Grammatical Structures and How to Translate: Episodes 1--40

Episode 1

Can I have.....আমি কি......পেতে পারি/জানতে পারি?

✪ Can I have your mobile?-  আমি কি তোমার মোবাইল পেতে পারি?
✪ Can I have your address? - আমি কি তোমার ঠিকানা পেতে পারি?
✪ Can I have your name? -  আমি কি তোমার নাম জানতে পারি?
✪ Can I have your number? - আমি কি আপনার নাম্বার পেতে পারি?
✪ Can I have a cup of tea? – আমি কি এক কাপ চা পেতে পারি?
✪ Can I have a dress?-  আমি কি একটা জামা পেতে পারি?
✪ Can I have the bag? - আমি কি ব্যাগটি পেতে পারি?
✪ Can I have this?- আমি কি এটা পেতে পারি?
✪ Can I have money? - আমি কি টাকা পেতে পারি?
✪ Can I have your book?-  আমি কি তোমার বইটি পেতে পারি?
✪ Can I have some fruits?-  আমি কি কিছু ফল পেতে পারি?
✪ Can I have your jacket-  আমি কি তোমার জ্যাকেট পেতে পারি?

Now, It's your turn👉



Episode 2

Dare এর ব্যবহার;

How dare you?
তুমার সাহস কত?

How dare you say so?
তুমি কোন সাহসে বল?

How dare you do this?
তুমি কোন সাহসে এটা করো?

How dare you go outside?
তুমি কোন সাহসে বাহিরে গেলে?

How dare you break- up with me?
তুমি কোন সাহসে আমার সাথে ব্রেক- আপ করলে?

Now it’s your turn to make new sentences...



Episode 3

কারও কোনকিছু করার নেই। 
St: Subject +have + nothing + to +verb(base form)

 আমার কোনকিছু  বলার নেই। 
= I have nothing to say.
আমার কোনকিছু লেখার নেই। 
=I have nothing to  write.
আমার কোনকিছু পড়ার নেই। 
= I have nothing to read.
আমার কিছু করার নেই
 = I have nothing to do.

Now it is your time.So Let's start.....



Episode 4 

#Get_down_to_দেরি_না_করে_শুরু_কর।

a) দেরি না করে ইংরেজি শেখা শুরু কর।--Get down to learn English. - 
b) দেরি না করে খাওয়া শুরু কর।-- Get down to eat.
c) দেরি না লিখা শুরু কর।-- Get down to write.
d) দেরি না করে লিখা আরম্ভ কর।--Get down to write.
e) দেরি না করে গান করা আরম্ভ কর।--Get down to sing.

➡️Now ur turn....



Episode 5

Nothing makes sense =কিছুই ভালো লাগে না। 

১.নামাজ ছাড়া কিছুই ভালো লাগে না।
=Nothing makes sense without prayer.
২.পড়াশোনা ছাড়া কিছুই ভালো লাগে না। 
=Nothing makes sense without study. 
৩.বই পড়া ছাড়া কিছুই ভালো লাগে না। 
=Nothing makes sense without reading book.
৪.লেখা ছাড়া কিছুই ভালো লাগে না। 
=Nothing makes sense without writing.

Now it’s your turn.



Episode 6

★Want to + another- - -

 জ্ঞানী হতে চান ? ➯ কম কথা বলুন। Want to be wise, Speak little.

প্রিয়পাত্র হতে চান? ➯ হাসতে শিখুন। Want to be favorite person, Learn to laugh.

ব্যক্তিত্ববান হতে চান? ➯ ঠাট্টা ছাড়ুন। Want to have personality, Leave fun, jokes.

সুখি হতে চান? ➯ ক্ষমা করতে শিখুন। Want to be happy, Learn to forgive.

ধনী হতে চান? ➯ পরিশ্রমী হোন। Want to be rich, Be industrious.

Now your turns---



Episode 7

★Because of you.তোমার কারণে।

I am getting angry because of you.
আমি তোমার কারনে রাগান্বিত হচ্ছি।

I am doing the work because of you.
আমি কাজটি করছি তোমার কারনে।

I am getting tired because of you.
আমি তোমার কারনে বিরক্ত হচ্ছি।

I am writing a letter because of you.
আমি একটি চিঠি লিখছি তোমার কারনে।

I am walking in the road because of you.
আমি রাস্তায় হাটছি তোমার কারনে।

I am writing a letter because of you.
আমি চিঠি লিখছি তোমার কারনে।

I am using the bathroom because of you.
আমি এই গোসলখানিটি ব্যবহার করছি তোমার কারনে।

Now it’s your turn to make new sentences...



Episode 8

★I am being able- আমি পারছি

আমি ইংরেজিতে কথা বলতে পারছি।
I am being able to speak English. 

সে মোটরসাইকেল চালাতে পারছে।
He is being able to ride a motorcycle.

পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে।
The boy with broken leg is being able to run. 

আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি।
I am being able to write paragraphs in English. 

তারা ফুটবল খেলতে পারছে।
They are being able to play football.

আমি অংকটি করতে পারছি।
I am being able to do the sum.

Now it’s your turn to make new sentences....



Episode 9

1.জীবন মানে যুদ্ধ,যদি তুমি লড়তে জানো। 
=Life means war,if you know how to struggle.

2.জীবন মানে গল্প, যদি তুমি পড়তে জানো।
= Life means story,if you know how to read.

3.জীবন মানে খেলা,যদি তুমি খেলতে জানো।
=Life means game,if you know how to play.

4.জীবন মানে বাজি,যদি তুমি জিততে পারো।
=Life means challenge, if you know how to win.

5.জীবন মানে ভালোবাসা,যদি সবকিছু মানিয়ে নিতে পারো।
=Life means Love,if you know how to maintain.

6.জীবন মানে দু:খ,যদি সইতে না পারো। 
=Life means sorrow,If you won't tolerate it.

Now it’s your turn to make new sentences...


Episode 10

★Could =পারতাম অর্থে।

আমি তোমাকে বলতে পারতাম।
I could tell you.

আমি এটা খেলতে পারতাম।
I could play the game.

আমি মিথ্যা বলতে পারতাম।
I could tell a lie. 

আমি ইংরেজি বলতে পারতাম।
I could speak English.

আমি ব্যাপারটা গোপন করতে পারতাম।
I could hide the matter.

আমি তোমার আগে শেষ করতে পারতাম।
I could finish before you.

আমি তাকে ডাকতে পারতাম।
I could call him.

 আমি চাকরিটা ছাড়তে পারতাম।
I could relinquish the job.

আমি মোবাইলটি কিনতে পারতাম।
I could buy the mobile.

আমি তাকে ইমেইল পাঠাতে পারতাম।
I could send him email.

আমি আরবি পড়তে পারতাম।
I could read Arabic.

সহজে ইংরেজি শিখতে Learn English Effortlessly এর সাথেই থাকুন।❤

Now it’s your turn to make new sentences...



Episode 11

★Which else = আর কোনটি?

Which else will be perfect for her.= আর কোনটি তার জন‍্য উপযুক্ত হবে।

Which else do you want to buy = আর কোনটি তুমি কিনতে চাও?

Which else did you include here = তুমি এখানে আর কোনটি অন্তর্ভুক্ত করেছিলে?

Which else can I give you = আমি আর কোনটি তোমাকে দিতে পারি?

Which else does he need = তার আর কোনটি দরকার?

Which else will you eat? = তুমি আর কোনটি খাবে?

Now it’s your turn to make new sentences...... 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই❤



Episode 12

Nothing is permanent in this world = পৃথিবীতে কোন কিছুই স্থায়ী হয় না। 

 Everything is perishable= সব কিছুই অস্থায়ী।

Even the happiness and sadness is perishable.= এমনকি সুখ এবং দুঃখ অস্থায়ী।

 Today may be you are happy= আজকে তুমি সুখী হতে পার।

 But tomorrow you may be unhappy = কিন্তু আগামীকাল তুমি অসুখী
ও হতে পার।

So never think that your happiness or sadness is permanent = তাই কখনো মনে করো না তোমার সুখ বা দুঃখ স্থায়ী।

 Time will be change now and then= সময় এখন এবং তারপরে পরিবর্তন হবে।

Now it’s your turn to make new sentences... 

সহজেই ইংরেজি শিখুন Learm English Effortlessly এর সাথেই। ❤



Episode 13

Couldn’t about to

★I couldn’t about to tell =  আমি বলতে গিয়েও বলতে পারিনি 

★I couldn't about to eat =  আমি খেতে গিয়েও খেতে পারিনি 

★I could not about to draw = আমি আকতে গিয়েও আকতে পারিনি 

★I couldn't about to play =  আমি খেলতে গিয়েও খেলতে পারিনি 

★I couldn't about to put =  আমি রাখতে গিয়েও রাখতে পারিনি

Now it’s your turn to make new sentences... 

সহজেই ইংরেজি শিখুন Learm English Effortlessly এর সাথেই। ❤



Episode 14

★I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)

1.I have decided to learn English.( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)

2. I have decided to change myself.(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি).

3.I have decided to work hard.(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)

4.I have decided to help the poor.(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি).

5.I have decided to change my bad habits.(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)

Now It's your trun to make at least one sentence..


Episode 15

★I like the way 

1. I like the way you talk
আমি তােমার কথা বলার ভঙ্গি পছন্দ করি৷

2. I like the way you walk
আমি তােমার হাটার ধরন পছন্দ করি৷

3. I like the way he loves
আমি তার ভালােবাসার তরিকা পছন্দ করি৷

4. I like the way they fight
আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি।

5. I like the way you play football.
আমি তােমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি৷

6. তার লেখার ধরনটা আমার ভালাে লাগে।
I like the way she writes.

