Completing Sentence (Updated)

Completing Sentence

Completing Sentence means finishing an unfinished sentence in a proper and meaningful way.

✓ Completing Sentence বলতে বোঝায় একটি অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করা। 

একটি অসমাপ্ত বাক্যকে নানাভাবে সমাপ্ত করা যায়। একটি incomplete (অসমাপ্ত) বাক্যকে complete (সমাপ্ত) করতে ৩টি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হয়:
  • বাক্যের গঠন (structure) সম্পর্কে সুস্পষ্ট ধারণা
  • সম্পূর্ণ বাক্যের সঙ্গে অসম্পূর্ণ বাক্যের যৌক্তিক (relevant) প্রয়োগ
  • শব্দভান্ডার (vocabulary)-এর যথার্থ প্রয়োগ

নিম্নে কিছু গুরুত্বপূর্ণ বাক্যের গঠন আলোচনা করা হলো:


❒ Rule- 01:

✓ So that/in order that (যাতে/যার ফলে)

✓ Structure: (Subject) + verb + ----- so that + দ্বিতীয় subject + can/could অথবা, may/might + verb এর base form (v1 ) + ------

For example:

You should exercise so that you may be fit. 
(তোমার ব্যায়াম করা উচিৎ যাতে তুমি সুস্থ থাকো।) 

We closed the door in order that he could stay here. 
(আমরা দরজাটি বন্ধ করেছিলাম যাতে সে এখানে থেকে যেতে পারে।)

We eat so that we may live. 
(আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি।)

✓ অজানা কথা:

i. সম্ভাবনা অর্থে "may" বসে এবং নিশ্চয়তা অর্থে “can" বসে।

ii. main clause-টি past tense হলে so that যুক্ত clause টিতে “could" বসে।



❒ Rule-02:

✓ So ---- that (এতই ---- যে)

✓ Structure: (Subject) + verb + so + adjective/adverb + that + দ্বিতীয় subject + can/could + (not) + v1 ----

For example:

The little girl is so nervous that she cannot speak easily. (ছোট মেয়েটি এতই ভীত যে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।)

He is so dishonest that none likes him. (সে এতই অসৎ যে কেউই তাকে পছন্দ করে না।) 

You are so chatty that we don't like you. (তুমি এতই বাচাল যে আমরা তোমাকে পছন্দ করি না।) 

লক্ষণীয়, প্রয়োজনবোধে "that" এর পর can, could, shall, should, do, does, did + not ব্যবহার করা যেতে পারে।

✓ অজানা কথা:

i. "So ----- that" একটি pair conjunction

ii. "So" একটি adverb এজন্য এর পর adjective/adverb বসে।



❒ Rule-03:

✓ Lest (পাছে / পাছে ---- সেই ভয়ে)

✓ Structure: (Subject) + verb + .... + lest + দ্বিতীয় subject + should/might + v1 ---- 

For example:

Study a lot lest you should/might get less marks. (বেশি বেশি পড়ো পাছে তুমি কম নম্বর পাও।)

Call me twice in a day lest you should/might forget me. (আমাকে দিনে দুবার কল কর, পাছে তুমি আমাকে ভুলে যাও।)

He is walking very carefully lest he should/might fall. (সে খুব সাবধানতার সাথে হাঁটছে যাতে সে পড়ে না যায়।)

✓ অজানা কথা:

i. "Lest" এমন একটি conjunction যা সর্বদাই বাক্যের মাঝে বসে।

ii. "Lest"-এর মধ্যেই না-সূচক অর্থ নিহিত, তাই পরবর্তীতে কোন negative word বসে না। 

iii. "Lest"-এর পরে should be / might be + v3 হতে পারে যদি পরের sentence-টি passive voice বা অন্যের দ্বারা ঘটে এমন অর্থ বোঝায়।

For example:

Keep the phone carefully lest it should be lost. (ফোনটি সাবধানের সাথে রাখো যাতে এটি হারিয়ে না যায়।)



❒ Rule-04:

