Completing sentences বা বাক্য সম্পূর্ণকরণ একটি গুরুত্বপূর্ণ লিখন সংক্রান্ত অনুশীলন। একটি অসমাপ্ত বাক্য নানাভাবে সমাপ্ত করা যায়। এক্ষেত্রে বাক্যের গঠন সম্পর্কে ধারণা, শব্দ ভান্ডার এবং চিন্তার সৃজনশীলতা পূর্ণাঙ্গ বাক্য রচনায় সহায়তা করে।
প্রদত্ত বাক্যটি Simple হতে পারে। তখন যথোপযুক্ত শব্দ বা শব্দাবলি দিয়ে বাক্যটি পূর্ণ করতে হয়। এক্ষেত্রে কখনো পূর্ণ clause হতে পারে না। যেমন :
She is not suitable ----- the position.
এখানে preposition ‘for' দ্বারা বাক্যটি পূর্ণ হবে।
She is not suitable for the position.
এক্ষেত্রে কেবল একটি শব্দ ব্যবহৃত হয়েছে। অনেক সময় শব্দগুচ্ছও প্রয়োজন হতে পারে। যেমন :
He could not continue study ----- poverty.
He could not continue study because of poverty.
পরীক্ষায় বাক্য সম্পূর্ণকরণের জন্য প্রায়শ Complex বা Compound sentence দেওয়া হয়। তখন প্রয়োজন অনুযায়ী Dependent বা Independent clause দিয়ে বাক্য পূর্ণ করতে হয়। যেমন:
I could not attend the meeting because -----.
I could not attend the meeting because I was sick.
বাক্যের প্রথমাংশ, শেষাংশ বা মধ্যাংশ যে-কোন অংশ অপূর্ণ থাকতে পারে। যেমন :
------- succeed without working hard.
You cannot ---- without working hard.
You cannot succeed without ----
শূন্যস্থান যেখানেই হোক না কেন তা নিম্নোক্ত উপায়ে পূরণ করা যেতে পারে।
You cannot succeed without working hard.
অধিকাংশ ক্ষেত্রে একটি বাক্য বিভিন্নভাবে পূর্ণ করা সম্ভব হয়। যেমন, নিচের বাক্যটি লক্ষ করি।
He has been here since --------.
এই শূন্যস্থানে একটিমাত্র শব্দ, একাধিক শব্দ (phrase) বা একটি বাক্যাংশ (clause) হতে
পারে। যেমন :
He has been here since 2000.
He has been here since early morning.
He has been here since they started the business.
নিচে কিছু বাক্যের গঠন আলোচনা করা হলো। এ থেকে বাক্য সম্পূর্ণকরণ সম্পর্কে ধারণা
পাওয়া যাবে।
So that / in order that (যাতে/যার ফলে)
Structure: Independent clause + so that/in order that-যুক্ত Dependent clause.
অর্থাৎ,
Subject + verb+...+ so that/in order that + subject + can/may, অথবা could/might + verb-এর base form (present form)
You should study hard so that you can pass the exam.
I bought a dictionary in order that I could learn words.
In spite of/Despite (সত্ত্বেও)
Structure: In spite of/Despite-যুক্ত phrase + clause.
অর্থাৎ,
In spite of/Despite + (adjective) + noun + subject + verb + (other words).
Clause-টি স্বাভাবিকভাবে বৈপরীত্যসূচক হয় এবং এটি phrase-এর পূর্বেও আসতে পারে।
In spite of/Despite-এর পরে Gerund phrase-ও হতে পারে (Gerund phrase ‘ing'-যুক্ত verb দিয়ে শুরু হয়)।
In spite of his sickness, he attended the meeting.
Despite being sick, he attended the meeting.
They talked to each other despite animosity.
On account of / Because of ( জন্য/কারণে)
Structure: On account of/Because of- phrase + clause.
অর্থাৎ,
On account of/Because of + (adjective) + noun + subject + verb + (other words).
Clause-টি phrase-এর পূর্বেও আসতে পারে। Phrase-টি সাধারণত কোন কারণ এবং clause-টি ফলাফল নির্দেশ করে। On account of / Because of-এর পরিবর্তে owing to/due to-ও ব্যবহার করা যায়।
On account of his experience, he could sense the danger.
