- done to help him.
(b) Somebody (have) ------- gone.
(c) Nobody (have) ------- come here.
Basic Rule-10.
Sentence-এ Universal truth, Habitual fact, Scientific truth, Historical event, etc. থাকলে Present Indefinite Tense হয়।
মনে রাখার কৌশল : OUR GARDENS
O = Often, occasionally
U = Usually
R = Regularly
G = Generally
A = Always
R = Regularly
D = Daily
E = Every+time, ever
N = Normally, Never
S = Sometimes
F = Frequently
Example:
Mamun does not have to dress formally to work but he always does.
Practice:
(a) Reza often (read) ------- Newspaper.
(b) Amin usually (make) ------- the mistakes.
(c) Jahangir Reza sometimes (come) ------- in MC College campus to meet me.
(d) I always (remember) ------- the holidays I spent in your home.
Basic Rule-11:
Inversion/Negative Emphasis
# Negative adverb বাক্যে শুরুতে বসলে Auxiliary verb টি subject এর পূর্বে বসবে।
Structure: No sooner/Hardly/Scarcely + Past Perfect + Than/When/Before + Past Indefinite.
Example: No sooner had I done than he did.
মনে রাখার কৌশলঃ NASMA
N= Negative word
A= Auxiliary verb
S=Subject
M=Main verb
A= Additional/Adverb
Note: As soon as/No sooner/Hardly/Scarcely অর্থ হতে না হতে, দেখতে না দেখতে .........
Structure: As soon as + দুটি clause-ই Past Indefinite Tense এ হবে।
Example: As soon as I saw the bird, it flew away.
Practice:
(a) Hardly had I (visit) ------- the place.
(b) No sooner had we (reach) ------- the station than the train (leave) ------- .
(c) Hardly had we (reach) ------- school than the bell rang.
Basie Rule - 12:
While এরপর Verb আসলে Verb এর সাথে ing যােগ করতে হয়।
কিন্তু while এরপর Subject আসলে তখন tense অনুসারে Subject এরপর Be verb, তারপর verb এর সাথে ing যােগ করতে হয়।
Example:
i) While going, I saw him.
ii) While I was going, I saw him.
Practice:
(a) Do not make a noise while your father (sleep) ------- .
(b) My uncle arrived while I (cook) ------- the dinner.
(b). As they waited Rahim argued against war while his brother (discuss) ------- the effects of pollution.
Basic Rule-13 :
জাতির পূর্বে The বসে কিন্তু ভাষার পূর্বে The বসে না |
=> The + জাতি + PV (plural verb),
=> ভাষা + SV (Singular verb)
Example: The French are an old nation.
Practice:
(a) The English (be) ------ a polite nation.
(b) English (be) ------- an international language.
(c) The Arabian (be) ------ an ideal nation.
Basic Rule-14:
One of the/The Number of/Many a + PN (Plural Noun) + SV (Singular verb)
But -
A Number of /Many + PN (Plural Noun) + PV (Plural Verb).
Example:
i. One of the/The number of boys is present on today's class.
ii. A number of boys are present in the class.
Practice:
(a) The number of Banks in this city (be) ------- more than 50.
(b) There (be) ------- a large number of boys playing in the field.
(c) One of the girls (be) ------- present in the program.
(d) A number of boys (be) ------- going to college.
(e) Many men (have) ------- tried to complete the work.
(f) Many a man (have) ------- tried to complete the work.
Basic Rule-15:
• Cannot but + Verb এর base form
কিন্তু —
• Cannot help + Verb+ing
Examples:
Limon cannot but marry the girl.
কিন্তু —
Limon cannot help marrying the girl.
Practice:
(a) I can't help (go) ------- there.
(b) I could not (laugh) ------- .
(c) Limon cannot but (marry) ------- the girl.
(d) Limon cannot help (marry) ------- the girl.
Basic Rule-16: Subject হিসাবে Adjective থাকলে উহা বহুবচন হয়, সেই অনুসারে বহুবচন verb বসে।
Example: The rich are not always happy.