✓ As /Since (যেহেতু ) / Because (কারণ)

✓ Structure:

i. As /Since + কারণমূলক clause + কমা + ফল প্রকাশক clause 

ii. ফল প্রকাশক clause + because + কারণমূলক clause


For example:

As you failed in the test exam, you did not appear at the final exam. 
(যেহেতু তুমি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলে এইজন্য তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারোনি।)

You did not appear at the final exam because you failed in the test exam.
(তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারোনি কারণ তুমি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলে।) 

লক্ষণীয়, As/since যুক্ত clause-এর পরে comma বসেছে কিন্তু "because" মাঝে বসায় কোন comma বসেনি।

✓ অজানা কথা:

i. As, since, because দ্বারা গঠিত sentence কে complex sentence বলে। 

ii. As, since, because-এর আগে ও পরে সমজাতীয় tense হবে।



❒ Rule-05:

✓ Though/Although (যদিও) 

✓ Structure:

i. Though/Although + clause + কমা + বিপরীত অর্থ প্রকাশক clause

ii. বিপরীত অর্থ প্রকাশক clause + though /although + clause

For example :

Though he is poor, he is honest. ("poor" কিন্তু "honest" যা বিপরীতধর্মী অর্থ দেয়) (যদিও সে গরীব তবুও সে সৎ।)

Though she tried a lot, she failed. ("tried" কিন্তু "failed" যা বিপরীতধর্মী অর্থ দেয়) (যদিও সে অনেক চেষ্টা করেছিল তবুও সে ব্যর্থ হয়েছিল।)

I will help you though I am helpless. (আমি তোমাকে সাহায্য করব যদিও আমি অসহায়

✓ অজানা কথা:

i. Though / Although কে subordinate conjunction বলে। 

ii. Though/ Although = "যদিও ----- তবুও/কিন্তু" এমন অর্থ দেয়।

মনে রেখো, "তবুও ও কিন্তু" এমন অর্থের জন্য ভুল করেও "then" বা "but" ব্যবহার করা যাবে না, শুধু একটি comma ব্যবহার করতে হবে।

Incorrect: Though he was with me but I was unsuccessful. 
Correct : Though he was with me, I was unsuccessful.



❒ Rule-06:

✓ Till (যতক্ষণ পর্যন্ত) / Until (যতক্ষণ পর্যন্ত না) 

✓ Structure: (Subject) + verb + till/until + দ্বিতীয় subject + verb -----

For example:

Wait here till I don't come back. (এখানে অপেক্ষা কর যতক্ষণ আমি ফিরে না আসি।)

Wait here until I come back. (এখানে অপেক্ষা কর যতক্ষণ না আমি ফিরে আসি।)

We all waited for our boss until he came round. (আমরা সবাই আমাদের বসের জন্য অপেক্ষা করেছিলাম যতদিন না সে সুস্থ হয়ে উঠেছিল।)

লক্ষণীয়, till/until এর আগে-পরে সমজাতীয় tense করা হয়েছে।

✓ অজানা কথা: 

i. "till/until" এমন দুটি conjunction যা সর্বদাই বাক্যের মাঝে বসে।

ii. "till" এর পর affirmative / negative যেকোনো বাক্য হতে পারে। 

iii. "until" এর পর কোন negative sentence বসে না।



❒ Rule-07:

✓ Would you mind (তুমি কি/আপনি কি ---- কিছু মনে করবে/করবেন) 

✓ Structure: Would you mind + verb + ing ---- ?

For example:

Would you mind giving me a cup of tea? (দয়া করে আমাকে এক কাপ চা বানিয়ে দেবেন কি?)

Would you mind not gossiping here? (এখানে আড্ডা/খোশগল্প না করলেই নয় কি?) 

Would you mind opening the door? (দয়াকরে আপনি কি দরজাটা খুলে দিবেন?)