7. তার খেলার ধরনটা আমার ভালাে লাগে।
I like the way he plays.

8. তার শেখানাের ধরনটা আমার ভালাে লাগে৷
I like the way he teaches

Now it’s your turn to make new sentences... 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই ❤



Episode 16

★ I want to know=আমি জানতে চাই। 

১। আমি বিশ্বগ্রাম সম্পর্কে জানতে চাই।
I want to know about Global Village.

২। আমি করোনা ভাইরাস সম্পর্কে জানতে চাই।
I want to know about Corona virus. 

৩।আমি করোনা ভাইরাসের লক্ষণ সম্পর্কে জানতে চাই
I want to know about Corona virus symptoms. 

৪।আমি দেশের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাই
I want to know about the country’s health system. 

৫। আমি চীন- ভারত দ্বন্দ্ব সম্পকে জানতে চাই
I want to know about Chin- India conflict. 

Now it’s your turn to make new sentences... 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই ❤


Episode 17

★১০০টি ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়
✪ Carry on - চালিয়ে যাও
✪ Wow - বাহ, দারুন তো
✪ How come - কি ব্যাপার?
✪ What a mess! - কি এক ঝামেলা!
✪ Oh shit - ধ্যাত্তেরি
✪ Yes, go on - হ্যা, বলতে থাক
✪ Oh dear! - বলো কী!
✪ Hi guys - হ্যালো বন্ধুরা
✪ Good job! – সাবাশ!
✪ So what? – তাতে কি?
✪ Oh, no! - এ হতে পারেনা!
✪ As if - যেন, কি যে হতো
✪ My goodness! - একি!
✪ Damn it! - চুলায় যাক!
✪ Definitely – অবশ্যই
✪ Let it pass - ছেড়ে দিন।
✪ Obviously – স্পষ্টত, সম্ভবত
✪ I’m off - আমি গেলাম।
✪ What a surprise!- হটাৎ যে!
✪ Go to the devil! – গোল্লায় যাক!
✪ What about you? – তোমার খবর কি?
✪ What’s up - কি খবর?
✪ Pay attention! - মনোযোগ দিন!
✪ It’s your turn - এবার তোমার পালা
✪ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ Heiya! It is you I see - আরে তুমি যে!
✪ Oh! come on - আহ! একটু বুঝতে চেষ্টা করো
✪ so so - মোটামোটি
✪ So be it - তবে তাই হোক
✪ Who cares! – কার কি যায় আসে!
✪ Excuse me - এই যে শুনুন
✪ Not a bit - একটুও না
✪ That’s fantastic - এটা সত্যি চমৎকার
✪ Next to nothing - বলতে গেলে কিছুই না
✪ Mind your language - ভাষা সংযত করো
✪ Come to the point – আসল কথা বল
✪ That's right - ঠিক বলেছেন
✪ To be frank - খোলাখুলি ভাবে বলতে গেলে।
✪ Really pleased - সত্যি আনন্দিত
✪ I am delighted- আমি আনন্দিত ।
✪ So kind of you! - আপনার দয়া।
✪ Anybody home? - বাড়িতে কেউ আছেন?
✪ Keep quiet - চুপ কর
✪ No entrance - প্রবেশ নিষেধ
✪ It’s enough - যথেষ্ট হয়েছ
✪ What happened - কি হয়েছে
✪ What an idea! - কি বুদ্ধি!
✪ Well done - সাবাশ
✪ Indeed! - সত্যি!
✪ How peaceful! - কি শান্ত!
✪ Get lost - বিদায় হোন।
✪ Let me see - আমাকে দেখতে দাও
✪ Oh sure - ও নিশ্চয়ই
✪ Who knows! – কে জানে!
✪ Bullshit! – বাজে কথা
✪ But who cares! - কে ধারধারে!
✪ No more buts - আর কোন কিন্তু নয়
✪ How so – তা কি করে হয়?
✪ I think so - আমি তাই মনে করি
✪ Calm down - শান্ত হও
✪ Let’s have a look - চল দেখি
✪ Let’s run away - চলো এক্ষুনি পালাই
✪ I am getting wet - আমি ভিজে যাচ্ছি
✪ I don’t care! – আমার কিছু যায় আসেনা!
✪ How else – আর কিভাবে?
✪ Little by little – ক্রমান্বয়ে।
✪ Is it so! - তাই নাকি!
👉👉


Episode 18

★As adjective as= মতো

As bright as day( দিনের মতো উজ্জ্বল) 

As black as coal( কয়লার মতো কালো)

As hard as iron( লোহার মতো শক্ত) 

As cold as ice( বরফের মতো ঠান্ডা) 

As brave as lion( সিংহের মতো সাহসী) 

As strong as tiger( বাঘের মতো শক্তিশালী) 

As pure as flower (ফুলের মতো পবিত্র) 

As clear as day( দিনের মতো পরিষ্কার)