Practice:
(a) The pious (be) ------- respected by all.
(b) The rich (be) ------- not always happy.
(c) The oppressed (be) -------- helpless.
(d) The poor (be) ------- not always happy.
(e) The brave (deserve) -------- the fair.
Gerund = Verb + ing
এই গল্পে ব্যবহৃত Verb গুলোর পরে Gerund (verb+ing) বসে।
💥 লক্ষ্য যখন চিটাগাং ইউনিভার্সিটি
(গল্পে ব্যবহারিত English শব্দগুলোর পরে Gerund বসবে।)
ছােট বেলা থেকে অনেক ইচ্ছা ছিল Chittagong University-তে পড়ার।
তাই HSC Exam শেষ (complete/finish) করে কোন ধরনের বিলম্ব (delay) না করে ভালাে ভাবে (discuss) করে প্রস্তুতি নিতে শুরু করলাম। আল্লাহর অশেষ রহমতে চান্স পেয়ে Chittagong University-তে English Department- এ ভর্তি (admitted) হলাম । আগে যে বন্ধুরা আমাকে
মূল্যায়ন (appreciate) করত না, তারা এখন দেশ সেরা CU-এর মূল্য বুঝতে (understand) পেরে আমাকে (miss) প্রশংসা করতে শুরু করে।
একদিন আপু খাবার টেবিলে পরামর্শ (Suggest/advise) দিলেন যে, Varsity- এর সকল
ঝুঁকিপূর্ণ (risky) কাজ থেকে বিরত (stop) থাকবে এবং মন্দ কাজ অনুশীলন (practice) বর্জন (quit) করবে। একদিন হঠাৎ করে আব্বু ফোন করে বিবৃতি (Report) আকারে সুপারিশ (recommend) করলেন, Varsity তে কোন ধরনের মন্দ কাজে (involve) জড়িয়ে পড়বে না। আব্বুর কথা বিবেচনা (Consider) না করে, অজুহাত (excuse) দেখিয়ে অবজ্ঞা (Deny) করে মন্দ কাজ পরিত্যাগ (Avoid) করতে পারলাম না। আব্বু ঘটনাচক্রে জেনে যায় যে, আমি লুকিয়ে (escape) মন্দ কাজে সম্পৃক্ত হয়েছি। তখন আমার উপর আব্বু খুবই বিরক্ত (resent) হলেন এবং আমার পথে প্রতিবন্ধকতা (resistance) সৃষ্টি করলেন। একদিন ঝুপড়িতে গান করার এক পর্যায়ে দেখলাম ফারিহা আমার জন্য কল্পনা (Imagine) করছে আমার গাওয়া গানগুলাে উপভােগ (enjoy) করছে। হঠাৎ গানটি (postpone) স্থগিত রেখে তার সামনে গিয়ে
I love you বাক্যটি উল্লেখ (mention) করি।
কথাটি শুনে মেয়েটি আমাকে (dislike) অপছন্দ করল। তখন আমি আমার ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে আসলাম।
অতঃপর পুনরায় (resume/recollect) গান শুরু করলাম। কথাগুলো মনে আসলে (remember/recall) এখনাে সহ্য (tolerate) করতে পারিনা। শুধু দুঃখ (regret) প্রকাশ করি। মেয়েটিকে আর ধরে (keep) রাখতে পারলাম না।
এরপর নিয়মিত পড়াশুনায় মন দিয়ে আব্বুর মন জয় করি এবং বুঝতে পারলাম আবু-আম্মুর পরামর্শ অনুযায়ী চলাই আমাদের উচিত । অবশেষে পিতা মাতার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টায় আছি।
[ Chittagong University উল্লেখ করার কারণ হলাে Chittagong Word টিতে ing আছে। যাতে পাঠকরা সহজেই মনে রাখতে পারে চিটাগাং ইউনিভার্সিটির গল্প মানে Gerund এর গল্প।]
Example: Fariha admitted stealing the jewels.