He was fired from the job because of his disloyalty.
Owing to dense fog, they arrived late.
Due to frustration, he developed some bad habits.
Instead of/In lieu of (পরিবর্তে)
Structure: Instead of/In lieu of-যুক্ত phrase + clause.
অর্থাৎ ,
Instead of/In lieu of + noun/gerund phrase + subject + verb + (other words).
Clause-টি phrase-এর পূর্বেও আসতে পারে।
Instead of going there, we stayed at home.
We gave them food in lieu of their labour.
In case of (ক্ষেত্রে/যদি এমন হয়)
Structure: In case of-যুক্ত phrase + clause.
অর্থাৎ ,
In case of + noun/gerund phrase + subject + verb + (other words).
Clause-টি phrase-এর পূর্বেও আসতে পারে।
In case of power failure, we will use the generator.
They will punish you in case of any mistake.
By + noun/gerund phrase (কোন কিছু দ্বারা)
Structure: By-যুক্ত phrase + clause.
অর্থাৎ,
By + noun/gerund phrase + subject + verb + (other words).
Clause-টি phrase-এর পূর্বেও আসতে পারে।
By working hard, they succeeded in their mission.
They made the stuff soft by boiling it.
Without + noun/gerund phrase (কোন কিছু ছাড়া )
Structure: Without-যুক্ত phrase + clause.
অর্থাৎ,
Without + noun/gerund phrase + subject + verb + (other words).
Clause-টি phrase-এর পূর্বেও আসতে পারে।
Without studying properly, you cannot pass the exam.
They cannot operate it without following the instructions.
Since (কোন নির্দিষ্ট ঘটনার পর থেকে/হতে)
Since-এর পরে phrase হতে পারে, আবার clause হতে পারে। Phrase-টি Noun/Gerund phrase হয়। Since-যুক্ত Dependent clause-টি Independent clause-টির সঙ্গে Tense-এর দিক থেকে সঙ্গতি রক্ষা করে।
Structure: Clause + since-যুক্ত phrase.
Independent clause + since-যুক্ত Dependent clause.
Independent clause-টি present tense-এ থাকলে Dependent clause-টির past indefinite হবে। আর Independent clause-টি past tense-এ থাকলে Dependent clause-টির past perfect হবে।
We have been living here since 1970.
She is alone since her husband died last year.
They suffered much since flood had destroyed their village.
Would you mind (আপনি কি কিছু মনে করবেন ..../দয়া করে)
Structure: Would you mind + gerund (verb-এর base form + ing) + (other words).
এটি বিনীত অনুরোধের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ধরনের বাক্যের অন্তে question mark (?)
হয়।
Would you mind passing the salt?
Would you mind lending me your pen?
Would you like (আপনি পছন্দ করবেন কি...?)
Structure: Would you like + infinitive (to + verb-এর base form) + (other words).
এ ধরনের বাক্যও বিনীত অনুরোধের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং question mark (?) দিয়ে
শেষ হয়।
Would you like to go with him?
Would you like to have lunch now?
Would rather ( বরং)
Structure: Subject + would rather + verb-এর base form + than + verb-এর base form + (other words).
এ ধরনের বাক্যে সাধারণত দুটি অবস্থার মধ্যে তুলনা করা হয় যেখানে প্রথমটিকে গ্রহণযোগ্য
মনে করা হয়। উপরের Structure-টি দুটি কর্মের তুলনা বোঝাতে ব্যবহৃত হয়। আবার দুটি
বস্তুর মধ্যে তুলনা বোঝালে than-এর আগে ও পরে noun ব্যবহৃত হয়।
'Would' সংক্ষিপ্ত হয়ে apostrophe+d ('d)-তে পরিণত হতে পারে।
I would rather read a book than watch television.
They would rather eat fish than meat.
She'd rather leave than stay here.
Too......to (এত যে ...... না)
Structure: Subject + verb + too + adjective/adverb + (for + /noun/pronoun) + to + verb-এর base form + (other words).
এ ধরনের বাক্যের সংগঠন আপাত জটিল হলেও তা সরল বাক্য (Simple sentence)।
এর দ্বারা নেতিবাচক অর্থ প্রকাশ করা হয়।
He is too young to perform the job.