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤
💚💗💚




Episode 19

★Dream of --স্বপ্ন দেখা।

 I dream of being a good speaker.  আমি ভালো বক্তা হওয়ার স্বপ্ন দেখি।

I dream of being a honest person .  আমি  সৎ হওয়ার স্বপ্ন দেখি।

I dream of learning English .  আমি ইংরেজি শেখার স্বপ্ন দেখি।

I dream of being a banker.  আমি ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখি।

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই।




Episode 20

★I'm dying to = কাতর হয়ে আছি।

✪ I am dying to have your love = তোমার ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি।

✪ I'm dying to express my feelings = আমার অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি।

✪ I'm dying to take a cup of coffee = এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না।

✪ I'm dying to order some apples = কিছু আপেল অর্ডার করতে আমার আর তর সইছেনা।

✪ I'm dying to search for a new job = একটি নতুন চাকুরি খুঁজে পেতে  আমি মরিয়া হয়ে উঠেছি।

✪ I'm dying to spend vacation at Maldives = মালদ্বিপে ছুটি কাটাতে আমার আর তর সইছেনা।

✪ I'm dying to expand my business = আমি ব্যবসাকে সম্প্রসারণ করতে  আর অপেক্ষা করতে পারছি না।

✪ I'm dying to find out my next destination = পরবর্তি গন্তব্য খুজে পেতে আমার আর তর সইছেনা।

✪ I'm dying to shift myself to a new place = একটি নতুন জায়গায় চলে যেতে আমার আর তর সইছেনা।

✪ I'm dying to tell you about the real story = তোমাকে আসল সত্যটি জানানোর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।

✪ I'm dying to submit my new proposal = নতুন প্রস্তাবটি উপস্থাপন করতে আমার আর তর সইছে না।

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤



Episode 21

★How about -কেমন হয়।

How about learning computer?
কম্পিউটার শিখলে কেমন হয়?

How about reading newspaper?
পত্রিকা পড়লে কেমন হয়?

How about proposing her?
তাকে প্রপোজ করলে কেমন হয়?

How about going home?
বাড়ি গেলে কেমন হয়?

How about writing a letter to her?
তাকে একটি চিঠি লিখলে কেমন হয়?

How about learning english with Miraj?
মিরাজের সাথে ইংরেজি শিখলে কেমন হয়?

Now it’s your turn to make new sentences. 



Episode 22

> Don't force me=আমাকে বাধ্য করো না।

Don’t force me to go to Dhaka.= আমাকে ঢাকা যেতে বাধ্য করো না।

Don't force me to be like before.= আমাকে আগের মত হতে বাধ‍্য করো না

Don't force me to be rude.= আমাকে রুঢ় হতে বাধ‍্য করো না।

Don't force me to say the lie.= আমাকে মিথ‍্যা কথা বলতে বাধ‍্য করো না।

Don't force me to say the truth= আমাকে সত‍্য কথা বলতে বাধ‍্য করো না।

Don't force me to take step against you.= আমাকে তোমার বিরুদ্ধে যেতে বাধ‍্য করো না।

Don't force me to be cruel like you.= আমাকে তোমার মত নিষ্ঠুর হতে বাধ‍্য করো না।

 Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤



Episode 23

★Had to do--করতে হয়েছিল 

a)I had to go out to buy medicine.
আমাকে ঔষধ কেনার জন্য বের হতে হয়েছিল। 

b)He had to go to the computer center to see the results.
তাকে রেজাল্ট দেখার জন্য কম্পিউটার সেন্টারে যেতে হয়েছিল। 

c)He had to leave the place.
তাকে জায়গাটি ছাড়তে হয়েছিল।

d)Miraj had to tolerate a lot of rough words.মিরাজকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল। 

e)He had to give up smoking for his wife.তার স্ত্রীর জন্য তাকে ধুমপান ছেড়ে দিতে হয়েছিল। 