✓ অজানা কথা:

i. বিনীত অনুরোধ প্রকাশে "Would you mind" বাক্যের শুরুতে বসে।

ii. Would you mind + verb + ing (gerund /noun/ verbal noun) হয়।

iii. Would you mind-এর পরিবর্তে Would you like to + v1 হতে পারে। 

যেমন: 

Would you like to give me a cup of tea? অথবা, 
Would you mind giving me a cup of tea?



❒ Rule-08:

✓ It is high time / It is time (এটাই উপযুক্ত সময়/ সময় এসেছে)

✓ Structure:

i. It is high time / It is time + subject + v2 .....

ii. It is high time + infinitive (to+v1) +.....

iii. It is high time + for + ব্যক্তিবাচক object + infinitive +.......

For example :

It is high time you took medicine. (Subject থাকায় v2 "took" হলো) 
(আপনার ঔষধ খাওয়ার সময় এসেছে।)

It is high time to take medicine. (to থাকায় infinitive "to + take" হলো) 
(এটাই উপযুক্ত সময় ঔষধ খাওয়ার।) 

It is high time for you to take medicine. (for + ব্যক্তিবাচক object "you" হলো) 
(এটাই আপনার জন্য উপযুক্ত সময় ঔষধ খাওয়ার।)

✓ অজানা কথা:

i. কোনো কাজ করার সময় ইতোমধ্যে অতিবাহিত হয়েছে এই অর্থে "It is time / It is high time" ব্যবহার করা হয়। 

ii. It is time / It is high time এই দুইটি phrase এর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। একে অপরের সমার্থক (synonymous phrase)।



❒ Rule-09:

✓ Let alone (দূরের কথা/কোন ব্যাপারই না)

✓ Structure: Subject + verb + তুলনামূলক বড়/ছোট বিষয়বস্তু +, let alone + তুলনামূলক ছোট/ বড়

For example:

He does not know the name of the book let alone the index of the book. (সে বইটার নামই জানে না আর সূচিপত্র জানা তো দূরের কথা।)

He can run ten kilometers let alone one kilometer. (সে দশ কিলোমিটার দৌড়াতে পারে আর তো এক কিলোমিটার তো কোন ব্যাপারই না।)

You could not expect B grade, let alone A+. (তুমি বি গ্রেডই প্রত্যাশা করতে পারোনি, আর এ+ তো দূরের কথা।)

লক্ষণীয়, "let alone" এর আগে যে বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, লক্ষ করলে দেখবে "let alone" - এর পর সেই বিষয় বা বস্তুর চেয়ে বৃহত্তর বা ক্ষুদ্রতর, বড় বা ছোট ব্যাপারকে তুলে ধরা হয়েছে।

✓ অজানা কথা:

i. "let alone" এর পূর্বে অনেক সময় comma বসে।

ii. "let alone" এর পরে সাধারণত noun / noun phrase বসে।



❒ Rule-10:

✓ Relative pronoun (who, which, that)

✓ Structure:

i. Subject + verb + ব্যক্তিবাচক antecedent who + verb + ii. Subject (ব্যক্তিবাচক) + who + verb + extension + verb +----

iii. Subject + verb + বিষয়/বস্তুবাচক antecedent + which / that + verb + ----

iv. Subject (বিষয়/বস্তুবাচক) + that/which + verb + extension + verb ( singular) +-----

For example:

I know the lad who is ten years old. (আমি সেই বালকটিকে চিনি যার বয়স দশ বছর ।)

The lad who is ten years old is very talented. (যে বালকটির বয়স দশ বছর সে খুব মেধাবী।) 

I know the fact that will be revealed very soon. (আমি সে বিষয়টি জানি যেটা খুব শীঘ্রই প্রকাশিত হবে।)

The fact that will be revealed is the concern of present time. (যে ব্যাপারটি খুব শীঘ্রই প্রকাশিত হবে তা বর্তমান সময়ের উদ্বেগের বিষয়।)

লক্ষণীয়, Relative pronoun এর ৪টি structure অনুযায়ী ধারাবাহিকভাবে চারটি examples দেওয়া হয়েছে। Structure এর সাথে মিলিয়ে examples বোঝার চেষ্টা করো।