Basic Rule- 17(b):
Infinitive = to + verb এর Base form.
যে সমস্ত Verb এর পরে Infinitive বসে।
♥ইফতি তােমাকে ভালােবাসি♥
[গল্পে ব্যবহারিত English শব্দগুলাের পরে Infinitive বসবে।]
ইফতিকে প্রথম দেখেছিলাম ভার্সিটির শাটল ট্রেনে। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছি। ইচ্ছে (intend) হল পরিকল্পনা (plan) করে তাকে ভালােবাসার (love) প্রস্তাব (offer) দেই। তাই নিজেকে প্রস্তুত (Prepare/ready) করার চেষ্টা (attempt) করছিলাম। কোন এক গােধুলী সন্ধ্যায় লাল গােলাপ ব্যবস্থা (arrange) করে কোন দ্বিধাবােধ (hesitate) না করে তার সামনে হাজির (appear) হয়ে বললাম,
"বিশ্বাস কর আমি প্রমিজ (Promise) করে বলছি আমি শুধুই তােমাকে চাই (want) তোমাকে
আমার বড় প্রয়ােজন (need) তুমিই আমার বেঁচে থাকার সকল (hope) তােমার কাছে আমার প্রত্যাশা (expect) যে তুমি আমার (offer এ agree) হও। আমি Decide করেছি যে তােমার (wish) অনুসারে তােমার সকল (demand) পূরণ করব। দয়া করে তুমি আমার (offer এ agree) রাজি হয়ে যাও"।
সে আমার প্রস্তাবে রাজি না হয়ে আমাকে হুমকি (threat) দিয়ে বলে, "তুমি কেন আমাকে দাবী (demand/claim) করছাে? তােমার কি মনে (seem) হয়, তুমি আমার যােগ্য (deserve)?" সে প্রস্তাব প্রত্যাখ্যান (refuse) করে
চলে যায়।
আমিও সিদ্ধান্ত (decide) নিলাম, সংকল্প (intend) করলাম কখনাে ব্যর্থ (fail) হব না। যেভাবেই হউক তার সম্মতি (consent) আমার
ঐ দিকে আনবােই। তাকে নিজের করে পাওয়ার এত বেশি ঝোঁক (tend) ছিল যে, তার কাছে গিয়ে বললাম, "সত্যি আমি (pretend) ভান করা করছি না এটা আমার আশা (desire) যে তােমার (plan) অনুসারে সবকিছু (manage) করব। তােমার যােগ্য হওয়ার জন্যে (deserve) শুধু (try) নয় strive [মনে প্রাণে চেষ্টা করা] করব। আমি hesitate নই বরং যত্নসহকারে (tend) সবকিছু করব কখনাে fail হব না। এখন আমার মনে হয় (seem) তুমি কখনাে আমাকে (Forget/oblivion) ভুলতে পার না এবং (refuse) করতে পার না। তাই অবশ্যই তুমি আমার জন্যে (wait) করবে এবং আমার (offer এ agree) রাজি হবে"। সে আমাকে জিজ্ঞেস (ask) করল এটা ছাড়া প্রেম বুঝানোর আর কোনাে উপায় (mean) ছিল না? তুমি এত ভালােবাসা কোথায় শিখলে (learn/teach)?
তুমি কি আমায় Bow বানাবে?
Note: ইফতি নামটি ব্যবহার করা হয়েছে এই জন্যই যে, ইফতি মানে আমরা সহজে মনে করব, Infinitive এর গল্প।
Example: Ifti expects to begin studying law next semester.