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤



Episode 24

৭০ টি গুরুত্বপূর্ণ  Linking words/ Conjunction

✪ As - কারন, যেহেতু
✪ Say- ধরা যাক
✪ So - অতএব , সুতরাং
✪ Who - কে, যে, কেকে
✪ And - এবং ,ও
✪ But -  কিন্তু, তথাপি
✪ That - যে , যা, যাতে, ফলে
✪ Even - এমনকি 
✪ At first - প্রথমত
✪ Often - প্রায়ই , মাঝে মাঝে
✪ More - আরো , অধিকতর
✪ Which - যেটি , যা
✪ As if - যেন 
✪ Although – যদিও, যাতে , সত্বেও
✪ While - যখন 
✪ Similarly - অনুরূপভাবে, একইভাবে
✪ Therefore - অতএব , সুতরাং
✪ So that -  যাতে , যেন 
✪ First of all - প্রথমত
✪ Rather - বরং, চেয়ে
✪ Such as - তেমনই
✪ However – যাইহোক
✪ Indeed – প্রকৃতপক্ষে
✪ Whereas – যেহেতু
✪ Usually - সাধারনত 
✪ Only – শুধু, কেবল, একমাত্র
✪ Firstly - প্রথমত
✪ Finally - পরিশেষে
✪ Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
✪ But also - এমনি , এটিও
✪ As well as – এবং, ও, পাশাপাশি
✪ Furthermore - অধিকন্তু
✪ Regrettably - দুঃখজনকভাবে ।
✪ in fact – আসলে
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably – লক্ষণীয়ভাবে
✪ Consequently – অতএব
✪ On the whole – মোটামুটি
✪ Either - দুয়ের যে কোন একটি
✪ Neither - দুয়ের কোনটি নয়
✪ In any event - যাহাই ঘটুক না কেন
✪ Additionally - অতিরিক্ত আরো
✪ In this regard – এ বিষয়ে
✪ As a matter of fact -বাস্তবিকপক্ষে/প্রকৃতপক্ষে
✪ Including -  সেই সঙ্গে
✪ Nonetheless -  তবু
✪ Nevertheless - তথাপি , তবুও , তারপরও
✪ Lest - পাছে ভয় হয়
✪ Whether - কি ...না , যদি
✪ Comparatively -  অপেক্ষাকৃত
✪ To be honest - সত্যি বলতে
✪ Come what may - যাই ঘটুক না কেন
✪ If you do care - যদি আপনি চান
✪ Next to nothing - না বললেও চলে
✪ As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।
✪ As far as I’m concerned - আমার জানা মতে ।
✪ Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
✪ On the other hand - অন্যদিকে ।
✪ In this connection - এ বিষয়ে ।
✪ In addition - অধিকন্তু, মোটের উপর
✪ In fact - প্রকৃতপক্ষে
✪ To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
✪ Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
✪ To sum up - সংক্ষেপে বলতে গেলে
✪ Though - যদিও, সত্বেও
✪ Incidentally - ঘটনাক্রমে
✪ Then - তারপর ,তখন
✪ Than - চেয়ে , থেকে
✪ For a while - কিছুক্ষণের জন্য
✪ In order to - উদ্দেশ্যে, জন্যে
✪ Suddenly - হঠাৎ
💚❤



Episode 25

চলুন আজকে আমরা What if= কি হতো? এর ব্যবহারগুলো দেখে নেই🤗

What if I missed the bus? = কি হতো যদি  আমি বাসটি মিস করতাম?

What if someone saw me? = কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?

What if I didn't understand the problem? = কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?

What if he was waiting at the station for me?= কি হতো যদি সে আমার জন্য স্টেশনে অপেক্ষা করতো?

What if they decided to go to Cox’s Bazar? = কি হতো যদি তারা কক্সবাজার যাওয়ার মনস্থ করতো?

What if it rains while we are traveling?= কি হবে যদি আমাদের ভ্রমনের কালে বৃষ্টি হয়?

What if I didn’t complete the task? = কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?

What if he didn’t cooperate me in the beginning? = কি হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করতো?

What if Learn English Effortlessly group didn’t teach us english? =কি হতো যদি লার্ন ইংলিশ ইফোর্টলেসলি গ্রুপটি আমাদের ইংরেজি না শিখাতো?

What if I were late to the conference? = কি হতো যদি আমি অলোচনাসভায় যেতে দেরি করতাম?

Now it’s your turn to make new sentences. 




Episode 26

★willing to-ইচ্ছুক)

I am willing to work with you(আমি তোমার সাথে কাজ করতে ইচ্ছুক) 

I am willing to go with you( আমি তোমার সাথে যেতে ইচ্ছুক) 

I am willing to play with you( আমি তোমার সাথে খেলতে ইচ্ছুক) 

I am willing to marry you( আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক) 

I am willing to serve my country ( আমি আমার দেশের সেবা করতে ইচ্ছুক) 

I am willing to change decision(আমি সিদ্ধান্ত পরিবর্তন করতে ইচ্ছুক) 

I am willing to continue my study( আমি আমার লেখা পড়া চালিয়ে যেতে ইচ্ছুক) 

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤



Episode 27

 I am here to enjoy the game.
আমি এখানে খেলা উপভোগ করতে এসেছি।

 I am here to apply for job.
আমি এখানে চাকরির আবেদন করতে এসেছি।

 I am here to learn English.
 আমি এখানে ইংরেজি শিখতে এসেছি

 I am here to give you a new offer. 
 আমি এখানে তোমাকে নতুন প্রস্তাব দিতে এসেছি

 I am here to know your self.
 আমি এখানে তোমার সম্পর্কে জানতে এসেছি।

Now it’s your turn to make new sentences. 



