A rolling stone gathers no moss.

আশা করছি আর কেউ দ্বিমত পোষণ করবেন না । যারা একমত হতে পারবেন না জাস্ট এড়িয়ে যাবেন। 

এস, এম, জাকির স্যারের লেখাঃ 
প্রশ্নঃ A rolling stone gathers no moss. 
Here "rolling" is ___. (১১তম বিসিএস)
a) gerund
b) Verbal noun
c) participle
d) adjective

বাক্যটির Subject, Verb এবং Object গুলিকে আলাদাভাবে দেখা যাকঃ
A rolling stone → subject 
gathers → verb
no moss → object.

Subject এর স্থলে ব্যবহৃত Phrase- টির মূল শব্দ হলো ‍stone ,অর্থাৎ 'rolling' শব্দটি এই stone শব্দটিকে Modify করেছে। Verb+ ing যখন কোনো noun কে modify করার জন্য ব্যবহৃত হয় তখন তাকে বলে Present Participle . Verb+ ing যদি noun হিসেবে ব্যবহৃত হয় তাকে বলে Gerund .

যেমনঃ Swimming is a good exercise . 

এখানে Swimming শব্দটি বাক্যটির Subject হিসেবে ব্যবহৃত হয়েছে বলে তা Noun-এর কাজ করেছে। অর্থাৎ Swimming তা হলো Gerund .
কিন্তু My swimming costume ( সাঁতরাবার পোশাক) শব্দগুচ্ছে swimming শব্দটি একটি Modifier ( Adjective ) -এর কাজ করছে বলে তা Present Participle.
উত্তরঃ (C).

নিচের লেখাটি M. Zafrul Mulk, (Phd) স্যারেরঃ
In the sentence the word 'rolling', originating from the verb. roll, provides the sense of a verb as well as an adjective that qualifies the noun, stone. Hence this is a participle.

নিচের লেখাটি ইংরেজির জনপ্রিয় শিক্ষক সফিক স্যারেরঃ

Here rolling is present participle /participle working as adjective occupying the place of adjective.
Participle whether present or past can simultaneously work as verb and adjective. 
The name of the word is participle and the part of speech is adjective. 
============================

পুনরায় নিজস্ব বিশ্লেষণ :
রচনায়ঃ S M Shamim Ahmed

আপনার ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রেখেই বলছি- যুক্তি হোক ‍সুন্দর ও তথ্য নির্ভর। 
আমার সর্বোচ্চ প্রচেষ্টা টা দিলাম ৩ ধরণের ব্যাখ্যা উপস্থাপন করলাম।
কোথাও এটা লেখা নাই যে” A rolling stone gathers no moss.
Here "rolling" Adjective or participle" বরং লেখা আছে Here "rolling" is gerund or participle. 
সময় করে নিচের লেখাগুলো পড়ুন। 
♦Tough question easy solution.

প্রশ্নঃ A rolling stone gathers no moss. Here "rolling" is ___.

a) gerund
b) participle
c) adjective
d) noun.
Correct answer: 100% Participle.

♦♦Reference from: Practical English Usage, A practical English Grammar by Thomson & Martinet, High school English Grammar By Wren & Martin, Applied English Grammar by P.C. Das (Original copy), A text book of Advanced Functional English by: Mohiuddin & Kasem(1962) , A text book of Higher English Grammar by P.K.De.Sarkar (1926) & many more.

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামার কোন ফকিরের কেরামতি নয় যে ঝড়ে বক পড়ছে ফকির বাবার কেরামতি বাড়ছে। আপনাকে কিন্তু আবেগের বশে উত্তর বললে হবেনা সঠিক না জানা উত্তর দেওয়া বা তর্ক করা যাবেনা। কিন্তু বহু English এর scholar রাও এটা বোঝানো যায়না।
তাদের কে রেফারেন্স সহ বই এর পৃষ্ঠা নং বলার পরেও উনারা বিশ্বাস করেন না।
বলেন যে Wren and Martin
Maichel Swan
Oxford Dictionary
Thomson and Martinet
এরা সবাই নাকি ভুল লিখেছেন।
এখন কিভাবে বুঝানো যায় ওনাদেরকে বলবেন প্লিজ ????

কিন্তু কেন??? জানতে হলে পড়ুনঃ

♦♦Actually it is old fashioned saying / proverbial sentence means="ঘূর্ণায়মান পাথরে শেওলা জমে না"
explanation: 

here, "rolling" takes the place of an "Adj." (because ,it modifies the noun "stone"). 

but, the word "rolling" derived from the verb "roll=গড়িয়ে পড়া",,, & when a "verb+ing" form acts simultaneously as an Adj. and a verb then that is called present participle.
So answer will be present participle/ participle.

♦যদি বলা হয়, rolling কি? 
তাহলে উত্তর হবে - Participle.
আর যদি বলা হয়, rolling কোন Part of Speech? তাহলে উত্তর হবে - adjective. সহজ কথা, ভাই সহজ / প্রাঞ্জল কথাটাকে এতো পেচানোর কি আছে কয়েলের কুন্ডলীর মতো??/ 
A rolling stone gathers no moss. Here "rolling" is _ ?.
a) gerund b) participle c) adjective d) noun
ans. participle

♦A rolling stone gathers no moss. Here, which part of speech "rolling" is _.

a) gerund 
b) participle 
c) adjective 
d) noun
ans. adjective

বিঃদ্রঃ বিভিন্ন গাইড বইগুলোতে এটার উত্তর Adjective /gerund দেওয়া আছে, যেটা সম্পূর্ণরূপে ভুল। 
মনে রাখবেন, gerund তখনি হবে যখন স্থির অবস্থাকে নির্দেশ করবে। যেহেতু এখানে চলমান অবস্থাকে নির্দেশ রেছে তাই এটি Participle .
বিঃদ্রঃ বিভিন্ন গাইড বইগুলোতে এটার উত্তর Adjective /gerund দেওয়া আছে, যেটা সম্পূর্ণরূপে ভুল। মনে রাখবেন, gerund তখনি হবে যখন স্থির অবস্থাকে নির্দেশ করবে। যেহেতু এখানে চলমান অবস্থাকে নির্দেশ রেছে তাই এটি Participle .

ব্যাখ্যা ২ঃ
--------------------------------------
A rolling stone gathers no moss. Here ‘rolling' is-
ক. Gerund
খ. Participle
গ. Verbal noun
ঘ. Adjective

Gerund: Verb+ing যখন noun এর কাজ করে 
যেমনঃ Reading is a good habit. এখানে ‘Reading’ noun এর কাজ করছে

Participle: Verb+ing যখন Adjective এর কাজ করে
যেমনঃ Reading newspaper is a good habit. এখানে ‘Reading’ Adjective এর কাজ করছে; অর্থাৎ ‘newspaper’ কে Modify করছে।

Verbal noun: The + Gerund+ of = Verbal noun; অর্থাৎ Gerund এর পূর্বে The এবং পরে of থাকে
যেমনঃ The Reading of newspaper is a good habit.

প্রদত্ত প্রশ্নে (A rolling stone gathers no moss.) ‘rolling’ stone কে Modify করছে; তাই Participle হিসেবে গণ্য হবে। 
অতএব সঠিক উত্তর __ খ. Participle.

কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

বিঃদ্রঃ আমার সকল পোস্ট পেতে আমার আইডি follow করতে পারেন।

( যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)
......To be continued

Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed

https://www.englishgrammar.org/ing-form-gerund-present-par…/

Related Posts:

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══