যে সমস্ত Adjective এর পরে Infinitive বসে।
♠খাবার প্রিয় ইমু♠
(গল্পে ব্যবহারিত English শব্দগুলাের পরে Infinitive বসবে।)
ইমু (Infinitive) মেয়েটি খুবই খাবার প্রিয়। তার একটা সাধারণ (common) অভ্যাস হলাে বাইরের খাবার বেশি খাওয়া। সচরাচর তাকে নিয়ে তেমন বাহিরে খাওয়া হয় না। তাই সে আমার প্রতি বিরক্ত (bored) ছিল।
তার কথা বিবেচনা করে একটি অভিজাত রেস্টুরেন্টে খেতে যাই। সচরাচর (usually) এমন রেস্টুরেন্টে তেমন যাওয়া হয় না। কিন্তু সে এত বেশি আগ্রহ (eager) করলাে না গিয়ে পারলাম না। আমরা হােটেলে গিয়ে মেনু দেখে তার পছন্দের কিছু খাবার অর্ডার করলাম। খাবার প্রস্তুত (ready/prepared) হতে হতে আমরা ড্রিংক করছিলাম। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলাে। এই খাবারগুলো অদ্ভুত (strange) রকমের শক্ত (hard) ছিল। তাই আমি সহজেই (easily) খেতে পারিনি। অনেক কঠিন (difficultly) সমস্যার সম্মুখিন
হয়ে, খাবারগুলাে খেতে সক্ষম (able) হই। খাবারটা শক্ত হলেও খেতে মােটামুটি ভালাে (good) ছিল। তবে চিন্তিত হলাম তখনই যখন ম্যানেজার আমাকে মারাত্মক (dangerous) রকমের একটি বিল ধরিয়ে দিলেন।
খাবারটুকু আমাকে অসন্তুষ্ট (unpleased) করলেও ইমুকে সন্তুষ্ট (pleased)
করেছে। এরপর মানি ব্যাগ খালি নিয়ে দু'জনে রিক্সায় করে বাসার রাস্তা ধরি..........।
Example: Emu is eager to see her family.
♥Chittagong University'র ইফতি !! তােমাকেই বলছি........♥
(গল্পে ব্যবহৃত English শব্দগুলাের পরে Infinitive/Gerund বসবে।)
তােমাকে প্রথম দেখেছিলাম ভার্সিটির শাটল ট্রেনে। সে দিন থেকে তােমার প্রতি ভাল লাগা শুরু (start/begin) হল। তােমাকে খুবই পছন্দ (like/prefer) করতাম। একদিন এই ভাল লাগা ভালােবাসায় (love) রূপ নিল। কিন্তু তােমাকে হারানাের ভয়ে (dread) কোন দিন বলতে পারি নাই। এমনকি বলার চেষ্টাও (try) করি নাই। এভাবেই দিনগুলাে যাচ্ছিল (continue)। একদিন বিবিএ ফ্যাকাল্টির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একটি বাজে ছেলের সাথে দেখে তার প্রতি ভালােবাসাটি প্রচন্ড ঘৃণায় (hate) পরিণত হলাে।
Example:
Reza started to study after dinner
or,
He started studying after dinner.
17(a): [Gerund]
i. We enjoyed (see) ------- them again after so many years.
ii. You shouldn't risk (enter) ------- that building in its present condition.
iii. Reza was considering (buy) ------- a new car until the prices went up.
17(b): [Infinitive]
i. Reza learned (swim) ------- when he was very young.
ii. The budget committee decide (postpone) ------- this meeting.
iii. The soldiers are preparing (attack) ------- the village.
iv. It is difficult (pass) ------- this exam.
v. We are ready (leave) ------- now.
vi. The students are not yet able (handle) ------- such difficult problem.
17(c): [Infinitive/Gerund]
i. Reza started (study) ------- after dinner.
ii. Farhana started (work) ------- before dinner.
iii. Ifti hates (ride) ------- her bicycle to school.
Basic Rule -18:
Present Indefinite/Perfect + Since/as if /as though + past simple.
Past Indefinite + since/as if/ as though + past perfect
Since= অতীতের সময় নির্দেশ করে।
As if/As though= যেন অর্থ প্রকাশ করে।
Example:
1. He talks as if he knew everything.
2. He talked as though he had known about the matter.
Practice:
(a) Rishan (talk) ------- as if he (be) ------- a lame.