She talked too swiftly to follow.
It is too difficult for him to solve the problem.
Enough to ( যথেষ্ট)
Structure: Subject + verb + adjective/adverb + enough + (for + noun/pronoun) + to + verb-এর base form + (other words).
এ ধরনের বাক্য নেতিবাচক অর্থ প্রকাশ করে। সংগঠন আপাত জটিল হলেও তা সরল বাক্য
(Simple sentence) |
The girl is intelligent enough to solve the problem.
The load is light enough for the boy to lift.
So...that (এতই... যে)
Structure: Independent clause (so-যুক্ত) + Dependent clause (that যুক্ত).
অর্থাৎ,
Subject + verb + so + adjective/adverb + that + subject + verb + (other words).
Dependent clause না-বোধক হলে main verb-এর পূর্বে modal/auxiliary verb-সহ 'not' হয়।
He is so clever that he solved the problem easily.
She was so weak that she could not walk at all.
Such...that (এমন...যে)
Structure: Independent clause (such-যুক্ত) + Dependent clause (that যুক্ত).
অর্থাৎ,
Subject + verb + such (a/an) + adjective + noun + that + subject + verb + (other words).
He is such a lazy worker that nobody will employ him.
They were such good people that they helped us a lot.
Until/Till (যতক্ষণ পর্যন্ত না)
Structure: Independent clause + until/till-যুক্ত Dependent clause.
অর্থাৎ,
Subject + verb + (other words) + until/till + subject + verb + (other words).
They walked on until they reached the river bank.
Don't move from here till I come back.
As long as (যতক্ষণ)
Structure: Independent clause + as long as-যুক্ত Dependent clause.
অর্থাৎ,
Subject + verb + (other words) + as long as + subject + verb + (other words).
Dependent clause-টি Independent clause-এর পূর্বেও আসতে পারে।
You are safe as long as I am with you.
As long there is law, criminals will be punished.
As/Since/Because (যেহেতু/কারণ)
Structure: As/Since/Because-যুক্ত Dependent clause + Independent clause.
অর্থাৎ,
As/Since/Because + subject + verb + (other words) + subject + verb + (other words).
Dependent clause-টি সাধারণত কোন কারণ এবং Independent clause-টি কোন
ফল নির্দেশ করে। Independent clause-টি Dependent clause-এর পূর্বেও আসতে
পারে।
As he was sick, he could not attend the meeting.
Since it was raining heavily, they could not come
I could not buy the car because it was very costly.
Though/Although (যদিও)
Structure: Though/Although-যুক্ত Dependent Clause + Main Clause.
অর্থাৎ,
Though/Although + subject + verb + (other words) + subject + verb + (other words).
Independent clause-টি Dependent clause-এর পূর্বেও আসতে পারে। এ ধরণের
বাক্যে clause দুটি বৈপরীত্য প্রকাশ করে।
Though he was poor, he was honest.
Everybody hated him although he was rich.
If (যদি)
Structure: If-যুক্ত Dependent Clause + Main Clause.
Dependent clause-টি সাধারণত কোন শর্ত এবং Independent clause-টি কোন পরিণাম নির্দেশ করে। শর্ত প্রকাশিত হয় বলে Dependent clause-টিকে Conditional clause বলা হয়।Independent clause-টি Dependent clause-এর পূর্বেও আসতে পারে।
এরূপ বাক্যের গঠনে নানারকম রূপভেদ হয়। Tense-এর দিক থেকে Independent
clause ও Dependent clause-এর মধ্যে সাযুজ্য রক্ষিত হয়। নীচের উদাহরণগুলো ভালভাবে লক্ষ করুন।
If you help me, I shall help you.
If I were you, I would not approve of this plan.
I would buy the car if I possessed money.
If you had gone there, you could have met him.
Unless (if...not) (যদি না)
Structure: Unless-যুক্ত Dependent clause + Independent clause.
Unless-যুক্ত Dependent clause শর্ত প্রকাশ করে এবং অন্য clause-টি ফলাফল প্রকাশ
করে। Unless নেতিবাচক শর্ত প্রকাশ করে, অর্থাৎ এটি if+not-এর সমতুল্য। Clause-দুটি
পারস্পরিক স্থান পরিবর্তন করতে পারে।
Unless they take a taxi, they will surely be late.
