Suffix কাকে বলে? কত প্রকার ও কি কি?
Suffix হচ্ছে একটি/কয়েকটি letter এর সমষ্ঠি যেগুলো stem/root word (ধাতু) এর পরে বসে নতুন নতুন word তৈরি করে। Stem/root word এর ছাড়া বাকি যে অংশ থাকে একটি শব্দে সেগুলোকে affix বলা হয়।
Suffix যুক্ত শব্দগুলোতে যেসব affix থাকে সেগুলোর সাধারণত কোন অর্থ হয় না। Grammatical পরিবর্তন এবং শব্দের অর্থের পরিবর্তনের জন্য suffix ব্যবহার করা হয়।
“A suffix(also called ending) is an affix that is placed after the stem of a word.” – Wikipedia
Example:
Reader
এখানে ‘read’ একটি stem যার ভিন্ন একটি অর্থ এবং বাক্যে ভিন্ন grammatical function রয়েছে কিন্তু affix ‘er’ যোগ করাতে stem টির অর্থ এবং grammatical function উভয়ই পরিবর্তন করা হয়েছে।
Reading
Readable
Creator
Creation
List of Common Suffixes
একটি suffix একটি root word/stem কে একটি noun, verb, adverb, অথবা adjective এ রুপান্তর করতে পারে। Suffix সাধারণত adjective এর degree পরিবর্তন এবং verb এর tense এর পরিবর্তনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে।
Noun Suffixes
Verb Suffixes
Adjective Suffixes