(b) They (treat) ------- me as if I (be) ------- a child.
Basic Rule-19:
=> Past Perfect + Before + Past Indefinite
=> Past Indefinite + After + Past Perfect Tense.
Example: I had took a good doctor before I met you.
Note: কিন্তু একটি মাত্র কাজ থাকলে এবং ঐ Sentence এ Before থাকলে সেটি Past Indefinite হবে।
Example: Mamun saw Sanjida before.
Practice:
(a) Zerin (write) ------- the book before she ------- (retire).
(b) She (tell) ------- me his name after he ------- (leave).
(c) Reza (meet) ------- Fabiha after she (pass) ------- the exam.
Basic Rule-20:
ভবিষ্যৎ কালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে before- এর পূর্বে Future Perfect/
Future Indefinite Tense এবং before-এরপর Present Indefinite Tense বসে।
Example: We shall/shall have finished the work before he comes.
Practice:
(a) We ------- (finish) the work before he ------- (come).
(b) I ------- (write) to him before he ------- (return).
(c) The train ------- (leave) before we ------- (reach) the station.
Basic Rule-21 :
ভবিষ্যৎ কালের দুটি কাজ After দ্বারা যুক্ত হলে After এর পূর্বে Future Indefinite Tense
এবং After এরপর Present Perfect Tense বসে।
Example:
Raza (go) to Madina University for higher studies after he (finish) his study at Islamic Arabic university.
Answer: Raza will go to Madina University for higher studies after he has finished his study at Islamic Arabic university.
Practice:
(a) We ------- (tell) him about it after he ------- (arrive).
(b) I ------- (go) home after I ------- (finish) the work.
(c) We ------- (return) before the sun ------- (set).
Basic Rule-22 :
It is time/ It is high time এরপর Subject থাকলে Verb টি Past tense হবে।
আর যদি এদের পরে Subject না থাকে তাহলে to + verb হবে।
Example:
It is time he changed his bad habits.
It is time to study hard.
Practice:
(a) It is high time you (give) ------- up smoking.
(b) It is time you (leave) ------- the room.
(c) It is high time we (change) ------- our attitude.
Basic Rule-23:
By this time/ by+time থাকলে বাক্যটি Future Perfect Tense হয়।
Example:
By 2030, Reza (marry) to a beautiful girl.
By 2030, Reza will have married a beautiful girl.
Practice:
(a) By 2015, I (work) ------- for IDB 5 year.
(b) By 2010, I (work) ------- for firm 15 year.
(c) Reza (reach) ------- Dhaka by this time.
Basic Rule-24:
ব্রাকেটের verb এর পূর্বে be verb (am, is, are, was, were), have, has, had, get, got, want প্রভৃতির পর verb টি Past participle হয়।
Example:
The book (buy) in the market.
The book was bought in the market.
Practice:
(a) The work (do) ------- smoothly.
(b) The table (make) ------- of seasoned wood.
(c) I got the work (do) ------- by him.
Basic Rule-25:
যে ক্ষেত্রে Subject কাজটি অর্থাৎ verbটি সম্পাদন করছে বলে প্রতীয়মান হলে সে ক্ষেত্রে (V+ing) হবে।
Example:
I (run) yesterday.
I was running yersterday.
Practice:
(a) The boys (play) ------ football.
(b) We (wait) ------- for the bus.
(c) The wind (give) ------- comfort.
Basic Rule-26:
See, find, watch, help, finish, stop, start verb এর পর ব্রাকেটের verb এর সাথে ing হয়।
Example:
I saw him (read) the book.
I saw him reading the book.
Practice:
(a) Fahmida found the boat (come) ---------.
(b) Fariha could not help (laugh) ---------.
(c) We saw the plane (fly) ---------.