You cannot cast your vote unless you are 18 years or above.
In case/provided (that)/providing (that) (যদি)
Structure: In case/provided (that)/providing (that)-যুক্ত Dependent clause + Independent clause.
In case / provided (that) / providing (that)-যুক্ত clause-টি শর্ত প্রকাশ করে এবং
অন্য clause-টি ফলাফল প্রকাশ করে। Dependent clause-টি Independent clause-টির আগে বা পরে যেকোন জায়গাতেই থাকতে পারে। Dependent clause-টি present indefinite-এ Independent clause-টির present/future indefinite হয়;
Dependent clause-টি past tense-এ থাকলে
Independent clause-টি past tense হয়।
Don't forget to visit the museum, in case/provided (that)/providing (that) you go there.
You could get the job in case/provided (that)/providing (that) you had good results.
Let alone (তো দূরের কথা/কথা তো ভাবাই যায় না)
Structure: Clause + let alone-যুক্ত phrase.
অর্থাৎ ,
Subject + verb + (other words) + let alone + noun phrase.
এ ধরণের বাক্যে দুটি অবস্থার মধ্যে তুলনা করা হয়; let alone-যুক্ত phrase-টি সুদূর
সম্ভাবনা প্রকাশ করে। মনে রাখতে হবে, let alone দিয়ে কখনো বাক্য শুরু হয় না।
He has not one hundred taka, let alone one lakh.
He will not get third division, let alone first division.
As if / As though ( এমনভাবে যেন)
Structure: Independent clause + as if/as though-যুক্ত Dependent clause.
অর্থাৎ,
Subject + verb + (other words) + as if/as though + subject + verb + (other words).
এরূপ বাক্যে Independent clause Dependent clause-এর মধ্যে Tense ব্যবহারের নির্দিষ্ট নিয়ম রয়েছে। Independent clause-টি present tense-এ থাকলে Dependent clause-এ past indefinite tense ব্যবহৃত হয় এবং Independent
clause-টি past tense-এ থাকলে Dependent clause-টি past perfect tense ব্যবহৃত হয়।
As if/as though দিয়ে কখনো বাক্য শুরু হয় না।
He talks as if he knew everything.
He behaved as though he had gone mad.
Had better/Would better (বরং ভালো)
Structure: Subject + had better/would better (not) + verb-এর base form + (other words).
Had/would-এর সংক্ষিপ্ত রূপ apostrophe+d ('d) subject pronoun-এর যুক্ত হতে পারে।
You had better go away from here now.
I'd better not talk with him any more.
It is time (এটাই উপযুক্ত সময়)
Structure-i: It is time + (for + noun/pronoun) + to + verb-এর base form + (other words).
Structure-ii: It is (high) time + subject + verb-এর past form + (other words).
লক্ষণীয়, Structure-i সরল বাক্য (Simple sentence) কিন্তু Structure-ii জটিল
বাক্য (Complex sentence) তৈরি করে। অর্থাৎ প্রথমটি একটিমাত্র clause নিয়ে গঠিত,
কিন্তু দ্বিতীয়টি দুটি clause নিয়ে গঠিত। Structure-ii এর ক্ষেত্রে ‘time’-এর পূর্বে
প্রায়শ ‘high' হয়।
It is time to start our work.
It is time for you to go to college.
It is time we meet the chairman.
It is high time we made an agreement.
I wish/Would that (যদি এমন হতো)
Structure: I wish/Would that + subject + 'be' verb হিসেবে 'were' + (other words).
'Were' পরিবর্তে 'could be' বা অন্য কোন verb ব্যবহৃত হতে পারে।
I wish I were a bird.
Would that he were here.
When/after/before
Structure-i: Independent Clause (present
indefinite/future indefinite) + after/when-যুক্ত Dependent clause (present perfect).
Come to dining table after you have finished your lesson.
You'll talk to me when you have solved the problem.