✓ অজানা কথা:

i "Who" বসে ব্যক্তির জন্য, "Which" বসে প্রাণী বা বিষয়বস্তুর জন্য, তবে "That" বসে ব্যক্তি, প্রাণী বা বিষয়বস্তু সবার জন্য।

ii. Relative pronoun এর পূর্বের noun/pronoun কে antecedent (পূর্বপদ) বলে।



❒ Rule-11:

✓ Too ---- to (এতো --- যে ---- না)

✓ Structure: Subject + verb + too + adjective/adverb + to + v1 + extension

For example :

He is too weak to stand up. (too + "weak" একটি adjective) 
(সে এতটা দুর্বল যে দাঁড়াতে পারে না/ সে দাঁড়ানোর ক্ষেত্রে যথেষ্ট দুর্বল।)

Raju runs too fast to control himself. (too + "fast" একটি adverb)
(রাজু এত দ্রুত দৌড়ায় যে সে নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারেনা।) 

Your conversation is too vague to be understood easily. (too + "unclear" একটি adjective)
(তোমার কথোপকথন এতই অস্পষ্ট যে সহজে বোঝা যায় না।)

লক্ষণীয়, "too" থাকলে পরবর্তীতে অবশ্যই "to" বসবে।

✓ অজানা কথা:

i. Too ----- to হলো simple sentence-এর একটি বৈশিষ্ট্য।

ii. Too ----- to + v1 হলে, বাক্যটির অর্থ সাধারণত negative হয়। 

iii. "Too" একটি adverb যা "so/very"-এর মত অর্থ দেয়।।



❒ Rule-12:

✓ As long as (যতক্ষণ ধরে/যতক্ষণ যাবৎ/ যতক্ষণ পর্যন্ত)

✓ Structure: Subject + verb + extension + as long as + subject + verb + extension

For example:

Wait here as long as it rains. (যতক্ষণ বৃষ্টি হয় এখানে অপেক্ষা করো।)

I will write the documents as long as I can. (আমি যতক্ষণ পারি নথিগুলি লিখন।)

Allah remains with us as long as we are honest. (যতক্ষণ আমরা সৎ থাকি ততক্ষণ আল্লাহ আমাদের সাথে থাকেন।)

লক্ষণীয়, "as long as"-এর আগে ও পরে সমজাতীয় tense দিয়ে বাক্যের অর্থটাকে সমান্তরাল করা হয়েছে। তার মানে "as long as"-এর আগে ও পরে সমজাতীয় tense হয়।

✓ অজানা কথা:

"as long as" conjunction-টি সর্বদাই দুই clause-এর মাঝে বসে।



❒ Rule-13:

✓ Conditional sentence “If (যদি)”

✓ Structure:

i. If + present + present ( zero condition - বৈজ্ঞানিক সত্য বোঝাতে)

ii. If + present + future (1st condition - unreal বা সাধারণ ঘটনা বোঝাতে) 

iii. If + past tense + subject + would/could/might + v1 ----- (2nd condition)

iv. If + past perfect + subject + would/could/might have + v3 --- (3rd condition)

For example:

If you heat iron, it turms (into) red. = (বাকাটিতে বৈজ্ঞানিক সত্যতা প্রকাশ পেয়েছে - zero condition) 
(যদি তুমি লোহাতে তাপ দাও, তাহলে এটি লাল রঙের হবে।)

If you want help, I will help you. =(বাক্যটিতে unreal ঘটনা প্রকাশ পেয়েছে - 1st condition)
(যদি তুমি সাহায্য চাও, তবে আমি তোমাকে সাহায্য করব।)

If they played well, they would win the match.=(2nd condition) 
(যদি তারা ভালোভাবে খেলত, তবে তারা খেলায় জিততো।)

If he had reached the station, he would have bade them.=(3rd condition) 
(যদি সে স্টেশনে পৌঁছাতো, তাহলে সে তাদেরকে বিদায় জানাতে পারতো।) 