Basic Rule-27:
Do, did, does/Modal Auxiliary/To/ Had better, Would rather, cannot but, could not but, make, let ইত্যাদির পর verb এর Present form-বসবে।
Examples:
i. He did not eat.
ii. I do not think so.
iii. He may do.
Practice:
(a) I want to (go) ---------.
(b) I had better (go) ---------.
(c) I make him (do) ---------.
(d) Let me (finish) ------- .
(e) I cannot but (do) ------- the work.
Basic Rule-28:
অতীতের কথা উল্লেখ থাকলে verb টি past হবে।
Example:
I (see) him yesterday.
I saw him yesterday.
Practice:
(a) Fabiha (sell) ------- her necklace yesterday.
(b) Shefa (break) ------- the glass Monday last.
(c) Sheful (come) ----- home last week.
Basic Rule-29:
Present Indefinite tense এ Subject 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হবে। যদি মূল verbএর শেষের অক্ষর যদি o, x, z, ch(চ), s, ss, sh থাকে তাহলে verb এর শেষে es যুক্ত হবে, নতুবা s হবে।
Example:
Reza (read) the Quran everyday.
Reza reads the Quran everyday.
Practice:
(a) The boy (learn) ------ his lessons everyday.
(b) The cloud (fly) -------- over the hills.
(c) The girl (know) --------- how to dance.
Basic Rule-30:
বাক্যের সামনে Wish, fancy, as if, as though, if had থাকলে কল্পনা বা আকাঙ্ক্ষা বুঝালে ব্রাকেটের মধ্যে be verb টি were এবং verb থাকলে তার সামনে could বসবে। অথবা verb টি past form করলেও হয়ে যাবে।
Example:
1. I wish I (be) a bird.
---- I wish I were a bird.
2. If I (eat) rice.
--- If I could eat rice. / If I ate rich.
Practice:
(a) I wish I (be) ----- a poet.
(b) She wishes she (be) ------- an actress.
(c) The boy fancies he (go) ------- to his mother.
(d) If I (know) ------- her name.
Basic Rule-31:
কোন Sentence যদি Introductory “There" দ্বারা শুরু হয় এবং তার পরে যদি Singular number থাকে তাহলে There এর পরে singular verb বসে। আর plural number থাকলে There এর পরে Plural varb বসবে।
Example:
There (be) a high school in our village.
There is a high school in our village.
Practice-31:
(a) There (be) ------- many schools in our areas.
(b) There (be) ------- only one toilet in the house.
(c) There (be) ------- a mosque in our village.
(a) First Conditional (Real)
If + Present Indefinite + Future Indefinite
Example:
If I find your watch, I shall give you it.
(b) Second Conditional (Unreal)
If + Past Indefinite + would/should/could/might + V1
Example:
If I were you, I would handle the situation more carefully.
(c) Third Conditional (Unreal)
If + Past Perfect + would/should/could/might+ have + V3
Example:
He would have been arrested if he had tried to leave the country.
(d) Zero conditional :
When/If + Present Indefinite + Present Indefinite (Universal Truth).
Example:
When water freezes, it turns into ice.
Practice:
(a)
i. If it does not rain, we (play) -------.
ii. If I find his address, I (send) ------- him the letter.
iii. If I meet you, I (give) ------ you the news.
(b)
i. If I had a degree, I (get) ------- a job easily.
ii. Had I wings of a bird, I (fly) ------- in the sky.
iii. If I dropped the plate, It (break) ------- .
(c)
i. If I had known you were coming, I (go) ------- to the station.
ii. What would have happened If the bridge (break) ------- .
iii. If you had come to me, I (help) ------- you.
(d)
i. You will not be punished if you (tell) ------- the truth.
ii. If/when you heat water to 100 degrees, it (boil) ------- .
iii. If/when you eat too much, you (get) ------- fat.
Basic Rule-33:
(a) দুই বা ততােধিক Singular Subject "and" দ্বারা যুক্ত হলে তাদের পরে ব্যবহৃত verb ও pronoun উভয়ই Plural number হয়।
Example:
Mahfuz and Jahangir are doing their work.