অতীতকালে সংঘটিত দু'টি ঘটনার মধ্যে একটি অপেক্ষাকৃত আগে এবং অন্যটি অপেক্ষাকৃত
পরে বোঝাতে পূর্বে সংঘটিত ঘটনাটি past perfect tense-এ হবে। এক্ষেত্রে দুটি Structure আছে।
Structure-i: Clause (past indefinite tense) + after + clause (past perfect tense).
Structure-ii: Clause (past perfect tense) + before + clause (past indefinite tense).
অর্থাৎ after-এর পরের clause-টি এবং before-এর পূর্বের clause-টি past perfect tense-এ হয়।
The patient had died before the doctor arrived.
He started his business after he had finished his study.
The place where (সেই স্থান যেখানে)
Structure: Subject + verb + the place + where + subject + verb + (other words).
এখানে 'the place' Independent Clause-এর অংশ এবং 'where' Dependent Clause-এর অংশ। Place-এর পরিবর্তে অন্য কোনো শব্দও বসতে পারে যার দ্বারা স্থান বোঝায়।
A cyber café is the place where people browse internet.
This is the village where I was born.
The time when (সেই সময় যখন)
Structure: Subject + verb + the time + when + subject + verb + (other words).
এখানে 'the time' Independent Clause-এর অংশ এবং 'when' Dependent Clause-এর অংশ। Time-এর পরিবর্তে অন্য কোনো শব্দও বসতে পারে যার দ্বারা সময় বোঝায়।
1952 is the time when language movement started.
This is the time when migratory birds fly down here.
So much/so many...that (এতই বেশি ... যে)
পরিমাণ বোঝাতে so much এবং সংখ্যা বোঝাতে so many ব্যবহার করা হয়।
Structure: So much/so many-যুক্ত Independent clause + that-যুক্ত Dependent clause.
i. Subject + verb + so much + uncountable noun + (other words) + that + subject + verb + (other words).
ii. Subject + verb + so many + countable noun (plural) + (other words) + that + subject + verb + (other words).
He has so much knowledge that we are impressed.
The forest had so many trees that she could not count.
No sooner had...than
Hardly had...when
Scarcely had...when/before
কোনকিছু ঘটতে না ঘটতে অন্য কিছু ঘটে গেল এরূপ বোঝাতে এগুলো ব্যবহার করা হয়।
Structure: No sooner/Hardly/Scarcely-যুক্ত clause + than/when/ before-যুক্ত clause. অর্থাৎ,
i. No sooner + had + subject + verb-এর past participle form + (other words) + than + subject + verb-এর past form + (other words).
ii. Hardly + had + subject + verb-এর past participle form + (other words) + when + subject + verb-এর past form + (other words).
iii. Scarcely + had + subject + verb-এর past participle form + (other words) + when/before + subject + verb-এর past form +
(other words).
No sooner had we stepped out than the rain started.
Hardly had they left the place when the bomb exploded.
Scarcely had I finished eating before electricity went off.
Not only...but also (শুধু তাই নয় ... আরো)
Structure: Not only-যুক্ত clause + but also-যুক্ত clause/phrase.
এ ধরনের বাক্যে দুটি অবস্থার মধ্যে তুলনা করা হয়। এজন্য এখানে দুটি subject, দুটি object, দুটি adjective/adverb, দুটি complement, দুটি prepositional phrase, দুটি infinitive phrase, দু'টি verb বা দুটি পুরো clause থাকতে পারে। এরা
uncommon অংশ। প্রথম অংশটির পূর্বে not only এবং দ্বিতীয় অংশটির পূর্বে but also বসে।
Not only Kajal but also Badal present there. (subject দুটি ভিন্ন)
I bought not only a book but also a pen. (object দুটি ভিন্ন)
The man is not only fat but also tall. (adjective দুটি ভিন্ন)
Shpet He is not only a footballer but also a singer. (Complement দুটি ভিন্ন)
He takes exercise not only in the morning but also in the evening. (Prepositional phrase দুটি ভিন্ন)
They tried not only to insult but also to beat him. (Infinitive phrase দুটি ভিন্ন)
He not only wrote the letter but also posted it. (দুটি verb ভিন্ন)
Not only it rained heavily but also there was flood. ( দুটি clause-ই ভিন্ন)
Either...or (হয় ... অথবা)
Structure: Either-যুক্ত clause + or-যুক্ত clause/phrase.