লক্ষণীয়, উপরের ৪টি structure অনুযায়ী ধারাবাহিক ভাবে ৪টি example দেওয়া হয়েছে। Structure এর সাথে example গুলো মিলিয়ে বোঝার চেষ্টা করো।

✓ অজানা কথা:

i. "IF" দিয়ে গঠিত sentence-কে conditional (শর্তমূলক) sentence বলে। 

ii. "IF" দিয়ে গঠিত sentence "complex sentence"।



❒ Rule-14:

✓ Had better / would better (বরং ভালো) + ----

✓ Structure: Subject + had better/ would better+ v1 + -------

For example:

You had better stay at home. (তোমার বরং বাসাতে থেকে যাওয়াই ভালো।)

They had better / would better contact me. (তাদের বরং আমার সাথে যোগাযোগ করাই ভালো।) 

I would better not reveal the matter publicly. (বিষয়টি জনসমক্ষে প্রকাশ না করাই ভালো।)

✓ অজানা কথা:

i. দুইটি বিষয়ের মধ্যে যেকোনো একটিকে better (বেশি ভালো) অর্থে "had better/would better" ব্যবহার করতে হয়।

ii. অন্যান্য modal verb গুলোর মত "had better / would better" modal verb

iii. Negative করার ক্ষেত্রে "had better + not" অথবা "would better + not" হয়।



❒ Rule-15:

✓ Would rather ---- than (বরং ----- না)

✓ Structure: Subject + would rather + v1 + than + v1 + extension

For example:

I would rather watch a drama than watch a movie. (আমি বরং একটি নাটক দেখবো, তবুও সিনেমা দেখবো না।)

He would rather stay at home than join in the mob. (সে বরং বাড়িতে থাকবে তবুও আন্দোলনে যোগ দেবে না।)

He would rather die than beg. (সে বরং মরবে তবুও ভিক্ষা করবে না।)


✓ অজানা কথা:

i. Would rather than থাকবেই এমনটি নয়, শুধু "would rather" দিয়েও sentence হতে পারে। তবে, সে ক্ষেত্রে "had better / would better / would rather" একই অর্থ দিবে। 

ii. Would rather than + v1 যা negative অর্থ দেয়। তাই "would rather than" যুক্ত sentence- "no/not" দিয়ে কোনো word/phrase / clause যুক্ত করা যায় না।



❒ Rule-16:

✓ Since (যখন) যা বাক্যের মাঝে বসে।

✓ Structure:

i. Present indefinite/ Present perfect + since + Past indefinite 

ii. Past indefinite + since + Past perfect

For example:

It is twenty years since I met you last. (এই বাক্যে "since" একটি conjunction) (আপনার সাথে শেষ দেখা হওয়ার বিশ বছর হয়ে গেছে।)

It has passed twenty years since I met you last. (বিশ বছর হলো যখন আমি তোমার সাথে শেষ দেখা করেছিলাম।) 

It was twenty years since I had met you last. (বিশ বছর হলো যখন আমি তোমার সাথে শেষ দেখা করেছিলাম।)

✓ অজানা কথা:

i. Since বাক্যের মাঝে বসলে অর্থ দেয় "যখন"।

ii. যখন Since বাক্যের শুরুতে বসলে অর্থ দেয় "যেহেতু" তখন দুই পাশের tense হয় সমজাতীয়। যেমন: Since you were ill, you could not go to school.

iii. Since-এর পর noun / noun phrase হলে Present perfect continuous tense-এ "since"-এর অর্থ হয় "হতে/থেকে" এক্ষেত্রে "since" হয় "preposition" |

যেমন: It has been raining since morning.