(b) And দ্বারা যুক্ত Subject গুলাে যদি একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে তাদের পরবর্তী Verb ও Pronoun সর্বদাই singular হয়।
Example:
The Headmaster and Secretary is present.
(c) And দিয়ে দুটি Subject যুক্ত থাকলে যদি প্রথমটির সামনে The থাকে, তবে তা Singular এবং উভয়ের সাথে The থাকে, তবে তা Plural হবে এবং সেই অনুসারে verb বসবে।
Examples:
1. The Headmaster and the Secretary (be) present in the meeting.
--- The Headmaster and the Secretary are present in the meeting.
2. The President and Secretary of our Club (be) a very learned.
--- The President and Secretary of our Club is a very learned.
(d) And দ্বারা যুক্ত Singular Subject যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে তবে Verb Singular হয়।
Example: Health and wealth is God gifted.
Practice:
(a)
i. Foysol and Fozlu (have) ------- finished their home work.
ii. Fariha and hadi (be) ------- doing their work.
iii. The poet and the orator (be) ------- present here.
(b)
i. The President and Secretary of our Club (be) ------- a very learned man.
ii. Bread and butter (be) ------- our favourite breakfast.
iiii. Slow and steady (win) ------- the race.
(c)
i. The pen and the ink (be) -------- costly.
ii. The want and sorrow (have) -------- grasped me.
iii. The law and the ordinance (go) ------- together.
(d)
i. My name and address (be) ------- given below.
ii. Bread and better (be) ------- my favourite breakfast.
iii. Slow and steady (win) ------- the race.
Basic Rule-34:
Gerund (verb+ing) অথবা infinitive (to+verb) দিয়ে Subject গঠিত হলে verb টি singular হবে।
Example:
To tell a lie (be) a great sin.
To tell a lie is a great sin.
Practice:
(a) It is he who (be) ------- a culprit.
(b) They were the persons who (play) ------- a trick
(c) It is I who (be) ------- to blame.
Basic Rule-35:
Would you mind এর পর Gerund হয় কিন্তু Would you like এর পর Infinitive হয়।
Example:
1. Would you mind (read) the letter?
---- Would you mind reading the letter?
2. Would you like (read) the letter?
---- Would you like to read the letter?
Practice:
(a) Would you like (have) ------- a cup of tee?
(b) Would you mind (open) ------- the window?
(c) Would you like (rest) ------- here?
Basic Rule-36:
ব্রাকেট verb এর পর by/with দিয়ে object যুক্ত থাকলে verb টি past participle হবে।
Example:
# The pen (buy) by him.
--- The pen is bought by him.
Practice:
(a) The pen (break) ------- by the baby is costly
(b) The work (do) ------- by the workers was rough.
(c) The chair (make) ------- of wood is fine.
Basic Rule-37:
For/since দিয়ে সময়জ্ঞাপক phrase/word থাকলে present perfect continuous হবে।
Example:
It (rain) for a long time.
--- It has been raining for a long time.
Practice:
(a) Reza (wait) ------- for you for a long time.
(b) The children (play) ------ since morning,
(c) Fabiha (read) ------ the novel for three hours.
Basic Rule-38:
Who এর সামনের Subject অনুসারে Who এর পিছনের verb বসে। এক্ষেত্রে উভয় পাশের Tense সমান থাকে।
Example:
It is you who (be) to blame.
---- It is you who are to blame.
Practice:
(a) To swim (be) ----- a good exercise.
(b) Swimming (be) ------- a technique.
(c) To speak truth (give) ------- you a mental peace.
Basic Rule-39:
Preposition এর পর ব্রাকেটের verb এর সাথে ing যুক্ত হবে।
Example:
I am fond of (eat) sweets.
---- I am fond of eating sweets.
Practice:
(a) Purnima prevented me from (smoke) -------.
(b) They insisted on my (wait) --------.