এ ধরনের বাক্যে দুটি অবস্থার মধ্যে একটি সম্ভাবনা প্রকাশ করা হয়। বাক্যের মধ্যে দুটি ভিন্ন
অংশ থাকে এবং প্রথম অংশটির পূর্বে either এবং দ্বিতীয় অংশটির পূর্বে or বসে। ভিন্ন হতে পারে দুটি subject, দুটি object, দু'টি adjective/adverb, দুটি complement, দুটি prepositional phrase, infinitive phrase দুটি verb বা দুটি পুরো clause.
Either Tutul or Mitul broke the glass.
She will buy either a sari or a frock.
He got money either honestly or dishonestly.
He is either a football player or a cricket player.
They live either in Chittagong or in Sylhet.
They went there either to sing or to play. She either slept or cooked.
Either he will come or I shall go.
Neither ... nor (এটাও না...ওটাও না)
Structure: Neither-যুক্ত clause + nor-যুক্ত clause/phrase.
এ ধরনের বাক্যে দুটি নেতিবাচক সম্ভাবনা প্রকাশ করা হয়। বাক্যের মধ্যে দুটি ভিন্ন অংশ থাকে এবং প্রথম অংশটির পূর্বে neither এবং দ্বিতীয় অংশটির পূর্বে nor বসে। ভিন্ন হতে পারে দুটি subject, দুটি object, দু'টি adjective/adverb, দুটি complement, দুটি prepositional phrase, দুটি infinitive phrase, দুটি verb বা দুটি পুরো clause.
Neither Nupur nor Putul went there.
They were given neither food nor water.
He talked neither to chairman nor manager.
He came neither in summer nor in winter. He is neither rich nor poor.
I asked him neither to go there nor to come here.
Neither they met us nor we met them.
The + comparative degree
Structure: The + adjective/adverb-এর comparative form + (other words) + the + adjective/adverb-এর comparative form + (other words).
অর্থাৎ একই sentence-এর একটি অংশে the-এর পরে adjective বা adverb-এর comparative form থাকলে অন্য অংশেও the-এর পরে সংগতিপূর্ণ adjective বা adverb-এর comparative form বসবে।
The more you sleep, the more you become lazy.
The more you laugh, the less disease you have.
As...as/so...as/such...as/same...as
Structure: As/so/such/same-যুক্ত clause + as-যুক্ত clause/phrase.
কোনো বাক্যের প্রথম clause-এ as, so such, same থাকলে পরবর্তী clause / phrase-টি correlative 'as' নিয়ে শুরু হয়। 'So’-এর পূর্বে সাধারণত 'not' হয়।
Mr. Rahman is as clever as his wife.
Tina is not so meritorious as Mina.
Just do the same as me.
Take only such food as you relish.
Lest (পাছে/যাতে না)
Structure: Independent clause + lest-যুক্ত Dependent clause.
অর্থাৎ,
Subject + verb + (other words) + lest + subject + modal (should/might) + verb-এর base form + (other words)
Dependent clause-টি সবসময় affirmative হয়, অর্থাৎ lest-এর ডানে কখনও না-বোধক (negative) শব্দ বসে না।
Keep the key in a safe place lest it might be lost.
Lest-যুক্ত clause-টি passive হতে পারে, সেক্ষেত্রে lest-এর পরে subject + verb
to be + main verb-এর past participle form হবে।
I uttered the word repeatedly lest I should forget it.
................................................
## Related Searches :
completing sentence rules
completing sentence with answer
completing sentence exercise with answer
completing sentence example
completing sentence rules bangla
completing sentence with answer hsc
completing sentence for class 9
completing sentence exercise with answer for ssc
completing sentence answer
completing sentence all rules
completing sentence acid rain is harmful because
completing sentence all board
completing sentence as long as
completing sentence as soon as
completing sentence as
completing a sentence
completing sentence bangla
completing sentence board questions
completing sentence bangla pdf
completing sentence bd
completing sentence rules bangla pdf download
completing sentence dhaka board 2019
completing sentence rajshahi board 2019
ssc completing sentence board question 2019
completing sentence class 10
completing sentence class 9