Episode 28

★Spell out-বর্ণনা কর

Spell out about yourself
-তোমার নিজের সম্পর্কে বর্ণনা কর

Spell out about your family
-তোমার পরিবার সম্পর্কে বর্ণনা কর

Spell out about your job
-তোমার চাকরি সম্পর্কে বর্ণনা কর

Spell out about your village
-তোমার গ্রাম সম্পর্কে বর্ণনা কর

Spell out about your group
-তোমার গ্রুপ সম্পর্কে বর্ণনা করো

Now it’s your turn to make new sentences. 



Episode  29

To....is to=একটি কিছু করা মানে আরেকটা কিছু করা বোঝাতে।

১. To read book is to gain knowledge.
বই পড়া মানে জ্ঞান অর্জন করা।

2. To love creation is to love creator. 
সৃষ্টিকে ভালোবাসা মানে স্রষ্টাকে ভালোবাসা।

3. To help poor people is to love poor people. গরিবদের সাহায্য করা মানে তাদের ভালোবাসা।

Now it’s your turn to make new sentences. 



Episode 30

That’s why-এ কারণেই

✪ That’s why you need to do the job. - এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। 
✪ That’s why he has gone to market. - এ কারণেই সে বাজারে গিয়েছে। 
✪ That’s why people admire you. - এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে। 
✪ That’s why I always try to help others. - এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।
✪ That’s why you fail to understand. - এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।
✪ That’s why she smiles after seeing you. - এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে।
✪ That’s why you need to secure your home. - এ কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।
✪ That’s why you’ve got the promotion. - এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো।

Now it’s your turn to make new sentences. 





Episode 31

★There is no doubt =এতে কোন সন্দেহ নাই

There is no doubt that Sayem loves Sadia. =এতে কোন সন্দেহ নেই যে সায়েম সাদিয়াকে ভালবাসে।

There is no doubt that Mahjabeen is gregarious. =এতে কোন সন্দেহ নেই যে মেহজাবিন মিশুক।

There is no doubt that Juthi is candid.=এতে কোনো সন্দেহ নেই যে জুথি অমায়িক।

There is no doubt that we will all die one day=এতে কোন সন্দেহ নাই যে আমরা সবাই একদিন মারা যাব

There is no doubt that the Shakti is a good student.=এতে কোন সন্দেহ নাই যে শক্তি একজন ভাল ছাত্র

There is no doubt that Corona is an epidemic.=এতে কোন সন্দেহ নাই যে করোনা একটি মহামারী রোগ

There is no doubt that this group is very useful for learning English.=এতে কোন সন্দেহ নাই যে এই গ্রুপটা ইংরেজি শেখার জন্য খুবই উপকারী

There is no doubt that Shaon is a very polite boy.=এতে কোন সন্দেহ নাই যে শাওন খুবই ভদ্র ছেলে

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤



Episode 32

আপনি যদি কোন কিছুতে 'দক্ষ' বুঝাতে চান, তাহলে ব্যবহার করবেন = Good at_____.
EX.
👉Good at reading. পড়ায় দক্ষ।
👉Good at writing. লেখায় দক্ষ।
👉Good at cooking. রান্নায় দক্ষ।
👉Be good at speaking. কথাবলায় দক্ষ হও।
👉She is good at cooking. সে রান্নায় দক্ষ।
👉He was good at writing. সে লেখায় দক্ষ ছিল।
👉You should be good at listening English . আপনার ইংরেজি শুনতে দক্ষ হওয়া উচিত
👉I must be good at English. আমি অবশ্যই ইংলিশে দক্ষ হবো।

আপনি যদি কোনো কিছুতে 'অদক্ষ' বুঝাতে চান, তাহলে ব্যবহার করবেন = Bad at______.
EX.
👉Bad at English. ইংলিশে অদক্ষ।
👉Bad at reading. পড়ায় অদক্ষ। 
👉Bad at writing. লেখায় অদক্ষ। 
👉Bad at cooking. রান্নায় অদক্ষ।
👉Don't be bad at cooking. রান্নায় অদক্ষ হয়োনা।
👉She is bad at reading. সে পড়ায় অদক্ষ।
👉I was bad at writing. আমি লেখায় অদক্ষ ছিলাম।
👉I won't be bad at playing. আমি খেলায় অদক্ষ হবো না।

Now It’s your turn...
👉সে কি সাঁতারে দক্ষ? 
👉আপনি কি ইংলিশে দক্ষ? 
👉আমিও ইংলিশে দক্ষ হতে চাই।
👉সাকিব আল হাসান ক্রিকেট খেলায় দক্ষ। 
👉সে সবকিছুতে অদক্ষ।



Episode 33

🕝 আপনি যদি কোনো কাজের 'সময়' বুঝাতে চান, তাহলে ব্যবহার করবেন = while______.
EX.
👉While eating. খাওয়ার সময়।
👉While reading. পড়ার সময়।
👉While doing. করার সময়।
👉Don't talk while eating. খাওয়ার সময় কথা বলোনা।
👉Don't use Mobile phone while reading. পড়ার সময় মোবাইল ব্যবহার করোনা।
👉I will call you while playing. খেলার সময় আমি তোমাকে ডাকবো।