(c) Refa is used to (swim) ----------.
Basic Rule-40:
[ Present Perfect + Since + Past Indefinite ]
Subject এ সময়/মাস/বছরের পরিমাণ উল্লেখ থাকলে এর পর have বসে এবং মূল verbএর past participle হবে।
Example:
Six years (pass) since you met us.
Six years have passed since you met us.
Practice:
(a) Ten years (pass) ------- since I saw you.
(b) Two years (pass) ------- since it rained.
(c) Four months (pass) ------- since I got your letter.
Basic Rule-41:
Lest এর পর Subject + should/might বসে।
Example:
We ran fast lest we (miss) the train.
We ran fast lest we should/might miss the train.
Practice:
(a) Run slowly lest you (be) ------- seen.
(b) Read attentively lest you (fail) ------- in the exam.
(c) Work hard lest he (defeat) ------- you.
Basic Rule-42:
Adjective এর পর ব্রাকেটের verbটি infinitive হবে ।
Example:
Arabic is easy (lear).
---- Arabic is easy to learn.
Practice:
(a) This sum is hard (do) ------.
(b) The weather is fine (walk) ------.
(c) English is easy (learn) ------- .
Basic Rule-43:
"A number of" দিয়ে subjects গঠিত হলে verbটি Plural এবং The number of দিয়ে subject গঠিত হলে verbটি Singular হবে।
1. A number of boys (be) running.
--- A number of boys are running.
2. The number of boys (be) not less than 100.
--- The number of boys is not less than 100.
Practice:
(a) A number of cattle (be) -------- grazing.
(b) A number of birds (fly) ----- for a long time.
(c) A number of people (run) ------- in the parade.
Basic Rule-44:
Of দিয়ে Subject গঠিত হলে of এর সামনের Nounটি অনুসারে verb বসে। কিন্তু ভগ্নাংশ হলে of এর পরের Nounটি অনুসারে verb বসে।
Examples:
1. The colour of the bananas (be) yellow.
--- The colour of the bananas is yellow.
2. Two-thirds of the work (be) done.
--- Two-thirds of the work is done.
3. Two-thirds of the students (be) present.
--- Two-thirds of the students are present.
Practice:
(a) The colour of the mangoes (be) ------ different.
(b) The impression of her eyes (attract) ------- everybody.
(c) Three-fifths of the mangoes (be) ------- rotten.
Basic Rule-45:
পরিমাণবাচক phrase দিয়ে Subject গঠিত হলে তা সাধারণত singular হয় এবং সে অনুসারে verb বসে।
Example:
Ten miles (be) a long distance.
---- Ten miles is a long distance.
Practice:
(a) Two miles (be) ----- a short distance.
(b) Five yards clothes (have) ------ been torn.
(c) Ten feet (be) ----- easy to dig.
Basic Rule-46:
And/But দিয়ে দুটি verb যুক্ত হলে প্রথম verbটি যে Tense এ থাকবে পরের verbটিও সেই Tense এ থাকবে । (Parallelism)
Example:
He came and he (buy) the pen.
---- He came and he bought the pen.
Practice:
(a) He came and (conquer) ------ .
(b) He was thin but his wife (be) ---- fat.
(c) He not only took rice but also (drink) ------- tea.
Basic Rule-47:
Too + adjective থাকলে এর পরের verbটি to দিয়ে যুক্ত হবে।
Example:
He is too weak (walk).
--- He is too weak to walk.
Practice:
(a) I am too busy (speak) ------- .
(b) The boy was too poor (buy) ---- a book.
(c) The day is too hot (go) ------- out.
........................
## Related searches
Right form of verbs exercise
Right form of verbs exercise passage
Fill in the gaps with right form of verbs
Right form of verbs for ssc
Right form of verb class 9
Right form of verb for BCS
Right form of verb checker
Right form of verbs exercise for HSC
Verb এর সঠিক ব্যবহার
Right form of verb (updated)
Right form of verb 2021