❒ Rule-17:

✓ As if / as though (যেন)

✓ Structure:

i. Present indefinite/Present perfect + as if/as though + past indefinite

ii. Past indefinite + as if / as though + past perfect

Note: As if / as though-এর পরে "be verb" হিসেবে "were" বসে, যে বাক্য দ্বারা কল্পনামূলক (an imaginary situation or a situation that may not be true) অর্থ প্রকাশ পায়।

For example:

He behaves as though he knew the incident before. (সে এমন আচরণ করে যেন সে ঘটনাটি আগে থেকেই জানতো।) 

He behaved as if/as though he had known the incident before. (সে এমন আচরণ করেছিল যেন সে ঘটনাটি আগে থেকে জেনেছিল।)

He behaves me as if he were my boss. ( লক্ষ্য করো "he" এর পর "was" না বসে "were" বসেছে) 
(সে আমার সাথে এমন আচরণ করে যেন সে আমার বস।)

✓ অজানা কথা:

i. As if/ as though সর্বদাই বাক্যের মাঝে বসে complex sentence গঠন করে। 

ii. "As if / As though" এর structure "Since"-এর structure-এর ন্যায়, শুধু বাংলা অর্থ আলাদা।

iii. "as if / as though" এর পর "was" বসতে পারে যদি বাস্তবধর্মী কথা বুঝায়। 
যেমন: The floods were rising as if it was the end of the world. = [Cambridge]
(বন্যা বাড়ছিল এবং মনে হচ্ছিল যেন পৃথিবী শেষ।)


❒ Rule-18:

✓ No sooner had ---- than 
✓ Hardly had ---- when

✓ Scarcely had ---- when / before (এটি হতে না হতেই ----- তারপর/যখন)

✓ Structure:

i. No sooner had + subject + v3 + than+ past indefinite tense 

ii. Hardly had + subject + v3+ when+ past indefinite tense

iii. Scarcely had + subject + v3 + when / before + past indefinite tense

For example:

No sooner had he gone to airport than the aeroplane took off.
(সে বিমানবন্দরে যেতে না যেতেই বিমানটি উড্ডয়ন করেছিল।) 

Hardly had our principal entered the classroom when we stood up.
(আমাদের অধ্যক্ষ শ্রেণিকক্ষে প্রবেশ করতে না করতেই আমরা দাঁড়িয়েছিলাম।) 

Scarcely had you gone to market when/before it began to rain.
(তুমি বাজারে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছিল/তুমি বাজারে যাওয়ার পূর্বেই বৃষ্টি শুরু হয়েছিল।)

✓ অজানা কথা:

i. উক্ত phrase গুলোর পর middle conjunction "than, when before"-এর পরে পূর্বের tense-এর সাথে সঙ্গতি রেখে পরবর্তীতে past indefinite tense হয়। 

ii. "No sooner had / Hardly had / Scarcely had" মূলত inversion of verb এজন্য প্রথম sentence এর auxiliary verb-কে নিয়ে বসে।


❒ Rule-19:

✓ I wish / I fancy / I like / would that (যদি এমন হতো -----)

✓ Structure:

i. উক্ত phrase + subject + v2 + extension

ii. উক্ত phrase + subject + were / could be + extension

For example:

I wish I stood first in the final exam. (যদি এমনটি হতো আমি ফাইনাল পরীক্ষায় প্রথম হতাম।) 

Would that he got the first prize. (যদি সে প্রথম পুরস্কার পেত।) 

I faney he were my best friend. (আমার ধারণা/কল্পনা যদি সে আমার ভালো বন্ধু হতো।)

I wish I could be a nilot. (আমার ইচ্ছা আমি যদি একজন বিমানচালক হতাম।)

✓ অজানা কথা:

i. "wish, like, fancy" এই verb গুলো কাল্পনিক ঘটনাকে ইঙ্গিত করে। 

ii. "Oh that / O that" দ্বারাও কাল্পনিক অর্থ প্রকাশ পায়, তবে Oh that / O that যুক্ত শব্দের শেষে exclamation mark বসে।

যেমন: Oh that! I could be a pilot.