📤আপনি যদি কোনো কাজকে 'পূর্বে বা আগে' বুঝাতে চান, তাহলে ব্যবহার করবেন = Before _______.
EX.
👉Before eating. খাওয়ার আগে।
👉Before reading. পড়ার আগে।
👉Before doing. করার আগে।
👉I don't go to school before eating. খাওয়ার আগে আমি স্কুলে যাই না।
👉Don't watch TV before reading. পড়ার আগে টিভি দেখো না।

📥 আপনি যদি কোনো কাজকে 'পরে' বুঝাতে চান, তাহলে ব্যবহার করবেন = After ______.
EX.
👉After eating. খাওয়ার পরে।
👉After reading. পড়ার পরে।
👉After doing. করার পরে।
👉Go to bed after eating. খাওয়ার পরে ঘুমাতে যাও।
👉Go to eat after reading. পড়ার পরে খেতে যাও।
👉He goes to walk after getting up. ঘুম থেকে উঠার পরে সে হাঁটতে যায়।

[বি:দ্র: While, Before, After এদের পর Verb+ing করে দিবেন।]



Episode 34

📤কোনো কিছুর শুরুতে বুঝাতে, ব্যবহার করবেন = At the beginning of ____.
EX.
👉 At the beginning of work. কাজের শুরুতে।
👉 At the beginning of eating. খাওয়ার শুরুতে।
👉 At the beginning of speaking.
কথাবলার শুরুতে।
👉She flees at the beginning of work. সে কাজের শুরুতে পালিয়ে যায়।

📥 কোনো কিছুর শেষে বুঝাতে, ব্যবহার করবেন = At the end of_____.
EX.
👉 At the end of eating. খাওয়ার শেষে।
👉 At the end of work. কাজের শেষে।
👉 At the end of the play. নাটকের শেষে।
👉He merries her at the end of the year. বছর শেষে সে তাকে বিয়ে করে।



Episode 35

💁 WH-question-কে question word বা প্রশ্নবোধক শব্দও বলা হয়। এই প্রশ্নবোধক শব্দগুলো “W’ এবং “H” বর্ণগুলো ধারণ করে। সেজন্য এদেরকে WH-question বলা হয়।

💁 নিচে বিভিন্ন ধরনের wh-question উদাহরণসহ দেয়া হল:

👉What – (বস্তু, কাজ বা ধারণা)

What is your name?(তোমার নাম কি?)

👉My name is Afrin –  আমার নাম আফরিন।

What do you do? তুমি কি কর?

👉I teach English – আমি ইংরেজি পড়াই।

What does he do? সে কি করে?

👉He works in garments – সে গার্মেন্টস এ কাজ করে।

What is your profession? তোমার পেশা কি?

👉I am a teacher – আমি একজন শিক্ষক।

What is your job? তোমার জব কি?

👉Who –  Person (ব্যক্তি)

Who are you? (তুমি কে?)

👉I am  Afrin – আমার আফরিন।
__________________________

👉Why – Cause (কারণ)

Why have you come here? (তুমি এখানে কেন এসেছ?)

👉I have come here to collect my certificate – আমি এখানে আমার সনদ সংগ্রহ করতে।
______________________

👉When – Time (সময়)

When is your flight? (তোমার ফ্ল্যাইট কয়টায়?)

👉At 3:00 pm.
________________________

Where – Location (অবস্থান)

Where is the book?(বইটি কোথায়?)

👉It is on the table. – ইটা টেবিল এর উপর।

Where are you from? – তুমি কোথায় থাক বা কোথায় থেকে এসেছো?

👉I am from Rajshahi. And you? আমি রাজশাহী থেক বা রাজশাহীতে থাকি। তুমি?

Where do you live in? –  তুমি কোথায় বাস কর?

👉I live in Dhaka. – আমি ঢাকায় বাস করি।

Where do you work? – তুমি কোথায় কাজ কর?

👉I work in Bogura. – আমি বগুড়াতে কাজ করি।

Where does he work? তিনি কোথায় কাজ করেন।

👉He works in primary school. তিনি প্রাইমারি স্কুলে কাজ করেন।
_________________________________

How – Way (উপায়/কেমন?)

How is your health? (তোমার স্বাস্থ্য কেমন?)

👉Good.

How are you? – তুমি কেমন আছো?

👉I am fine. Thanks – আমি ভালো আছি। ধন্যবাদ।

How old are you?  তোমার বয়স কত?

👉I am 25 years old. আমি ২৫ বছর বয়সী।
__________________________________
Now, It’s your turn👉👉




Episode 36

★Are দিয়ে প্রশ্ন তৈরি★

তারা কি আজ সন্ধ্যায় আসছে ?
Are they coming this evening?

তুমি কি সিঙ্গেল? 
Are you single? 

