WH-question কাকে বলে?
WH-question-কে question word বা প্রশ্নবোধক শব্দও বলা হয়। এই প্রশ্নবোধক শব্দগুলো “W’ এবং “H” বর্ণগুলো ধারণ করে। সেজন্য এদেরকে wh-question বলা হয়।
WH-questions are also referred to question words. These question words contain the letters “W’ and “H”. So, these are called wh-questions.
বিভিন্ন ধরনের wh-question নিচের ছকে উদাহরণসহ দেয়া হল:
Formation of Questions:
1. যখন আপনি বাক্যের subject সম্পর্কে একটি প্রশ্ন তৈরী করতে চান আপনাকে প্রশ্নবোধক শব্দটিকে বাক্যের শুরুতে বসাতে হবে।
When you want to form a question about the subject of the sentence, you have to put the question word at the starting.
Examples:
- Liza sings really well. -Who sings really well?
- Adil has done a great job. –Who has done a great job?
3. যখন আপনি বাক্যের predicate সম্পর্কে একটি প্রশ্ন তৈরী করতে চান, তখন তিনটি উপায় আছে:
When you want to form a question about the predicate of the sentence, there are three ways:
a) যখন মূল verb-এর আগে একটি সাহায্যকারী verb থাকে, আপনাকে প্রশ্নবোধক শব্দটিকে শুরুতে বসাতে হবে এবং subject ও সাহায্যকারী verb-এর মধ্যে inversion বা স্থান পরিবর্তন হবে।
When there is a helping verb before the main verb, you have to put the question word at the starting and inversion will take place between the subject and the helping verb.
Examples:
- He can write poems. - What can he write?
- She is going tomorrow. – When is she going?
- She will sing a Bengali song. – What will she sing?
b) যখন একটি “to be” verb থাকবে কিন্তু কোন সাহায্যকারী verb থাকবে না, তখন আপনাকে প্রশ্নবোধক শব্দটিকে শুরুতে বসাতে হবে এবং subject ও verb-এর মধ্যে inversion বা স্থান পরিবর্তন হবে।
When there is a “to be” verb but no helping verb, you have to put the question word at the starting and inversion will take place between the subject and the verb.
Examples:
- The film was – How was the film?
- She was – How was she?
c) যখন কোন সাহায্যকারী verb বা “to be” verb-ও থাকবে না, তখন আপনাকে auxiliary verb “do” - কে তার যথার্থ রূপে বসাতে হবে এবং বাকি সবকিছু উপরোক্তভাবেই হবে।
When there is neither a helping verb nor a “to be” verb, you have to put the auxiliary verb “do” in the form which would be proper and other things will be same as mentioned above.
Examples:
- They go to their hometown every weekend. – Where do they go every weekend?
- She sings well. – How does she sing?
- He came home late. – When did he come home?
উপরের আলোচনা থেকে আপনারা WH-question সম্পর্কে একটি ভাল ধারণা পেতে পারেন।