❒ Rule-20:

✓ Not only ---- but also (শুধু ----- নয়, ----- বটে) 

✓ Structure: Subject + verb + not only + object + but also + object

Note: "not only" এর পর "subject/verb/object/complement" বসলে “but also" এর পর সমজাতীয় "subject/verb/ object/complement" বসে।

For example:

I like not only tea but also coffee. (Not only....but also দুইটি object - tea এবং coffee কে যুক্ত করেছে) 
(আমি শুধু চা-ই পছন্দ করিনা কফিও পছন্দ করি বটে।) 

Not only she but also her parents have done the deed. (Not only but also subject "she ও her parents"-কে যুক্ত করেছে)
(শুধু সে নয় তার পিতা-মাতাও চুক্তিটি করেছে।)

He not only sings but also dances well. (Not only --- but also দুইটি verb "sing ও dance" কে যুক্ত করেছে)
(সে শুধু গায়ই না ভালো নাচেও বটে।)

My father is not only a headmaster but also a secretary. (Not only --- but also দুইটি complement "headmaster ও secretary"-কে যুক্ত করেছে) 
(আমার বাবা শুধু প্রধান শিক্ষকই না একজন সচিবও বটে।)

✓ অজানা কথা:

i. Not only ----- but also এর short form "not -----but"

ii. Not only ----- but also দ্বারা দুইটি subject যুক্ত হলে, সর্বদাই দ্বিতীয় subject অনুযায়ী verb বসে। 

iii. Not only ---- but also দ্বারা একটি singular noun এবং আরেকটি plural noun হলে plural noun-টি সর্বদাই verb-এর কাছে বসে। 

যেমন:

Incorrect: Not only his parents but also he has done this. 
Correct : Not only he but also his parents have done this.



❒ Rule-21:

✓ In spite of / Despite (সত্ত্বেও)

✓ Structure: In spite of / Despite + noun/noun phrase/gerund (verb + ing) --- + comma + বিপরীত অর্থ প্রকাশ করে এমন clause


For example:

In spite of his coming on time, all insulted him. (তার সঠিক সময়ে আসা সত্ত্বেও, সকলে তাকে অপমান করেছিল।)

Despite my illness, I attended the party. (আমার অসুস্থতা সত্ত্বেও, আমি পার্টিতে উপস্থিত হয়েছিলাম।) 

Despite/In spite of having many problems, we feel relaxed in Bangladesh.
(অনেক সমস্যা থাকা সত্ত্বেও, আমরা বাংলাদেশে স্বস্তি অনুভব করি।) 

অথবা, 
In spite of many problems, we feel relaxed in Bangladesh.

লক্ষণীয়, In spite of/ despite এর পর সরাসরি noun phrase বসতে পারে অথবা possessive + gerund + noun ও বসতে পারে।

✓ অজানা কথা:

i. "In spite of/ Despite" দ্বারা simple sentence গঠিত হয়।

ii. "In spite of/ Despite" শব্দ দুটি preposition



❒ Rule-22:

✓ Unless (যদি না) 

Structure:

i. Unless+pre. ind.+ কমা +sub+can/will+v1 ----

ii. Unless+past ind. + কমা + sub + could/ would + v1----

For example:

Unless you study a lot, you can not make a good result. (বেশি পড়াশোনা না করলে তুমি ভালো ফলাফল করতে পারবে না।) 

Unless you studied a lot, you could not make a good result.
(বেশি পড়াশোনা না করলে তুমি ভালো ফলাফল করতে পারতে না।) 

Unless you call me, I will not respond. (তুমি যদি আমাকে না ডাকো আমি সাড়া দেব না।)

✓ অজানা কথা:

i. "Unless" conjunction টি শুরুতে বা মাঝে বসতে পারে, শুরুতে বসলে "Unless" clause-এর পর কমা বসে। 

ii. "Unless" clause-এ কোন negative word/phrase হয়না।



❒ Rule-23:

✓ Because (কারণ)

কারণ প্রকাশক বাক্যের শুরুতে “because" বসে, এক্ষেত্রে উভয় clause-এ সমজাতীয় tense

For example:

I could not attend the program because I was ill. (আমি অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম।)