তারা কি একই রকম?
Are they the same?

তুমি কি ভীত?
Are you afraid?

তোমার কোন বিষয়ে স্পর্শকাতরতা আছে?
Are you allergic to anything?

তুমি আমেরিকান?
Are you American?

তুমি ব্যস্ত?
Are you busy?

তুমি ঠিক আরামবোধ করছ?
Are you feeling comfortable?

তুমি আজ সন্ধ্যায় আসছ?
Are you coming this evening?

আজ রাতে তোমার সময় হবে?
Are you free tonight?

তুমি ওদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ?
Are you going to attend their wedding?

তুমি কি মেয়েটিকে সাহায্য করবে?
Are you going to help her?

তুমি প্লেন না ট্রেনে যাবে?
Are you going to take a plane or train?

এখানে কি তুমি একা?
Are you here alone?

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤



Episode 37

☞I am trying to =কোন কিছু করার চেষ্টা করতেছি

1. I am trying to learn English.( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)

2. I am trying to do something.(আমি কিছু করার চেষ্টা করতেছি)

3. I am trying to help the street children.( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)

4. I am trying to clean my room.(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি)

5.I am trying to motivate him.(আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি)

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤



Episode 38

★Whether......or not...সন্দেহ প্রকাশ করতে।

সে জানে আমি ইংরেজিতে কথা বলি কিনা। 
He knows whether i speak in English or not.

আমি জানি সে একজন সৎ মানুষ কিনা।
I know whether he is an honest man or not. 

আমি জানি না তোমাদের দেশে অনেক সমস্যা আছে কিনা।
I do not know whether there are many problems in your country or not. 

আমি নিশ্চিত না সে লন্ডনে যাচ্ছে কিনা।
I am not sure whether he is going to London or not. 

এটা আমার কাছে কোন বিষয় না তুমি আমাকে বিশ্বাস করো কি করো না।
It is not matter to me whether you believe me or not.

আমি জানিনা তুমি ইংরেজিতে কথা বলতে পারো কিনা।
I don't know whether you can speak English or not.

আমি জানি না ভালোবাসতে হবে নাকি ঘৃণা করতে হবে।
I do not know whether to love or to hate.

তুমি আমাকে ঘৃণা করো কি করো না আমার যায় আসে না।
It doesn't matter to me whether you hate me or not.

সে নিশ্চিত না সে পরীক্ষায় পাশ করতে পারবে কিনা।
He is not sure whether he will be able to pass in the exam or not. 

Now it’s your turn to make new sentences.. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤



Episode 39

***Will you be my=তুমি কি আমার হবে?

✪ Will you be my friend?- তুমি কী আমার বন্ধু হবে? 
✪ Will you be my best friend?- তুমি কী আমার ভাল বন্ধু হবে? 
✪ Will you be my teacher?- তুমি কী আমার শিক্ষক হবে? 
✪ Will you be my fb friend? - তুমি কী আমার ফেসবুক ফ্রেন্ড হবে?
✪ Will you be mine? - তুমি কী আমার হবে?
✪ Will you be my life partner?- তুমি কী আমার জীবনসঙ্গী হবে? 
✪ Will you be my daughter-in-law?- তুমি কী আমার পুত্রবধু হবে? 
✪ Will you be my son-in-law?- তুমি কী আমার জামাতা হবে? 
✪ Will you be my dearest person? - তুমি কী আমার প্রিয়তম মানুষ হবে?
✪ Will you be my assistant? - তুমি কি আমার সহযোগী হবে?
✪ Will you be my coach? - তুমি কি আমার প্রশিক্ষক হবে?
✪ Will you be my business partner? - তুমি কী আমার ব্যবসায়িক অংশীদার হবে?

Now it’s your turn to make new sentences. 

সহজে ইংরেজি শিখুন Learn English Effortlessly এর সাথেই। ❤




Episode 40

গুরুত্বপূর্ণ ১০ টি Translation! যা প্রায় পরীক্ষাতেই আসে।
০১. যার কোন গুণ নাই তার কপালে আগুন
= It is a pity, he is good for nothing.
০২. আপন গায়ে কুকুর রাজা।
= Every dog is a lion at home.
০৩. ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।
= Extravagant hopes lead to complete disappointment.
০৪. নিজের পায়ে কুড়াল মারা ।
= To dig one’s own grave.
০৫. উঠন্ত মুলো পত্তনে চেনা যায় ।
= Morning shows the day.
০৬. উলুবনে মুক্তো ছড়ানো ।
= Pearls before swine.
০৭. উৎপাতের কড়ি চিৎপাতে যায়।
= Ill got, ill spent.
০৮. একবার না পারিলে দেখ শতবার ।
= If at first try you don’t succeed, try, try again!
০৯. কত হাতি গেল তল, মশা বলে কত জল ।
= Fools rush in where angels fear to tread.
১০. কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে ।
= Being unnecessarily flashy is pointless

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══