The guests misunderstood me because I could not meet them. (অতিথিরা আমাকে ভুল বুঝেছে কারণ আমি তাদের সঙ্গে দেখা করতে পারিনি।)

I like reading books because books are actual friends. (আমি বই পড়তে পছন্দ করি কারণ বই প্রকৃত বন্ধু।)

❒ Rule-24: 

In case (যদি)

✓ "If" এর মত জোৱালো শর্ত বোঝাতে "In case" বসে না, এটি মূলত সাধারণ কথা “যদি” অর্থে ব্যবহৃত হয়, সম্ভাব্য ভবিষ্যত পরিস্থিতির জন্য।

For example:

I will come tomorrow in case the weather is excellent. (আমি আগামীকাল আসবো যদি আবহাওয়া ভালো থাকে।)

Keep an umbrella in case it rains. (সাথে ছাতা রাখ যদি বৃষ্টি হয়।) 

I will come forward with your help in case you get in trouble.
(আমি তোমার সাহায্যে এগিয়ে আসবো যদি ভূমি সমস্যায় পড়ো।)

✓ অজানা কথা:
উল্লেখিত বাক্যগুলোতে conjunction "If" বসালেও বাক্যগুলো সঠিক হবে, তবে অর্থগুলো অনেক বেশি জোরালো শর্ত বোঝাবে।



❒ Rule-25:

✓ There is a saying / A proverb goes / There is a maxim (একটি প্রবাদ আছে)

✓ Structure:
There is a saying / A proverb goes / There is a maxim + that------

For example:

There is a saying that time and tide wait for none. (একটি প্রবাদ আছে যে সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না।)

A proverb goes that to tell a lie is a great sin. (একটি প্রবাদ আছে যে মিথ্যা বলা মহাপাপ।)

There is a maxim that it takes two to make a quarrel. (একটি প্রবাদ আছে যে এক হাতে তালি বাজে না।) 

There is a modern maxim that practice makes perfect. (একটি প্রবাদ আছে যে গাইতে গাইতে গায়েন।) 

উল্লেখ্য, উল্লেখিত (There is a saying, A proverb goes There is a maxim) সবগুলোর অর্থ - একটি প্রবাদ আছে / একটি কথা প্রচলিত।



❒ ❒ Practice: Level-01
আলোচনার আলোকে

Complete the following sentences:

a) The old man was so hungry -----

b) Give up your bad habits lest ------ 

c) We attend the program on time so that ------

d) Since you are a little boy, ------

e) If ------, I would do it properly.

f) If I were in your position, -----

g) Although they arrived late --------

h) Stand here until -----

i) It is high time the people -----

j) She speaks such a way as if -----

k) I cannot afford a bicycle, let alone -----

l) The son who respects his parents ----

m) They are too careless ----

n) There is a saying that ----

o) I would rather stay at home ------


❒ ❒ Practice: Level-02
জানার প্রয়োগ

❒ 1. Complete the following sentences. 

(a) A proverb goes that ---.

(b) If he makes the best use of his time ---.

(c) But if he does otherwise --- 

(d) If once he falls behind ---.

(e) So he should make the best use of his time so that ---

❒ 2. Complete the following sentences.

(a) We work hard so that ---. 

(b) He is satisfied with what ---.

(c) ---- that time and tide waits for none.

(d) Since I am an early riser ---.

(e) I studied hard lest ---.

❒ 3. Complete the following sentences.

(a) Without eating a balanced diet --- be healthy. 

(b) If it rains today --- go out.

(c) If she had mentioned her name, --- have recognized her.

(d) By reading more, --- more 

(e) If I were the prime minister ---- help the poor

❒ 4. Complete the following sentences.

(a) People in Bangladesh are suffering from skin diseases due to --- 

(b) Arsenicosis is caused by drinking tubewell water which ---.

(c) People should drink uncontaminated water so that they do not ---.

(d) We can prevent arsenicosis by drinking---.. 

(e) People should eat plenty of fish and vegetables to ---.

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══